Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

(-কিন্) দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অবিবেক
(p. 49) abibēka বি. 1 বিবেকের বা ন্যায়-অন্যায় বিবেচনার অভাব; 2 অজ্ঞান। বিণ. বিবেকহীন; মূঢ়, অজ্ঞ। [সং. ন + বিবেক]। অবিবেকী (-কিন্) বিণ. বিবেকহীন, বিচারবোধহীন; মূঢ়। অবিবেকিতা বি. বিবেচনার অক্ষমতা; বিবেচনার অভাব। 5)
একাকী
(p. 142) ēkākī (-কিন্) বিণ. 1 একক; একা ('একাকী গায়কের নহে তো গান'); 2 অসহায়। [সং. এক + আকিন্]। স্ত্রী. একাকিনী। 36)
কঞ্চুকী
(p. 156) kañcukī (-কিন্) বি. 1 রাজ-অন্তঃপুরে বাসকারী সর্বকার্যকুশল বৃদ্ধ ব্রাহ্মণ; 2 অন্তঃপুরের খোজা বা নপুংসক প্রহরী; 3 বর্মধারী ব্যক্তি; 4 সাপ। [সং. কঞ্চুক + ইন্]। 56)
কণ্টক
(p. 159) kaṇṭaka বি. 1 গাছের বা মাছের কাঁটা (কণ্টকাকীর্ণ পথ); 2 অন্তরায়, বাধা, বিঘ্ন (সুখের কণ্টক); 3 লজ্জা বা কষ্টের কারণ; 4 শত্রু; 5 রোমাঞ্চ। [সং. √ কণ্ট্ + অক]। ̃ ফল, কণ্টকি-ফল, কণ্টকী-ফল বি. কাঁঠাল; কাঠালগাছ। ̃ শষ্যা বি. অস্বস্তি; অত্যন্ত অস্বস্তিকর বা যন্ত্রণাদায়ক অবস্হা। কণ্টকিত বিণ. 1 রোমাঞ্চিত (শরীর কণ্টকিত হল); 2 বাধাজনক; জটিলতাপূর্ণ (সমস্যাকণ্টকিত পথ)। কণ্টকী (-কিন্) বিণ. যাতে কাঁটা আছে এমন। বি. 1 খেজুর বা ওইজাতীয় কাঁটাযুক্ত গাছ; 2 বেউড় বাঁশ; 3 কাঁটাওয়ালা মাছবিশেষ। কণ্টকোদ্ধার বি. কাঁটা দূরীকরণ, বিঘ্ননাশ; শত্রুদমন। কণ্টকে কণ্টকোদ্ধার শত্রুকে দিয়ে শত্রু দমন করা, কাঁটা দিয়ে কাঁটা তোলা; এক শত্রুর বিরুদ্ধে অন্য শত্রুকে লেলিয়ে দেওয়া। 20)
কুহক
(p. 202) kuhaka বি. 1 মায়া, ইন্দ্রজাল, ভেলকি (কুহক সৃষ্টি করা); 2 প্রতারণা, ছলনা (কল্পনার কুহক, আশার কুহক)। [সং. √ কুহ্ + অক]। ̃ জীবী (-বিন্) বি. বিণ. জাদুকর, ঐন্দ্রজালিক। কুহকী (-কিন্) বিণ. মায়াবী, ঐন্দ্রজালিক, জাদুকর। স্ত্রী. কুহকিনী। 11)
কেকা
(p. 206) kēkā বি. ময়ূরের ডাক। [সং. কে √ কৈ + অ + আ]। কেকী (-কিন্) বি. কেকারবকারী অর্থাত্ ময়ূর। 2)
কৌতুক
(p. 210) kautuka বি. 1 আমোদ, মজা; 2 ঠাট্টা, তামাশা, পরিহাস; 3 উত্সব; 4 কৌতুহল, ঔত্সুক্য। [সং. কুতুক + অ]। কৌতুকাবহ বিণ. আমোদজনক, মজাদার; কৌতুহলজনক। কৌতুকী (-কিন্) বিণ. কৌতুকপূর্ণ; কৌতুককারী; আমোদপ্রিয়; কৌতূহলী। 76)
তিলক
(p. 375) tilaka বি. দেহের নানা স্হানে চন্দন প্রভৃতির ফোঁটা বা ছাপ (তিলক কাটা)। বিণ. তিলকের মতো অলংকারস্বরূপ, শ্রেষ্ঠ (কুলতিলক)। [সং. তিল + ক]। তিলক কাটা ক্রি. বি. গায়ে তিলক আঁকা। ̃ মাটি বি. গঙ্গানদী বা অন্য তীর্থস্হানের যে মাটি দিয়ে তিলক আঁকা হয়। ̃ সেবা, ̃ ছাপা বি. বৈষ্ণবদের দেহের আটটি স্হানে তিলক এঁকে হরিনাম লেখা। তিলকা বি. গায়ে তিল ফুলের মতো চিহ্ন ('অলকা তিলকা ভালে')। তিলকী (-কিন্) বিণ. তিলকধারী (তিলকী বৈষ্ণব)। 149)
