Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

(যেমনি দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-অহ্ন
(p. 76) -ahna বি. দিন (পূর্ব, পর, অপর ও মধ্য শব্দের পরে অহন্ শব্দের এই রূপ হয (যেমন পূর্ব + অহন্=পূর্বাহ্ন, মধ্য + অহন্=মধ্যাহ্ন)। 12)
অকরণী
(p. 2) akaraṇī বি. (গণি.) যে রাশি করণী নয় অর্থাত্ যার মূল বার করলে কোনো ভাগশেষ থাকে না, rational quantity (যেমন 25=5)। [সং. ন+করণ+ঈ (স্ত্রী)]। 13)
অধ্যাস1
(p. 21) adhyāsa1 বি. 1 সত্তা বা গুণাগুণ আরোপ; 2 এক বস্তুতে অন্য বস্তুর বা তার গুণের কল্পনা, illusion (যেমন রজ্জুতে সর্পজ্ঞান বা একচন্দ্রস্হলে দ্বিচন্দ্রের অথবা শুক্তিতে রজতের প্রতীতি) (বি. প.)। [সং. অধি+√ অস্ (=নিক্ষেপ)+অ]। অধ্যস্ত বিণ. আরোপিত। 6)
অনু-পান
(p. 29) anu-pāna বি. কবিরাজ ওষুধের সঙ্গে সেবন করা হয় এমন দ্রব্য (যেমন মধু)। [সং. অনু + পান]। 2)
অনুপ্রাস
(p. 29) anuprāsa বি. শব্দালংকারবিশেষ, একই ধ্বনি ও বর্ণের পুনঃ পুনঃ প্রয়োগসমন্বিত কাব্যলংকারবিশেষ (যেমন, 'মালঞ্চের চঞ্চল অঞ্চল': রবীন্দ্র)। [সং. অনু + প্র + √ অস্ + অ]। 14)
অনুবন্ধ
(p. 29) anubandha বি. 1 অবতারণা; আরম্ভ ('মনমথ পাঠ মহল অনুবন্ধ': বিদ্যা.) 2 সংকল্প; 3 অভিলাষ ('মাতাল মধুকর পীবইতে করু অনুবন্ধে': গো. দা.) 4 সম্বন্ধ; 5 পারম্পর্য, correlation; 6 প্রসঙ্গ; 7 উপলক্ষ্য; 8 (ব্যাক.) কল্পিত বর্ণ যা 'ইত্' হয় অর্থাত্ বাদ যায় (যেমন, ঘঞ্-প্রত্যয়ের ঘ্ ও ঞ্)। [সং. অনু + বন্ধ্ + অ]। অনুবন্ধী (-ন্ধিন্) বিম. 1 সম্বন্ধীয়, সম্পর্কিত; 2 অন্বিত; 3 অবিচ্ছিন্ন; 4 (জ্যামি.) অনুবর্তী conjugate (বি. প.); 5 অনুবর্তী ফলস্বরূপ আগত, consequential (স. প.); 6 পারম্পর্যযুক্ত, সুসম্বদ্ধ, relevant. 17)
অপহ্নব, অপহ্নুতি
(p. 39) apahnaba, apahnuti বি. 1 (সত্যের) অপলাপ, (সত্য) গোপন; 2 অস্বীকার; 3 চৌর্য; 4 (অল.) বর্ণনীয় বিষয় বা বস্তুকে গোপন বা অস্বীকার করে উপমানের স্হাপন (যেমন, 'বৃষ্টিজলে গগন কাঁদিলা': মধু.) [সং. অপ + √ হ্নু + অ, তি]।
অপি-নিহিত
(p. 40) api-nihita বি. (ভাষাতত্ত্বে) শব্দের মধ্যে ই বা উ ধ্বনি থাকলে পূর্বেই তা উচ্চারণ করার প্রবণতা (যেমন, আজি আইজ, কাঁচি কাঁইচি), epenthesis. [সং. অপি + নি + √ ধা + তি]। অপি-নিহিত বিণ. এইভাবে নিষ্পন্ন। বি. অপিনিহিতি। 28)
আনদ্ধ
