Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অনুচর)। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অঘাসূর
(p. 8) aghāsūra বি. অঘ নামক অসুরবিশেষ, কৃষ্ণের দ্বারা নিহত বৃন্দাবনে উপদ্রবকারী কংসের অনুচর অসুর। [সং. অঘ+অসুর]। 20)
অনু-চর
(p. 25) anu-cara বি. বিণ. 1 সহচর, সঙ্গী; 2 অনুগমনকারী; 3 ভৃত্য, ('তাহার কত অনুচর, কত ভক্ত': শরত্)। [সং. অনু + √ চর্ + ইন্]। 83)
অনু-যাত্র, অনু-যাত্রিক
(p. 30) anu-yātra, anu-yātrika বিণ. বি. 1 অনুচর; অনুগামী ('এলে পুনরায় অনুযাত্র সঙ্গে করে': সু. দ.); 2 পশ্চাদ্গামী; 3 অধীন; 4 সমভিব্যাহারী। [সং. অনু + √ যা + ত্র, অনু + যাত্রা + ইক]। অনু-যাত্রা বি. 1 অনুগমন; 2 সহগামিনী। 19)
অনুগ
(p. 25) anuga বিণ. 1 অনুসরণকারী; অনুগমনকারী, অনুগামী; 2 অনাযায়ী, অনুসারী (নিয়মানুগ); 3 অনুচর; 4 সেবক। [সং. অনু + √ গম্ + অ]। 77)
কাল2
(p. 186) kāla2 বি. 1 সময় (রাত্রিকাল, শিশুকাল); 2 অবসর (কালাভাব); 3 মানবজীবনে বিভিন্ন অবস্হা অর্থাত্ শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব ইত্যাদি (তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে); 4 আয়ুষ্কাল (তাঁর কাল পূর্ণ হয়েছে); 5 সম; মৃত্যু; সর্বনাশ (কালের কবলে); 6 সমূহ বিপদ (মামলা করাই তার কাল হয়েছে); 7 (ব্যাক.) ক্রিয়ার কার্যের সময় অর্থাত্ অতীত, বর্তমান, ভবিষ্যত্ প্রভৃতি। [সং. √ কল্ + ণিচ্ + অ]। ̃ কর্ণী বি. অলক্ষ্মী। ̃ কূট বি. মারাত্মক বিষবিশেষ। ̃ ক্রমে ক্রি-বিণ. কালে কালে; কিছুকাল পরে; সময়ে। ̃ ক্ষেপ, ̃ ক্ষেপণ বি. সময় অতিবাহন, কালাতিপাত। ̃ গ্রাস বি. মৃত্যুর কবল, মৃত্যু (কালগ্রাসে পতিত হল)। ̃ ঘাম বি. মৃত্যুকালীন ঘাম; অতিশয় পরিশ্রমজনিত ঘাম। ̃ ঘুম, ̃ নিদ্রা বি. মৃত্যুরূপ ঘুম, যে ঘুম কখনো ভাঙে না (কালঘুমে ঢলে পড়ল)। ̃ চক্র বি. চক্রবত্ অবিরাম ভ্রমণশীল সময়। ̃ জ্ঞ বিণ. কালবিত্, কোন কালে কী কর্তব্য তা জানে এমন। বি. দৈরজ্ঞ। ̃ জ্ঞান বি. সময়ের বোধ, যথাযোগ্য সময়ের বোধ; জ্যোতিষশাস্ত্র। ̃ ধর্ম বি. 1 মৃত্যু; কালের ধর্ম; 2 বিভিন্ন বয়সের বা ঋতুর স্বাভাবিক প্রকৃতি বা গুণ; 3 কালক্রমে যা নিশ্চয়ই ঘটবে। ̃ পুরুষ বি. 1 যমের অনুচরবিশেষ; 2 পুরুষাকৃতি নক্ষত্রপুঞ্জবিশেষ, Orion. ̃ বেলা বি.