Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ভ্রমর এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ভ্রমর এর বাংলা অর্থ হলো -

(p. 670) bhramara বি. (কাব্যে.) ভ্রমরা বি. 1 ভোমরা; 2 মৌমাছি।
[সং √ ভ্রম্ + অর]।
স্ত্রী. ভ্রমরী।
ভ্রমর-কৃষ্ণ বিণ ভ্রমণের মতো গাঢ় ও উজ্জ্বল কালো রঙ্গের (ভ্রমরকৃষ্ণ শাড়ি)।
118)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ভূশয্যা
(p. 670) bhūśayyā দ্র ভূ2। 2)
ভাগ্যি
(p. 660) bhāgyi (কথ্য) বি. ভাগ্য। অব্য. ভাগ্য ভালো তাই, ভাগ্যবলে (ভাগ্যি, তুমি সময়মতো এসেছ)। [সং. ভাগ্য]। 24)
ভৃষ্ট
(p. 670) bhṛṣṭa বিণ. ভাজা হয়েছে এমন, ভর্জিত (ভৃষ্ট শাক, ভৃষ্ট পলাণ্ডু)। [সং. √ ভ্রস্জ্ + ত]। 13)
ভি আই পি
(p. 664) bhi āi pi বি. বিণ. অতি গুরুত্বপূর্ণ মর্যাদাসম্পন্ন বা প্রতিপত্তিশালী লোক (এই সিটগুলো ভি আই পি-দের জন্য রাখা হয়েছে)। [ ইং. VIP Very Important Persons]। 40)
ভ্রম
ভরনা
(p. 658) bharanā বি. ভার, ভর অবলম্বন, ঠেকানো। [ভর2 দ্র]। 21)
ভুবন
ভাটিয়ালি
(p. 661) bhāṭiẏāli বি. মাঝিদের গানের সুরবিশেষ। [বাং. ভাটি আল + ই]। 23)
ভেপসা-ভ্যাপসা
ভচক্র
(p. 655) bhacakra দ্র ভ2। 23)
ভক্কি
(p. 655) bhakki বি. (অশি.) ধোঁকা; ভাঁওতা (ভক্কি দিয়ে টাকা নিয়ে গেল)। [দেশি]। 6)
ভারুই
(p. 664) bhārui বি. ভরত পাখি। [ ভরত, ভরদ্বাজ]। 16)
ভাগ2
(p. 660) bhāga2 বি. 1 বাটোয়ারা, বিভাগ (দেশভাগ, সম্পত্তি ভাগ করা); 2 খণ্ড, টুকরো (শতভাগে পরিণত); 3 অংশ, বখরা (আমার ভাগ কই?); 4 কালাংশ (দিবাভাগ); 5 স্হান, প্রদেশ, অঞ্চল (নিম্নভাগ উপরিভাগ); 6 (গণি.) বিভাজন, হরণ (ভাগশেষ)। [সং. √ ভজ্ + অ]। ̃ .চাষি বি. যে চাষি কেবল উত্পন্ন ফসলের ভাগ নিয়ে অন্যের জমি চাষ করে। ̃ .ধেয় বিণ. 1 যে ভাগ পায়, ভাগী; 5 উত্তরাধিকারী, দায়াদ। বি. 1 ভাগ; 2 রাজস্ব; 3 ভাগ্য। ̃ .ফল বি. এক রাশিকে অপর এক রাশি দিয়ে ভাগ করলে যে ফল পাওয়া যায়, quotient. ̃ .বাটোয়ারা বি. অংশে বন্টন বা ভাগ করে দেওয়া। ̃ .শেষ বি. (গণি.) ভাগ করবার পর রাশির যে অংশ অবশিষ্ট থাকে। ̃ .হর বিণ. অংশগ্রহণকারী। ̃ .হার বি. অংশগ্রহণ। ভাগের মা গঙ্গা পায় না (আল. প্রব.) ভাগাভাগির কাজ ঠিকমতো হয় না। 8)
ভূ2
(p. 668) bhū2 বি. 1 পৃথিবী (ভূপৃষ্ঠ, ভূতল); 2 স্হল, স্হান, ভূমি (ভূদান)। [সং. √ ভূ + ক্বিপ্]। ̃ কম্প, ̃ কম্পন বি. ভূমিকম্প। ̃ খণ্ড বি. প্রদেশ, দেশ (আরব ভূখণ্ড)। ̃ গর্ভ বি. পৃথিবী বা মাটির অভ্যন্তর। ̃ গোল বি. পৃথিবীর বিবরণ, geography. ̃ গোলক বি. পৃথিবীর আকারাদির চিত্রসংবলিত গোলক, globe. ̃ চর বিণ. স্হলে বিচরণ করে এমন, স্হলচর। ̃ চিত্র বি. মানচিত্র, map. চ্ছায়া বি. গ্রহণের সময় চাঁদে পৃথিবীর যে ছায়া পড়ে। ̃ তত্ত্ব, ̃ বিজ্ঞান, ̃ বিদ্যা বি. ভূপৃষ্ঠ ও তার নিম্নবর্তী স্তরসমূহ-সম্বন্ধীয় বিজ্ঞান, geology. ̃ তল বি. 