(p. 94) ānaddha বি. চামড়া দিয়ে মুখ-বন্ধ-করা বাদ্যযন্ত্র (যেমন, মৃদঙ্গ, ঢোল, তবলা)। বিণ. 1 চমড়া দিয়ে ঢাকা রয়েছে এমন (আনদ্ধ যন্ত্র); 2 গ্রথিত, সজ্জিত (আনদ্ধ কেশপাশ); 3 বস্ত্রাদি দিয়ে সজ্জিত। [সং. আ + √ নহ্ + ত]। 2)
আনূপ
(p. 95) ānūpa বিণ. জলময়। বি. জল ভালোবাসে এমন জন্তু (যেমন মোষ, গণ্ডার প্রভৃতি)। [সং. অনূপ + অ]। 14)
উপমা
(p. 133) upamā বি. 1 সাদৃশ্য, তুলনা (উপমা দেওয়া); 2 অর্থালংকারবিশেষ - এই অলংকারে একই ধর্মবিশিষ্ট দুই ভিন্নজাতীয় বস্তুর মধ্যে সাদৃশ্য কল্পিত হয়, simile. [সং. উপ + √ মা + অ]। ̃ ন বি. যার সঙ্গে বা যার দ্বারা তুলনা দেওয়া হয় (যেমন, 'রক্তের মত রাঙা দুটি জবাফুল' এখানে উপমান 'রক্ত')। উপ-মিত বিণ. তুলিত। উপ-মিতি বি. উপমা, সাদৃশ্যকল্পনা। উপ-মেয় বিণ. বি. উপমার বিষয়ীভূত (উপরের দৃষ্টান্তে 'জবাফুল' উপমেয়)। 25)
উপা-দান
(p. 133) upā-dāna বি. 1 উপকরণ, যেসব বস্তু একত্র করে অন্য বস্তু গঠিত হয় (নানান উপাদানে গঠিত); 2 সমবায়ী বা নিত্যসম্বন্ধযুক্ত কারণ অর্থাত্ যা পরিবর্তিত হয়ে অন্য জিনিসে পরিণত হয় (যেমন মাটি ঘটের উপাদান)। [সং. উপ + আ + √ দা + অন]। 95)
উপাঙ্গ
(p. 133) upāṅga বি. 1 অঙ্গের অঙ্গ বা অংশ, প্রত্যঙ্গ (যেমন, হাত বা পা অঙ্গ, আঙুল উপাঙ্গ); 2 বেদের সদৃশ শাস্ত্র (যেমনA পুরাণ ন্যায় মীমাংসা ধর্মশাস্ত্র); 3 accessory member (বি. প.); 4 পরিশিষ্ট। [সং. উপ + অঙ্গ]। 90)
কন্দ
(p. 162) kanda বি. যে উদ্ভিদের প্রধান অংশ মাটির নীচে থাকে (যেমন কচু, আলু)। [সং. √ কন্দ্ + অ]। 13)
তেমন
(p. 375) tēmana বিণ. সেইরকম (তেমন জিনিস, তেমন খাবার)। ক্রি-বিণ. সেইভাবে (তেমন গাইতে কেউ পারে না, তেমন খেলতে পারি না)। [ সং. তস্মিন্]। ̃ ই (উচ্চা. ত্যামোনি) বিণ. ক্রি-বিণ. সেইরকমই (আমি ঠিক তেমনই চেয়েছিলাম)। তেমনি বিণ. ঠিক সেইরকম, উপযুক্ত, যোগ্য (যেমন প্রশ্ন তেমনি জবাব)। ক্রি-বিণ. সঙ্গে সঙ্গে, তখনই, তত্ক্ষণাত্ (যেমনি গেল তেমনি ফিরল)। 301)
তেলেনা
(p. 375) tēlēnā বি. মার্গ সংগীতের মুখবন্ধস্বরূপ অর্থহীন বোলসমষ্টি (যেমন তেরে নে তেরে না তুম তানা)। 318)
ত্রি
(p. 387) tri বি. বিণ. 3 সংখ্যা বা সংখ্যক। [সং. √ তৃ + ই]। ̃ কাল বি. অতীত, বর্তমান, ভবিষ্যত্ এই তিন কাল; সর্বকাল। ̃ কালজ্ঞ, ̃ কাল-দর্শী (-র্শিন্) বিণ. অতীত বর্তমান ও ভবিষ্যত্ এই তিন কালের সমস্ত ঘটনা বা সবই জানেন এমন; সর্বজ্ঞ। ̃ কুল বি. পিতৃকুল, মাতৃকুল ও শ্বশুরকুল। ̃ কোণ বিণ. তিন কোণবিশিষ্ট, তেকোনা। বি. (জ্যামি.) ত্রিভুজ; তেকোনা