Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বিদ্যা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বিদ্যা এর বাংলা অর্থ হলো -

(p. 614) bidyā বি. 1 অধ্যয়ন অনুশীলন প্রভৃতির দ্বারা লব্ধ জ্ঞান; 2 পাণ্ডিত্য; 3 দক্ষতা; 4 শাস্ত্র ('যে বিদ্যা শিখিনু তাহা চিরদিন ধরে, অন্তরে জাজ্জ্বল্য থাকে': রবীন্দ্র; চিকিত্সাবিদ্যা, পদার্থবিদ্যা); 5 তত্ত্বজ্ঞান (ব্রহ্মবিদ্যা); 6 সরস্বতীদেবী (বিদ্যার আরাধনা); 7 দুর্গাদেবী, ভগবতীদেবী (দশমহাবিদ্যা)।
[সং. √ বিদ্ + য + আ]।
কেন্দ্র,য়-তন
বি. বিদ্যালয়, যেখানে শিক্ষা দেওয়া হয়।
চর্চা
বি. বিদ্যা বা শাস্ত্রাদির অনুশীলন।
দাতা
(-তৃ) বি. শিক্ষক, গুরু।
স্ত্রী.̃ দাত্রী।
দান বি. শিক্ষা দেওয়া, অধ্যাপনা।
দায়িনী
বি. বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী।
দিগ্-গজ
বি. 1 দিগ্বিজয়ী পণ্ডিত; 2 (বিদ্রুপে) অতিমূর্খ।
দেবী
বি. সরস্বতী দেবী।
ধর বি. স্বর্গের গায়করূপে বর্ণিত দেবযোনিবিশেষ।
স্ত্রী.ধরী।
নিকেতন
বি. বিদ্যালয়।
নিধি,র্ণব,সাগর
বি. 1 প্রগাঢ় পাণ্ডিত্য; 2 সংস্কৃত পণ্ডিতের উপাধিবিশেষ।
নু-রাগ
বি. বিদ্যার প্রতি শ্রদ্ধাআগ্রহ।
নু-রাগী
(-গিন্) বিণ. বিদ্যার প্রতি আগ্রহশীল।
স্ত্রী.নু-রাগিণী।
পীঠ,মন্দির
বি. বিদ্যালয়, শিক্ষাকেন্দ্র।
বিদ্যা ফলানো ক্রি. বি. বিদ্যা জাহির করা।
বত্তা
বি. পাণ্ডিত্য।
বান বিণ. পণ্ডিত. বিদ্বান।
স্ত্রী.বতী।
বিনোদ,বিশারদ,ভূষণ,রত্ন,লংকার
বি. 1 অতি পণ্ডিত ব্যক্তি; 2 সংস্কৃত পণ্ডিতের উপাধিবিশেষ।
বিহীন,হীন
বিণ. মূর্খ, অশিক্ষিত।
স্ত্রী.বিহীনা,হীনা।
ব্যবসায়ী
(-য়িন্) বিণ. বি. অর্থের বিনিময়ে বিদ্যা দান করে এমন; বেতনভোগী শিক্ষক।
ভ্যাস
বি. বিদ্যাচর্চা, বিদ্যাশিক্ষা।
য়তন বি. বিদ্যালয়া।
রম্ভ
বি. শিক্ষার শুরু, হাতে-খড়ি।
র্জন
বি. বিদ্যাশিক্ষা।
র্থী
(-র্থিন্) বিণ. বিদ্যালাভে আগ্রহী।
বি. 1 ছাত্র; 2 শিষ্য।
স্ত্রী.র্থিনী।
লয় বি. বিদ্যাশিক্ষার কেন্দ্র, শিক্ষাকেন্দ্র; স্কুল।
লাপ বি. শাস্ত্র আলোচনা।
শ্রম
বি. বিদ্যালয়।
হীন বিণ. অশিক্ষিত, মূর্খ।
39)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বাগীশ, বাগীশ্বর
বর্তন2
(p. 580) bartana2 বি. 1 পেষণ; 2 স্হাপন। [সং. √ বৃত্ + ণিচ্ + অন]। 112)
বিথান
বেআন্দাজ, বেআন্দাজি
(p. 633) bēāndāja, bēāndāji বিণ. 1 ঠিকভাবে আন্দাজ করা হয়নি এমন; 2 খরচপত্র সম্বন্ধে আগে চিন্তা বা হিসাব করা হয়নি এমন; 3 বেহিসাবি; 4 অপরিমিত। [ফা. বে + অন্দাজ্, + বাং. ই]। 97)
বিকৃত
বারুণ
বিলসন
বাওয়া1
