Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

(ভ্রমর দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

গুঞ্জরা
(p. 250) guñjarā ক্রি. (কাব্যে) গুনগুন শব্দ করা (ভ্রমর গুঞ্জরে, 'গুঞ্জরে অলিকুল')। [হি. গুংজর সং. √গুঞ্জ্]। গুঞ্জরিত বিণ. গুঞ্জিত, ঝঙ্কৃত (গীতধ্বনি গুঞ্জরিত)। 49)
বিলাস
(p. 626) bilāsa বি. 1 সুখভোগ (ভ্রমণবিলাস); 2 বাবুগিরি (বিলাসে অভ্যস্ত); 3 লীলা, কেলি, বিহার, প্রমোদ (বিলাসভবন); 4 শৌখিনতা (কল্পনাবিলাস); 5 লীলায়িত হাবভাব বা ভঙ্গি (কটাক্ষবিলাস)। [সং. বি + √ লস্ + অ]। ̃ কক্ষ বি. (সচ. ধনী ব্যক্তির) আমোদপ্রমোদের জন্য নির্দিষ্ট ঘর। ̃ কানন বি. আমোদপ্রমোদের জন্য ব্যবহৃত উদ্যান। ̃ দ্রব্য বি. আর্থিক স্বচ্ছলতাযুক্ত ব্যক্তিদের ব্যবহার্য মূল্যবান দ্রব্যাদি, luxury goods. ̃ ব্যসন বি. বাবুগিরি; শৌখিনতা। ̃ সামগ্রী বি. শৌখিন ও মূল্যবান দ্রব্য যা সচরাচর আর্থিক সচ্ছলতা যুক্ত লকে কেনে, luxury goods. বিলাসিতা বি. বিলাসপূর্ণ চালচলন; অমিতব্যয়িতা, শৌখিনতা। বিলাসী (-সিন্) বিণ. 1 বিলাসপরায়ণ, সুখভোগ বা শৌখিন জীবনযাপনে অভ্যস্ত; 2 অনুরাগী স্বামী বা পতি ('ঊর্মিলা-বিলাসী': মধু.)। বিলাসিনী বিণ. (স্ত্রী.) বিলাসপরায়ণ। বি. 1 নারী; 2 প্রিয়া। 2)
বৃত্তান্ত
(p. 633) bṛttānta বি. 1 বিবরণ (ভ্রমণবৃত্তান্ত); 2 বার্তা, সংবাদ (সেখান থেকে কী বৃত্তান্ত নিয়ে এলে? কোনো বৃত্তান্তই জানা নেই)। [সং. বৃত্ত + অন্ত]। 62)
ভ্রম
(p. 670) bhrama বি. 1 ভুল, ভ্রান্তি (ভ্রমভঙ্গ, ভ্রমাত্মক); 2 ভুল ধারণা, মিথ্যাজ্ঞান (ভ্রমক্রমে); 3 ধাঁধা; 4 বিস্মৃতি; 5 আবর্ত, ঘূর্ণি। [সং. √ ভ্রম্ + অ]। ̃ .ক্রমে, ̃ .বশত ক্রি-বিণ. ভুল করে, ভুল ধারণার বশবর্তী হয়ে (ভ্রমক্রমে কাগজ তাকে দিয়েছি)। ̃ .নিরসন বিণ. ভুল সংশোধন। ̃ .প্রমাদ বি ভুলত্রুটি। ̃ .বশত দ্র ভ্রমক্রমে। ̃ .সংকুল বিণ ভুলে ভরা। ̃ .সংশোধন বি ভুল ঠিক করা। 115)
ভ্রমর
(p. 670) bhramara বি. (কাব্যে.) ভ্রমরা বি. 1 ভোমরা; 2 মৌমাছি। [সং √ ভ্রম্ + অর]। স্ত্রী. ভ্রমরী। ভ্রমর-কৃষ্ণ বিণ ভ্রমণের মতো গাঢ় ও উজ্জ্বল কালো রঙ্গের (ভ্রমরকৃষ্ণ শাড়ি)। 118)
ভ্রমাত্মক
(p. 670) bhramātmaka বিণ. ভ্রান্তিজনক; ত্রুটিপূর্ণ, ভুল (ভ্রমাত্মক উক্তি)। [সং ভ্রম + আত্মন্ + ক়]। 120)
ভ্রমান্ধ
(p. 670) bhramāndha বিণ. ভ্রান্তির জন্য বুদ্ধি আচ্ছন্ন হয়েছে এমন (ভ্রমান্ধ ব্যক্তি)। [সং ভ্রম + অন্ধ]। বি. ̃ তা। 121)
ভ্রষ্ট
(p. 670) bhraṣṭa বিণ. 1 চ্যুত স্খলিত (লক্ষ্যভ্রষ্ট); 2 পতিত (কুলভ্রষ্ট, স্হানভ্রষ্ট); 3 বিচ্ছিন্ন (যূথভ্রষ্ট); 4 ধর্মবিরুদ্ধ; 5 দুষ্ট, দোষযুক্ত; 6 নষ্ট, ব্যাভিচারী (ভ্রষ্টাচার)। [সং √ ভ্রন্শ্ + ত] বি. ̃ .তা, ভ্রংশ। ভ্রষ্টা বিণ. (স্ত্রী.) ব্যভিচারিণী। ভ্রষ্টাচার বি. 1 ব্যভিচার; 2 দুর্নীতি, কদাচার; 3 ধর্মপথ থেকে বিচ্যুতি। 124)
ভ্রাতৃ
(p. 670) bhrātṛ বি. (সমাসের পূর্বপদে) ভাই। [সং √ ভ্রাজ্ + তৃ]। ̃ .কন্যা বি. (স্ত্রী.) ভ্রাতুষ্পুত্রী, ভাইঝি। ̃ .জায়া, ̃ .বধূ বি. (স্ত্রী.) ভাইয়ের স্ত্রী। ̃ ত্ব বি. ভাইয়ের সম্পর্ক, ভ্রাতৃভাব (ভ্রাতৃত্বের বন্ধন)। ̃ .দ্বিতীয়া বি. কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে ভাইয়ের কল্যাণকামনায় তার কপালে চন্দনাদির চিহ্ন এঁকে দেবার হিন্দু অনুষ্ঠানবিশেষ ভাইফোঁটা। ̃ .প্রতিম বিণ ভাইয়ের কল্যাণকামনায় তার কপালে চন্দনাদির চিহ্ন এঁকে দেবার হিন্দু অনুষ্ঠানবিশেষ, ভাইফোঁটা। ̃ .প্রতিম বিণ. ভাইয়ের সমান বা ভাইয়ের মতো। ̃ .প্রেম, ̃.স্নেহ বি ভাইকে ভালোবাসা ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা। ̃ .ব্য বি. ভাইপো। স্ত্রী. ̃ .ব্যা ভাইঝি। ̃ .ভাব বি. ভাই-ভাই ভাব, ভাই বলে মনে করা। ̃ .স্হানীয় বিণ. ভাই বলে গণনীয়; ভাইয়ের মতো প্রীতির সম্বন্ধযুক্ত। 126)
ভ্রান্ত
(p. 670) bhrānta বিণ. 1 ভুলেছে এমন (দিগ্ভ্রান্ত); 2 ভ্রমযুক্ত, ভুল (ভ্রান্ত মত, ভ্রান্ত ধারণা)। [সং √ ভ্রম্ + ত]। বি. ভ্রান্তি। 128)
ভ্রান্তি
(p. 670) bhrānti বি. 1 ভ্রম, ভুল (ভ্রান্তি সংশোধন); 2 ভুল ধারণা, মিথ্যা ধারণা (ভ্রান্তি অপনোদন); 3 বিস্মৃতি, বিস্মরণ। [সং √ ভ্রম্ + তি]। ̃ .জনক, ̃ .প্রদ বিণ. ভ্রান্তি সৃষ্টি করে এমন। ̃ .বশত বিণ. ভুলের জন্য, ভ্রমহেতু (তিনি ভ্রান্তিবশত কথাটা বলে ফেলেছেন)। ̃ .মান (-মত্) বিণ. ভ্রমযুক্ত, ভ্রান্তিযুক্ত। বি. কাব্যের অর্থালংকারবিশেষ। ̃ .মূলক বিণ. ভ্রমাত্মক, ভুল (ভ্রান্তিমূলক তত্ত্ব)।
ভ্রামণিক
(p. 674) bhrāmaṇika বিণ. বি. ভ্রমণকারী, যে ভ্রমণ করে (ভ্রামণিকদের বিশ্রামের স্হান)। [সং ভ্রমণ + ইক]। 3)
ভ্রাম্য
(p. 674) bhrāmya বিণ. ভ্রমণের যোগ্য; পরিক্রমণীয়। [সং √ ভ্রম্ + য]। ̃ .মাণ বিণ. 1 ঘুরানো হচ্ছে এমন; 2 (বাং) এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করে এমন (ভ্রাম্যমাণ আদালত, ভ্রাম্যমাণ ডাকঘর); 3 (বাং. প্রয়োগ) ঘুরে বেড়াচ্ছে বা ভ্রমণ করছে এমন (ভ্রাম্যমাণ পথিকের দল)। 5)
মূল
(p. 714) mūla বি. 1 শিকড়, বৃক্ষাদির স্হিতিসাধক গোড়ার অংশবিশেষ যার সাহায্যে বৃক্ষ মাটি থেকে খাদ্যরস আহরণ করে; 2 আলু কচু ইত্যাদি কন্দজাতীয় উদ্ভিদ; 3 আদি, গোড়া (ঘটনার মূল); 4 আদি কারণ; 5 উত্পত্তির স্হান (কর্ণমূল, বাহুমূল); 6 উত্স; 7 ভিত্তি; 8 (গণি.) যে রাশি নি়জের দ্বারা এক বা একাধিকবার গুণিত হয়ে অন্যরাশি উত্পন্ন করেছে, root (বর্গমূল)। বিণ. 1 আদ্য, প্রথম গো়ড়াকার (মূলগ্রন্হ); 2 প্রধান (মূলমন্ত্র, মূলনীতি)। [সং. √ মূল + অ]। মূলক বিণ. বহুব্রীহি সমাসে উত্তরপদ হলে ক-যোগে মূল শব্দের রূপ (ভ্রান্তিমূলক, চিন্তামূলক)। মূলক2 বি. কন্দবিশেষ, মুলো। ̃ .কারণ বি. সৃষ্টি, জন্ম বা উত্পত্তির প্রথম প্রধান অথবা প্রকৃত কারণ। ̃ .কেন্দ্র বি. 1 মর্মস্হল; 2 প্রধান অঞ্চল বা কার্যালয়, সদর। ̃ .গত বিণ. 1 মূল থেকে জাত; 2 মৌলিক ̃ ত, (বর্জি.) ̃ তঃ ক্রিবিণ. 1 মূলে; 2 প্রকৃতপক্ষে। ̃ .তত্ত্ব বি. মৌলিক তত্ত্ব যার উপর ভিত্তি করে অন্যন্য তত্ত্ব গড়ে ওঠে। ̃ ত্র, ̃ .ত্রাণ বি. মাটির নীচে মূলকে রক্ষাকারী মূলের উপরের রোমশ আবরণ, মূলরোম। ̃ .ধন বি. পুঁজি, ব্যাবসায় বিনিয়োজিত অর্থ। ̃ .নীতি বি. প্রধান প্রকৃত বা মৌলিক নীতি। ̃ .ভিত্তি বি. প্রধান ভিত্তি, ভিতের সর্বনিম্ন স্তর, প্রধান আধার; গোড়াপত্তন। ̃ .মন্ত্র বি. 1 বীজমন্ত্র; 2 প্রধান সংকল্প (জীবনের মূলমন্ত্র)। ̃ .রোম বি. মূলত্র ও মূলত্রাণ -এর অনুরূপ। ̃ .সূত্র বি. 1 আদি কারণ; 2 প্রধান বা প্রাথমিক বিধি-নিয়ম (বাংলা ছন্দের মূলসূত্র)। মূলাকর্ষণ বি. শিকড় ধরে টান। মূলানুগ বিণ. মূল অংশের বা আদি রূপের সঙ্গে সংগতিসম্পন্ন। মূলাশ্রয়ী বিণ. মূল রূপকে অবলম্বন বা অনুসরণ করে এমন। মূলী (-লিন্) বিণ, মূলযুক্ত, শিকড়যুক্ত। বি. বৃক্ষ। মূলী-করণ বি. (-গণি.) বর্গমূল নির্ণয়। মূলী-ভূত বিণ. 1 আদিকারণস্বরূপ; 2 ভিত্তিস্বরূপ; 3 মূলগত। মূলে ক্রি-বিণ. 1 আদিতে, গোড়ায়; 2 আদৌ (মূলে সে যায়ইনি)। মূলোচ্ছেদ, মূলোত্-পাটন বি. শিকড়সমেত উপড়ে ফেলা; সম্পূর্ণ বিনাশ। 3)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534521
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140031
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730160
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942325
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883432
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838406
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696568
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603028

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us