ক্ষেত্র। ̃ কোণ-মিতি বি. ত্রিকোণক্ষেত্র পরিমাপক গণিতশাস্ত্র, trigonometry. ̃ গঙ্গ বি. গঙ্গা, যমুনা, সরস্বতী এই তিন নদীর মিলনক্ষেত্র; ত্রিবেণী; প্রয়াগ। ̃ গণ বি. ধর্ম, অর্থ ও কাম মানুষের সাধনীয় এই তিন বিষয়। ̃ গুণ বি. সত্ত্ব রজঃ তমঃ প্রকৃতির এই তিন ধর্ম বা 'গুণ'। বিণ. 1 উক্ত তিন গুণবিশিষ্ট; 2 তিন দ্বারা গুণিত। ̃ গুণা বি. দুর্গা। বিণ. (স্ত্রী.) ত্রিগুণ -এর অর্থে। ̃ গুণাতীত বিণ. সত্ত্ব রজঃ তমঃ এই তিন গুণের প্রভাব বা মায়ার বন্ধন থেকে মুক্ত। বি. পূর্ণব্রহ্ম। ̃ গুণাত্মক বিণ. সত্ত্ব রজঃ তমঃ এই তিন গুণযুক্ত। ̃ গুণাত্মিকা বিণ. (স্ত্রী.) সত্ত্ব রজঃ তমঃ এই তিন গুণযুক্তা (ত্রিগুণাত্মিকা প্রকৃতি)। ̃ ঘাত বিণ. 1 (গণি.) একই সংখ্যা ক্রমাগত দুবার নিজেকে নিজে গুণ করে এমন, cubic (যেমন ত্রিঘাত 5=53 = 5x5x5); 2 (জ্যামি.) দৈর্ঘ্য, প্রস্হ ও বেধ এই তিনটিই আছে এমন, ঘন, ত্রিমাত্রিক। ̃ চত্বারিংশত্ বি. বিণ. 43 সংখ্যক বা সংখ্যা। ̃ চত্বারিংশত্তম বিণ. 43 সংখ্যক। স্ত্রী. ̃ চত্বারিংশত্তমী। ̃ জগত্ বি. স্বর্গ, মর্ত্য ও পাতাল এই তিন জগত্। ̃ তন্ত্রী (-ন্ত্রিন্) বি. তিন তারযুক্ত বাদ্যযন্ত্র; বীণা; সেতার। ̃ তল বিণ. তেতলা (ত্রিতল অট্টালিকা)। ̃ তাপ বি. আধ্যাত্মিক, আধিদৈবিক ও আধিভৌতিক এই তিনরকম দুঃখ বা যন্ত্রণা। ̃ ত্ব বি. 1 তিনের ভাব বা সমাহার; 2 ত্রিমূর্তি; 3 (খ্রিস্টধর্মে) আধ্যাত্মিক ত্রিতত্ত্ব, trinity. ̃ দশ বি. 1 ত্রিশ সংখ্যা; 2 দেবতা। ̃ দশ-বধূ, ̃ দশ-বনিতা বি. অপ্সরা। ̃ দশ-মঞ্জরি বি. তুলসী। ̃ দশাধি-পতি বি. দেবরাজ ইন্দ্র। ̃ দশালয় বি. স্বর্গ। ̃ দিব বি. 1 স্বর্গ; 2 আকাশ। ̃ দোষ বি. বাত, পিত্ত, কফ-শরীরের এই তিন দোষ। ̃ ধা ক্রি-বিণ. 1 তিনভাবে, তিনপ্রকারে; 2 তিন দিকে। ̃ ধারা বি. 1 তিন স্রোতে বা পথে প্রবহিত নদী অর্থাত্ গঙ্গা-তিনটি স্রোতের নাম যথাক্রমে স্বর্গে মন্দাকিনী, মর্ত্যে অলকানন্দা বা ভাগীরথী এবং পাতালে ভোগবতী; 2 তিনটি ধারা বা প্রভাব। ̃ নবতি বি. বিণ. 93 সংখ্যা বা সংখ্যক। ̃ নবতি.তম বিণ. 93 সংখ্যক। স্ত্রী. ̃ নবতিতমী। ̃ নয়ন, ̃ নেত্র, ̃ লোচন বি. (তিন চক্ষুযুক্ত বলে) শিব। ̃ নয়না, ̃ নয়নী বি. (স্ত্রী.) দুর্গা। ̃ নাথ বি. 1 ত্রিভুবনের অধীশ্বর, পরমেশ্বর; 2 শিব; 3 ব্রহ্মা, বিষ্ণু, শিব এই তিন দেবতা; 4 (আঞ্চ.) সিদ্ধি ও ভাঙের দেবতা। ̃ পঞ্চাশত্ বি. বিণ. 53 সংখ্যা বা সংখ্যক। ̃ পঞ্চাশত্তম বিণ. 53 সংখ্যক। স্ত্রী. ̃ পঞ্চাশত্তমী। ̃ পত্র বি. বেলপাতা। বিণ. তিনটি পাতাযুক্ত। &tilde ; পথগা, ̃ পথগামিনী স্বর্গ, মর্ত্য ও পাতাল এই তিন চরণবিশিষ্ট বাংলা ছন্দ। ̃ পর্ণ বি. পলাশ গাছ। বিণ. তিনটি পাতাযুক্ত। ̃ পাদ বি. (তিনটি পা আছে বলে) বিষ্ণুর বামনাবতার। বিণ. 1 তিনটি পাযুক্ত; 2 তিন পদাঙ্ক পরিমাণ (ত্রিপাদ ভূমি); 3 চার ভাগের তিন ভাগ। ̃ পাপ বি. অতিপাতক, মহাপাতক ও উপপাতক এই তিনরকম পাপ। ̃ পিটক বি. সুত্ত (সূত্র) অভিধম্ম (অভিধর্ম) ও বিনয় এই তিন ভাগে বিভক্ত বৌদ্ধ শাস্ত্রগ্রন্হ। ̃ পুণ্ড্র, ̃ পুণ্ড্রক বি. ললাটে ত্রিশূলের মতো অঙ্কিত তিলক। ̃ ফলা বি. হরীতকী, আমলকী ও বিভীতকী (বহেড়া) এই তিন ফল। ̃ বর্গ বি. 1 ধর্ম, অর্থ, কাম এই তিনটি; 2 সত্ত্ব, রজঃ, তমঃ এই তিনটি। ̃ বর্ণ, ̃ বর্ণক বি. ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য-হিন্দু জাতির এই তিন শ্রেণি। ̃ বলি বি. কণ্ঠ বা শরীরের অন্যত্র মাংস সংকোচনের ফলে সৃষ্ট তিনটি রেখা বা ভাঁজ ('ত্রিবলি তব ভুরুতে':সু.দ.)। ̃ বার্ষিক - ত্রৈবার্ষিক -এর অনুরূপ। ̃ বিক্রম বি. বামনরূপী বিষ্ণু, ত্রিলোকে তাঁর তিনটি 'বিক্রম' বা পদক্ষেপ বলে। ̃ বিদ্যা বি. ঋক্, সাম, যজুঃ এই তিন বেদ, ত্রয়ী। ̃ বিধ বিণ. তিনরকম (ত্রিবিধ উপায়)। ̃ বৃত্ত বিণ. ত্রিগুণিত, তিনবার গুণ করা হয়েছে এমন। ̃ বেণী বি. গঙ্গা, যমুনা ও সরস্বতী এই তিনটি নদী অথবা তাদের সংযোগস্হল বা বিয়োগস্হল। ̃ বেদী (-দিন্) বি. 1 ঋক্ সাম যজুঃ এই তিনটি বেদ অধ্যয়নকারী; 2 এই তিন বেদ অধ্যয়নকারী ব্রাহ্মণের বংশগত উপাধিবিশেষ, তেওয়ারি। ̃ ভঙ্গ বিণ. শরীরের তিন স্হানে বক্রতাযুক্ত। বি. শ্রীকৃষ্ণ। ত্রিভঙ্গমুরারি বি. শ্রীকৃষ্ণ। ̃ ভঙ্গিম বিণ. ত্রিভঙ্গ। ̃ ভুজ (জ্যামি.) বি. তিনটি সরলরেখা দ্বারা বেষ্টিত ক্ষেত্র। ত্রিভুজ, বিষমবাহু যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর অসমান। ত্রিভুজ, সমকোণী যে ত্রিভুজের একটি কোণ সমকোণ। ত্রিভুজ, সমদ্বিবাহু যে ত্রিভুজের দুটি বাহু সমান। সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর সমান। ত্রিভুজ, সূক্ষ্মকোণী যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ। ̃ ভুবন বি. স্বর্গ, মর্ত্য ও পাতাল। ̃ মাত্রিক বিণ. (জ্যামি.) দৈর্ঘ্য, প্রস্হ ও বেধ আছে এমন, ত্রিঘাত। ̃ মূর্তি বি. ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর; এই তিন দেবতার যুক্তমূর্তি; (ব্যঙ্গে) তিন ঘনিষ্ঠ ব্যক্তি বা তিন ব্যক্তি একত্রে। ̃ যামা বি. 