Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ঝুলি এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ঝুলি এর বাংলা অর্থ হলো -

(p. 339) jhuli বি. 1 (সচ.) কাপড়ের তৈরি থলি; কাঁধে ঝোলানো থলি; 2 জপমালা রাখার থলি (হরিনামের ঝুলি)।
[হি. ঝোলী]।
ঝাড়া
বিণ. ঝুলি উজাড় করে ঝাড়লে পাওয়া যায় এমন অকিঞ্চিত্কর; যত্সামান্য।
কাঁধে ঝুলি নেওয়া ক্রি. বি. (আল.) ভিক্ষার জন্য বার হওয়া; ভিক্ষাবৃত্তি অবলম্বন করা।
24)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ঝুনু-ঝুনু, ঝুনুর-ঝুনুর
ঝল-মল
(p. 334) jhala-mala বি. ঝলকে ঝলকে উজ্জ্বলতার প্রকাশ; ঝকমকানি (আলো ঝলমল করছে)। ঝল-মলা ক্রি. ঝলমলানো, ঝলমল করা। ঝল-মলানো ক্রি. ঝলমল করা। বি. বিণ. উক্ত অর্থে। ঝল-মলানি বি. উজ্জ্বলতা; ঝলমলে ভাব। ঝল-মলে বিণ. ঝলমল করে এমন, উজ্জ্বলতাযুক্ত। 45)
ঝঞ্ঝাট
ঝড়তি-পড়তি
(p. 334) jhaḍ়ti-paḍ়ti বি. 1 যে অংশ নাড়াচাড়ায় বা গুদামে থেকে নষ্ট হয়; 2 যে অংশ সহজে ঝড়ে পড়ে যায়; 3 (আল.) যত্সামান্য; 4 (আল.) যা পড়ে থাকে, অবশিষ্ট অংশ (আমার ভাগে ছিল কিছু ঝড়তিপড়তি)। [বাং. ঝাড়তি (ঝাড়া জিনিস) + পড়তি (পড়ে থাকা অংশ)]। 23)
ঝিল্লি, ঝিল্লিকা
(p. 338) jhilli, jhillikā বি. 1 ঝিঁঝি পোকা ('ঝিল্লি ডাকে ঝোপে ঝাড়ে': রবীন্দ্র); 2 চামড়ার পাতলা আবরণ, membrane. [সং. ঝিল্লি (ধ্বন্যা.)]। 25)
ঝানু
(p. 336) jhānu বিণ. 1 ঝুনো; 2 ঘাগি; 3 পাকা (ঝানু গোয়েন্দা)। [দেশি]। 31)
ঝরিত
(p. 334) jharita বিণ. 1 ঝরে পড়েছে এমন, ক্ষরিত (ঝরিত পুষ্প); 2 গলিত (নির্ঝরঝরিত বারিরাশি)। [সং. ঝর + ইত]। 40)
ঝরতি
(p. 334) jharati বি. বাড়তি; গুদাম বা বস্তা থেকে শস্যাদির যে অংশ ঝরে পড়ে যায়। [বাং. ঝরা + তি]। 37)
ঝালা2, ঝালাই
(p. 336) jhālā2, jhālāi বি. 1 পান দিয়ে ধাতুদ্রব্য জোড়া; 2 ভিতরের আবর্জনা তুলে ফেলা, পঙ্কোদ্ধার করা (বহুদিন পুকুর ঝালা হয়নি)। [হি. √ ঝাড়]। ̃ নো ক্রি. বি. পান দিয়ে জোড়ানো; পঙ্কোদ্ধার করানো; (আল.) মকশো করা, নতুন করে প্রয়োগ করা বা সাধা (পরিচয়টা ঝালানো দরকার)। 46)
ঝুল৩
(p. 339) jhula3 বি. মাকড়সার জালের সঙ্গে আটকে থাকা বা মিশে থাকা ধোঁয়ার কালি (ঝুল জমেছে)। [তু. হি. ঝোল (ময়লা, ছাই)]। 19)
ঝনাত্
(p. 334) jhanāt বি. ঝন-এর চেয়ে তীব্রতর শব্দ। [ধ্বন্যা.]। 27)
ঝাঁপ-তাল
ঝাঁক
(p. 334) jhān̐ka বি. পাখি মাছ পতঙ্গ প্রভৃতির দল (ঝাঁকে ঝাঁকে মাছ মরছে, এক ঝাঁক পাখি, ঝাঁকের কই)। [হি. ঝাংক]। 53)
ঝংকার, ঝঙ্কার
(p. 334) jhaṅkāra, jhaṅkāra বি. 1 মৃদু ঝনঝন শব্দ, ঝনত্কার (বীণার ঝংকার); 2 গুঞ্জন, মধুর ও অস্ফুট ধ্বনি ('ভ্রমরা ঝঙ্কার করে পিয়ে মকরন্দ': বি. গু.); 3 তর্জন (ঝংকার দিয়ে ওঠা)। [সং. ঝন্ + √ কৃ + অ]। ঝংকার ক্রি. (কাব্যে) ঝংকার করা; গুঞ্জন করা ('ঝঙ্কারিবে অলি')। ঝংকৃতি বি. ঝংকার। 3)
