Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

(মাটির দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনুদ্ভিন্ন
(p. 28) anudbhinna বিণ. 1 (মাটি) ভেদ করে ওঠেনি এমন; অনুদ্গত; 2 অপরিস্ফুট; 3 পূর্ণরূপে প্রকাশ পায়নি এমন (অনুদ্ভিন্ন যৌবন)। [সং. ন + উদ্ভিন্ন]। 17)
কামড়
(p. 181) kāmaḍ় বি. 1 দংশন, দন্তাঘাত (বিড়ালের কামড়); 2 দাঁত দিয়ে আঁকড়ে ধরা (মরণকামড়); 3 নির্দয় বা অত্যধিক দাবি (মহাজনের সুদের কামড়); 4 বেদনা, যন্ত্রণা (পেটের কামড়); 5 তীব্রতা (শীতের কামড়)। [দেশি]। কামড়া, কামড়ানো ক্রি. বি. দংশন করা, দাবি করা; সবলে চেপে ধরা (মেশিনটা তার হাত কামড়ে ধরেছে); দৃঢ়সংলগ্ন হয়ে থাকা (মাটি কামড়ে থাকা)। কামড়ানি, কামড়ি1 বি. কামড়ের ভাব বা যন্ত্রণাবোধ। কামড়া-কামড়ি বি. 1 পরস্পর ক্রমাগত দংশন; 2 মারামারি। 85)
কেলে
(p. 207) kēlē বিণ. (অনাদরে বা ব্যঙ্গে) কালো, কালো রঙের। [বাং. কালিয়া ]। ̃ কার্তিক দ্র কার্তিক। ̃ ভূত বি. ভূতের মতো কালো ব্যক্তি। ̃ মানিক, ̃ সোনা (আদরে) বি. কালো ছেলে; কালাচাঁদ, শ্রীকৃষ্ণ। কেলে হাঁড়ি বি. বহুকাল ভাত রাঁধার ফলে যে (মাটির) হাঁড়ির তলদেশ কালো হয়ে গেছে। 21)
খুঁড়া, খোঁড়া
(p. 230) khun̐ḍ়ā, khōn̐ḍ়ā ক্রি. 1 খনন করা (মাটি খুঁড়ছে, কবর খোঁড়া); 2 কিছুতে ঠোকা (মাথা খোঁড়া); 3 অতিরিক্ত প্রশংসা করে ক্ষতি বা অমঙ্গল করা (দয়া করে আমার ছেলেটাকে তোমরা খুঁড়ো না)। বি. বিণ. উক্ত অর্থে। [প্রাকৃ. √খুড়্ সং. √ক্ষুদ্]। ̃ খুঁড়ি বি. ক্রমাগত বা বারংবার খনন (এই রাস্তায় এখন খোঁড়াখুঁড়ি চলছে)। খোঁড়ানো1 ক্রি. (অপরের দ্বারা) খনন করানো। বি. বিণ. উক্ত অর্থে। 19)
খোপ, খোপর
(p. 234) khōpa, khōpara বি. 1 খুপরি, কোটর (ঘরের দেওয়ালে খোপ কাটা আছে); 2 খোপের আকারবিশিষ্ট নকশা (মাটিতে খোপ কাটছে); 3 ছোট বাসা (পায়বার খোপ)। [দেশি]। 19)
গড়া৩
(p. 236) gaḍ়ā3 ক্রি. 1 গড়াগড়ি দিতে দিতে যাওয়া বা নামা (পাহাড় থেকে গড়িয়ে নামছে, উপর থেকে গড়িয়ে আসছে) ; 2 ঢালা বা পড়া (কলসি থেকে জল গড়াচ্ছে); 3 শোয়া (একটু গড়িয়ে নাও) ; 4 ভূলুণ্ঠিত হওয়া (মাটিতে গড়াচ্ছে) ; 5 অতিরিক্ত ভাবাবেগ দেখানো (আহ্লাদে গড়াচ্ছে); 6 প্রবাহিত হওয়া (তেল গড়াচ্ছে); 7 অগ্রসর হওয়া (ব্যাপারটা কতদূর গড়াল? বেলা গড়িয়ে গেল)। [বাং. √গড়া]। ̃ নো ক্রি. গড়া। বিণ. বি. উক্ত সব অর্থে। ̃ নে বিণ. গড়ায় এমন; ঢালু। গড়ায়-গড়ায় ক্রি-বিণ. পাশাপাশি। 39)
চোটা৩
