Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

প্রতিজ্ঞা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  প্রতিজ্ঞা এর বাংলা অর্থ হলো -

(p. 538) pratijñā বি. 1 সংকল্প, দৃঢ় পণ; 2 শপথ, অঙ্গীকার; 3 (জ্যামি.) প্রতিপাদ্য, সম্পাদ্য বা উপপাদ্য বিষয়।
[সং. প্রতি + √ জ্ঞা + অ]।
প্রতিজ্ঞ (সচ. সমাসের পরপদে) বিণ. প্রতিজ্ঞাযুক্ত (দৃঢ়প্রতিজ্ঞা)।
ত্ব বিণ. 1 সংকল্পিত; অঙ্গীকৃত; স্বীকৃত; 2 প্রস্তাবিত; 3 অবধারিত।
পত্র বি. অঙ্গীকারপত্র, প্রতিজ্ঞার লিখিত দলিল, একরারনামা।
প্রতি-জ্ঞে.য় বিণ. শপথ বা অঙ্গীকারের যোগ্য বা বিষয়ীভূত।
87)আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


পুঁতা, পোঁতা
(p. 523) pun̐tā, pōn̐tā ক্রি. বি. 1 ভূমি গৃহতল প্রাচীর প্রভৃতির নীচে ঢুকিয়ে রাখা, গাড়া (মাটির নীচে পুঁতে রেখেছে); 2 রোপণ করা (চারাগাছ পোঁতা)। বিণ. উক্ত অর্থে। [ সং. প্রোথ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 রোপণ করানো; 2 গাড়ানো। বিণ. উক্ত দুই অর্থে। 27)
পরীত
(p. 502) parīta বিণ. পরিবৃত, বেষ্টিত, চারদিক থেকে ঘিরে রাখা হয়েছে এমন। [সং. পরি + √ ই + ত]। 13)
পিঁড়া
(p. 519) pin̐ḍ়ā বি. 1 ঘরের দাওয়া (পিঁড়ায় বসে জিরোনো); 2 পিঁড়ি। [সং. পিণ্ড]। 18)
প্রতি-বর্তন
(p. 541) prati-bartana বি. 1 বিপরীত দিক বা মুখ উপস্হিতকরণ, obversion (বি.প.); 2 ফেরা, প্রত্যাবর্তন। [সং. প্রতি + √ বৃত্ + ণিচ্ + অন]। 36)
পরান্ন
(p. 495) parānna বি. পরের অন্ন অর্থাত্ যে অন্নের অধিকারী বা রন্ধনকারী অন্য কেউ। [সং. পর3 + অন্ন]। ̃ .জীবী (-বিন্) বিণ. পরের অন্ন খেয়ে জীবনধারণ করে এমন। ̃ .পুষ্ট বিণ. পরের অন্নে প্রতিপালিত ও পুষ্ট। ̃ .ভোজী (-জিন্) বিণ. পরান্নভোজনকারী; পরোপজীবী। 29)
পুঁছা, পোঁছা
(p. 523) pun̐chā, pōn̐chā ক্রি. বি. মোছা (ধোয়া-পোঁছা)। বিণ. উক্ত অর্থে। [ সং. প্র + √ উঞ্ছ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. মোছানো। 20)
প্রতি-দ্বন্দ্ব, প্রতি-দ্বন্দ্বিতা
(p. 541) prati-dbandba, prati-dbandbitā বি. 1 পরস্পরের দ্বন্দ্ব বা বিরোধ; 2 প্রতিযোগিতা; 3 অপরের সঙ্গে শক্তিপরীক্ষা বা অন্য কোনো গুণের সমকক্ষতার পরীক্ষা। প্রতি-দ্বন্দী (-ন্দ্বিন্) বি. বিণ. বিপক্ষ, প্রতিযোগী। স্ত্রী. প্রতি-দ্বন্দ্বিনী। 7)
প্লাকার্ড, প্ল্যাকার্ড
(p. 559) plākārḍa, plyākārḍa বি. প্রাচীরপত্র; দেওয়াল-বিজ্ঞাপন। [ইং. placard]। 6)
পয়লা
(p. 488) paẏalā বি. মাসের প্রথম তারিখ (আজ আষাঢ়ের পয়লা)। বিণ. 1 মাসের প্রথম তারিখের (পয়লা চৈত্র) 2 প্রথম (এটাই আমার পয়লা কাজ 3 প্রধান (পয়লা নম্বরের শত্রু 4 শ্রেষ্ঠ (পয়লা নম্বরের ঘি)। [হি. পহেলা]। 90)
পরি-বর্তন
(p. 499) pari-bartana বি. 1 বিনিময়; 2 বদল (স্হান পরিবর্তন); 3 রূপান্তর (অবস্হার কোনো পরিবর্তন হয়নি); 4 সংশোধন (মত পরিবর্তন)। [সং. পরি + √ বৃত্ + অন]। ̃ বিমুখ বিণ. পরিবর্তন চায় না এমন। পরিবর্তনীয় বিণ. পরিবর্তিত করা যায় বা উচিত এমন। পরি-বর্ত-মান বিণ. পরিবর্তিত হচ্ছে এমন (পরিবর্তমান জগত্)। ̃ শীল বিণ. স্বাভাবিক কারণেই যা বদলায় (পরিবর্তনশীল রাজনীতি)। পরি-বর্তিত বিণ. বদলানো হয়েছে বা বদলেছে এমন। পরি-বর্তী (-র্তিন্) বিণ. 1 পরিবর্তনশীল; 2 (পদার্থ.) মাঝে মাঝে দিক পরিবর্তন করে এমন, al ternating (বি.প.)। 15)
পর-চর্চা
(p. 488) para-carcā বি. পরের সম্বন্ধে (প্রধানত বিরুদ্ধে) আলোচনা অন্য লোককে নিয়ে নিন্দাসূচক আলোচনা। [সং. পর3 + চর্চা]। 113)
প্যাত-পেতে
(p. 534) pyāta-pētē বিণ. অত্যন্ত নরম ও পাতলা; তলতলে। [ধ্বন্যা.]। 83)
প্রত্যাশা
(p. 544) pratyāśā বি. 1 আশা, কামনা (তোমার এই আচরণ প্রত্যাশা করিনি); 2 প্রাপ্তির সম্ভাবনা বা আশা (লাভের প্রত্যাশা, ভারতের কাছে বিশ্বের প্রত্যাশা); 3 প্রতীক্ষা। [সং. প্রতি + আশা]। প্রত্যাশিত বিণ. 1 প্রত্যাশা করা হয়েছে এমন (প্রত্যাশিত সংবাদ); 2 সম্ভাবিত। প্রত্যাশী (-শিন্) বিণ. প্রত্যাশাকারী (সম্মানের প্রত্যাশী)। 48)
পরায়ণ1
(p. 496) parāẏaṇa1 বি. 1 শ্রেষ্ঠ আশ্রয় বা অবলম্বন; 2 বিষ্ণু। [সং. পর (একমাত্র) + অয়ন]। 7)
পিষ্টক
(p. 522) piṣṭaka বি. পিঠে। [সং. পিষ্ট + ক]। 34)
পদ্মাসন
(p. 488) padmāsana বি. 1 যোগের আসনবিশেষ 2 ব্রহ্মা। [সং. পদ্ম + আসন]। পদ্মাসনা বি. (স্ত্রী.) লক্ষ্মীদেবী। 62)
পরি-মণ্ডল
(p. 499) pari-maṇḍala বি. 1 মণ্ডল; 2 পরিধি; 3 পরিবেষ্টন, ঘের; 4 চারদিকের অবস্হা (সাংস্কৃতিক পরিমণ্ডল)। বিণ. বর্তুলাকার, গোলাকার। [সং. পরি + মণ্ডল]। 49)
পরি-ণত
(p. 497) pari-ṇata বিণ. 1 পরিপক্ব (পরিণত ফল, পরিণত জ্ঞান); 2 সম্পূর্ণ বৃদ্ধিপ্রাপ্ত (পরিণত বয়স); 3 পর্যবসিত (নীতিকে কাজে পরিণত করা); 4 বিশেষ অবস্হাপ্রাপ্ত বা অবস্হান্তর প্রাপ্ত (আলাপ অবশেষে প্রেমে পরিণত); 5 শেষ বা চরম অবস্হায় উপনীত। [সং. পরি + √ নম্ + ত]। পরি-ণতি বি. 1 পূর্ণতাপ্রাপ্তি; 2 পর্যবসান; 3 অবস্হা বা অবস্হান্তরপ্রাপ্তি; 4 পরিসমাপ্তি বা শেষ (বিয়োগান্ত পরিণতি)। 30)
পত্রী1
(p. 488) patrī1 বি. চিঠি; 2 পত্রিকা। [সং. পত্র + ঈ]। 25)
প্রতি-সরণ
(p. 543) prati-saraṇa বি. (বিজ্ঞা.) এক স্বচ্ছ পদার্থ থেকে ভিন্ন স্বচ্ছ পদার্থে প্রবেশ করলে আলোকরশ্মির স্বাভাবিক গতিপথের যে পরিবর্তন হয়, refraction (বি.প.)। [সং. প্রতি + √ সৃ + অন]। প্রতি-সৃত বিণ. প্রতিসরণযুক্ত; পরাবর্তিত। 23)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 790975
Kalpana Bangla Font
Kalpana
Download
View Count : 502310
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 382140
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 372939
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 368669
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 344036
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 334692
Charukola Round Head Bangla Font
Charukola Round Head
Download
View Count : 334367

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন