Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অকিঞ্চন দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অকিঞ্চন
(p. 3) akiñcana বিণ. 1 নিঃস্ব, দরিদ্র; 2 দুঃখী; 3 সামান্য, তুচ্ছ; 4 ইতর; 5 মূঢ়। বি. নিঃস্বতা, সংগতিহীনতা, দারিদ্র। [সং. ন+কিঞ্চন]। ̃ তা, ̃ ত্ব বি. নিঃস্বতা, দারিদ্র। 9)
অকিঞ্চিত্, অকিঞ্চিত্-কর
(p. 3) akiñcit, akiñcit-kara বিণ. যত্সামান্য, তুচ্ছ, নগন্য, যাতে কিছুই হয় না (তাঁর বক্তব্যের সমর্থনে যে যুক্তি তিনি উপস্হিত করেন তা নিতান্তই অকিঞ্চিত্কর)। [সং. ন+কিঞ্চিত্, কিঞ্চিত্কর]। 10)
আকিঞ্চন
(p. 81) ākiñcana বি. 1 দৈন্য, নিঃস্বতা; 2 বিনীত কামনা, আকাঙ্ক্ষা; 3 আগ্রহ; 4 চেষ্টা। [সং. অকিঞ্চন + অ]। 22)
উলু-খাগড়া
(p. 133) ulu-khāgaḍ়ā বি. 1 উলুখড় ও নল; 2 বাজে লোক; 3 গরীব লোক; 4 নিরীহ ও অকিঞ্চিত্কর লোক। [বাং. উলু + খাগড়া]। রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখাগড়ার প্রাণ যায় (উক্তি) রাজা নেতা বা শীর্ষস্হানীয় লোকদের বিবাদ বা সংঘর্ষে সাধারণ মানুষেরই বেশি কষ্ট সইতে হয়। 164)
কুটো-কাটা
(p. 194) kuṭō-kāṭā বি. 1 খুব ছোটখাটো জিনিসপত্র; 2 অকিঞ্চিত্কর বা তুচ্ছ জিনিসপত্র। [দেশি]। 49)
খাক-সার
(p. 224) khāka-sāra বি. 1 দীন সেবক; (ইসলামি রীতিতে চিঠিপত্রের শেষে নাম স্বাক্ষরের আগে লিখিত) অকিঞ্চন; 2 মুসলমানদের রাজনৈতিক দলবিশেষ। [আ. খাক্সার্]। 64)
খুঁটি-নাটি
(p. 230) khun̐ṭi-nāṭi বি. 1 তুচ্ছ দ্রব্যাদি; অকিঞ্চিত্কর বিষয়; সূক্ষ্ম ও ছোটখাটো ব্যাপারসমূহ, details; 2 অকিঞ্চিত্কর দোষত্রুটি। [তু. বাং. খুঁট্]। 17)
খোলাম-কুচি
(p. 235) khōlāma-kuci বি. 1 হাঁড়ি-কলসি প্রভৃতির ছোট ভাঙা টুকরো; 2 (আল.) অকিঞ্চিত্কর জিনিস। [ বাং. খোলা1 + কুচি]। 8)
ছাই
(p. 303) chāi বি. 1 ভস্ম, খাক, কোনো পদার্থ সম্পূর্ণ পুড়ে যাবার পর যে মিহি অবশেষ থাকে; 2 (আল.) অকিঞ্চিত্কর অসার বা জঞ্জালতুল্য বস্তু বা বিষয় (ও ছাই কেন খাচ্ছ ?); 3 কিছুই নয় (তুমি ছাই জানো)। [সং. ক্ষার]। ছাই-চাপা আগুন যে মর্মযন্ত্রণা বা প্রতিভা প্রকাশ করা যায় না বা প্রকাশিত হয় না। ছাই-চাপা কপাল ভাঙা কপাল; দুর্ভাগ্য। ̃ পাঁশ বি. (আল.) আজেবাজে জিনিস। ছাই ফেলতে ভাঙা কুলো অতি অকিঞ্চিত্কর কার্যসাধনের জন্য যে অবহেলিত ব্যক্তির প্রয়োজন। ̃ ভস্ম বি. বাজে বা জঞ্জালতুল্য বস্তু। 2)
ঝুলি
(p. 339) jhuli বি. 1 (সচ.) কাপড়ের তৈরি থলি; কাঁধে ঝোলানো থলি; 2 জপমালা রাখার থলি (হরিনামের ঝুলি)। [হি. ঝোলী]। ̃ ঝাড়া বিণ. ঝুলি উজাড় করে ঝাড়লে পাওয়া যায় এমন অকিঞ্চিত্কর; যত্সামান্য। কাঁধে ঝুলি নেওয়া ক্রি. বি. (আল.) ভিক্ষার জন্য বার হওয়া; ভিক্ষাবৃত্তি অবলম্বন করা। 24)
তুচ্ছ
