Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বিদ্যা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বিদ্যা এর বাংলা অর্থ হলো -

(p. 614) bidyā বি. 1 অধ্যয়ন অনুশীলন প্রভৃতির দ্বারা লব্ধ জ্ঞান; 2 পাণ্ডিত্য; 3 দক্ষতা; 4 শাস্ত্র ('যে বিদ্যা শিখিনু তাহা চিরদিন ধরে, অন্তরে জাজ্জ্বল্য থাকে': রবীন্দ্র; চিকিত্সাবিদ্যা, পদার্থবিদ্যা); 5 তত্ত্বজ্ঞান (ব্রহ্মবিদ্যা); 6 সরস্বতীদেবী (বিদ্যার আরাধনা); 7 দুর্গাদেবী, ভগবতীদেবী (দশমহাবিদ্যা)।
[সং. √ বিদ্ + য + আ]।
কেন্দ্র,য়-তন
বি. বিদ্যালয়, যেখানে শিক্ষা দেওয়া হয়।
চর্চা
বি. বিদ্যা বা শাস্ত্রাদির অনুশীলন।
দাতা
(-তৃ) বি. শিক্ষক, গুরু।
স্ত্রী.̃ দাত্রী।
দান বি. শিক্ষা দেওয়া, অধ্যাপনা।
দায়িনী
বি. বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী।
দিগ্-গজ
বি. 1 দিগ্বিজয়ী পণ্ডিত; 2 (বিদ্রুপে) অতিমূর্খ।
দেবী
বি. সরস্বতী দেবী।
ধর বি. স্বর্গের গায়করূপে বর্ণিত দেবযোনিবিশেষ।
স্ত্রী.ধরী।
নিকেতন
বি. বিদ্যালয়।
নিধি,র্ণব,সাগর
বি. 1 প্রগাঢ় পাণ্ডিত্য; 2 সংস্কৃত পণ্ডিতের উপাধিবিশেষ।
নু-রাগ
বি. বিদ্যার প্রতি শ্রদ্ধাআগ্রহ।
নু-রাগী
(-গিন্) বিণ. বিদ্যার প্রতি আগ্রহশীল।
স্ত্রী.নু-রাগিণী।
পীঠ,মন্দির
বি. বিদ্যালয়, শিক্ষাকেন্দ্র।
বিদ্যা ফলানো ক্রি. বি. বিদ্যা জাহির করা।
বত্তা
বি. পাণ্ডিত্য।
বান বিণ. পণ্ডিত. বিদ্বান।
স্ত্রী.বতী।
বিনোদ,বিশারদ,ভূষণ,রত্ন,লংকার
বি. 1 অতি পণ্ডিত ব্যক্তি; 2 সংস্কৃত পণ্ডিতের উপাধিবিশেষ।
বিহীন,হীন
বিণ. মূর্খ, অশিক্ষিত।
স্ত্রী.বিহীনা,হীনা।
ব্যবসায়ী
(-য়িন্) বিণ. বি. অর্থের বিনিময়ে বিদ্যা দান করে এমন; বেতনভোগী শিক্ষক।
ভ্যাস
বি. বিদ্যাচর্চা, বিদ্যাশিক্ষা।
য়তন বি. বিদ্যালয়া।
রম্ভ
বি. শিক্ষার শুরু, হাতে-খড়ি।
র্জন
বি. বিদ্যাশিক্ষা।
র্থী
(-র্থিন্) বিণ. বিদ্যালাভে আগ্রহী।
বি. 1 ছাত্র; 2 শিষ্য।
স্ত্রী.র্থিনী।
লয় বি. বিদ্যাশিক্ষার কেন্দ্র, শিক্ষাকেন্দ্র; স্কুল।
লাপ বি. শাস্ত্র আলোচনা।
শ্রম
বি. বিদ্যালয়।
হীন বিণ. অশিক্ষিত, মূর্খ।
39)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বৈকাল
বাণেশ্বর
বেল৫
বেলেস্তারা
(p. 642) bēlēstārā বি. ফোসকা তোলার প্রলেপবিশেষ। [ইং. blister]। 30)
বাগ্-যুদ্ধ
(p. 591) bāg-yuddha বি. কথার যুদ্ধ, কথা-কাটাকাটি, তর্কাতর্কি। [সং. বাচ্ + যুদ্ধ]। 58)
বেসালি
(p. 642) bēsāli বি. দুধ দোয়াবার জন্য বা জ্বাল দেবার জন্য মাটির হাঁড়ি বা ভাঁড়। [পো. vasilha]। 53)
বিনা2
(p. 616) binā2 ক্রি. বিনানো, রচনা করা, বানানো। [সং.√ বর্ণ্ + বাং. আ]। ̃ নো, বিননো ক্রি. বি. 1 বেণি রচনা করা; 2 জড়িয়ে বেণির মতো করা; 3 ধীরে ধীরে বিস্তারিত করে বর্ণনা করা বা বিলাপ করা (বিনিয়ে বিনিয়ে বলা)। বিণ. জড়িয়ে বেণির মতো করা হয়েছে এমন। 44)
বান্ধব
বংশাব-তংস
বিস্ফোরক
(p. 630) bisphōraka দ্র বিস্ফোরণ। 24)
বাসন্তী
ব্যাহরণ
বলাধ্যক্ষ
(p. 580) balādhyakṣa বি. সৈন্যাধ্যক্ষ, সেনাপতি। [সং. বল3 +অধ্যক্ষ]। 177)
বস্তব্য
(p. 580) bastabya বিণ. থাকার বা বাস করার উপযোগী। [সং. √ বস্ + তব্য]। 224)
বৈশেষিক
(p. 646) baiśēṣika বি. কণাদমুনি-কৃত দর্শনশাস্ত্র। [সং. বিশেষ + ইক]। 4)
বহির্ভূত
বায়ু