(p. 297) cōṭā3 ক্রি. চোটানো, চোট লাগানো। [হি. চোট + বাং. আ]। ̃ নো বি. ক্রি. 1 আঘাত দেওয়া; 2 রাগ করে ধমক দেওয়া; 3 কোপানো, কোদলানো (মাটি চোটানো)। বিণ. উক্ত সব অর্থে।
ঠুকা, ঠোকা
(p. 350) ṭhukā, ṭhōkā বি. ক্রি. 1 সশব্দে ঘা মারা (মাটিতে লাঠি ঠোকা, দেয়ালে পেরেক ঠোকা); 2 কিছুর উপর ধাক্কা মারা, আঘাত করা (মাথা ঠুকছে); 3 আস্ফালনের ভঙ্গিতে সশব্দে চাপড়ানো (বুক ঠোকা); 4 ধমক দেওয়া; 5 বিদ্রূপের ভঙ্গিতে সমালোচনা করা বা ধমক দেওয়া (এমন ঠুকে কথা বল কেন?); 6 রুজু করা (মামলা ঠোকা)। বিণ. উক্ত সব অর্থে। [বাং. ঠুক ঠক]। ̃ ঠুকি বি. 1 বারবার ঠোকা; 2 সংঘর্ষ, মারামারি, কলহ (তাদের মধ্যে ঠোকাঠুকি লেগেই আছে)। ঠুকুনি বি. 1 আঘাত; ধাক্কা, ক্রমাগত আঘাত বা ধাক্কা; 2 প্রহার; 3 ধমক। তাল ঠোকা, বুক ঠোকা যথাক্রমে তাল5 ও বুক দ্র। 44)
তুলা2, তোলা
(p. 375) tulā2, tōlā ক্রি. 1 উত্তোলন করা, উঠানো, উঁচু করা (মাটি থেকে তোলা); 2 উন্নীত করা (জাতে তোলা); 3 শুনানো (কথাটা তার কানে তুলতে হবে); 4 উত্থাপন করা (প্রসঙ্গ তোলা); 5 খুঁটে সংগ্রহ করা (শাক তোলা); 6 উত্পাটন করা (দাঁত তোলা); 7 সংগ্রহ করা (চাঁদা তোলা); 8 অপসারিত করা (দাগ তোলা); 9 নির্মাণ করা (ঘর তোলা, দালান তোলা); 1 তীব্রতর করা (তান তোলা, সুর তোলা, গলা তোলা); 11 সৃষ্টি করা (আওয়াজ তোলা); 12 সূচিকর্মের সাহায্যে অঙ্কিত করা (রুমালে ফুল তোলা); 13 উচ্ছেদ করা (বাড়ি থেকে ভাড়াটে তোলা); 14 গাড়িতে চাপানো (তাকে গাড়িতে তুলে দিয়ে এলাম); 15 বমি করা (ছেলেটা দুধ তুলছে); 16 খাটানো (নৌকার পাল তোলা); 17 সম্পর্কের উল্লেখ করে গাল দেওয়া (বাপ তোলা); 18 ত্যাগ করা, নিঃসৃত করা (হাই তোলা); 19 চয়ন করা (ফুল তোলা); 2 গুছিয়ে রাখা (বই তোলা, বিছানা তোলা)। বি. বিণ. উক্ত সব অর্থে। [সং. √ তুল্ + বাং. আ]। ̃ নো ক্রি. অন্যের দ্বারা তোলার কাজ করানো। বি. বিণ. উক্ত অর্থে। তুলে দেওয়া ক্রি. বি. 1 ঘুম থেকে জাগিয়ে দেওয়া; 2 কোনো স্হান থেকে সরিয়ে দেওয়া; 3 উঠিয়ে দেওয়া। তুলে ধরা ক্রি. বি. 1 উত্তোলিত করা (বাক্সটা একটু তুলে ধরো); 2 প্রকাশ বা প্রচার করা (বক্তব্য তুলে ধরা)। তুলে নেওয়া ক্রি. বি. প্রত্যাহার করা (বন্ধ্ তুলে নেওয়া হয়েছে)। 224)
দাবা1
(p. 405) dābā1 ক্রি. 1 দমন করা, চেপে রাখা (দাবিয়ে রাখা); 2 চাপা, টেপা (পা দাবা)। বি. উক্ত দুই অর্থে। [দাপ দ্র]। ̃ নো ক্রি. 1 দমন করা (শত্রুকে দাবিয়ে রাখা); 2 টেপা বা টেপানো (পা দাবানো); 3 জোরে চাপ দিয়ে নিচু করা (মাটি দাবানো)। বি. বিণ. উক্ত সব অর্থে। 11)
ধসা
