Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অনুগামী। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অদ্বৈত
(p. 17) adbaita বিণ. 1 দ্বৈতহীন; 2 দ্বিতীয়ত্বহীন অর্থাত্ জীব ও ব্রহ্ম ভেদশূন্য। বি. 1 ব্রহ্ম; 2 শ্রীচৈতন্যের অন্যতম প্রধান পার্ষদ ও অনুগামী। [সং. ন+দ্বৈত]। ̃ .বাদ বি. ব্রহ্ম ব্যতীত দ্বিতীয় কিছু নেই, ব্রহ্মই একমাত্র সত্য, জগত্ মিথ্যা-শংকরাচার্য-প্রতিষ্ঠিত এই দার্শনিক মত। ̃ .বাদী (-দিন্) বি. যিনি অদ্বৈতবাদ মানেন। বিণ. অদ্বৈতবাদসম্মত। 24)
অনু-পদ
(p. 28) anu-pada অব্য ক্রি-বিণ. পদে পদে, পিছনে পিছনে। বিণ. অনুগামী, পশ্চাদ্গামী। অনু-পদী (-দিন্) বিণ. অনুগামী, অন্বেষণকারী। 27)
অনু-বর্তন
(p. 29) anu-bartana বি. 1 অনুগমন, অনুসরণ; 2 স্হানান্তরে গমন; 3 আনুগত্য; 4 পরিচর্যা। [সং. অনু + √ বৃত্ + অন]। অনু-বর্তী (-র্তিন্) বিণ. 1 অনুগামী, সহগামী; 2 অনুযায়ী; 3 বশবর্তী (পিতার আজ্ঞার অনুবর্তী হয়ে)। স্ত্রী. অনু-বর্তিনী। অনু-বর্তিতা বি. 1 অনুগামিতা; 2 আনুগত্য (নিয়মানুবর্তিতা)। 18)
অনু-ব্রজ, অনু-ব্রজন
(p. 29) anu-braja, anu-brajana বি. 1 অনুগমন, অনুসরণ; 2 প্রত্যুদ্গমন অর্থাত্ অতিথির বিদায়কালে তাঁর অনুগমন করা বা কিছুদূর পর্যন্ত তাঁকে অনুসরণ করা। [সং. অনু + √ ব্রজ্ + অ, অন]। অনু-ব্রজা ক্রি. অনুগমন বা প্রত্যুদ্গমন করা। অনু-ব্রজী বি. বিণ. অনুগামী, অনুগমনকারী।
অনু-যাত্র, অনু-যাত্রিক
(p. 30) anu-yātra, anu-yātrika বিণ. বি. 1 অনুচর; অনুগামী ('এলে পুনরায় অনুযাত্র সঙ্গে করে': সু. দ.); 2 পশ্চাদ্গামী; 3 অধীন; 4 সমভিব্যাহারী। [সং. অনু + √ যা + ত্র, অনু + যাত্রা + ইক]। অনু-যাত্রা বি. 1 অনুগমন; 2 সহগামিনী। 19)
অনু-যায়ী
(p. 30) anu-yāẏī (-য়িন্) বিণ. 1 অনুগামী, অনুবর্তী; 2 সদৃশ; অনুরূপ। ক্রি-বিণ. অনুসারে। 20)
অনুগ
(p. 25) anuga বিণ. 1 অনুসরণকারী; অনুগমনকারী, অনুগামী; 2 অনাযায়ী, অনুসারী (নিয়মানুগ); 3 অনুচর; 4 সেবক। [সং. অনু + √ গম্ + অ]। 77)
উপ-নক্ষত্র
(p. 132) upa-nakṣatra বি. অশ্বিনী প্রভৃতি নক্ষত্রের অনুগামী নক্ষত্র। [সং. উপ + নক্ষত্র]। 20)
ওয়াহাবি (বর্জি.) ওয়াহাবী, ওহাবি
(p. 153) ōẏāhābi (barji.) ōẏāhābī, ōhābi বিণ. বি. মুসলমান ধর্মসংস্কারক আবদুল ওয়াহাব-এর অনুগামী। [আ. ওয়হাবী]। 40)
কংগ্রেস
(p. 156) kaṅgrēsa বি. 1 মহাসভা, সম্মেলন; 2 আমেরিকা যুক্তরাষ্ট্রের ব্যবস্হাপক পরিষদ; 3 ভারতের রাজনৈতিক দলবিশেষ। [ইং. congress]। কংগ্রেসি বিণ. 1 ভারতের জাতীয় কংগ্রেস দলের অন্তর্ভুক্ত বা অনুগামী; 2 কংগ্রেসসম্বন্ধীয়। 13)
জোড়া-তাড়া
(p. 330) jōḍ়ā-tāḍ়ā বি. কাজ চালাবার জন্য যেকোনো রকমে জোড়া দেওয়ার, ব্যবস্হা; গোঁজামিল; জোড়াতালি। [বাং. জোড়া + (অনুগামী শব্দ) তাড়া]। 8)
তদনুগ, তদনু-গামী (-মিন্) তদনুবর্তী (-র্তিন্), তদনু-সারী
(p. 365) tadanuga, tadanu-gāmī (-min) tadanubartī (-rtin), tadanu-sārī (-রিন্) বিণ. তদ্রূপ, সেইরকম; সেই পথ বা তার পথ অনুসরণকারী; সেই মতাবলম্বী। [সং. তদ্ + অনুগ, অনুগামী, অনুবর্তী, অনুসারী]। তদনু-সারে ক্রি-বিণ. সেই অনুসারে, সেই অনুযায়ী, সেইভাবে; তা মেনে নিয়ে। 18)
নানক-পন্হী
