Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কেকা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  কেকা এর বাংলা অর্থ হলো -

(p. 206) kēkā বি. ময়ূরের ডাক।
[সং. কে √ কৈ + অ + আ]।
কেকী (-কিন্) বি. কেকারবকারী অর্থাত্ ময়ূর।
2)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


কলিল
(p. 172) kalila বিণ. সমন্বিত, যুক্ত, মিশ্রিত (মোহকলিল বুদ্ধি)। [সং. √ কল্ + ইল]। 17)
কর্ম-কার
কাঁচ-কলা
(p. 174) kān̐ca-kalā বি. 1 ব্যঞ্জনে খাবার কলাবিশেষ, যে কলা সবুজ রঙেরই থাকে, পাকে না; 2 (আল.) কিছুই না (সবাই ভালো জিনিসগুলো নিয়ে গেল, তুমি এখন কাঁচকলা খাও)। [বাং. কাঁচা + কলা]। 52)
কৃমি
(p. 204) kṛmi বি. 1 পোকা, কীট; 2 (বিশেষত মানুষের) পেটের মধ্যে বিদ্যমান কেঁচোজাতীয় কীটবিশেষ। [সং. √ক্রম্ + ই]। ̃. ঘ্ন বিণ. বি কৃমিনাশক (ওষুধ)। ̃. জ বিণ. কৃমি থেকে জাত। বি লাক্ষা। ̃. ল বিণ. কৃমিযুক্ত। 29)
কোটেশন
(p. 210) kōṭēśana বি. 1 উদ্ধৃতি চিহ্ন বা উদ্ধার চিহ্ন, ' 'এই চিহ্ন; 2 দর, মূল্য বা পারিশ্রমিক। [ইং. quotation]। 4)
কর্ণাট
কটি2, কটী
(p. 158) kaṭi2, kaṭī বি. কোমর, মাজা; মানবদেহের মধ্যদেশ। [সং. √ কট্ + ই]। ̃ তট, ̃ দেশ বি. কোমর। ̃ ত্র, ̃ বন্ধ বি. কোমরবন্ধ, বেল্ট, ঘুনসি, belt, ̃ বসন, ̃ বাস বি. কোমরের কাপড়, পরনের কাপড় (অর্থাত্ শাড়ি ধুতি ইত্যাদি)। ̃ বাত, ̃ শূল বি. কোমরের বাত বা বেদনা। ̃ ভূষণ বি. চন্দ্রহার, মেখলা। ̃ সূত্র বি. ঘুনসি। 9)
কত্তা
(p. 160) kattā বি. কর্তা -র কথ্য রূপবিশেষ। 8)
কুঁদা৩, কুঁদো
(p. 192) kun̐dā3, kun̐dō বি. 1 বন্দুক, রাইফেল ইত্যাদির কাঠের বাঁট; 2 গাছের গুঁড়ি; 3 মোটা কাঠের খণ্ড; 4 কোনো জিনিসের বড় খণ্ড বা চাঙড় (মিছরির কুঁদো)। [ফা. কুন্দা]। 40)
কাঠি2
কার্য
(p. 186) kārya বি. 1 কাজ, কর্ম; 2 প্রয়োজন (কোন কার্যে এখানে আগমন?); 3 ফল, উপকার (এতে কোনো কার্য দর্শাবে কি?)। বিণ. কর্তব্য, করণীয় (অবশ্যকার্য)। [সং. √ কৃ + য]। ̃ কর, ̃ কারী (কারিন্) বিণ. উপযোগী; ফলদায়ক। স্ত্রী. ̃ করী, ̃ কারিণী। ̃ করতা, ̃ কারিতা বি. উপযোগিতা, প্রয়োজন সাধনের ক্ষমতা। ̃ কলাপ বি. কাজকর্ম, নানাবিধ কাজ। ̃ কারণ সম্বন্ধ বি. কার্য ও তার কারণের মধ্যে আপেক্ষিক সম্বন্ধ। ̃ কাল বি. চাকরি প্রভৃতির ব্যাপ্তিকাল; প্রয়োজন (কার্যকালে বন্ধুদের দেখা পাওয়া যায় না)। ̃ কুশল বিণ. দক্ষ, কর্মণিপুণ। ̃ ক্রম বি. করণীয় কাজের ক্রমানুযায়ী তালিকা, programme. ̃ ক্ষম বিণ. কাজ করতে সমর্থ; কর্মদক্ষ। ̃ গতিকে ক্রি-বিণ. কাজের