(p. 433) dhasā ক্রি. 1 (পাহাড়, নদীর পাড় প্রভৃতি থেকে) মাটি ইত্যাদির চাপ খসে পড়া (মাটি ধসে পড়ছে); 2 ভেঙে পড়া (ভিত ধসে গেছে); 3 দুর্বল হয়ে পড়া (শরীর ধসে গেছে)। বি. বিণ. উক্ত সব অর্থে। [ধস দ্র]। ̃ নো ক্রি. ধসকা করা; ধস নামানো, ভেঙে ফেলা (ধসিয়ে দেওয়া)। বি. বিণ. উক্ত উভয় অর্থে। 12)
পুঁতা, পোঁতা
(p. 523) pun̐tā, pōn̐tā ক্রি. বি. 1 ভূমি গৃহতল প্রাচীর প্রভৃতির নীচে ঢুকিয়ে রাখা, গাড়া (মাটির নীচে পুঁতে রেখেছে); 2 রোপণ করা (চারাগাছ পোঁতা)। বিণ. উক্ত অর্থে। [ সং. প্রোথ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 রোপণ করানো; 2 গাড়ানো। বিণ. উক্ত দুই অর্থে। 27)
পোঁতা2
(p. 533) pōn̐tā2 ক্রি. বি. 1 মাটি পাঁচিল গৃহতল প্রভৃতির নীচে ঢুকিয়ে রাখা (মাটির নীচে পোঁতা); 2 রোপণ করা (আমের চারা পোঁতা)। বিণ. উক্ত অর্থে। [পুঁতা দ্র]। 34)
মাট
(p. 692) māṭa বিণ. 1 মাটির মধ্যে উত্পন্ন (মাটকলাই); 2 মাটির তৈরি (মাট কোঠা)। [ বাং. মাটি.]। ̃ .কলাই বি. চীনাবাদাম। ̃ .কোঠা বি. মাটির তৈরী দুই বা ততোধিক তলবিশিষ্ট বাড়ি। 78)
মাটি
(p. 692) māṭi বি. 1 ভূপৃষ্টের উপরিতলের যেখানে উদ্ভিদ জন্মে, মৃত্তিকা (মাটির পুতুল); 2 ভূতল (মাটিতে বসা); 3 ভূসম্পত্তি (লাঠি যার মাটি তার); 4 স্হির থাকার বা ভর দেবার উপায় (পায়ের তলায় মাটি না থাকা)। বিণ. পণ্ড, নষ্ট (প্যানটা মাটি হয়ে গেল)। [প্রাকৃ. মট্টিআ সং. মৃত্তিকা]। বিণ. মেটে। মাটি করা ক্রি. বি. নষ্ট বা পণ্ড করা (সব আয়োজন মাটি করে দিল)। মাটি কামড়ে পড়ে থাকা ক্রি বি. 1 যথাশক্তি নিশ্চল হয়ে মাটিতে শুয়ে থাকা; 2 (আল.) নাছোড়বান্দা হয়ে স্বস্হানে অটল থাকা। মাটি খাওয়া ক্রি. বি. যার জন্য পরে অনুতাপ করতে হয় এমন কাজ করা। মাটি তোলা ক্রি বি. 1 মাটি খুঁড়ে উঠানো; 2 পঙ্কোদ্বার করা। মাটি দেওয়া ক্রি. বি. কবর দেওয়া, সমাধিস্হ করা। মাটি মাড়ানো ক্রি. বি. পদার্পন করা (আপনি বহুদিন এদিককার মাটি মাড়াননি)। মাটি হওয়া ক্রি. বি. পণ্ড বা নষ্ট হওয়া। মাটির দর অতি সস্তা। মাটির মানুষ অতি শান্ত লোক। 81)
রসা2
(p. 736) rasā2 বিণ. 1 রসযুক্ত 2 প্রচুর রস আছে এমন (রসা মাছ, রসা কাঁঠাল)। বি. মাছ মাংস প্রভৃতির অল্প ঝোলযুক্ত ব্যঞ্জনবিশেষ (মাছের মাথা দিয়ে রসা রান্না)। ক্রি. 1 রসযুক্ত হওয়া (মাটি রসেছে); 2 সর্দিতে ভারাক্রান্ত হওয়া (চোখমুখ রসেছে)। [সং. রস + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 রসযুক্ত করা; 2 আর্দ্র কোমল বা রসভাবযুক্ত করা। বিণ. উক্ত অর্থে। 36)