1 রাত্রি; 2 তিন যাম অর্থাত্ প্রহরবিশিষ্ট রাত্রি-বস্তুত চার যামে এক রাত্রি হয়, কিন্তু প্রথম প্রহরের প্রথমার্ধ ও শেষ প্রহরের শেষার্ধ যথাক্রমে সন্ধ্যা ও উষার মধ্যে ধরা হয় বলে রাত্রিকে ত্রিযামা বলা হয়। ̃ রত্ন বি. বুদ্ধ ধর্ম ও সংঘ; বৌদ্ধদের এই তিন পবিত্র বস্তু। ̃ রাত্র বি. 1 তিন রাত্রি; 2 মধ্যবর্তী দুই দিনের সঙ্গে তিন রাত্রি; 3 তিন রাত্রিব্যাপী উপবাস বা উত্সব। ̃ লোক বি. স্বর্গ, মর্ত্য ও পাতাল। ̃ লোচন বি. শিব। ̃ শঙ্কু বি. 1 জনৈক পৌরাণিক রাজা-ইনি সশরীরে স্বর্গে যেতে অসমর্থ হয়ে শেষে স্বর্গ-মর্ত্যের অন্তরালে নক্ষত্রলোকে অবস্হান করতে বাধ্য হয়েছিলেন; 2 (আল.) অনিশ্চিত অবস্হায় পড়েছে এমন ব্যক্তি (আমার এখন ত্রিশঙ্কু অবস্হা)। ̃ শূল বি. তিনটি সূক্ষ্ম ফলকবিশিষ্ট অস্ত্রবিশেষ, শিবের অস্ত্র। ̃ শূলী (-লিন্), ̃ শূল-ধারী (-রিন্) বিণ. ত্রিশূল ধারণ করেছে এমন। বি. শিব। স্ত্রী. ̃ শূল-ধারিণী। ̃ সংসার বি. স্বর্গ, মর্ত্য, পাতাল; ত্রিভুবন (ত্রিসংসারে তার কেউ নেই)। ̃ ষষ্ঠি বি. বিণ. 63 সংখ্যা বা সংখ্যক। ̃ ষষ্ঠিতম বিণ. 63 সংখ্যক। স্ত্রী. ̃ ষষ্ঠিতমী। ̃ সন্ধ্যা বি. প্রাতঃকাল মধ্যাহ্ন অপরাহ্ন এই তিন বেলা। ̃ সপ্ততি বি. বিণ. 73 সংখ্যা বা সংখ্যক। ̃ সপ্ততি-তম বিণ. 73 সংখ্যক। স্ত্রী. ̃ সপ্ততি-তমী। ̃ সীমা, ̃ সীমানা বি. 1 তিন প্রান্ত; 2 নৈকট্য, সান্নিধ্য (তুমি এ বাড়ির ত্রিসীমানায় আসবে না)। ̃ স্রোতা, (বর্জি.) ̃ স্রোতঃ (-তস্) বি. 1 ত্রিধারা, গঙ্গা; 2 তিস্তা নদী। 90)
দ্রাঘিমা
(p. 426) drāghimā (-মন্) বি. 1 কোনো নির্দিষ্ট মধ্যরেখা থেকে (যেমন গ্রিনিচস্হিত মধ্যরেখা) অন্য কোনো স্হানের মধ্যরেখার কৌণিক দূরত্ব, দেশান্তর, longitude (বি. প.); 2 দৈর্ঘ্য। [সং. দীর্ঘ + ইমন্]। দ্রাঘিমাংশ বি. দ্রাঘিমা বা দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা-রেখা বি. দ্রাঘিমা বা দ্রাঘিমাংশ বোঝাবার কল্পিত রেখা। 65)
প্রতীপ
(p. 544) pratīpa বিণ. 1 (জ্যামি.) ঠিক বিপরীত দিকে অবস্হিত। বি. অর্থালংকারবিশেষ-এতে প্রসিদ্ধ উপমান-বস্তু উপমেয়রূপে কল্পিত হয়, কিংবা প্রসিদ্ধ উপমান-বস্তুর নিষ্ফলতা বর্ণিত হয় (যেমন, আজ বর্ষা গাঢ়তম, 'নিবিড় কুন্তলময় মেঘ নামিয়াছে মম দুইটি তীরে': রবীন্দ্র)। [সং. প্রতি + √ অপ্ + অ]। 12)
প্রত্যঙ্গ
(p. 544) pratyaṅga বি. অঙ্গের অংশ (যেমন অঙ্গ হাত-পা, প্রত্যঙ্গ আঙুল), ক্ষুদ্র অঙ্গ, উপাঙ্গ। [সং. প্রতি + অঙ্গ]। 22)
যেমন
