Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অনু-পদ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  অনু-পদ এর বাংলা অর্থ হলো -

(p. 28) anu-pada অব্য ক্রি-বিণ. পদে পদে, পিছনে পিছনে।
বিণ. অনুগামী, পশ্চাদ্গামী।
অনু-পদী (-দিন্) বিণ. অনুগামী, অন্বেষণকারী।
27)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


অনুমিত, অনুমিতি
(p. 30) anumita, anumiti দ্র অনুমান। 14)
অলক্ষ্মী
অধি-ক্ষেপ
অকুতো-ভয়
অপরীক্ষিত
(p. 39) aparīkṣita বিণ. পরীক্ষা করে দেখা হয়নি এমন, যাচাই করা হয়নি এমন (তাঁর সাধুতা এখনও অপরীক্ষিত, অপরীক্ষিত তথ্য)। [সং. ন + পরীক্ষিত]। 9)
অব-নয়ন
(p. 45) aba-naẏana বি. নীচে নামিয়ে আনা, নোয়ানো, অবনমন। [সং. অব + √ নী + অন]। 3)
অসখ্য
(p. 67) asakhya বি. সখ্য বা প্রীতির অভাব, বন্ধুতার অভাব। [সং. ন + সখ্য]। 54)
অব-লম্বন
অপত্য
(p. 34) apatya বি. যার জন্মের ফলে বংশের পতন হয় না, অর্থাত্ বংশ লোপ পায় না; সন্তান। [সং. ন + √ পত্ + য]। ̃ নির্বিশেষে ক্রি-বিণ. নিজের সন্তানের তুল্য ভেবে, নিজের সন্তানের থেকে পৃথক না ভেবে। ̃ স্নেহ বি. সন্তানের প্রতি স্নেহ-ভালোবাসা। ̃ হীন বিণ. নিঃসন্তান। 93)
অন্যাসক্ত
অর্থ1
(p. 62) artha1 বি. 1 ধন, সম্পত্তি, সম্পদ; ঐশ্বর্য; 2 প্রয়োজন, উদ্দেশ্য, হেতু (স্বার্থ, জ্ঞান লাভার্থ, পরার্থে জীবন); 3 পার্থিব সৌভাগ্য (ধর্ম-অর্থ-কাম-মোক্ষ); 4 প্রার্থনা বা প্রার্থনার বিষয়; 5 কাম্য বস্তু (পুরুষার্থ); 5 রাজনীতি (অর্থশাস্ত্র); 7 কল্যান, মঙ্গল (অনর্থ বাধিয়ে দেবে)। [সং. √ অর্থ + অ, √ ঋ + থ]। ̃ .করী বিণ. (স্ত্রী.) অর্থ উপার্জনের পক্ষে সহায়ক (অর্থকরী বিদ্যা)। ̃ .কষ্ট, ̃ কৃচ্ছ্র বি. টাকাপয়সার অভাবের জন্য কষ্ট, টাকাপয়সার টানাটানি। ̃ .কামী (-মিন) বিন. টাকাপয়সা পেতে চায় এমন। ̃ .গৃধ্নু বি. টাকার লোভ আছে এমন। ̃ .চিন্তা বি. পয়সাকড়ির জন্য ভাবনা। ̃ .চেষ্টা বি. টাকাপয়সা রোজগারের চেষ্টা। ̃ .দণ্ড বি. জরিমানা; (আল.) অকারণ টাকাপয়সা খরচ (একগাদা অর্থদণ্ড হল)। ̃ .নাশ বি. টাকাপয়সার অপব্যয়; ধনক্ষয়। ̃ .নীতি বি. ধনবিজ্ঞান, economics. ̃ .নৈতিক বিণ. ধনবিজ্ঞানবিষয়ক (আর্থনীতিক-এর অসংগত কিন্তু প্রচলিত রূপভেদ)। ̃ .পিশাচ বিণ. বি. অর্থ উপার্জনের জন্য ন্যায়-অন্যায় বা উচিত-অনুচিত বিচার করে না এমন (ব্যক্তি)। ̃ .প্রাপ্তি বি. ধনলাভ। ̃ .বান, ̃ বান্ বিণ. ধনবান. ধনী; প্রচুর টাকাপয়সা আছে এমন। ̃ .বিদ্যা বি. ধনবিজ্ঞান; অর্থের উত্পত্তি, বন্টনপ্রসরণবিষয়ক বিদ্যা, economic ̃ .বিনিয়োগ বি. (ব্যবসায়ে) টাকা খাটানো। ̃ .ব্যয় বি. টাকা খরচ। ̃ .ভাগ্য বি. ধনলাভের সৌভাগ্য। ̃ .লিপ্সা বি. টাকাপয়সার অত্যধিক লোভ। ̃ .লিপ্সু বিণ. অত্যাধিক টাকার লোভ আছে এমন। ̃ .শালী (-লিন) বিণ. ধনী। ̃ শাস্ত্র বি. ধনবিজ্ঞান; রাজনীতিশাস্ত্র। ̃ .শূন্য বিণ. অর্থহীন, টাকাপয়সা একেবারে নেই এমন। ̃ .সংগ্রহ, ̃ .সংস্হান বি. টাকাপয়সার জোগাড়। ̃ .সংকট, ̃ .সঙ্কট বি. টাকার সমস্যা। ̃ .সমস্যা বি. টাকার ভাবনা এবং সেইজন্য গুরুতর অবস্হা। ̃ .হানি বি. টাকাপয়সার অপব্যয় বা অত্যাধিক ব্যয়; ধনক্ষয়। ̃ .হীন বিণ. ধনহীন; দরিদ্র। অর্থাগম বি. ধনপ্রাপ্তি। অর্থোপার্জন বি. টাকাপয়সা আয়। 7)