রাখা
(p. 738) rākhā ক্রি. বি. 1 স্হাপন করা (মাটিতে রাখা); 2 আশ্রয় দেওয়া, থাকতে দেওয়া (পায়ে রাখা); 3 সংরক্ষিত করা (বাক্সে রাখা, মুঠোয় রাখা); 4 বহন করা বা ধারন করা (মাথায় রাখা, টিকি রাখা); 5 জানা থাকা (খবর রাখি না); 6 রক্ষা করা, ক্ষুণ্ণ হতে না দেওয়া (কুল রাখা, সম্পর্ক রাখা, মান রাখা); 7 গচ্ছিত দেওয়া (ব্যঙ্কে টাকা রাখা); 8 বন্ধক দেওয়া বা গ্রহণ করা (গয়না রেখে কর্জ দেওয়া); 9 নিযুক্ত করা (চাকর রাখা); 1 পোষা (বাড়িতে কুকুর রাখা); 11 সঞ্চিত করা, মজুত করা (ভবিষ্যতের জন্য টাকা রেখো); 12 উত্থাপন না করা (তার কথা রাখো-ঢের শুনেছি); 13 ত্যাগ বা স্হগিত করা (এখন খেলা রেখে পড়তে বসো); 14 গ্রাহ্য বা পালন করা (অনুরোধ রাখতে পারব না); 15 পোষণ করা (মনে অভিমান রাখা); 16 ফেলে যাওয়া (কলমটা কি ও-ঘরে রেখে এসেছি?); 17 ক্রয় করা (এই জামাটা ফেরিওয়ালার কাছ থেকে রেখেছি); 18 তুষ্ট করা (মন রাখা); 19 কোনো কাজ পূর্বে সম্পন্ন করা (দাদন দিয়ে রাখা)। বিণ. 1 রক্ষিত, রাখা হয়েছে এমন (তাকের উপর রাখা বই); 2 আশ্রিত 3 স্হাপিত; 4 নিযুক্ত; 5 ক্রীত; 6 বন্দোবস্ত নেওয়া এমন; 7 প্রদত্ত; 8 রাখার জন্য কৃত (মন রাখা কথা)। [সং. √ রক্ষ্ + বাং. আ]। কথা রাখা ক্রি. বি. অনুরোধ বা প্রতিশ্রুতি পালন করা। চোখ রাখা, নজর রাখা ক্রি. বি. সতর্ক দৃষ্টি বা পাহারা দেওয়া। নাম রাখা ক্রি. বি. 1 নাম দেওয়া (ছেলের কী নাম রাখলে?); 2 গৌরব বজায় রাখা (বাপের নাম রেখেছে)। রেখেঢেকে বলা ক্রি. বি. কিছুটা অব্যক্ত রেখে বলা; সবটা না বলা। 35)
লেপ2
(p. 764) lēpa2 বি. 1 প্রলেপ, পোঁচ (মাটির লেপ); 2 লেপে জুড়বার জিনিস (বজ্রলেপ)। [সং. √ লিপ্ + অ]। ̃ .ক বিণ. লেপনকারী। ̃ .ন বি. 1 প্রলেপ বা পোঁচ দেওয়া; 2 নিকানো; 3 লেপা বা মাখা যায় এমন বস্তু; 4 আরোপণ (কলঙ্কলেপন)। ̃ .নীয়, লেপ্য বিণ. লেপনযোগ্য। 8)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535076
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140586
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730862
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943062
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883635
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838510
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696725
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603108

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us