(p. 728) yēmana বিণ. 1 যেরূপ, যেমন (যেমন কুকুর তেমনি মুগুর); 2 যথা, উদাহরণস্বরূপ (জলবেষ্টিত ভূভাগকে দ্বীপ বলে, যেমন শ্রীলঙ্কা)। ক্রি-বিণ. যেইমাত্র (যেমন বলা অমনি বৃষ্টি শুরু হয়ে গেল)। অব্য. বিস্ময়সূচক (তুমিও যেমন)। [বাং. যে + মন (সাদৃশ্যার্থে)]। ̃ ই বিণ. যে-রকমই (লেখা যেমনই হোক, আমাকে দেখিয়ো)। যেমন-তেমন বিণ. 1 যে-কোনো রকম (যেমন-তেমন করে লেখাটা শেষ কোরো); 2 সামান্যরকম, সাধারণ (যেমন-তেমন লোক নয়)। যেমনি ক্রি-বিণ. যেইমাত্র (যেমনি বলেছি অমনি রেগে কাঁই)। 29)
সম
(p. 808) sama বিণ. 1 তুল্য, সমান, অনুরূপ (পুত্রসম, সমবয়স্ক, সমশ্রেণির); 2 অভিন্ন, একই (সমকাল); 3 ঋজু, অবন্ধুর (সমরেখা, সমতল); 4 যুগ্ম (সমরাশি); 5 সম্পূর্ণ; 6 সাধু। বি. (সংগীতে) তালের মাত্রাবিশেষ বা সমাপ্তি (গানের শেষে সমে এসে থামা)। [সং. √ সম্ + অ]। ̃ কক্ষ বিণ. 1 তুল্য প্রতিদ্বন্দ্বী বা সমান বলশালী; 2 তুল্য (তার সমকক্ষ ধনুর্ধর কে আছে?); 3 সমান (তার সমকক্ষ কেউ নেই)। স্ত্রী. ̃ কক্ষা। ̃ কক্ষতা বি. তুল্যতা, অভিন্নতা (নারী-পুরুষের সমকক্ষতা)। ̃ কাম বি. পুরুষের প্রতি পুরুষের কিংবা নারীর প্রতি নারীর যৌন আকর্ষণবোধ, homosexu ality. ̃ কামী বিণ. বি. সমকামযুক্ত বা সমকামযুক্ত ব্যক্তি। বি. ̃ কামিতা। ̃ কাল বি. একই সময় বা যুগ (আমাদের সমকালে এমন ঘটনা আর ঘটেনি)। ̃ কালিক, ̃ কালীন বিণ. একই কালের বা সময়ের, সমসাময়িক, contemporary (সমকালীন ঘটনাপ্রবাহ, দুই সমকালীন সাহিত্যিক)। ̃ কেন্দ্রিক বি. একই কেন্দ্রযুক্ত, concentric (সমকেন্দ্রিক দুটি বৃত্ত)। ̃ কোণ বি. (জ্যামি.) একটি সরলরেখার উপর লম্বভাবে অন্য একটি সরলরেখা অঙ্কন করলে যে কোণ উত্পন্ন হয়, right angle. ̃ কোণী ত্রিভুজ দ্র ত্রি। ̃ কৌণিক বিণ. 1 সমকোণযুক্ত; 2 সমকোণসংক্রান্ত। ̃ গোত্র বি. একই গোত্র বা বংশ। ̃ গোত্রীয় বিণ. একই গোত্রযুক্ত বা বংশীয়। ̃ ঘন (জ্যামি.) বি. 1 সমান গুণযুক্ত; সমজাতীয়, homogeneous; 2 regular solid (বি. প.)। ̃ চতুর্ভুজ বি. (জ্যামি.) যে চতুর্ভুজের চারটি বাহু ও চারটি কোণ পরস্পর সমান। ̃ জাতি বি. সমান বা একই জাতি, সমান বা একই শ্রেণি। বিণ. একজাতিভুক্ত। বি. ̃ জাতিতা, ̃ জাতিত্ব। ̃ জাতীয় বিণ. একই জাতির বা শ্রেণির অন্তর্ভুক্ত। স্ত্রী. ̃ জাতীয়া। বি. ̃ জাতীয়তা, ̃ জাতীয়ত্ব। ̃ তট বি. প্রাচীন পূর্ববঙ্গ। ̃ তল বিণ. অবন্ধুর, চৌরস, এবড়ো-খেবড়ো নয় এমন, plain. ̃ তা বি. 