নারকী1
(p. 454) nārakī1 (-কিন্) বিণ. 1 নরকভোগী; 2 নরকে গতি হবার উপযুক্ত (নারকী পাপী); 3 পাতকী, পাপী, পাপ করে এমন। [সং. নারক + ইন্]। বিণ. (স্ত্রী.) নারকিনী। 63)
পতাকা
(p. 488) patākā বি. 1 নিশান, ধ্বজা, কেতন, ঝাণ্ডা; 2 পতাকার মতো চিহ্নবিশেষ। [সং. √ পত্ + অক + আ]। পতাকী (-কিন্) বিণ. পতাকাধারী। বি. (জ্যোতিষ.) শুভাশুভবোধক চক্রবিশেষ। স্ত্রী. পতাকিনী। 13)
পিনাক
(p. 521) pināka বি. 1 শিবধনু; 2 শিবের ধনুকাকৃতি বাদ্যযন্ত্র; 3 ত্রিশূল। [সং. √ পা + আক]। ̃ পাণি, পিনাকী (-কিন্) বি. শিব। 16)
বিবেক
(p. 621) bibēka বি. 1 ধর্ম ও অধর্মের, পাপ ও পুণ্যের কিংবা উচিত ও অনুচিতের পার্থক্য নির্ণয়ে মানুষের অন্তর্নিহিত শক্তি বা বিচারবোধ; 2 পাপ-পুণ্য বা উচিত-অনুচিত সম্পর্কে অন্তর্দৃষ্টি; 3 সদসত্-বিচার; 4 বৈরাগ্য; 5 (সচ. যাত্রা বা পালা গানে) মানুষের বিচারবুদ্ধি জাগ্রতকারী বা সচেতনকারী গায়কবিশেষ। [সং. বি + √ বিচ্ + অ]। ̃ বান বিণ. পাপ-পুণ্য বা ন্যায়-অন্যায় সম্পর্কে অন্তর্দৃষ্টিসম্পন্ন। ̃ বুদ্ধি বি. বিবেক অনুযায়ী বুদ্ধি (নিম্নশ্রেণির প্রাণীদের বিবেকবুদ্ধি নেই)। ̃ হীন বিণ. বিবেক নেই এমন। বিবেকী (-কিন্) বিণ. বিবেকসম্পন্ন (বিবেকী শিল্পী)। 19)
ব্যতি-রেক
(p. 648) byati-rēka বি. 1 অভাব (শিক্ষাব্যতিরেকে, অন্বয়ব্যতিরেক); 2 ভেদ, প্রভেদ; 3 অতিক্রম; 4 আধিক্য, বৃদ্ধি; 5 (অল.) যে অলংকারে উপমানের চেয়ে উপমেয়কে অধিকতর প্রধান্য দিয়ে বর্ণনা করা হয়যেমন 'খঞ্জন-গঞ্জন আঁখি'। [সং. বি + অতি + √ রিচ্ + অ]। ব্যতি-রেকী (-কিন্) বিণ. 1 অভাববিশিষ্ট; 2 পার্থক্যবিশিষ্ট। ব্যতি-রেকে ক্রি-বিণ. বাদে, ব্যতীত, ছাড়া, নাহলে (শিক্ষা ব্যতিরেকে উন্নতি নেই)। 17)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535234
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140695
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1731021
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943184
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883676
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838546
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696762
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603119

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us