Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সম এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  সম এর বাংলা অর্থ হলো -

(p. 808) sama বিণ. 1 তুল্য, সমান, অনুরূপ (পুত্রসম, সমবয়স্ক, সমশ্রেণির); 2 অভিন্ন, একই (সমকাল); 3 ঋজু, অবন্ধুর (সমরেখা, সমতল); 4 যুগ্ম (সমরাশি); 5 সম্পূর্ণ; 6 সাধু।
বি. (সংগীতে) তালের মাত্রাবিশেষ বা সমাপ্তি (গানের শেষে সমে এসে থামা)।
[সং. √ সম্ + অ]।
কক্ষ
বিণ. 1 তুল্য প্রতিদ্বন্দ্বী বা সমান বলশালী; 2 তুল্য (তার সমকক্ষ ধনুর্ধর কে আছে?); 3 সমান (তার সমকক্ষ কেউ নেই)।
স্ত্রী.কক্ষা।
কক্ষতা
বি. তুল্যতা, অভিন্নতা (নারী-পুরুষের সমকক্ষতা)।
কাম বি. পুরুষের প্রতি পুরুষের কিংবা নারীর প্রতি নারীর যৌন আকর্ষণবোধ, homosexu ality.কামী বিণ. বি. সমকামযুক্ত বা সমকামযুক্ত ব্যক্তি।
বি.কামিতা।
কাল বি. একই সময় বা যুগ (আমাদের সমকালে এমন ঘটনা আর ঘটেনি)।
কালিক,কালীন
বিণ. একই কালের বা সময়ের, সমসাময়িক, contemporary (সমকালীন ঘটনাপ্রবাহ, দুই সমকালীন সাহিত্যিক)।
কেন্দ্রিক
বি. একই কেন্দ্রযুক্ত, concentric (সমকেন্দ্রিক দুটি বৃত্ত)।
কোণ বি. (জ্যামি.) একটি সরলরেখার উপর লম্বভাবে অন্য একটি সরলরেখা অঙ্কন করলে যে কোণ উত্পন্ন হয়, right angle.কোণী ত্রিভুজ দ্র ত্রি।
কৌণিক
বিণ. 1 সমকোণযুক্ত; 2 সমকোণসংক্রান্ত।
গোত্র
বি. একই গোত্র বা বংশ।
গোত্রীয়
বিণ. একই গোত্রযুক্ত বা বংশীয়।
ঘন (জ্যামি.) বি. 1 সমান গুণযুক্ত; সমজাতীয়, homogeneous; 2 regular solid (বি. প.)।
চতুর্ভুজ
বি. (জ্যামি.) যে চতুর্ভুজের চারটি বাহু ও চারটি কোণ পরস্পর সমান।
জাতি
বি. সমান বা একই জাতি, সমান বা একই শ্রেণি।
বিণ. একজাতিভুক্ত।
বি.জাতিতা,জাতিত্ব।
জাতীয়
বিণ. একই জাতির বা শ্রেণির অন্তর্ভুক্ত।
স্ত্রী.জাতীয়া।
বি.জাতীয়তা,জাতীয়ত্ব।
তট বি. প্রাচীন পূর্ববঙ্গ।
তল বিণ. অবন্ধুর, চৌরস, এবড়ো-খেবড়ো নয় এমন, plain.তা বি. 1 তুল্য বা সমান অবস্হা. অনুরূপতা; 2 অভিন্নতা (অধিকারক্ষমতার সমতা); 3 ঋজুতা; 4 অবন্ধুরতা; 5 যুগ্মতা; 6 সমানভাব; 7 সাধুতা।
তুল বিণ. 1 সমান ওজনবিশিষ্ট; 2 সমানসমান; 3 সমকক্ষ।
তুল্য
বিণ. (বাং. মতে) সমানসমান; সমকক্ষ।
বি.তুল্যতা।
স্ত্রী.তুল্যা।
ত্ব বি. সমতা -র অনুরূপ।
দর্শন
