Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বিদ্যা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বিদ্যা এর বাংলা অর্থ হলো -

(p. 614) bidyā বি. 1 অধ্যয়ন অনুশীলন প্রভৃতির দ্বারা লব্ধ জ্ঞান; 2 পাণ্ডিত্য; 3 দক্ষতা; 4 শাস্ত্র ('যে বিদ্যা শিখিনু তাহা চিরদিন ধরে, অন্তরে জাজ্জ্বল্য থাকে': রবীন্দ্র; চিকিত্সাবিদ্যা, পদার্থবিদ্যা); 5 তত্ত্বজ্ঞান (ব্রহ্মবিদ্যা); 6 সরস্বতীদেবী (বিদ্যার আরাধনা); 7 দুর্গাদেবী, ভগবতীদেবী (দশমহাবিদ্যা)।
[সং. √ বিদ্ + য + আ]।
কেন্দ্র,য়-তন
বি. বিদ্যালয়, যেখানে শিক্ষা দেওয়া হয়।
চর্চা
বি. বিদ্যা বা শাস্ত্রাদির অনুশীলন।
দাতা
(-তৃ) বি. শিক্ষক, গুরু।
স্ত্রী.̃ দাত্রী।
দান বি. শিক্ষা দেওয়া, অধ্যাপনা।
দায়িনী
বি. বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী।
দিগ্-গজ
বি. 1 দিগ্বিজয়ী পণ্ডিত; 2 (বিদ্রুপে) অতিমূর্খ।
দেবী
বি. সরস্বতী দেবী।
ধর বি. স্বর্গের গায়করূপে বর্ণিত দেবযোনিবিশেষ।
স্ত্রী.ধরী।
নিকেতন
বি. বিদ্যালয়।
নিধি,র্ণব,সাগর
বি. 1 প্রগাঢ় পাণ্ডিত্য; 2 সংস্কৃত পণ্ডিতের উপাধিবিশেষ।
নু-রাগ
বি. বিদ্যার প্রতি শ্রদ্ধাআগ্রহ।
নু-রাগী
(-গিন্) বিণ. বিদ্যার প্রতি আগ্রহশীল।
স্ত্রী.নু-রাগিণী।
পীঠ,মন্দির
বি. বিদ্যালয়, শিক্ষাকেন্দ্র।
বিদ্যা ফলানো ক্রি. বি. বিদ্যা জাহির করা।
বত্তা
বি. পাণ্ডিত্য।
বান বিণ. পণ্ডিত. বিদ্বান।
স্ত্রী.বতী।
বিনোদ,বিশারদ,ভূষণ,রত্ন,লংকার
বি. 1 অতি পণ্ডিত ব্যক্তি; 2 সংস্কৃত পণ্ডিতের উপাধিবিশেষ।
বিহীন,হীন
বিণ. মূর্খ, অশিক্ষিত।
স্ত্রী.বিহীনা,হীনা।
ব্যবসায়ী
(-য়িন্) বিণ. বি. অর্থের বিনিময়ে বিদ্যা দান করে এমন; বেতনভোগী শিক্ষক।
ভ্যাস
বি. বিদ্যাচর্চা, বিদ্যাশিক্ষা।
য়তন বি. বিদ্যালয়া।
রম্ভ
বি. শিক্ষার শুরু, হাতে-খড়ি।
র্জন
বি. বিদ্যাশিক্ষা।
র্থী
(-র্থিন্) বিণ. বিদ্যালাভে আগ্রহী।
বি. 1 ছাত্র; 2 শিষ্য।
স্ত্রী.র্থিনী।
লয় বি. বিদ্যাশিক্ষার কেন্দ্র, শিক্ষাকেন্দ্র; স্কুল।
লাপ বি. শাস্ত্র আলোচনা।
শ্রম
বি. বিদ্যালয়।
হীন বিণ. অশিক্ষিত, মূর্খ।
39)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বেপরোয়া
বীচ
(p. 630) bīca বি. (আঞ্চ.) বীজ। [সং. বীজ]। 53)
বাসন্ত, বাসন্তিক
বন্য
(p. 575) banya বিণ. 1 বুনো, বনজাত (বন্য বৃক্ষ); 2 বনচর, বনবাসী (বন্য প্রাণী, বন্য জাতি); 3 বনবাসীর উপযুক্ত বা যোগ্য; অসামাজিক, জনসমাজের অনুপযুক্ত (বন্য স্বভাব); 4 বনসম্বন্ধীয় (বন্য জীবন)। [সং. বন + য]। বি. ̃ তা। স্ত্রী. বন্যা। 105)
ব্যুঢ়
বর্ণিক
(p. 580) barṇika বি. চিত্রকর, রঞ্জনশিল্পী। [সং. বর্ণ + ইক]। 106)
