Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অধ্যাপিত দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অধ্যাপক, অধ্যাপয়িতা
(p. 20) adhyāpaka, adhyāpaẏitā (-তৃ) বি. 1 বিশেষ জ্ঞানসম্পন্ন শিক্ষক, আচার্য; 2 কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক; 3 বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। [সং. অধি+√ ই+ণিচ্+অক]। স্ত্রী অধ্যাপিকা, অধ্যাপয়িত্রী।
অধ্যাপন, অধ্যাপনা
(p. 21) adhyāpana, adhyāpanā বি. শিক্ষাদান, অধ্যাপকের কাজ বা বৃত্তি। [সং.অধি+√ ই+ণিচ্+অন, আ]। অধ্যাপিত বিণ. শেখানো বা পড়ানো হয়েছে এমন (এই বিশ্ববিদ্যালয়ে সংগীতশাস্ত্র অধ্যাপিত হয়); যাকে বা যাদের শেখানো হয়। 2)
উপাধ্যায়
(p. 133) upādhyāẏa বি. 1 আচার্যের সহকারী অধ্যাপক, শিক্ষক; উপদেষ্টা; 2 যিনি বেদ শিক্ষা দিয়ে জীবিকা অর্জন করেন; 3 রাঢ়ী কুলীন ব্রাহ্মণদের পদবিবিশেষ, যেমন বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়। [সং. উপ + অধি + √ ই + অ]। উপাধ্যায়া, উপাধ্যায়ী (-য়িন্) বি. (স্ত্রী.) মহিলা-উপাধ্যায়। উপাধ্যায়ী, উপধ্যায়ানী বি. (স্ত্রী.) উপাধ্যায়ের পত্নী। 99)
পঠন
(p. 486) paṭhana বি. 1 পড়ার কাজ, অধ্যয়ন; 2 পাঠ, আবৃত্তি (দ্রুত পঠন)। [সং. √ পঠ্ + অন]। ̃ পঠন বি. পড়া ও পড়ানো; অধ্যয়ন ও অধ্যাপনা। ̃ শীল বিণ. পড়ছে এমন, পাঠরত। পঠনীয় বিণ. পড়া উচিত এমন। পঠিত বিণ. অধীত, পাঠ করা হয়েছে এমন। পঠি-তব্য বিণ. পঠনীয়, পাঠ করতে হবে বা পাঠ করা উচিত এমন। পঠ্য-মান বিণ. পঠিত হচ্ছে এমন, পড়া হচ্ছে এমন। 34)
পড়া2
(p. 486) paḍ়ā2 বি. 1 অধ্যয়ন, পঠন (এত বছরেও পড়া শেষ হল না?); 2 আবৃত্তি, নির্ধারিত পাঠ (জোরে জোরে পড়া তৈরি করো)। ক্রি. 1 পাঠ করা, অধ্যয়ন করা (বই পড়ছি, সে স্কুলে পড়ে); 2 আবৃত্তি করা (মন্ত্র পড়ছে)। বিণ. 1 পঠিত (এ তো পড়া বই); 2 যে পড়েছে (কলেজে-পড়া মেয়ে)। [প্রাকৃ. পঢ় > বাং. পড় + আ]। পড়া করা ক্রি. বি. নির্ধারিত পাঠ অভ্যাস করা বা শেখা। পড়া ধরা, পড়া নেওয়া ক্রি. বি. পাঠ ঠিকমতো অভ্যস্ত বা শেখা হয়েছে কি না তা পরীক্ষা করা। ˜ নো বি. ক্রি. 1 বিদ্যা শিক্ষা দেওয়া; 2 অধ্যাপনা করা (কলেজে পড়ানো); 3 আবৃত্তি করানো (মন্ত্র পড়ানো); 4 মন্ত্রণা দেওয়া (উকিল সাক্ষীকে দিনরাত পড়াচ্ছে); 5 বুলি শেখানো (পাখিকে পড়ানো)। বিণ. উক্ত সব অর্থে। ̃ শুনা, ̃ শোনা বি. লেখাপড়া; অধ্যয়ন, বিদ্যা। 42)
প্রফেসর
(p. 546) praphēsara বি. কলেজ বা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। [ইং. professor]। 48)
বিদ্যা
(p. 614) bidyā বি. 1 অধ্যয়ন অনুশীলন প্রভৃতির দ্বারা লব্ধ জ্ঞান; 2 পাণ্ডিত্য; 3 দক্ষতা; 4 শাস্ত্র ('যে বিদ্যা শিখিনু তাহা চিরদিন ধরে, অন্তরে জাজ্জ্বল্য থাকে': রবীন্দ্র; চিকিত্সাবিদ্যা, পদার্থবিদ্যা); 5 তত্ত্বজ্ঞান (ব্রহ্মবিদ্যা); 6 সরস্বতীদেবী (বিদ্যার আরাধনা); 7 দুর্গাদেবী, ভগবতীদেবী (দশমহাবিদ্যা)। [সং. √ বিদ্ + য + আ]। ̃ কেন্দ্র, ̃ য়-তন বি. বিদ্যালয়, যেখানে শিক্ষা দেওয়া হয়। ̃ চর্চা বি. বিদ্যা বা শাস্ত্রাদির অনুশীলন। ̃ দাতা (-তৃ) বি. শিক্ষক, গুরু। স্ত্রী.̃ দাত্রী। ̃ দান বি. শিক্ষা দেওয়া, অধ্যাপনা। ̃ দায়িনী বি. বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। ̃ দিগ্-গজ বি. 1 দিগ্বিজয়ী পণ্ডিত; 2 (বিদ্রুপে) অতিমূর্খ। ̃ দেবী বি. সরস্বতী দেবী। ̃ ধর বি. স্বর্গের গায়করূপে বর্ণিত দেবযোনিবিশেষ। স্ত্রী. ̃ ধরী। ̃ নিকেতন বি. বিদ্যালয়। ̃ নিধি, ̃ র্ণব, ̃ সাগর বি. 1 প্রগাঢ় পাণ্ডিত্য; 2 সংস্কৃত পণ্ডিতের উপাধিবিশেষ। ̃ নু-রাগ বি. বিদ্যার প্রতি শ্রদ্ধা ও আগ্রহ। ̃ নু-রাগী (-গিন্) বিণ. বিদ্যার প্রতি আগ্রহশীল। স্ত্রী. ̃ নু-রাগিণী। ̃ পীঠ, ̃ মন্দির বি. বিদ্যালয়, শিক্ষাকেন্দ্র। বিদ্যা ফলানো ক্রি. বি. বিদ্যা জাহির করা। ̃ বত্তা বি. পাণ্ডিত্য। ̃ বান বিণ. পণ্ডিত. বিদ্বান। স্ত্রী. ̃ বতী। ̃ বিনোদ, ̃ বিশারদ, ̃ ভূষণ, ̃ রত্ন, ̃ লংকার বি. 1 অতি পণ্ডিত ব্যক্তি; 2 সংস্কৃত পণ্ডিতের উপাধিবিশেষ। ̃ বিহীন, ̃ হীন বিণ. মূর্খ, অশিক্ষিত। স্ত্রী. ̃ বিহীনা, ̃ হীনা। ̃ ব্যবসায়ী (-য়িন্) বিণ. বি. অর্থের বিনিময়ে বিদ্যা দান করে এমন; বেতনভোগী শিক্ষক। ̃ ভ্যাস বি. বিদ্যাচর্চা, বিদ্যাশিক্ষা। ̃ য়তন বি. বিদ্যালয়া। ̃ রম্ভ বি. শিক্ষার শুরু, হাতে-খড়ি। ̃ র্জন বি. বিদ্যাশিক্ষা। ̃ র্থী (-র্থিন্) বিণ. বিদ্যালাভে আগ্রহী। বি. 1 ছাত্র; 2 শিষ্য। স্ত্রী. ̃ র্থিনী। ̃ লয় বি. বিদ্যাশিক্ষার কেন্দ্র, শিক্ষাকেন্দ্র; স্কুল। ̃ লাপ বি. শাস্ত্র আলোচনা। ̃ শ্রম বি. বিদ্যালয়। ̃ হীন বিণ. অশিক্ষিত, মূর্খ। 39)
ভট্ট
(p. 655) bhaṭṭa বি. 1 ভাট, স্তুতিপাঠক; 2 বেদজ্ঞ পণ্ডিতের উপাধিবিশেষ; 3 দর্শনশাস্ত্রজ্ঞ; 4 অধ্যাপক। [সং. √ ভট্ + ত]। 33)
মৌলবি, মৌলভি
(p. 721) maulabi, maulabhi বি. মুসলমান পণ্ডিত বা অধ্যাপক। [আ. মৌলভী]। 3)
ম্যাডাম
(p. 721) myāḍāma বি. 1 ভদ্রমহিলা 2 ছাত্রছাত্রী কর্তৃক শিক্ষায়িত্রী বা অধ্যাপিকাকে সম্বোধন। [ইং. madam]। 20)
শিক্ষক
(p. 776) śikṣaka বিণ. বি. শিক্ষাদাতা, অধ্যাপক, গুরু, উপদেষ্টা, মাস্টার। [সং. √ শিক্ষ্ + ণিচ্ + অক]। স্ত্রী. শিক্ষিকা। ̃ তা বি. শিক্ষকের বৃত্তি বা পদ। 53)
ষট্, (চলিত) ষট
(p. 790) ṣaṭ, (calita) ṣaṭa বি. বিণ. ছয় সংখ্যা বা সংখ্যক, 6। [সং. ষষ্]। ষট্ক বি. সনেটজাতীয় কবিতার ছয়টি চরণের সমষ্টি, sestet. ̃ কর্ম বি. 1 যজন যাজন অধ্যয়ন অধ্যাপন দান ও প্রতিগ্রহ - ব্রাহ্মণের করণীয় এই ছয় কর্ম; 2 মারণ উচ্চাটন প্রভৃতি ছয়টি তান্ত্রিক প্রক্রিয়া। ̃ কর্মা (-র্মন্) বি. ষট্কর্মকারী ব্রাহ্মণ। বিণ. ষট্কর্মকারী। ̃ চক্র বি. মূলাধার স্বাধিষ্ঠান মণিপূরক অনাহত বিশুদ্ধ ও আজ্ঞাযোগশাস্ত্রোক্ত দেহমধ্যস্হ এই ছয় চক্র। ̃ চত্বারিংশ, ̃ চত্বারিংশত্তম বিণ. ছেচল্লিশ সংখ্যার পূরক 46স্হানীয়। স্ত্রী. ̃ চত্বারিংশত্তমী। ̃ চত্বারিংশত্ বি. বিণ. ছেচল্লিষ সংখ্যা বা সংখ্যক। ̃ ত্রিংশ, ̃ ত্রিংশত্তমী। ̃ ত্রিংশত্ বি. বিণ. 36 সংখ্যা বা তার পূরক। ̃ পঞ্চাশ, ̃ পঞ্চাশত্তম বিণ. 56 সংখ্যার পূরক বা স্হানীয়। স্ত্রী. ̃ পঞ্চাশত্তমী। ̃ পঞ্চাশত্ বি. বিণ. 56 সংখ্যা বা তার পূরক। ̃ পদ বিণ. ছয়টি পা-যুক্ত। বি. ভ্রমর। ̃ পদী বিণ. ষট্ পদ -র স্ত্রীলিঙ্গে। বি. 1 উকুন; 2 ভ্রমরী; 3 ছয়চরণযুক্ত ছন্দবিশেষ। ̃ ষষ্ঠি-তম বিণ. 66 সংখ্যক বা স্হানীয়। স্ত্রী. ̃ ষষ্ঠি-তমী। ̃ ষষ্ঠি বি. বিণ. 66 সংখ্যা বা তার পূরক। ̃ সপ্ততি বি. বিণ. 76 সংখ্যা বা তার পূরক। ̃ সপ্ততি-তম বিণ. 76 সংখ্যক। স্ত্রী. ̃ সপ্ততি-তমী। 3)
সাহিত্য
(p. 832) sāhitya বি. 1 সাহিতের ভাব, মিলন, যোগ (কবির ও সহৃদয় কাব্যপাঠকের সাহিত্য, শব্দ ও অর্থের সাহিত্য); 2 জ্ঞানগর্ভ বা শিক্ষামূলক গ্রন্হ (ধর্মসাহিত্য); 3 কাব্যপ্রবন্ধ-উপন্যাসাদি চিন্তামূলক বা রসাত্মক বা রম্য রচনা (রসসাহিত্য, সাহিত্য-সংগীত-কলা); 4 (বাং.) গ্রন্হ, রচনা (প্রবন্ধ-সাহিত্য, প্রচার-সাহিত্য)। [সং. সহিত + য]। ̃ কলা, ̃ শিল্প বি. কাব্য-উপন্যাসাদি রসাত্মক গ্রন্হরচনার কৌশল বা গ্রন্হরচনারূপ শিল্প। ̃ চর্চা, সাহিত্যানু-শীলন বি. সাহিত্যশিল্প রচনা; সাহিত্যশিল্প সম্বন্ধে আলোচনা। ̃ জগত্, সাহিত্যাকাশ বি. সাহিত্যিক সম্প্রদায় বা সাহিত্যিকদের সমাজ। ̃ বৃত্তি বি. সাহিত্যরচনারূপ উপজীবিকা। ̃ রথী বি. বিশিষ্ট সাহিত্যিক। ̃ সভা বি. সাহিত্যশিল্পাদি-সংক্রান্ত সভা বা গোষ্ঠী; সাহিত্যজগত্। ̃ সমাজ বি. সাহিত্যিকগণ; সাহিত্যিক-সম্প্রদায়। ̃ সাধক বি. 1 সাহিত্যরচনা ও সাহিত্যচর্চা যার ব্রত; 2 (শিথি.) সাহিত্যিক। ̃ সাধনা বি. সাহিত্যরচনা ও সাহিত্যচর্চারূপ ব্রত। ̃ সেবা বি. সাহিত্যরচনা ও সাহিত্যের উন্নতিবিধান। ̃ সেবক, ̃ সেবী (-বিন্) বি. বিণ. যে ব্যক্তি সাহিত্যসেবা করে; (শিথি.) সাহিত্যিক। সাহিত্যাচার্য বি. সাহিত্যশিল্প সম্বন্ধে প্রগাঢ় পণ্ডিত; সাহিত্যের বিশিষ্ট অধ্যাপক। সাহিত্যিক বিণ. সাহিত্যশিল্প-সম্বন্ধীয় (সাহিত্যিক আলোচনা, সাহিত্যিক বৈঠক)। বিণ. বি. সাহিত্য-রচনাকারী। 7)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534971
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140505
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730730
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942937
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883594
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838496
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696684
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603090

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us