বি. সমানজ্ঞানে অর্থাত্ কোনো ভেদাভেদ না করে দর্শন বা বিচার, নিরপেক্ষ বিচার।
বিণ. সমান আকৃতিবিশিষ্ট।
দর্শী
(-র্শিন্) বিণ. 1 সমদর্শনকারী; 2 রাগদ্বেষবর্জিত; 3 নিরপেক্ষ, ভেদাভেদ করে না এমন।
বি.দর্শিতা।
স্ত্রী.দর্শিনী।
দুঃখ
বিণ. সমান দুঃখে দুঃখী।
বি. সমান দুঃখ।
দুঃখী
(-খিন্) বিণ. সমান দুঃখযুক্ত; সমব্যথী।
স্ত্রী.দুঃখিনী।
দূর-বর্তী
(-র্তিন্) বিণ. কোনো নির্দিষ্ট স্হান থেকে সমান দূরে অবস্হিত, equidistant. বি.দূর-বর্তিতা।
স্ত্রী.দূর-বর্তিনী।
দৃষ্টি
বি. সমদর্শন, নিরপেক্ষ দৃষ্টিতে বিচার বা বিচারের ক্ষমতা।
দ্বি-খণ্ডক
বিণ. সমান দুই খণ্ডে বিভক্ত করে এমন।
দ্বি-বাহু
ত্রিভুজ দ্র ত্রি।
দ্বি-ভুজ
বি. (জ্যামি.) সমদ্বিবাহু ক্ষেত্র, rhomboid.ধর্মা (-র্মন্) বিণ. 1 সমান বা একরকম ধর্মবিশিষ্ট বা গুণযুক্ত; 2 (বাং.) একই ধর্মাবলম্বী।
পদস্হ
বিণ. 1 সমান পদে অধিষ্ঠিত; 2 সমান অধিকারপ্রাপ্ত বা ক্ষমতাপ্রাপ্ত।
স্ত্রী.পদস্হা।
বি.পদস্হতা।
পাতে
ক্রি-বিণ. সমান্তরালে, সমান্তরালভাবে।
পৃষ্ঠ
বিণ. সমতল, অবন্ধুর।
প্রকৃতি
বিণ. একই প্রকৃতিবিশিষ্ট; একই ধরনের।
প্রাণ
বিণ. অভিন্নহৃদয়; অন্তরঙ্গ।
বি.প্রাণতা।
স্ত্রী.প্রাণা।
বয়সি,বয়স্ক
বিণ. সমান বয়সবিশিষ্ট, একবয়সি।
স্ত্রী.বয়স্কা।
বর্তিতা
দ্র সমবর্তী।
বাহু
ত্রিভুজ দ্র ত্রি।
বেদনা,ব্যথা
বি. পরের দুঃখে দুঃখবোধ, সহানুভুতি, দরদ।
ব্যথী
বিণ. সমবেদনাযুক্ত, দরদি।
স্ত্রী.ব্যথিনী।
ভাব বি. 1 একই ভাব বা ধরন; 2 সমান অবস্হা; 3 সাদৃশ্য।
ভূমি
বি. 1 সমতল ভূমি; 2 সমান উচ্চভূমি।
বিণ. 1 সমতল; 2 ভূমির সঙ্গে সমান বা মিলিত অর্থাত্ মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে এমন (আক্রমণকারীরা গ্রামের ঘরবাড়ি সমভূমি করে দিল)।
মূল্য
বি. সমান বা একই দাম।
বিণ. 1 সমান বা একই দামবিশিষ্ট; 2 তুল্য গৌরববিশিষ্ট।
বি.মূল্যতা।
রস বি. (অল.) সমান সুখ, তুল্য সুখ বা আনন্দ; যে আনন্দানুভূতির ভিতরে নব আনন্দানুভূতি এক হয়ে গেছে।
বিণ. সমান রসযুক্ত।
রাশি
বি. (গণি.) যুগ্ম সংখ্যা (যেমন 6 8 2)।
শ্রেণি
বি. একই জাতি বা গোষ্ঠী বা দল।
বিণ একই জাতি বা গোষ্ঠী বা দলের অন্তর্ভুক্ত।
সময় বি. একই সময়।
সাময়িক
বিণ. (বাংলা প্রয়োগ) একই সময়ের (সমসাময়িক ইতিহাস)।
সাম-সাময়িক শুদ্ধ রূপ কিন্তু অপ্র.।
সূত্র
বি. 1 দিক্চক্রবালের পূর্বপশ্চিম বিন্দু ভেদকারী কাল্পনিক বৃত্তবিশেষ; 2 একই সরলরেখা (সমসূত্রে অবস্হিত); 3 একই সূত্র অর্থাত্ বন্ধন গ্রথন প্রভৃতির উপকরণ (সমসূত্রে গ্রথিত); 4 একই উপায় (সমসূত্রে জ্ঞাত হওয়া)।
স্হলী
বি. গঙ্গাযমুনার মধ্যবর্তী স্হলভাগ, দোআব।
স্বরে
ক্রি-বিণ. মিলিত কণ্ঠে (সকলে সমস্বরে বলে উঠল)।
স্বামিত্ব
বি. সমানাধিকার, সমান মালিকানা।
41)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


সমাদর
(p. 808) samādara বি. অতিশয় আদর ও যত্ন, সংবর্ধনা। [সং. সম্ + আদর]। সমাদরণীয় বিণ. সমাদরের যোগ্য, সমাদর করা উচিত এমন। সমাদৃত বিণ. সমাদরপ্রাপ্ত। স্ত্রী. সমাদৃতা। 90)
সমষ্টি
(p. 808) samaṣṭi বি. সাকল্য, সমগ্রতা; মোট; যোগফল। [সং. সম্ + √ অশ্ (=ব্যাপ্তি) + তি]। 69)
সন্দেহ
(p. 805) sandēha বি. 1 সংশয়, সত্যতানির্ণয়ে অনিশ্চয়তা (মনে সন্দেহ জন্মেছে); 2 অপরাধী বলে অনুমান (আপনি কাকে সন্দেহ করেন?)। [সং. সম্ + √ দিহ্ + অ]। ̃ জনক বিণ. সন্দেহ জন্মায় এমন, যাকে সন্দেহ করা যায় এমন। ̃ বাতিক বি. কারণে-অকারণে সন্দেহ করার বদভ্যাস। ̃ ভঞ্জন বি. সংশয়মোচন। সন্দেহাতীত বিণ. সন্দেহের বাইরে, সন্দেহ করা যায় না এমন। 9)
সর্বোদয়
সুখবর
(p. 838) sukhabara দ্র সু। 7)
স্বসা
সত্র
সংকীর্তন
সমা-রম্ভ
(p. 808) samā-rambha বি. 1 আরম্ভ; 2 অনুষ্ঠান; 3 আড়ম্বর। [সং. সম্ + আরম্ভ]। 108)
সবংশ
(p. 808) sabaṃśa বিণ. বংশসহ। [সং. সহ + বংশ]। সবংশে ক্রি-বিণ. বংশসুদ্ধ, সবাইকে নিয়ে (সবংশে নিহত হলেন)। 2)
সিজ
(p. 833) sija বি. মনসাগাছ। [দেশি]। 12)
সংবাদী
(p. 792) sambādī (-দিন্) বিণ. 1 কথোপকথনে নিরত; 2 অনৈক্যরহিত, তুল্য, সদৃশ (সংবাদী সুর)। বি. সংগীতে মূল বাদী সুরের সহায়ক সুর। [সং. সম্ + √ বদ্ + ইন্]। 74)
স্ত্রী
(p. 846) strī বি. 1 পত্নী, জায়া (স্বামী-স্ত্রী); 2 বধূ (পুরস্ত্রী); 3 নারী, রমণী, বামা, কামিনী (স্ত্রীধর্ম, স্ত্রীশিক্ষা, স্ত্রীসভা, এয়োস্ত্রী)। বিণ. স্ত্রীজাতীয় (স্ত্রী-পশু)। [সং. √ স্ত্যৈ + র + ঈ]। &tilde ; আচার বি. হিন্দু-বিবাহানুষ্ঠানে সধবা স্ত্রীলোকদের করণীয় মঙ্গলকর্ম। ̃ চরিত্র বি. 1 নারীজাতির প্রকৃতি বা স্বভাব; 2 (নাটকাদিতে) স্ত্রীলোক, স্ত্রীভূমিকা। ̃ চিহ্ন বি. যোনি। ̃ ত্ব বি. 1 নারীধর্ম; 2 নারী-লক্ষণ; 3 স্ত্রীলোকের যোগ্য ভাব; 4 স্ত্রীলিঙ্গ। ̃ দ্বেষী (-ষিন্) বিণ. নারীজাতির প্রতি বিদ্বেষযুক্ত। ̃ ধন বি. 1 স্ত্রীলোকের নিজ সম্পত্তি; 2 স্ত্রীলোকের বিবাহকালে প্রাপ্ত সম্পত্তি। ̃ ধর্ম বি. 1 রজঃ, ঋতু; 2 স্ত্রীলোকের কর্তব্য। ̃ পুরুষ বি. 1 নর ও নারী; 2 পতি ও পত্নী। ̃ প্রত্যয় বি. (ব্যাক.) কোনো শব্দকে স্ত্রীলিঙ্গবাচক করতে তার অন্তে যেসব প্রত্যয় যুক্ত হয়। ̃ বশ, ̃ বশ্য বিণ. পত্নীর একান্ত অনুগত, স্ত্রৈণ। ̃ রত্ন বি. যে-সমস্ত ব্যাধি কেবল স্ত্রীলোকদেরই হয়। ̃ লক্ষণ বি. স্ত্রীচিহ্ন; নারীসুলভ বৈশিষ্ট্য। ̃ লিঙ্গ বি. (ব্যাক.) স্ত্রীবাচক শব্দ। ̃ লোক বি. নারী। ̃ সংসর্গ, ̃ সংগম, ̃ সহবাস বি. স্ত্রীসম্ভোগ। ̃ সুলভ বিণ. নারীর পক্ষে স্বাভাবিক, মেয়েলি। ̃ স্বাধীনতা বি. পুরুষের কর্তৃত্ব থেকে স্ত্রীলোকের মুক্তি, নারীজাতির স্ববশবর্তিতা। ̃ হরণ বি. অসদুদ্দেশ্যে (প্রধানত অবৈধ সম্ভোগার্থ) নারী অপহরণ। 96)
সান্বয়
স্বগৃহ
(p. 852) sbagṛha বি. নিজের বাসভবন। [সং. স্ব + গৃহ]। 3)
সচ্ছল
(p. 796) sacchala বিণ. সংগতিপন্ন, অভাব নেই এমন (সচ্ছল সংসার)। [ সং. সত্ + শীল]। বি. ̃ তা (আর্থিক সচ্ছলতা)। 110)
সপ
(p. 806) sapa বি. 1 বড়ো মাদুরবিশেষ; 2 (আঞ্চ.) মাদুর। [আ. সফ্]। 15)
সংবর্ত
(p. 792) sambarta বি. 1 মহাপ্রলয়; 2 মেঘবিশেষ। [সং. সম্ + √ বৃত্ + অ]। ̃ ক, ̃ ন বি. প্রলয়কালীন মেঘ। সংবর্তি, সংবর্তিকা বি. 1 পদ্মাদির নতুন পাতা; 2 প্রদীপের শিখা; 3 প্রদীপের সলতে। 67)
সমা
(p. 808) samā বিণ. সম -র স্ত্রীলিঙ্গ। বি. সংবত্সর। [সম দ্র]। 74)
স্ফুলিঙ্গ
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577647
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185331
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785382
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026174
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901038
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848097
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708534
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620001

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us