1 পৃথিবীপৃষ্ট; 2 পাতাল। ̃ দেব বি. ব্রাহ্মণ। ̃ ধর, ̃ ভৃত্ বি. পর্বত। ̃ প, ̃ পতি, ̃ পাল বি. রাজা। ̃ পতিত বিণ. মাটিতে বা ভূপৃষ্ঠে পড়ে গেছে এমন। ̃ পর্যটক বি. সারা পৃথিবী যে ভ্রমণ করে। ̃ পর্যটন বি. সারা পৃথিবীতে ভ্রমণ। ̃ পাতিত বিণ. ভূপৃষ্ঠে বা মাটিতে ফেলা হয়েছে এমন। ̃ পৃষ্ঠ বি. পৃথিবীর উপরিতল; মাটি। ̃ প্রদক্ষিণ বি. পৃথিবীর চার দিকে ভ্রমণ। ̃ বিদ্যা-ভূতত্ত্ব -র অনুরূপ। ̃ বিষুব-রেখা বি. নিরক্ষরেখা। ̃ ভাগ বি. পৃথিবী। ̃ ভার বি. পৃথিবীর পাপের বোঝা। ̃ ভারত বি. 1 পৃথিবীভারতবর্ষ; 2 সমস্ত পৃথিবী (এমন ঘটনা ভূভারতে কখনো ঘটেনি)। ̃ মণ্ডল বি. পৃথিবী। ̃ মধ্য বি. পৃথিবীর মধ্যস্হল; পৃথিবীর যেকোনো স্হান। ̃ মধ্য-রেখা বি. (ভূগো.) পৃথিবীর মধ্যস্হল বেষ্টনকারী রেখা। ̃ মধ্য-সাগর বি. ইয়োরোপের দক্ষিণে অবস্হিত সাগরবিশেষ। ̃ লুণ্ঠিত বিণ. 1 মাটিতে বা ধুলোয় লুটোচ্ছে এমন; 2 (আল.) অপদস্হবিপর্যস্ত (মর্যাদা ভূলুণ্ঠিত)। ̃ লোক বি. পৃথিবী। ̃ শয্যা বি. মাটির শয্যা, ভূমিরূপ শয্যা; মাটিতে বা মেঝেতে শোয়া। ̃ সম্পত্তি বি. জমিজমা, খেতখামার; জমিদারি (ভূসম্পত্তি দেখাশোনা)। ̃ স্বর্গ বি. 1 মেরুপর্বত; 2 (আল.) কাশ্মীর। ̃ স্বামী বি. অনেক জমির মালিক, জমিদার। 24)
ভূমা
(p. 668) bhūmā (-মন্) বি. 1 সর্বব্যাপী পুরুষ; 2 বহুত্ব। বিণ ভূয়িষ্ঠ, বহুল (ভুমানন্দ)। [সং. বহু + ইমন্]। 33)
ভূর্লোক
(p. 668) bhūrlōka বি. সপ্তপাতালসহ পৃথিবী, ভূলোক। [সং. ভূঃ + লোক]। 44)
ভেত্তা
(p. 670) bhēttā (-ত্তৃ) বিণ. ভেদকারী ভেদকারক; ছেদনকারী। [সং. √ ভিদ্ + তৃ]। 32)
ভুঞ্জা
(p. 668) bhuñjā ক্রি. (কাব্যে) ভোগ করা, উপভোগ করা; (কন্টকশয়ানে/ভুঞ্জেছি, জাগর স্বপ্নে' সু. দ); ভোজন করা। [সং. √ ভুজ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. ভোগ বা উপভোগ করানো; ভোজন করানো। ভুঞ্জিত বিণ. উপভোগ করা হয়েছে এমন; ভোজন করা হয়েছে এমন, ভুক্ত। 3)
ভারপ্রাপ্ত, ভারবাহ, ভারবাহী
(p. 664) bhāraprāpta, bhārabāha, bhārabāhī দ্র ভার। 9)
ভ্যাজাল2
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577668
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185348
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785408
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026214
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901046
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848097
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708543
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620024

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us