(p. 600) bāẏu বি. 1 পৃথিবীকে ঘিরে রেখেছে এমন অক্সিজেননাইট্রোজেনজাত গ্যাসীয় বস্তু, হাওয়া, বাতাস; 2 দেহমধ্যস্হ পঞ্চবায়ু; 3 (আয়ু.) দেহমধ্যস্হ ধাতুবিশেষ (কুপিত বায়ু, বায়ুরোগ); 4 বাতিক, বাই। [সং. √ বা + উ]। ̃ কেতু বি. ধূলি, বাতকেতু। ̃ কোণ বি. উত্তরপশ্চিম দিকের মধ্যবর্তী কোণ। ̃ গতি-বিদ্যা বি. বায়ুর গতি বা প্রবাহসংক্রান্ত বিদ্যা, aerodynamics.̃ গ্রস্ত বিণ. বায়ু রোগে আক্রান্ত; বাতিকগ্রস্ত। ̃ জীবী (-বিন্) বিণ. কেবলমাত্র বায়ু আহার করে জীবনধারণকারী, বায়ুভূক, aerobic (বি. প.)। ̃ তাড়িত বিণ. বাতাস তাড়িয়ে নিয়ে গেছে এমন। ̃ দূষণ বি. বাতাস দূষিত হওয়া, air pollution. ̃ নিরোধক বিণ. বায়ুর প্রবেশ বন্ধকারী. airtight. ̃ পথ বি. আকাশ। ̃ পরিবর্তন বি. স্বাস্হ্যোন্নতির জন্য অন্য স্হানে যাওয়া। ̃ প্রবাহ বি. ধাবমান বায়ুর স্রোত বা বেগ। ̃ ভুক (-ভুজ্) বিণ. 1 বায়ু ভক্ষণকারী; 2 (ব্যঙ্গে বা কৌতুকে) অনাহারী। বি. সাপ। ̃ মণ্ডল বি. পৃথিবীর উপরিস্হ যে-স্হান পর্যন্ত বায়ু আছে; পৃথিবীর উপরিস্হ বায়ু, atmosphere. ̃ রোগ বি. 1 কুপিত বায়ুজনিত রোগ; 2 উন্মাদ রোগ। ̃ শূন্য বিণ. বায়ুহীন; বায়ু নেই এমন। ̃ সেবন বি. উন্মুক্ত স্হানের বিশুদ্ধ বায়ু শ্বাসপ্রশ্বাসের সঙ্গে দেহের মধ্যে গ্রহণ। ̃ স্তর বি. 1 বায়ুমণ্ডল; 2 বায়ুর থাক। 42)
বর
(p. 580) bara বি. 1 দেবতার কাছ থেকে লব্ধ অনুগ্রহ (সরস্বতীর বরে বিদ্যালাভ); 2 আশীর্বাদ; 3 বিবাহের পাত্র (বরাসন, বরের টোপর); 4 স্বামী, পতি (সখীর বর, ঘরবর); 5 হাতের আঙুলের অনুগ্রহসূচক ভঙ্গিবিশেষ বা মুদ্রা (বরাভয়)। বিণ. 1 ঈপ্সিত, কাঙ্ক্ষিত; 2 উত্তম, শ্রেষ্ঠ (বন্ধুবর, বরতনু)। [সং. √ বৃ + অ]। ̃ কনে বি. বিবাহের পাত্রপাত্রী। ̃ কর্তা বি. বিবাহে পাত্রপক্ষীয় প্রধান ব্যক্তি। ̃ চন্দন বি. 1 দেবদারু; 2 অগুরু। ̃ দ বিণ. বরদাতা। ̃ দা বিণ. (স্ত্রী.) বরদাত্রী। বি. দুর্গা। ̃ পক্ষ বি. বিবাহে পাত্রপক্ষীয় লোকজন। ̃ পণ বি. বিবাহে কন্যাপক্ষের কাছ থেকে বরপক্ষের প্রাপ্ত অর্থ। ̃ পুত্র বি. 1 দেবতার বরে জাত পুত্র; 2 দেবানুগৃহীত ব্যক্তি (সরস্বতীর বরপুত্র); 3 শ্রেষ্ঠ পুত্র। ̃ প্রদ বিণ. অভীষ্ট পূর্ণকারী। স্ত্রী. ̃ প্রদা। ̃ বধূ বি. বিবাহের পাত্রপাত্রী। ̃ বর্ণিনী বি. 1 সর্বগুণান্বিতা রমণী; 2 সুন্দরী নারী। ̃ মাল্য বি. 1 বিবাহে পাত্রী কর্তৃক পাত্রকে প্রদেয় ফুলমালা; 2 শ্রেষ্ঠ বা শ্রেষ্ঠতাজ্ঞাপক মালা (শ্রদ্ধার বরমাল্য)। ̃ যাত্রী (-ত্রিন্), ̃ যাত্র বি. বিবাহকালে পাত্রের সঙ্গী। ̃ য়িতা বিণ. বরণকারী। স্ত্রী. ̃ য়িত্রী। বরের ঘরের মাসি কনের ঘরের পিসি যে ব্যক্তি বিবদমান উভয় পক্ষের সঙ্গেই সদ্ভাব রেখে চলে। 28)
ব্যারাক
(p. 651) byārāka বি. সেনাদের শিবির বা থাকার জায়গা। [ইং. barrack]। 27)
বৈণিক
(p. 644) baiṇika বি. বীণাবাদক, বীণাবাদনশিল্পী (বাদনরত বৈণিক)। [সং. বীণা + ইক]। 20)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2627917
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2241677
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1858196
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1127054
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 922115
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 859956
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 723582
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 660162

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us