অমর.কোষ
(p. 55) amara.kōṣa বি. অমরসিংহের রচিত সংস্কৃত অভিধান। [সং. অমর + কোষ]। 54)
অনু-পুঙ্খ
(p. 29) anu-puṅkha (ন. শ.) বি. কোনো বিষয় বা ঘটনার ক্ষুদ্র অংশ, minute detail. বিণ. সূক্ষ্ম; তন্নতন্ন (অনুপুঙ্খ বর্ণনা)। [আ. বাং. পুঙ্খানুপুঙ্খ]। 5)
অমন্ত্র
(p. 55) amantra বিণ. মন্ত্রহীন, (গুরুর কাছে) মন্ত্র নেয়নি এমন। বি. মন্ত্রের অভাব; যা মন্ত্র নয়। ̃ ক বিণ. গুরুমন্ত্র নেয়নি এমন; মন্ত্রহীন। 49)
অমৃত
(p. 57) amṛta বি. 1 যা পান করলে মৃত্যু হয় না, সুধা, পীযূষ; অতি মধুর বা জীবনরক্ষক খাদ্য বা পানীয়; 2 দেবতা (অমৃতলোক, অমৃতের পুত্র); 3 দেবলোক, স্বর্গ; 4 মোক্ষ; মুক্তি। বিণ. অত্যন্ত মধুর (অমৃত ফল); 2 জীবনরক্ষাকারী; 3 অমর। [সং. ন + মৃত]। ̃ .কুণ্ডু বি. যে কুণ্ড বা কূপের মধ্যে অমৃত থাকে; অমৃতের মতো মধুর খাদ্য থাকে এমন পাত্র। ̃ .ফল বি. আম। ̃ .বল্লী বি. গুলঞ্চ। ̃ .ভাষী (-ষিন্) বিণ. মধুরভাষী। স্ত্রী. ̃ .ভাষীণী। ̃ .মন্হন বি. (হিন্দু পুরাণের কাহিনী অনুসারে) সমুদ্র মন্হন করে অমৃত উদ্ধার; (আল.) প্রবল প্রচেষ্টার দ্বারা বিশেষ মূল্যবান কোনো সামগ্রী আহরণ। ̃ .যোগ বি. (জ্যোতিষ.) শুভ যোগবিশেষ। ̃ .রস বি. সুধারস; অতি মধুর রস। ̃ .লোক বি. দেবলোক, স্বর্গ। ̃ ..হ্রদ বি. অমৃত বা সুধায় পূর্ণ হ্রদ। অমৃতা বি. 1 হরীতকী; 2 নাড়ীবিশেষ। অমৃতি বি. জিলিপির মতো আকৃতিবিশিষ্ট কিন্তু আরও বড় আরও পুষ্ট মিষ্টান্নবিশেষ। অমৃতে অরুচি (ব্যঙ্গে) অতি প্রিয় বস্তু সম্পর্কে বিরাগ (সিগারেট খেতে ইচ্ছে করছে না? হঠাত্ অমৃতে এমন অরুচি কেন?) অমৃতোপম বিণ. অমৃতের তুল্য, অমৃতের মতো; অতি মধুর। 49)
অখিল
অসাধ্য
(p. 70) asādhya বিণ. 1 সম্পন্ন করা বা সাধন করা যায় না এমন (এ কাজ আমার অসাধ্য); সাধনার অতীত; 2 প্রতিকার করা যায় না এমন (অসাধ্য রোগ)। [সং. ন + সাধ্য]। ̃ সাধন বি. অসম্ভবকে সম্ভব করা। শিবের অসাধ্য একেবারেই অসম্ভব কাজ, এমন কাজ বা স্বয়ং শিবও সম্পন্ন করতে পারেন না। 53)
অন্তর্বাস
ড-ভানস
(p. 76) ḍa-bhānasa বি. পাওনা অর্থ ইত্যাদির আগাম, প্রাপ্য অর্থের অগ্রিম প্রদত্ত অংশ; অগ্রিমক; দাদন, বায়না। [ইং. advance]। 19)
অসুর
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2072347
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768071
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365502
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720851
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697680
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594395
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544590
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542171

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন