Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সহ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  সহ এর বাংলা অর্থ হলো -

(p. 820) saha অব্য. সঙ্গে, সহিত (সৈন্যসহ)।
বিণ. 1 (পদের শেষে) সহ্য করতে পারে এমন (ভারসহ, স্পর্শসহ); 2 (বাং.) সহযোগী; সহকারী (সহ-সম্পাদক)।
[সং. √ সহ + অ]।
কর্মী
(-র্মিন্) বিণ. বি. একত্রে বা একপ্রকারে কর্মকারী, colleague.কারী (-রিন্) বিণ. সহকর্মী; কর্মে সাহায্যকারী, assistant.কারিতা বি. সহায়তা (সকলের সহকারিতা)।
বিণ. (স্ত্রী.)কারিণী।
কারে ক্রি-বিণ. সঙ্গে, সহিত (ভক্তিসহকারে); সাহায্যে (বুদ্ধিসহকারে)।
গ বিণ. বি. সঙ্গে যায় এমন; সঙ্গী।
গমন বি. 1 সঙ্গে বা একত্রে গমন; 2 সহমরণ।
গামী
(-মিন্) বিণ. সহগমণকারী; সঙ্গী।
বিণ. (স্ত্রী.)গামিনী।
চর,চারী
(-রিন্) বিণ. বি. 1 একত্রে বা সঙ্গে বিচরণকারী; 2 সঙ্গী, সাথি, সখা।
বিণ. বি. (স্ত্রী.)চরী,চারিণী।
জাত বিণ. 1 একসময়ে জাত, এক গর্ভোত্পন্ন; 2 জন্মের সঙ্গে সঙ্গে লব্ধ (সহজাত সংস্কার, কর্ণের সহজাত কবচকুণ্ডল)।
তা বি. সহ্য করার ক্ষমতা (যুক্তসহতা=যুক্তিযুক্ততা, যৌক্তিকতা)।
ধর্মী
(-র্মিন্) বিণ. বি. সমান ধর্মবিশিষ্ট (লোক)।
ধর্মিণী
বি. (স্ত্রী.) পত্নী, ভার্যা।
পাঠী
(-ঠিন্) বিণ. 1 সতীর্থ, একত্রে এক গুরুর কাছে অধ্যয়নকারী; 2 এক শ্রেণিতে অধ্যয়নকারী।
বিণ. স্ত্রী.পাঠিনী।
বাস বি. 1 একত্রে বাস; 2 পতি-পত্নীরূপে বাস; 3 রতিক্রিয়া।
মরণ বি. স্বামীর শবের সঙ্গে এক চিতায় জীবনত্যাগ; একত্রে মরণ, অনুমরণ।
মৃতা
বিণ. (স্ত্রী.) মৃত পতির সঙ্গে চিতায় আরোহণের ফলে মৃতা।
যাত্রী
(-ত্রিন্) বিণ. একত্রে গমনকারী, সহগামী।
বিণ. স্ত্রী.যাত্রিণী।
যায়ী
(-য়িন্) বিণ. সহগামী।
34)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


সপিনা
(p. 806) sapinā বি. আদালতে হাজির হওয়ার পরোয়ানা, সমন। [ইং. subpoena - তু. আ. সফীনা]। 28)
সুজেয়
(p. 838) sujēẏa দ্র সু। 20)
স্বকৃত
সাঁজা
(p. 822) sān̐jā বি. দই পাতার টক, দম্বল। [সং. সন্ধান]। 36)
সিগারেট
(p. 833) sigārēṭa বি. পাতলা সচ. সাদা কাগজে মোড়া ক্ষুদ্র চুরুটবিশেষ। [ইং. cigarette]। 9)
সংগঠন
(p. 792) saṅgaṭhana বি. 1 সম্যকভাবে গঠন (চরিত্রসংগঠন); 2 বিভিন্ন অঙ্গের সংযোগসাধন (দলের সংগঠন); 3 সংঘবদ্ধ করা; 4 গড়ে তোলা; 5 সংঘ (এই সংগঠনটি নতুন নয়)। [তু. সং. সংঘটন]। সংগঠিত বিণ. সংগঠন করা হয়েছে এমন (সংগঠিত দল)। 41)
সৌরভ
সকৌতুক
সবিদ্য
(p. 808) sabidya বিণ. বিদ্বান, কৃতবিদ্য, বিদ্যা আছে এমন। [সং. সহ + বিদ্যা]। 19)
স্টুডিয়ো
(p. 846) sṭuḍiẏō বি. 1 যেখানে ফোটো তোলা হয়; 2 চিত্রশিল্পীর কর্মস্হান। [ইং. studio]। 63)
স্বাচ্ছন্দ্য
সাক্ষাত্
সজ্ঞান
সফেদা
(p. 806) saphēdā বি. 1 চালের গুঁড়ো; 2 সীসা থেকে প্রস্তুত সাদা রং বিশেষ; 3 গোলাকার রসালোমিষ্টি ফলবিশেষ। [উ.]। 44)
স্বর
(p. 853) sbara বি. 1 কণ্ঠধ্বনি; 2 সংগীতে সুর; 3 শব্দ (কলস্বরে); 4 যে ধ্বনির উচ্চারণে কণ্ঠের মধ্যে কোথাও বাধার সৃষ্টি হয় না; 5 (বেদমন্ত্রের উচ্চারণে) উদাত্ত, অনুদাত্তস্বরিত-এই ত্রিবিধ ধ্বনি; 6 (সং. ব্যাক.) হ্রস্ব, দীর্ঘপ্লুত-এই ত্রিবিধ ধ্বনি। [সং. √ স্বৃ (শব্দ করা অর্থে) + অ]। ̃ গ্রাম বি. সংগীতে সুরসপ্তক অর্থাত্ ষড়্জ ঋষভ গান্ধার মধ্যম পঞ্চম ধৈবত ও নিষাদ। ̃ বর্ণ বি. অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ: স্বয়ং এবং অবাধে উচ্চারিত এই বর্ণসমূহ। ̃ ভক্তি বি. (ভাষা.) বিপ্রকর্ষ দ্র। ̃ ভঙ্গ বি. 1 কণ্ঠস্বরের বিকৃতিরূপ রোগ; 2 সাত্ত্বিক ভাববিশেষ। ̃ লহরি বি. সুরের ঢেউ। ̃ লিপি বি. (সংগীতে) সুর তাল প্রভৃতির সাংকেতিক বর্ণনা-সংবলিত লিপি। ̃ সংগতি বি. 1 (ধ্বনিতত্ত্বে) পাশাপাশি অবস্হিত দুটি অসম স্বরধ্বনির কাছাকাছি চলে আসা (যেমন বিলাতি বিলেতি, বিলিতি); 2 সংগীতে ঐকতান। ̃ সন্ধি বি. স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির বা স্বরান্ত পদের সঙ্গে স্বরাদি পদের সংযোগ। স্বরাগম বি. দুই ব্যঞ্জন ধ্বনির মধ্যে স্বরধ্বনির আগম-যথা বর্ণ বরন। 10)
সুত
(p. 838) suta বি. ছেলে, পুত্র (সুতস্নেহ)। [সং. √ সু + ত]। স্ত্রী. সুতা। 26)
সন্নি-য়োগ
(p. 806) sanni-ẏōga বি. 1 সম্যক বা বিধিমতে নিয়োগ; 2 আদেশ; 3 সংযোগ। [সং. সম্ + নিয়োগ]। 9)
সার2
সঘন1
(p. 796) saghana1 বিণ. মেঘযুক্ত, মেঘাবৃত ('সঘন গগন গরজে': দ্বি. রা; 'সঘন ঘন ছাইল: রবীন্দ্র)। [সং. সহ + ঘন]। 84)
সৌভাগিন্য
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534973
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140510
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730738
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942939
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883597
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838498
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696684
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603090

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us