(জ্যোতিষ.) অশুভ সময়বিশেষ। ̃ বৈশাখী (কথ্য.) ̃ বোশেখি বি. চৈত্র-বৈশাখ মাসের বৈকালিক ঝড়বৃষ্টি। ̃ ব্যাজ বি. এখন নয় পরে করা যাবে: এইরকম চিন্তা করে বিলম্ব;A গড়িমসি। ̃ ভৈরব বি. শিবের অংশ থেকে বা দেহ থেকে জাত ভৈরববিশেষ। ̃ যাপন বি. সময় কাটানো, কালক্ষেপ। ̃ রাত্রি বি. 1 যে রাত্রিতে মৃত্যু বা বিপদ ঘটে; ভয়ংকর রাত্রি; 2 (জ্যোতিষ.) রাত্রির অশুভ ভাগ। ̃ শুদ্ধি বি. 1 কালের শুদ্ধি; 2 (জ্যোতিষ.) কালের প্রশস্ত বা শুভ ভাগ। ̃ সমুদ্র বি. সমুদ্রের মতো অনন্তবিস্তার কাল। ̃ স্রোত বি. সময়ের অগ্রগতি ('কালস্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান': রবীন্দ্র)। ̃ হরণ বি. কালযাপন, সময় কাটানো। কালে ক্রি-বিণ. ভবিষ্যতে, কালক্রমে (এ ছেলে কালে উন্নতি করবে)। কালে কালে ক্রি-বিণ. কালক্রমে, ক্রমে ক্রমে; বিভিন্ন কালে। কালে-ভদ্রে ক্রি-বিণ. কদাচিত্, কখনোসখনো। 25)
কিংকর, কিঙ্কর
(p. 188) kiṅkara, kiṅkara বি. ভৃত্য, চাকর; অনুচর। [সং. কিম্ + √ কৃ + অ]। স্ত্রী. কিংকরী। 56)
গণ
(p. 236) gaṇa বি. 1 সমূহ, সমষ্টি, বহুবচনসূচক শব্দবিশেষ (দেবগণ, মুনিগণ, জনগণ); 2 সম্প্রদায়, শ্রেণি; 3 (বিভিন্ন বিভাগ বা উপজাতিসমন্বিত) সমশ্রেণিভুক্ত বস্তু বা প্রাণিবর্গ, genus; 4 জনসাধারণ (গণ-আন্দোলন, গণশক্তি) ; 5 শিবের অনুচরবৃন্দ; 6 (আইনশাস্ত্রে) গোষ্ঠীবর্গ ; 7 (জ্যোতিষ) নক্ষত্রানুসারে জাতকের ভেদ (দেবগণ, নরগণ, রাক্ষসগণ); 8 (ব্যাক.) ধাতুসমূহ (হ-আদিগণ, খা-আদিগণ)। [সং. √গণ্ + অ]। ̃ ডেপুটেশন বি. বহু লোকের একসঙ্গে কোনো কর্তৃপক্ষের কাছে দাবি পেশ করতে যাওয়া, mass deputation. ̃ তন্ত্র বি. জনসাধারণের প্রতিনিধিদের দ্বারা রাষ্ট্রশাসন; অনুরূপভাবে শাসিত রাষ্ট্র, democracy. ̃ তন্ত্রী (ন্ত্রিন্), ̃ তান্ত্রিক বিণ. গণতন্ত্রমূলক বা গণতন্ত্রের নীতি অনুসারী (গণতন্ত্রী বা গণতান্ত্রিক রাষ্ট্র)। ̃ দেব বি. 1 গণেশ; 2 গণশক্তির অধিদেবতা। ̃ দেবতা বি. 1 সংঘভূত দেবগণ (যথা 49 বায়ু, 8 বসু, 12 আদিত্য ইত্যাদি); 2 গণশক্তির অধিদেবতা। ̃ নায়ক বি. জনসাধারণের নেতা। ̃ পতি, ̃ নাথ বি. 1 গণেশ; 2 শিব। ̃ পিটুনি, ̃ প্রহার বি. বহু লোকে মিলে একজনকে প্রহার। ̃ শক্তি বি. সম্মিলিত জনসাধারণ বা তাদের শক্তি। গণাধিপ, গণাধি-পতি - গণপতি -র অনুরূপ। 43)
গুহ্যক
(p. 253) guhyaka বি. কুবেরের অনুচর দেবযোনিবিশেষ; যক্ষ। [সং. গুহ্য + ক]। 56)
চণ্ড
(p. 276) caṇḍa বিণ. 1 ভীষণ, প্রচণ্ড (চণ্ড বিক্রম); 2 অত্যন্ত কোপন, বা ক্রুদ্ধ (চণ্ড প্রকৃতি); 3 উগ্র (চণ্ড নীতি, চণ্ড রশ্মি)। বি. দৈত্যবিশেষ, মুণ্ড নামের দৈত্যের ভ্রাতা ও শুম্ভ-নিশুম্ভের অনুচর। [সং. √চণ্ড্ + অ]। স্ত্রী. চণ্ডা, চণ্ডী। 24)
ছড়ি
(p. 301) chaḍ়i বি. 1 সরু লাঠি (ছড়ি হাতে বেড়ানো); 2 বেহালা এসরাজ প্রভৃতি বাদ্যযন্ত্রের ছড়। [বাং.-তু. হি. ছড়ী সং. যষ্টি?]। ̃ দার বি. 1 ছড়িধারী ব্যক্তি; 2 তীর্থস্হানে পাণ্ডার অনুচর। ̃ বরদার বি. সুসজ্জিত ভৃত্য, চোপদার। 22)
ছত্র৩
(p. 301) chatra3 বি. 1 ছাতা, আঁতপত্র; 2 ব্যাঙের ছাতা; 3 রাজচিহ্ন; 4 রাজছত্র। [সং. ছদ্ + ণিচ্ + র]। ̃ ক, ছত্রাক বি. 1 ছাতা, fungus (বইয়ে ছাতা ধরেছে); 2 কোঁড়ক, ব্যাঙের ছাতা, mushroom. ̃ খান বিণ. 1 উন্মুক্ত ছাতার মতো চার দিকে বিস্তৃত; 2 এলোমেলো ও চার দিকে ছড়ানো (জিনিসপত্র নানাদিকে ছত্রখান হয়ে আছে)। ̃ দণ্ড বি. রাজছত্র ও রাজদণ্ড। ̃ ধর, ̃ ধারী (-রিন্) বিণ. বি. 1 যে ছাতা ধরে রয়েছে; 2 বংশবদ অনুচর। ̃ পতি বি. 1 সম্রাট; রাজচক্রবর্তী; 2 শিবাজির উপাধি। ̃ ভঙ্গ বিণ. 1 বিশৃঙ্খল; 2 দলভ্রষ্ট। বি. পরাজিত সৈন্যদলের বিশৃঙ্খল অবস্হা। ছত্রাকার বিণ. 1 ছাতার মতো আকারবিশিষ্ট; 2 চতুর্দিকে বিক্ষিপ্ত, বিশৃঙ্খলভাবে বিকীর্ণ, ছত্রখান। 26)
ডাকিনী
(p. 355) ḍākinī বি. শিব বা দুর্গার অনুচরীবিশেষ, পিশাচীবিশেষ। [সং. ডাক4 + ইনী]। ̃ বিদ্যা বি. ভবিষ্যত্ বলবার শক্তিসহ গুপ্তজ্ঞান বা মন্ত্রের অধিকার। 21)
ডাক৪
(p. 355) ḍāka4 বি. শিবের অনুচরবিশেষ। [সং.]। ̃ সিদ্ধ বিণ. তপস্যার দ্বারা শিবের অনুচর ডাককে স্বীয় নির্দেশ পালনে বাধ্য করেছে এমন। তু. প্রেতসিদ্ধ। 13)
তল্পি
(p. 372) talpi বি. বিছানাপাত্রের গাঁটরি; বিছানাপত্র এবং কাপড়চোপড়ের পোঁটলাপুঁটলি। [সং. তল্প + বাং. ই]। ̃ তল্পা বি. বিছানাপত্র ও কাপড়চোপড়ের গাঁটরি; বোঁচকাবুঁচকি। ̃ দার, ̃ বাহক বি. মোটবাহী ভৃত্য; মুটে; (আল.) অনুচর, আজ্ঞা অনুসারে চলে এমন ব্যক্তি। 3)
তাঁবে
(p. 373) tām̐bē বি. (সচ. অধিকরণ কারকরূপে ব্যবহৃত) অধীনতা বা অধীনতায়, শাসন বা শাসনে, কর্তৃত্বে (তাঁর তাঁবে অনেক লোক আছে)। [আ. তাবে]। ̃ দার বি. 1 অধীন বা অনুগত ব্যক্তি (আমাকে তোমার তাঁবেদার পাওনি); 2 অনুচর, ভৃত্য। বিণ. অধীন বা অনুগত (তাঁবেদার রাষ্ট্র)। [আ. তাবে + ফা. দার]। ̃ দারি বি. অধীনতা; তাঁবেদারের অবস্হা বা কাজ। 11)