ঝুঁট, ঝুঁটি
(p. 338) jhun̐ṭa, jhun̐ṭi বি. 1 চূড়া-বাঁধা চুল; 2 খোঁপা; 3 টিকি বা টিকির গোছা; 4 ঝোটন, চুল লোম বা পালকের মোটা গুচ্ছ ('কাকাতুয়ার মাথায় ঝুঁটি'); 5 মাংসপিণ্ড (ষাঁড়ের ঝুঁটি)। [সং. জুটিকা]। 28)
ঝোলা1
(p. 340) jhōlā1 বিণ. ঝোলের মতো, পাতলা (ঝোলা গুড়)। [বাং. ঝোল + আ]। 4)
ঝাড়া
(p. 336) jhāḍ়ā ক্রি. 1 ঝাঁটা ঝাড়ন কুলো ইত্যাদি দিয়ে ময়লা দূর করা (ধান চাল ঝাড়া); 2 নাড়া দিয়ে পরিষ্কার করা (চুল ঝাড়া); 3 খালি করা, উজাড় করা (ঝুলি ঝাড়া); 4 যেকোনো পাত্র উপুড় করে নাড়া; 5 নিক্ষেপ করা (মাথায় ইট ঝাড়া); 6 মিটানো (গায়ের ঝাল ঝাড়া); 7 (বিদ্রূপে) দেওয়া, প্রয়োগ করা (কটা টাকা ঝাড়ো তো, বক্তৃতা ঝাড়া); 8 দূর করা (মন থেকে ঝেড়ে ফেলা); 9 আছড়ানো (ধান ঝাড়া); 1 মন্ত্রাদির বলে তাড়ানো (সরষে দিয়ে ভূত ঝাড়া)। বি. উক্ত সব অর্থে। বিণ. 1 ঝাড়া হয়েছে এমন (ঝাড়া মশলা); 2 পরিষ্কৃত, সাফ; 3 যথাবত্, সম্পূর্ণ (ঝাড়া মুখস্হ); 4 একটানা, অবিরাম (ঝাড়া দুঘণ্টা)। [হি. √ ঝাড়]। ঝাড়-পোঁছ, ঝাড়া-পোঁছা বি. ঝেড়ে ও মুছে (ঘরদোর ইত্যাদি পরিষ্কার করা। ঝাড়-ফুঁক বি. ভূত, বিষ, রোগ প্রভৃতি দূর করার জন্য মন্ত্রপাঠ, ফুত্কার প্রভৃতি। ̃ ই বি. ঝাড়ার কাজ (অনেক ঝাড়াইপোঁছাই করতে হবে)। ̃ ই-বাছাই বি. শোধন, পরিষ্কার করা। ঝাড়ান (উচ্চা. ঝাড়ান্) বি. রোজাকে দিয়ে ঝাঁড়ফুঁক করিয়ে ভূত, বিষ, রোগ প্রভৃতি দূরীকরণ। ̃ নো ক্রি. ঝাড়াই করানো, পরিষ্কৃত করানো; রোজাকে দিয়ে ঝাড়ফুঁক করিয়ে ভূত বিষ রোগ প্রভৃতি দূর করানো। বি. বিণ. উক্ত সব অর্থে। ̃ বাছা বি. পরিষ্কার করা বা শোধন করা; ঝাড়াইবাছাই। 28)
ঝি
(p. 336) jhi বি. 1 কন্যা, মেয়ে (মায়ে ঝিয়ে মিলে); 2 পরিচারিকা, দাসী। [পা. ধীতা সং. দুহিতা]। ঝিকে মেরে বউকে শেখানো ক্রি. বি. পরের উপর রাগ করে আপনজনকে শাস্তি দিয়ে পরোক্ষে মনের ভাব প্রকাশ করা। 49)
ঝিল
ঝম্প
(p. 334) jhampa বি. ঝাঁপ, লাফ। [সং. √ ঝম্ + প]। ̃ ন বি. লাফ, লাফ দেওয়া, ঝাঁপ দেওয়া। 33)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2540696
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2146418
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1737864
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 951123
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 885945
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 839779
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698246
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603887

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us