(p. 590) bāōẏā1 ক্রি. বি. চালানো ('কোন দিকে যে বাইব তরী': রবীন্দ্র; নৌকা বেয়ে যায়, নৌকা বাওয়া শেষ হল)। [বাহা2 দ্র]। বেয়ে অস-ক্রি. অতিক্রম করে, বাহিয়া (গাল বেয়ে ঘাম পড়ে, সিঁড়ি বেয়ে ওঠা, মই বেয়ে ওঠা)। 27)
বালু-চরি
বিকলাঙ্গ, বিকলেন্দ্রিয়
(p. 605) bikalāṅga, bikalēndriẏa দ্র বিকল। 88)
ব্রুচ, ব্রোচ
(p. 652) bruca, brōca বি. সেফটিপিন-জাতীয় অলংকার; পিনবিশেষ। [ইং. brooch]। 43)
বার-নারী
(p. 602) bāra-nārī বি. বেশ্যা, বারাঙ্গনা। [সং. বার5 (সাধারণ) + নারী]। 8)
বিদেশ
(p. 614) bidēśa বি. 1 প্রবাস, স্বদেশ ভিন্ন অন্য দেশ; 2 বিচ্ছিন্ন বা দূরবর্তী স্হান ('ঘর হইতে আঙিনা বিদেশ')। [সং. বি + দেশ]। ̃ নীতি বি. কোনো রাষ্ট্রের বা রাজ্যের অন্য দেশ সম্পর্কিত নীতি, foreign policy. ̃ বাস বি. প্রবাসে কাটানো, অন্য দেশে বসবাস করা। ̃ বিভুঁই বি. অন্য দেশ, অপরিচিত দেশ; অপরিচিত স্হান (বিদেশবিভুঁইতে প্রাণটা দিতে চাই না)। ̃ যাত্রা বি. অন্য দেশের উদ্দেশে যাত্রা। বিদেশাগত বিণ. অন্য দেশ থেকে এসেছে এমন। বিদেশি, বিদেশী বিণ. বি. ভিন্ন দেশবাসী; অন্য দেশের লোক; ভিন্নদেশীয় (বিদেশি রীতি, বিদেশি মুদ্রা)। বিদেশিনী, বিদেশিনি বিণ. বি. (স্ত্রী.) বিদেশবাসিনী ('আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী': রবীন্দ্র)। বিদেশীয়, বৈদেশিক বিণ. বিদেশসম্বন্ধীয়; ভিন্ন দেশজাত; ভিন্নদেশবাসী। 27)
বিনায়ক
(p. 616) bināẏaka বি. 1 গণনায়ক, গণেশ; 2 শিক্ষক, গুরু; 3 বুদ্ধদেব; 4 গরুড়। [সং. বি + √নী + অক]। 48)
বিক্রমাব্দ
বামী
(p. 600) bāmī বি. (স্ত্রী.) 1 ঘোটকী; 2 গর্দভী; 3 হস্তিনী; 4 শৃগালী। [সং. বাম2 + ঈ]। 27)
বোনাস
বাবা-সুট, বাবা-স্যুট
(p. 600) bābā-suṭa, bābā-syuṭa বি. ছোটো ছেলেমেয়ের জামাপ্যাণ্ট; ছোটো ছেলেমেয়ের পরিধেয় একই রঙের জামা ও প্যাণ্ট। [বাং. বাবা + ই. suit]। 13)
বিনিশ্চয়
বয়ো-জ্যেষ্ঠ
(p. 580) baẏō-jyēṣṭha বিণ. বয়সে বড়ো (বয়োজ্যেষ্ঠদের সম্মান করে না)। [সং. বয়স্ + জ্যেষ্ঠ]। 26)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577524
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185204
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785273
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1025932
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901004
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848076
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708493
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 619855

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us