তাল৪
(p. 375) tāla4 বি. পিশাচযোনিবিশেষ। [সং. √ তল্ + অ]। তাল-বেতাল বি. তাল ও বেতাল নামে দুই পিশাচ, (পুরাণমতে) রাজা বিক্রমাদিত্য যাদের নিজের অনুচরে পরিণত করেছিলেন। 84)
দক্ষ2
(p. 395) dakṣa2 বি. প্রজাপতিবিশেষ, ইনি সতী ও নক্ষত্ররূপিণী সপ্তবিংশতি কন্যার জনক। [সং. √ দক্ষ্ + অ]। ̃ কন্যা বি. শিবপত্নী সতী, দুর্গা। ̃ জা বি. দক্ষকন্যা -র অনুরূপ। ̃ যজ্ঞ বি. 1 প্রজাপতি দক্ষের দ্বারা অনুষ্ঠিত শিবহীন যজ্ঞ, যে যজ্ঞে শিবনিন্দা শুনে সতী প্রাণত্যাগ করেন এবং শিব অনুচরদের সঙ্গে এসে যজ্ঞ পণ্ড করেন; 2 (আল.) প্রলয় কাণ্ড, চূড়ান্ত হট্টগোল। 17)
দেহ2
(p. 421) dēha2 বি. শরীর। [সং. √ দিহ্ + অ]। ̃ কোষ বি. 1 প্রাণী বা উদ্ভিদের দেহের সূক্ষ্ম অংশ, cell; 2 গায়ের চামড়া, ত্বক। ̃ ক্ষয় বি. 1 দেহের ক্ষতি বা ধ্বংস; স্বাস্হ্যহানি; 2 মৃত্যু। ̃ চর্চা বি. শরীরের বা স্বাস্হ্যের উন্নতির জন্য ব্যায়াম ইত্যাদি প্রক্রিয়া। ̃ জ বিণ. দেহ থেকে উত্পন্ন (দেহজ মল)। বি. পুত্র। বিণ. স্ত্রী. ̃ জা। ̃ তত্ত্ব বি. 1 অঙ্গসংস্হানবিদ্যা, শারীরস্হানবিদ্যা, anatomy; 2 দেহের মধ্যেই সমস্ত সত্যের অবস্হান-এই তত্ত্ব (দেহতত্ত্বের গান)। ̃ ত্যাগ বি. মৃত্যু, প্রাণত্যাগ। ̃ দান বি. 1 মৃত্যু, জীবন বিসর্জন; 2 যৌন সম্ভোগের জন্য (প্রধানত স্ত্রীলোক কর্তৃক) শরীর সমর্পণ। ̃ ধারণ বি. 1 প্রাণধারণ, জীবনযাপন, বেঁচে থাকা; 2 দেবতাদের মানবদেহ বা মানবজন্ম পরিগ্রহ। ̃ ধারী (-রিন্) বিণ. শরীরী, অঙ্গ বা মূর্তিবিশিষ্ট। ̃ পাত বি. 1 দেহের ক্ষয় বা ধ্বংস (কার জন্য দেহপাত করছি); 2 মৃত্যু। ̃ পিঞ্জর বি. পিঞ্জরস্বরূপ দেহ, দেহ; শরীরের কাঠামো। ̃ ভৃত্ বি. দেহ। ̃ যাত্রা বি. জীবনযাপন। ̃ রক্ষা বি. মৃত্যু (দেহরক্ষা করা)। ̃ রক্ষী বি. রাজা প্রভৃতিকে রক্ষা করার জন্য যে অনুচর সঙ্গে সঙ্গে থাকে। দেহ রাখা ক্রি. বি. মারা যাওয়া (কাশীতে দেহ রেখেছেন)। ̃ শোভা, ̃ শ্রী বি. শরীরের সৌন্দর্য বা কান্তি। ̃ সৌন্দর্য, ̃ সৌষ্ঠব বি. দেহশ্রী -র অনুরূপ। 42)
নন্দি
(p. 444) nandi বি. শিবের প্রধান অনুচর (নন্দিভৃঙ্গি)। বিণ. আনন্দজনক। [সং. √ নন্দ্ + ই]। ̃ কেশ্বর বি. শিবের প্রধান অনুচর নন্দি। ̃ ভৃঙ্গি বি. শিবের দুই অনুচর নন্দি ও ভ়ৃঙ্গি। 67)
নন্দী