বোধ
(p. 646) bōdha বি. 1 জ্ঞান, বুদ্ধি (বোধগম্য); 2 অনুভূতি, উপলব্ধি (কষ্টবোধ, রসবোধ); 3 সান্ত্বনা (বোধ মানে না); 4 অনুমান, ধারণা (বোধ করি, বোধ হয়); 5 কাণ্ডজ্ঞান (বোধশোধ নেই)। [সং. √ বুধ্ + অ]। ̃ ক, ̃ য়িতা (-তৃ) বিণ. জ্ঞাপক, সূচক, বোধদানকারী; প্রবুদ্ধকারী, চেতনাদানকারী। বোধিকা, বোধিনী বিণ. বি. (স্ত্রী.) 1 বোধদানকারিণী; 2 যে বা যা সহজে কোনো জিনিস বুঝিয়ে দেয়, অর্থপুস্তক, মানেবই। ̃ গম্য বিণ. বুঝতে পারা যায় এমন। ̃ ন বি. 1 জ্ঞানদান; বোধসম্পাদন; 2 উদ্বোধন; 3 নিদ্রাভঙ্গকরণ; 4 দুর্গাপূজার আগে দেবীর জাগরণের জন্য ক্রিয়াবিশেষ। ̃ ভাষ্যি, ̃ ভাস্যি বি. (কথ্য) কাণ্ডজ্ঞান। ̃ রহিত বিণ. বুদ্ধিহীন;কাণ্ডজ্ঞানহীন। ̃ শক্তি বি. বুদ্ধিবল, বুদ্ধি; বোঝবার ক্ষমতা। ̃ শোধ বি. বোধভাষ্যি-র অনুরূপ। বোধাতীত বিণ. জ্ঞানের বা বুদ্ধির অতীত; বোঝা যায় না এমন। বোধিত বিণ. বোধপ্রাপ্ত; চেতনাপ্রাপ্ত; উদ্বোধিত; জাগরিত। বোধি-তব্য বিণ. জ্ঞাতব্য; জানতে হবে এমন। বোধোদয় বি. জ্ঞান বা চেতনার উদয়, চেতনার সঞ্চার। বোধ্য বিণ. বোধগম্য (দুর্বোধ্য)। 35)
বামেতর
(p. 600) bāmētara বিণ. ডান, দক্ষিণ। [সং. বাম2 + ইতর (অন্য)]। 29)
বয়স্বী
বগলি
(p. 573) bagali বি. 1 ছোটো থলি; 2 বটুয়া। [ফা. বগলী]। 47)
বোধিদ্রুম, বোধিবৃক্ষ, বোধিসত্ত্ব
(p. 646) bōdhidruma, bōdhibṛkṣa, bōdhisattba দ্র বোধি। 38)
বাসর1
বিস্ফার, বিস্ফারণ
বর্ডার
বই2
(p. 572) bi2 বি. কচুর লতা বা লতি। [দেশি]। 4)
বায়েন
(p. 600) bāẏēna বি. 1 বাদক; 2 দক্ষ বাদক। [সং. বাদন]। 44)
বলা1
(p. 580) balā1 ক্রি. (আঞ্চ.) বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া (এত তোয়াজ করা হচ্ছে, তবু চারাগাছটা তেমন বলছে না)। [দেশি]। 171)
বিজলি, (বর্জি.) বিজলী
ব্যাঙ্গমা
বিদ্রূম
(p. 616) bidrūma বি. 1 পদ্মরাগমণি, প্রবাল, পলা; 2 কিশলয়। [সং. বি + √ দ্রু + ম]। 7)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614701
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227900
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839805
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098881
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916352
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856843
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719458
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649141

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us