1 তুল্য বা সমান অবস্হা. অনুরূপতা; 2 অভিন্নতা (অধিকার ও ক্ষমতার সমতা); 3 ঋজুতা; 4 অবন্ধুরতা; 5 যুগ্মতা; 6 সমানভাব; 7 সাধুতা। ̃ তুল বিণ. 1 সমান ওজনবিশিষ্ট; 2 সমানসমান; 3 সমকক্ষ। ̃ তুল্য বিণ. (বাং. মতে) সমানসমান; সমকক্ষ। বি. ̃ তুল্যতা। স্ত্রী. ̃ তুল্যা। ̃ ত্ব বি. সমতা -র অনুরূপ। ̃ দর্শন বি. সমানজ্ঞানে অর্থাত্ কোনো ভেদাভেদ না করে দর্শন বা বিচার, নিরপেক্ষ বিচার। বিণ. সমান আকৃতিবিশিষ্ট। ̃ দর্শী (-র্শিন্) বিণ. 1 সমদর্শনকারী; 2 রাগদ্বেষবর্জিত; 3 নিরপেক্ষ, ভেদাভেদ করে না এমন। বি. ̃ দর্শিতা। স্ত্রী. ̃ দর্শিনী। ̃ দুঃখ বিণ. সমান দুঃখে দুঃখী। বি. সমান দুঃখ। ̃ দুঃখী (-খিন্) বিণ. সমান দুঃখযুক্ত; সমব্যথী। স্ত্রী. ̃ দুঃখিনী। ̃ দূর-বর্তী (-র্তিন্) বিণ. কোনো নির্দিষ্ট স্হান থেকে সমান দূরে অবস্হিত, equidistant. বি. ̃ দূর-বর্তিতা। স্ত্রী. ̃ দূর-বর্তিনী। ̃ দৃষ্টি বি. সমদর্শন, নিরপেক্ষ দৃষ্টিতে বিচার বা বিচারের ক্ষমতা। ̃ দ্বি-খণ্ডক বিণ. সমান দুই খণ্ডে বিভক্ত করে এমন। ̃ দ্বি-বাহু ত্রিভুজ দ্র ত্রি। ̃ দ্বি-ভুজ বি. (জ্যামি.) সমদ্বিবাহু ক্ষেত্র, rhomboid. ̃ ধর্মা (-র্মন্) বিণ. 1 সমান বা একরকম ধর্মবিশিষ্ট বা গুণযুক্ত; 2 (বাং.) একই ধর্মাবলম্বী। ̃ পদস্হ বিণ. 1 সমান পদে অধিষ্ঠিত; 2 সমান অধিকারপ্রাপ্ত বা ক্ষমতাপ্রাপ্ত। স্ত্রী. ̃ পদস্হা। বি. ̃ পদস্হতা। ̃ পাতে ক্রি-বিণ. সমান্তরালে, সমান্তরালভাবে। ̃ পৃষ্ঠ বিণ. সমতল, অবন্ধুর। ̃ প্রকৃতি বিণ. একই প্রকৃতিবিশিষ্ট; একই ধরনের। ̃ প্রাণ বিণ. অভিন্নহৃদয়; অন্তরঙ্গ। বি. ̃ প্রাণতা। স্ত্রী. ̃ প্রাণা। ̃ বয়সি, ̃ বয়স্ক বিণ. সমান বয়সবিশিষ্ট, একবয়সি। স্ত্রী. ̃ বয়স্কা। ̃ বর্তিতা দ্র সমবর্তী। ̃ বাহু ত্রিভুজ দ্র ত্রি। ̃ বেদনা, ̃ ব্যথা বি. পরের দুঃখে দুঃখবোধ, সহানুভুতি, দরদ। ̃ ব্যথী বিণ. সমবেদনাযুক্ত, দরদি। স্ত্রী. ̃ ব্যথিনী। ̃ ভাব বি. 1 একই ভাব বা ধরন; 2 সমান অবস্হা; 3 সাদৃশ্য। ̃ ভূমি বি. 1 সমতল ভূমি; 2 সমান উচ্চভূমি। বিণ. 1 সমতল; 2 ভূমির সঙ্গে সমান বা মিলিত অর্থাত্ মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে এমন (আক্রমণকারীরা গ্রামের ঘরবাড়ি সমভূমি করে দিল)। ̃ মূল্য বি. সমান বা একই দাম। বিণ. 1 সমান বা একই দামবিশিষ্ট; 2 তুল্য গৌরববিশিষ্ট। বি. ̃ মূল্যতা। ̃ রস বি. (অল.) সমান সুখ, তুল্য সুখ বা আনন্দ; যে আনন্দানুভূতির ভিতরে নব আনন্দানুভূতি এক হয়ে গেছে। বিণ. সমান রসযুক্ত। ̃ রাশি বি. (গণি.) যুগ্ম সংখ্যা (যেমন 6 8 2)। ̃ শ্রেণি বি. একই জাতি বা গোষ্ঠী বা দল। বিণ একই জাতি বা গোষ্ঠী বা দলের অন্তর্ভুক্ত। ̃ সময় বি. একই সময়। ̃ সাময়িক বিণ. (বাংলা প্রয়োগ) একই সময়ের (সমসাময়িক ইতিহাস)। সাম-সাময়িক শুদ্ধ রূপ কিন্তু অপ্র.। ̃ সূত্র বি. 