(p. 444) nandī (-ন্দিন্) বি. শিবের প্রধান অনুচর নন্দি বা নন্দিকেশ্বর। বিণ. আনন্দিত। [সং. √ নন্দ্ + ইন্]। ̃ ভৃঙ্গী বি. নন্দিভৃঙ্গি -র বানানভেদ; (আল.) কারও পাশে সর্বদা উপস্হিত মোসাহেবেরা। [নন্দি দ্র]। 70)
পরি-চর
(p. 497) pari-cara বি. অনুচর; ভৃত্য। [সং. পরি + √ চর্ + অ]। 12)
পার্শ্ব
(p. 513) pārśba বি. 1 পাশ, একদিক (গৃহের পশ্চিম পার্শ্ব); 2 ধার, কিনারা, প্রান্ত (থালার পার্শ্ব); 3 সন্নিহিত স্হান, সন্নিধান, সমীপ (পার্শ্বস্হিত লোকটি)। [সং. √ স্পৃশ্ + ব. অথবা √ স্পৃশ্ + শ্ব]। ̃ চর বি. বিণ. অনুচর; মোসাহেব; সঙ্গী, সহচর। স্ত্রী. ̃ চরী। ̃ চরিত্র বি. নাটকাদিতে মূল চরিত্রের পাশাপাশি অভিনয়কারী অপ্রধান চরিত্র। ̃ দেশ বি. পাশ, ধার, প্রান্ত। ̃ পরি-বর্তন বি. পাশ ফেরা। ̃ বর্তী (-র্তিন্), ̃ স্হ বিণ. পাশে অবস্হিত। স্ত্রী. ̃ বর্তিনী। 148)
প্রমথ
(p. 548) pramatha বি. শিবের অনুচর যারা নাচ গান প্রভৃতিতে পারদর্শী। [সং. প্র + √ মথ্ + অ]। 39)
বংশানু-চরিত
(p. 572) baṃśānu-carita বি. বংশের পুরুষানুক্রমিক ইতিহাস। [সং. বংশ + অনুচরিত]। 18)
বাঁশ
(p. 591) bām̐śa বি. তৃণজাতীয় লম্বা গাছবিশেষ, বেণু। [সং. বংশ]। ̃ গাড়ি বি. জমির সীমা নির্দেশ করে বাঁশের খুঁটি পোঁতা। বাঁশ দেওয়া ক্রি. বি. (কথ্য) সর্বনাশ করা; অসুবিধায় সৃষ্টি করা, বাগড়া দেওয়া। ̃ পাতা বি. 1 বাঁশের পাতার মতো পাতলা আঁশহীন মাছবিশেষ; 2 সবুজ রঙের পাখিবিশেষ। বাঁশবনে ডোম কানা বাঁশের কাজে অভ্যস্ত হয়েও ডোম যেমন বহু বাঁশের মধ্যে ভালো বাঁশ বেছে নিতে পারে না তেমনই, অসংখ্য ভালো জিনিসের মধ্যে উপযুক্ত একটি বেছে নিতে অক্ষম হওয়া; দিশাহারা। বাঁশের চেয়ে কঞ্চি দড় আসল লোকের চেয়ে তার অনুচরের কিংবা পিতার চেয়ে পুত্রের দৃঢ়তা বেশি। 29)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535015
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140544
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730808
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943000
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883612
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838501
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696705
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603095

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us