(p. 454) nānaka-panhī বিণ. বি. শিখগুরু নানকের প্রবর্তিত ধর্মাবলম্বী বা ওই ধর্মের অনুগামী। [নানক + বাং. পন্হী]। 24)
বৈষ্ণব
(p. 646) baiṣṇaba বিণ. 1 বিষ্ণুসম্বন্ধীয় (বৈষ্ণব-উপাসনা); 2 বিষ্ণুভক্ত। বি. 1 বিষ্ণু-উপাসক ধর্মসম্প্রদায়বিশেষ; 2 শ্রীচৈতন্যের অনুগামী সম্প্রদায়ভুক্ত ব্যক্তি। [সং. বিষ্ণু + অ]। বৈষ্ণবী বিণ. (স্ত্রী.) বৈষ্ণবের তুল্য (বৈষ্ণবী বিনয়, বৈষ্ণবী দীনতা)। বি. (স্ত্রী.) (বাং.) বৈষ্ণব ভিক্ষুণী। 10)
বোষ্টম
(p. 646) bōṣṭama বি. 1 শ্রীচৈতন্যের অনুগামী বৈষ্ণব-সম্প্রদায়ভুক্ত ব্যক্তি; বৈষ্ণব; 2 সাধারণত হরিনাম কীর্তনের দ্বারা জীবিকানির্বাহকারী বৈষ্ণব। [সং. বৈষ্ণব]। স্ত্রী. বোষ্টমি। 68)
মন্ত্র
(p. 676) mantra বি. 1 যে পবিত্র শব্দ বা বাক্য উচ্চারণের মাধ্যমে দেবতার উপাসনা করা হয়; 2 যে পবিত্র শব্দ বা বাক্য উচ্চারণ বা মনন করলে ত্রাণ পাওয়া যায়; 3 বশীকরণাদি ব্যাপারে ব্যবহৃত শব্দ (মারণমন্ত্র, সাপের মন্ত্র); 4 বৈদিক সাহিত্যের অংশ; 5 নীতি (অহিংসামন্ত্র); 6 মন্ত্রণা, উপদেশ, পরামর্শ (কানে মন্ত্র দেওয়া)। [সং. √ মন্ত্র + অ]। ̃ .কুশল বিণ. পরামর্শ দানে পটু। ̃ .গুপ্তি বি. মন্ত্রণার গোপনীয়তা-রক্ষা। ̃ .গূঢ় বি. গুপ্তচর। ̃ .গৃহ বি. পরামর্শ বা মন্ত্রণার জন্য (গুপ্ত) ঘর। ̃ .গ্রহণ বি. দীক্ষা নেওয়া; পরামর্শ নেওয়া; কোনো কার্যসাধনের ব্রত গ্রহণ। ̃ .জিহ্ব বি. অগ্নি। ̃ .তন্ত্র বি. বিবিধ মন্ত্র ও তদ্রূপ প্রক্রিয়া। ̃ .দাতা (-তৃ) বি. বিণ. যে দীক্ষা বা পরামর্শ দান করে। স্ত্রী. ̃ .দাত্রী। ̃ .দ্রষ্টা (ষ্টৃ) বি. যিনি বা যে ঋষি মন্ত্রের পরম তত্ত্ব প্রত্যক্ষ করেছেন। ̃ .পূত বিণ. মন্ত্রদ্বারা পবিত্রীকৃত (মন্ত্রপূত কবচ, মন্ত্রপূত জল)। ̃ .বল ̃ .শক্তি বি. মন্ত্রের জোর বা ক্ষমতা। ̃ .বিত্, ̃ .বিদ বিণ. মন্ত্রজ্ঞ, মন্ত্রকুশল; মন্ত্রণাকুশল। বি. মন্ত্রী। ̃ .ভেদ বি. কৌশলে অন্যের গুপ্ত মন্ত্রণা বা পরামর্শ জেনে নেওয়া। ̃ .মুগ্ধ বিণ. (মন্ত্রের দ্বারা) সম্পূর্ণ বশীভূত। স্ত্রী. ̃ .মুগ্ধা। ̃ .শিষ্য বি. 1 কোনো ব্যক্তিকর্তৃক দীক্ষিত শিষ্য; 2 (আল.) একান্ত অনুগামী ব্যক্তি। ̃ .সাধক বিণ. মন্ত্রের দ্বারা কর্ম সাধনাকারী। ̃ .সাধন বি. মন্ত্রের দ্বারা সিদ্ধিলাভের প্রয়াস; মন্ত্রে নির্দিষ্ট আদর্শের অনুসরণ। ̃ .সিদ্ধ বিণ. মন্ত্রজপের দ্বারা সিদ্ধিপ্রাপ্ত। বি. ̃ .সিদ্ধি। 177)
শিয়া
(p. 776) śiẏā বি. চতুর্থ খলিফা আলির অনুগামী মুসলমান সম্প্রদায়বিশেষ। [আ. শিআহ্]। 87)
সংযাত্রা
(p. 795) saṃyātrā বি. 1 দলবদ্ধভাবে যাত্রা; 2 শোভাযাত্রা। [সং. সম্ + যাত্রা]। সংযাত্রিক, সংযাত্রী বিণ. 1 অনুগামী; 2 শোভাযাত্রাকারী। 18)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535202
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140655
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730974
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943158
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883666
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838531
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696749
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603117

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us