প্রয়োজনে বা তাগিদে। ̃ ঞ্চাগে অব্য. লিপি, দলিল প্রভৃতির প্রারম্ভিক পাঠবিশেষ, যার অর্থ: কাজের আদেশ দেওয়া হচ্ছে। [সং. কার্যম্ + চ + বাং. আগে]। ̃ ত (বর্জি.) ̃ তঃ (-তস্) অব্য. ক্রি-বিণ. ফলত, প্রকৃতপ্রস্তাবে; প্রয়োজনের সময়, কার্যকালে। ̃ পরম্পরা বি. ক্রমানুযায়ী কাজ, কাজের ক্রম। ̃ বশত (বর্জি.) বশতঃ অব্য. ক্রি-বিণ. কার্যানুরোধে, কাজের জন্য। ̃ বাহ বি. সভাসমিতিতে আলোচিত বা নির্বাহিত বিষয়সমুহ, proceeding (স.প.)। ̃ সিদ্ধি বি. অভীষ্টলাভ; সাফল্য। কার্যাকার্য বি. কাজ ও অকাজ; বিধেয়অবিধেয় কর্ম। কার্যানুরোধে ক্রি-বিণ. কাজের প্রয়োজনে, কাজের তাগিদে, কাজের দাবিতে; কাজের জন্য। কার্যান্তর বি. ভিন্ন কর্ম, অন্য কাজ। কার্যোদ্ধার বি. কার্যসিদ্ধি, কাজ সম্পাদন, কাজ হাসিল। কার্যোপলক্ষ্যে ক্রি-বিণ. কাজের জন্য, কাজের উদ্দেশ্যে। 18)
কবুতর
(p. 164) kabutara বি. পায়রা, পারাবত। [ফা. কবুতর - তু. সং. কপোত] বি. (স্ত্রী.) কবুতরি। 28)
কট1
(p. 156) kaṭa1 অব্য. শক্ত জিনিস কাটবার বা কামড়ে ভাঙবার শব্দবিশেষ। [সং. কট্ট]। কট-কট অব্য. কট করে কামড়ালে যেমন ব্যথা বোধ হয় সেইরকম (কান কটকট করা). কট-কটে বিণ. 1 কটকট শব্দকারী (কটকটে ব্যাঙ); 2 কঠোর, কর্কশ; 3 মর্মভেদী; 4 নীরস (কটকটে কথা)। কট-মট অব্য. ক্রোধের ভাব প্রকাশ (কটমট করে তাকানো)। কট-মটে বিণ. নীরস, কঠোর। 61)
কুশাসন2
কালোয়ার
কুঁচকা
(p. 192) kun̐cakā ক্রি. কুঞ্চিত হওয়া বা করা (চামড়া কুঁচকে গিয়েছে)। [সং. √ কুঞ্চ্ + বাং. আ]। ̃ নো ক্রি. কুঞ্চিত হওয়া বা করা। বি. কুঞ্চন। বিণ. কুঞ্চিত। 16)
কৌশিকী
কর্জ
(p. 167) karja বি. ঋণ, ধার, দেনা (কর্জ করে সংসার চালানো)। [আ. কর্জ্]। 51)
কৃষী.বল
(p. 205) kṛṣī.bala বি. কৃষিজীবী. চাষি। [সং. কৃষি + (অস্ত্যর্থে দীর্ঘ ঈ) + বল]। 8)
কুর-কুরে
(p. 198) kura-kurē বিণ. কুরকুর শব্দপূর্ণ। [ সং. √ কুর]। 27)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614718
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227924
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839840
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098897
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916356
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856850
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719468
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649145

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us