(p. 375) tuccha বিণ. 1 গুরুত্বহীন, অকিঞ্চিত্কর (তুচ্ছ বিষয়); 2 অত্যল্প, অতি সামান্য (এই তুচ্ছ টাকার জন্য এত ঝগড়া?); 3 নগণ্য, হেয় (তিনি মোটেই তুচ্ছ লোক নন); 4 অসার (জগত্সংসারকে তুচ্ছ জ্ঞান করা)। [সং. তুদ্ + ছ]। বি. ̃ তা। ̃ তাচ্ছিল্য, ̃ তাচ্ছল্য বি. তুচ্ছজ্ঞান, অবহেলা, অনাদর, উপেক্ষা। 182)
থোড়
(p. 394) thōḍ় বি. 1 কলা গাছের ভিতরের সারাংশ; 2 ধান গাছের শিষ বার হবার অবস্হা; 3 (ব্যঙ্গে, আঞ্চ.) অকিঞ্চিত্কর কিছু, কিছুই না (সবাই তাদের ভাগ পেল, আমি পেলাম থোড়)। [দেশি]। 29)
পুঁটি
(p. 523) pun̐ṭi বি. খুব ছোটো মাছবিশেষ, শফরী। [সং. প্রোষ্ঠী]। পুঁটিমাছের প্রাণ 1 পুঁটিমাছের মতো ক্ষীণজীবী বা অকিঞ্চিত্কর শক্তি; 2 ক্ষুদ্রচেতা লোক। 24)
পুতুল
(p. 523) putula বি. (প্রধানত খেলার সামগ্রীরূপে নির্মিত) মানুষ ও জীবজন্তুর প্রতিমূর্তি; (ব্যঙ্গে) প্রতিমা (পুতুলপূজা)। [সং. পিত্তল]। ̃ খেলা বি. পুতুল নিয়ে খেলা; (আল.) ছেলেখেলা, অতি সহজ বা অকিঞ্চিত্কর ব্যাপার। ̃ নাচ বি. খেলাবিশেষ বা নাটকাভিনয় যাতে আড়াল থেকে সুতোয় টান মেরে এমনভাবে পুতুলগুলিকে নাচানো হয় যে তাদের জীবন্ত মনে হয়। 51)
ফেলনা
(p. 569) phēlanā বিণ. ফেলে দেবার বা বর্জন করার যোগ্য, অকিঞ্চিত্কর, তুচ্ছ (সে মোটেই ফেলনা লোক নয়)। [বাং. ফেলন + আ]। 19)
ভুজু-ভাজুং
(p. 667) bhuju-bhāju বি. তুচ্ছ বা মিথ্যা বা অকিঞ্চিত্কর যুক্তিতর্কের সাহায্যে প্রবোধ বা বুঝ (ভুজুংভাজুং দিয়ে দলে টেনেছে)। [দেশি]। 29)
মামুলি
(p. 700) māmuli বিণ. 1 গতানুগতিক (মামুলি ধরন); 2 চিরাচরিত, চিরকালে (মামুলি কাহিনি, মামুলি স্বত্ব); 3 সাদামাটা, আতি সাধারণ, অকিঞ্চিত্কর (মামুলি ব্যবস্হা)। [আ. মআমুলী]। 9)
মূল্য
(p. 714) mūlya বি. 1 দাম, দর (মূল্যবান, মূল্য কত?); 2 বেতন, পারিশ্রমিক; 3 ভাড়া, মাশুল। [সং. মূল + য]। ̃ .বান, (বর্জি.) ̃ .বান্ বিণ. মহার্ঘ, বহুমূল্য। ̃ .বোধ বি. নৈতিকতা সম্পর্কে বোধ, ঔচিত্যবোধ। ̃ .হীন বিণ 1 যার কোনো দাম নেই; 2 তুচ্ছ, অসার, অকিঞ্চিত্কর। ̃ .হ্রাস বি. দাম বা গুরুত্ব কমে যাওয়া বা কমিয়ে দেওয়া। মূল্যাব-ধারণ বি. ন্যায্য দাম ঠিক করা। মূল্যায়ন বি. মূল্য নিরূপণ, তাত্পর্য নির্ণয়। 8)
হ্যাড্ডা-ব্যাড্ডা
(p. 874) hyāḍḍā-byāḍḍā বি. এটা-সেটা; ছোটোখাটো বা অকিঞ্চিত্কর কাজ। [দেশি]। 23)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534871
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140376
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730590
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942789
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883560
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838478
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696634
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603076

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us