Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অঙ্গী √ দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অঙ্গাঙ্গি
(p. 8) aṅgāṅgi বি. 1 এক অঙ্গের সঙ্গে অন্য অঙ্গের সম্বন্ধ; 2 অঙ্গে অঙ্গে টানাটানি; 3 স্বপক্ষীয়ের প্রতি পক্ষপাত। [সং. অঙ্গ+অঙ্গ+ই]। ̃ .ভাব বি. 1 প্রগাঢ় সৌহার্দ্য; অবিচ্ছেদ্য সম্পর্ক; গলায় গলায় ভাব; 2 (দর্শ.) অঙ্গ ও অঙ্গী (=অঙ্গ আছে যার) এই দুইয়ের সম্পর্ক বা অনুরূপ সম্পর্ক; 3 গৌণ-মুখ্য সম্পর্ক বা একটি মুখ্য ও অপরটি গৌণ এমন সম্পর্ক। ̃ .সম্বন্ধ-অঙ্গাঙ্গিভাব -এর অনুরূপ। 40)
অঙ্গী
(p. 8) aṅgī (-ঙ্গিন্) বিণ. দেহবিশিষ্ট, শরীরী। [সং. অঙ্গ+ইন্]। 44)
অঙ্গী-করণ
(p. 8) aṅgī-karaṇa বি. অঙ্গীকারকরণ, প্রতিজ্ঞা করা। [সং. অঙ্গ+করণ (চ্বি)]। 45)
অঙ্গী-কার
(p. 8) aṅgī-kāra বি. 1 প্রতিজ্ঞা; 2 প্রতিশ্রুতি; 3 স্বীকার। [সং. অঙ্গী+√ কৃ+অ]। অঙ্গী-কৃত বিণ. প্রতিশ্রুত; স্বীকৃত। 46)
অঙ্গী-ভূত
(p. 8) aṅgī-bhūta বিণ. 1 অঙ্গের অন্তর্ভুক্ত; 2 অন্তর্গত। [সং. অঙ্গী+√ভূ+ত]। 47)
অভ্যুপায়
(p. 55) abhyupāẏa বি. 1 স্বীকার; প্রতিশ্রুতি, অঙ্গীকার; 2 উপায়। [সং. অভি + উপায়]। ̃ .ন বি. উপহার, ভেট। 27)
অভ্যুপেত
(p. 55) abhyupēta বিণ. 1 পাওয়া গেছে এমন, প্রাপ্ত; 2 স্বীকৃত, অঙ্গীকার করা হয়েছে এমন; 3 কাছে এসেছে এমন, নিকটে আগত। [সং. অভি + উপ + √ ই + ত]। অভ্র বি. 1 আকাশ (অভ্রংলিহ উচ্চতা); 2 মেঘ; 3 একরম খনিজ ধাতু, mica. [সং. অপ্ + √ ভৃ + অ অভ্র্ + অ] অভ্রং.লিহ, ̃ .ভেদী (-দিন্) বিণ. আকাশ স্পর্শ করে এমন, আকাশচুম্বী; অত্যুচ্চ (অভ্রংলিহ উচ্চাশা, অভ্রভেদী পর্বত)। ̃ .চ্ছায়া বি. মেঘের ছায়া। ̃ .নীল বিণ. আকাশের মতো নীল (অভ্রনীল বস্ত্র)। 29)
আত্মী-করণ
(p. 89) ātmī-karaṇa বি. দেহের অঙ্গী ভূত করা, assimilation. (বিপ.)। [সং. আ + √ দা + ত + চিব + করণ]। 17)
আশ্রুত
(p. 108) āśruta বিণ. 1 প্রতিশ্রুত, অঙ্গীকৃত; 2 শ্রুত। [সং. আ + √ শ্রু + ত]। 39)
উপ-ধর্ম
(p. 132) upa-dharma বি. 1 অপ্রশস্ত বা অপকৃষ্ট ধর্ম; 2 ধর্মের অঙ্গীভূত কুসংস্কার, ধর্মের নামে চলে এমন কুসংস্কার; 3 লৌকিক ধর্ম। [সং. উপ + ধর্ম]। 14)
কড়ার2
(p. 159) kaḍ়āra2 বি. অঙ্গীকার, শপথ; শর্ত (কড়ার করা, কড়ার করিয়ে নেওয়া, কড়ারে আবদ্ধ)। [আ. করার্]। কড়ারি, (বর্জি.) কড়ারী বিণ. অঙ্গীকারনির্দিষ্ট, শর্তানুযায়ী। 6)
কবলা
(p. 164) kabalā (উচ্চা. কব্লা) ক্রি. 1 কবুল করা বা স্বীকার করা; 2 (সাধারণত ঘুষ হিসাবে দিতে চাওয়া (চোরটা কনস্টেবলকে পাঁচ টাকা কবলাচ্ছে)। [আ. ক'বুল + বাং. আ]। ̃ নো বিণ. কবুল বা স্বীকার করা হয়েছে এমন; ঘুষরূপে দিতে চাওয়া হয়েছে এমন। বি. কবুল; স্বীকার; অঙ্গীকার। 17)
কবুলতি, কবুলিয়ত
(p. 164) kabulati, kabuliẏata বি. স্বীকৃতিপত্র, প্রজা কর্তৃক জমিদারকে খাজনা দেওয়ার অঙ্গীকারপত্র। [আ. কবূলিয়ত্]। 30)
নব1