1 দিক্চক্রবালের পূর্ব ও পশ্চিম বিন্দু ভেদকারী কাল্পনিক বৃত্তবিশেষ; 2 একই সরলরেখা (সমসূত্রে অবস্হিত); 3 একই সূত্র অর্থাত্ বন্ধন গ্রথন প্রভৃতির উপকরণ (সমসূত্রে গ্রথিত); 4 একই উপায় (সমসূত্রে জ্ঞাত হওয়া)। ̃ স্হলী বি. গঙ্গা ও যমুনার মধ্যবর্তী স্হলভাগ, দোআব। ̃ স্বরে ক্রি-বিণ. মিলিত কণ্ঠে (সকলে সমস্বরে বলে উঠল)। ̃ স্বামিত্ব বি. সমানাধিকার, সমান মালিকানা। 41)
সমান্তর
(p. 808) samāntara বিণ. 1 (গণি.) সমান পরিমাণ বা দূরত্ববিশিষ্ট, equidistant; 2 সমান পার্থক্যযুক্ত (যেমন, 2 6 1 ইত্যাদি)। [সং. সম্ + অন্তর]। সমান্তর শ্রেঢ়ী সমান ব্যবধানযুক্ত সংখ্যাসমূহ (যেমন 3 6 9 12 15) arithmetical progression. সমান্তরাল (জ্যামি.) বিণ. সর্বত্র সমান ব্যবধানবিশিষ্ট, parallel. 98)
সমাসোক্তি
(p. 808) samāsōkti বি. (অল.) যে অলংকারে প্রাসঙ্গিক বিষয়ে অপ্রাসঙ্গিক বিষয়ের ব্যবহার বা ধর্ম আরোপ করা হয় (যেমন-'নয়নে তব, হে রাক্ষসপুরি, অশ্রুবিন্দু': মধু.)। [সং. সমাস + উক্তি]। 122)
সমী-করণ
(p. 808) samī-karaṇa বি. 1 একজাতীয় করা, সদৃশীকরণ; 2 (গণি.) কোনো জ্ঞাত রাশির সাহায্যে তত্তুল্য কোনো অজ্ঞাত রাশির পরিমাণ নির্ধারণ; 3 এক রাশি বা রাশিসমূহের সঙ্গে অন্য রাশি বা রাশিসমূহের সমতা নির্দেশ, equation; 4 (ভাষাতত্ত্বে) যুক্তবর্ণের দুটি বিভিন্ন ধ্বনির (উচ্চারণের সুবিধার্থে) একটি ধ্বনিতে পরিবর্তন (যেমন, পদ্ম পদ্দ, ধর্ম ধম্ম), assimilation. [সং. সম্ + ঈ (চ্বি) + √ কৃ + অন]। 130)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534936
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140478
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730698
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942904
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883585
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838492
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696667
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603087

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us