(p. 447) naba1 বিণ. 1 নতুন, নবীন (নব বধূ, নব বস্ত্র, নব কলেবর, নববর্ষ); 2 সদ্যোজাত (নবজাতক, নব কিশলয়); 3 টাটকা, তাজা, তরুণ (নবাঙ্কুর, নব জলধর)। [সং. √ নু + অ]। ̃ কার্তিক বি. 1 শিশু কার্তিকেয়; 2 শিশু কার্তিকের মতো সুন্দর ব্যক্তি; 3 (ব্যঙ্গে) খুব কালো এবং কুত্সিত লোক। ̃ গঠিত বিণ. সদ্য তৈরি হয়েছে এমন। ̃ জল-ধর-শ্যাম বি. নতুন মেঘের মতো কৃষ্ণাভ বা নীল বর্ণ। ̃ জাত বিণ. সদ্যপ্রসূত, সদ্য জন্ম হয়েছে বা উত্পন্ন হয়েছে এমন (নবজাত শিশু)। ̃ জাতক বি. সদ্যোজাত শিশু ('নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার': সুকান্ত)। ̃ জীবন বি. নতুন জীবন; পুনর্জন্ম; (আল.) দুরবস্হার পরবর্তী উন্নত বা সুখের অবস্হা। ̃ দম্পতি বি. সদ্যবিবাহিত স্বামী-স্ত্রী। ̃ পল্লব বি. নতুন পাতা, সদ্য যে পাতা গজিয়েছে। ̃ বিধান বি. 1 নতুন নিয়ম বা ব্যবস্হা; 2 কেশবচন্দ্র সেন-প্রবর্তিত ব্রাহ্ম ধর্মসম্প্রদায়ের শাখাবিশেষ। ̃ মল্লিকা, ̃ মালিকা বি. মালতীজাতীয় ফুলবিশেষ বা তার গাছ। ̃ যুগ বি. নতুন যুগ বা কাল। ̃ যুবক বি. যার যৌবন সদ্য আরম্ভ হয়েছে। স্ত্রী. ̃ যুবতী। ̃ যৌবন বি. যে যৌবন সদ্য আরম্ভ হয়েছে, প্রথম যৌবন, অচিরপ্রবৃত্ত যৌবন। বিণ. বি. স্ত্রী. ̃ যৌবনা। 2)
পণ
(p. 488) paṇa বি. 1 প্রতিজ্ঞা, দৃঢ়সংকল্প (পণরক্ষা); 2 বাজি, খেলায় হারজিতের মূল্য (প্রাণপণ, জমি পণ রেখে খেলা); 3 শর্ত, কড়ার (ধনুকভাঙা পণ); 4 বিবাহে বরপক্ষকে বা কন্যাপক্ষকে দেয় শুল্ক বা অর্থমূল্য (পণপ্রথা); 5 ক্রেয় বা বিক্রেয় বস্তু; 6 সংখ্যার পরিমাণবিশেষ, কুড়ি গণ্ডা। [সং. √ পণ্ + অ]। ̃ কিয়া বি. (গণি.) কুড়ি গণ্ডা বা পণ-সম্পর্কিত গণনা। ̃ ন বি. বিনিময়; বিক্রয়। ̃ প্রথা বি. বিবাহাদিতে বরপক্ষকে বা কন্যাপক্ষকে অর্থ দেবার রীতি। ̃ বদ্ধ বিণ. অঙ্গীকারবদ্ধ। ̃ রক্ষা বি. প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি পালন। 2)
প্রতি-গৃহীত
(p. 538) prati-gṛhīta বিণ. 1 গ্রহণ করা হয়েছে এমন, গৃহীত; 2 স্বীকৃত; 3 অঙ্গীকৃত। [সং. প্রতি + গৃহীত]। 76)
প্রতি-গ্রহ
(p. 538) prati-graha বি. 1 গ্রহণ (দানপ্রতিগ্রহ); 2 স্বীকার (ঋণপ্রতিগ্রহ); 3 অঙ্গীকার; 4 প্রদত্ত বা দেয় বস্তু; 5 (জ্যোতিষ.) প্রতিকূল বা বিরুদ্ধ গ্রহ। [সং. প্রতি + √ গ্রহ্ + অ]। ̃ ণ বি. দানগ্রহণ; স্বীকার। ̃ ণীয় বিণ. প্রতিগ্রহণের যোগ্য, প্রতিগ্রহণ করা উচিত এমন। 77)
প্রতি-শ্রুতি
(p. 543) prati-śruti বি. কথা দেওয়া; অঙ্গীকার, প্রতিজ্ঞা। [সং. প্রতি + √ শ্রু + তি]। প্রতি-শ্রুত বিণ. অঙ্গীকৃত, প্রতিজ্ঞাবদ্ধ। 13)
প্রতিজ্ঞা
(p. 538) pratijñā বি. 1 সংকল্প, দৃঢ় পণ; 2 শপথ, অঙ্গীকার; 3 (জ্যামি.) প্রতিপাদ্য, সম্পাদ্য বা উপপাদ্য বিষয়। [সং. প্রতি + √ জ্ঞা + অ]। প্রতিজ্ঞ (সচ. সমাসের পরপদে) বিণ. প্রতিজ্ঞাযুক্ত (দৃঢ়প্রতিজ্ঞা)। ̃ ত্ব বিণ. 1 সংকল্পিত; অঙ্গীকৃত; স্বীকৃত; 2 প্রস্তাবিত; 3 অবধারিত। ̃ পত্র বি. অঙ্গীকারপত্র, প্রতিজ্ঞার লিখিত দলিল, একরারনামা। প্রতি-জ্ঞে.য় বিণ. শপথ বা অঙ্গীকারের যোগ্য বা বিষয়ীভূত। 87)
বাক্য
(p. 591) bākya বি. 1 কথন, কথা, বচন ('হেন বাক্য কভু আমি শুনিনি কখন'); 2 (ব্যাক.) পূর্ণ অর্থজ্ঞাপক পরস্পর অন্বয়যুক্ত পদসমষ্টি, sentence. [সং. √ বচ্ + য]। ̃ জাল বি. কথার ফাঁদ বা বিস্তার; চাতুর্যপূর্ণ কথার বিস্তার। ̃ দান বি. অঙ্গীকার করা, প্রতিশ্রুতি দান। ̃ বাগীশ, ̃ বিশারদ বিণ. 1 বাক্পটু; 2 বাচাল। ̃ বাণ বি. তিরের মতো মর্মভেদী কথা, অতি তীক্ষ্ণ ও কঠোর কথা। ̃ বিনিময় বি. 1 পরস্পর কথাবার্তা; 2 কথা-কাটাকাটি। ̃ ব্যয় বি. কথা বলা ('বিনা বাক্যব্যয়ে সে ওপাড়ের দিকে চলিয়া গেল': তারা)। ̃ স্ফূর্তি বি. কথা বার হওয়া। ̃ হারা বিণ. কথা বলার ক্ষমতা চলে গেছে এমন; কথা বার হচ্ছে না এমন। বাক্যাতীত বিণ. কথা বলে বোঝানো যায় না এমন; ভাষার অতীত। বাক্যালাপ বি. কথাবার্তা; কথোপকথন। 37)
বায়না2
(p. 600) bāẏanā2 বি. 1 মূল্যের অগ্রিম প্রদত্ত অংশ, দাদন; 2 অগ্রিম কিছু অংশ দিয়ে ক্রয়ের প্রতিশ্রুতি বা অঙ্গীকার (জমি বায়না করা)। [আ. বয়্ + ফা. আনা]। ̃ পত্র বি. বায়না দেবার পরে লিখিত ক্রয়-বিক্রয়ের দলিল। 37)
বিশোষণ
(p. 627) biśōṣaṇa বি. বিশেষভাবে শোষণ, তরল পদার্থ শুষে আপন অঙ্গীভূত করা, absorption (বি.প.)। [সং. বি + শোষণ]। বিশোষিত বিণ. বিশেষভাবে শোষিত, absorbed. 19)
মানত
(p. 698) mānata বি. কোনো বিষয়ে অভিষ্ট লাভের জন্য দেবতাকে কিছু দেবার মানসিক অঙ্গীকার, মানসিক (জোড়াপাঁঠা মানত করেছে)। [সং. মনস্হ]। 12)
মুচ-লেকা
(p. 710) muca-lēkā বি. শর্তভঙ্গ করলে দণ্ডভোগ করতে হবেএই মর্মে লিখিত অঙ্গীকারপত্র, bond [তুর. মুচল্কা]। 10)
স্বীকার
(p. 855) sbīkāra বি. 1 মেনে নেওয়া (অপরাধস্বীকার, ঋণ স্বীকার); 2 প্রকাশ; খ্যাপন (কৃতজ্ঞতা স্বীকার); 3 গ্রহণ (নিমন্ত্রণস্বীকার); 4 সম্মতিদান, অঙ্গীকার (দিতে স্বীকার করা বা পাওয়া); 5 বরণ, সহ্য করা (দুঃখস্বীকার)। [সং. স্ব + ঈ + √ কৃ + অ]। স্বীকার্য বিণ. গ্রহণীয়, অনুমোদনের যোগ্য (এ কথা অবশ্যই স্বীকার্য)। স্বীকৃত বিণ. স্বীকার করা হয়েছে এমন, অঙ্গীকৃত; রাজি। স্বীকৃতি বি. স্বীকার; সম্মতি। স্বীকারোক্তি বি. যে উক্তি দ্বারা দোষ স্বীকার করা হয়; একরারনামা। 15)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535206
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140664
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730977
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943161
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883666
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838534
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696750
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603117

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us