Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

গণ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  গণ এর বাংলা অর্থ হলো -

(p. 236) gaṇa বি. 1 সমূহ, সমষ্টি, বহুবচনসূচক শব্দবিশেষ (দেবগণ, মুনিগণ, জনগণ); 2 সম্প্রদায়, শ্রেণি; 3 (বিভিন্ন বিভাগ বা উপজাতিসমন্বিত) সমশ্রেণিভুক্ত বস্তু বা প্রাণিবর্গ, genus; 4 জনসাধারণ (গণ-আন্দোলন, গণশক্তি) ; 5 শিবের অনুচরবৃন্দ; 6 (আইনশাস্ত্রে) গোষ্ঠীবর্গ ; 7 (জ্যোতিষ) নক্ষত্রানুসারে জাতকের ভেদ (দেবগণ, নরগণ, রাক্ষসগণ); 8 (ব্যাক.) ধাতুসমূহ (হ-আদিগণ, খা-আদিগণ)।
[সং. √গণ্ + অ]।
ডেপুটেশন
বি. বহু লোকের একসঙ্গে কোনো কর্তৃপক্ষের কাছে দাবি পেশ করতে যাওয়া, mass deputation.তন্ত্র বি. জনসাধারণের প্রতিনিধিদের দ্বারা রাষ্ট্রশাসন; অনুরূপভাবে শাসিত রাষ্ট্র, democracy.তন্ত্রী (ন্ত্রিন্),তান্ত্রিক বিণ. গণতন্ত্রমূলক বা গণতন্ত্রের নীতি অনুসারী (গণতন্ত্রী বা গণতান্ত্রিক রাষ্ট্র)।
দেব বি. 1 গণেশ; 2 গণশক্তির অধিদেবতা।
দেবতা
বি. 1 সংঘভূত দেবগণ (যথা 49 বায়ু, 8 বসু, 12 আদিত্য ইত্যাদি); 2 গণশক্তির অধিদেবতা।
নায়ক
বি. জনসাধারণের নেতা।
পতি,নাথ
বি. 1 গণেশ; 2 শিব।
পিটুনি,প্রহার
বি. বহু লোকে মিলে একজনকে প্রহার।
শক্তি
বি. সম্মিলিত জনসাধারণ বা তাদের শক্তি।
গণাধিপ, গণাধি-পতি - গণপতি -র অনুরূপ।
43)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


গম-গম
(p. 241) gama-gama বি. অব্য. গম্ভীর শব্দে শব্দিত বা ভরপুর হওয়ার ভাব (আসর গমগম করছে)। গম-গমে বিণ. গমগম করছে এমন; গম্ভীর নাদবিশিষ্ট (গমগমে কণ্ঠ)। 23)
গোরোচনা
গবাগব
(p. 241) gabāgaba দ্র গপগপ। 10)
গেনু
(p. 256) gēnu ক্রি. (আঞ্চ. ও কাব্যে) গেলাম, গেলুম। [গেল1 দ্র]। 25)
গৃহ্য2
গাঁক-গ্যাঁক, গাঁ-গাঁ
(p. 246) gān̐ka-gyān̐ka, gā-n̐gā অব্য. 1 ষাঁড় বা ওইজাতীয় পশুর ক্রুদ্ধ আওয়াজবিশেষ ; 2 উত্কট চিত্কার; 3 উত্কটভাবে চিত্কার করে কথা বলার ভাবপ্রকাশক (সে এত গাঁকগাঁক করে কথা বলে যে কানে তালা লেগে যায়)। [ধ্বন্যা.]। 2)
গোঁড়া1
গুজরা, গুজরানো
গেছো
(p. 256) gēchō বিণ. 1 গাছসম্বন্ধীয়; 2 গাছে গাছে থাকে বা বেড়ায় এমন (গেছো টিকটিকি); 3 ডানপিটে, উদ্দামপুরুষভাবাপন্ন (গেছো মেয়ে)। [বা. গাছ + উয়া ও]। 19)
গ্যাঁট
(p. 261) gyān̐ṭa বিণ. স্হির, অনড়, নিশ্চল (গ্যাঁট হয়ে বসে আছ যে?)। [দেশি]। ̃ গ্যাঁট অব্য. গটগট -এর অনুরূপ। 36)
গুলঞ্চ
গোঁড়
গামলা
(p. 246) gāmalā বি. মাটির বা ধাতুর তৈরি বড় বাটির মতো বাসনবিশেষ। [পো. gamella]। 72)
গাওনা
(p. 245) gāōnā বি. গান; পেশাদারি গায়কের গান; মুজরো। [বাং. √গাহ্ + অনা]। 8)
গণ্ডার
গর্গর
(p. 243) gargara বি. 1 কলসি, গাগরি; 2 জলের আবর্ত; 3 দধি মন্হনের পাত্র। [সং. গর্গ + √রা + অ]। স্ত্রী. গর্গরী। 5)
গলা1
(p. 244) galā1 বি. 1 কণ্ঠ, ঘাড়ের বিপরীত দিক; 2 ঘাড়; গ্রীবা; 3 টুঁটি (গলা চেপে ধরেছে) ; 4 কণ্ঠস্বর (গলার জোর, তার গলা শোনা যাচ্ছে) ; 5 গলার জোর (কী গলা ! চিত্কার করতে গলা থাকা চাই)। [সং. গল + বাং. আ (স্বার্থে)]। ভারী গলা বি. গম্ভীর স্বর। গলা টিপলে দুধ বেরয় নিতান্ত শিশু বা অজ্ঞ সম্পর্কে উক্তি। গলা ধরা ক্রি. বি. ঠাণ্ডা লেগে বা শ্লেষ্মার জন্য স্বর বন্ধ হওয়া। গলা বসা ক্রি. বি. (সচ. ঠাণ্ডা লাগার দরুন) কণ্ঠস্বর অস্পষ্ট হয়ে যাওয়া। গলা ভাঙা ক্রি. বি. স্বরভঙ্গ হওয়া; সাময়িক স্বরবিকৃতি হওয়া। গলায় গলায় বিণ. 1 আকণ্ঠ; 2 অত্যন্ত ঘনিষ্ঠ (গলায় গলায় ভাব)। ক্রি-বিণ. ঘনিষ্ঠভাবে। গলায় গাঁথা, গলায় পড়া ক্রি. বি. গলগ্রহ হওয়া। গলায় দড়ি ধিক্কারসূচক উক্তি (অমন স্বামীর গলায় দড়ি)। গলায় লাগা ক্রি. বি. 1 ভুক্তদ্রব্য গলায় আটকে শ্বাসরোধের উপক্রম হওয়া; 2 (ওল কচু প্রভৃতি খাওয়ার ফলে) গলা কুটকুট করা। ̃ কাটা বি. যে গলা কেটে হত্যা করে; দস্যু। বিণ. মাত্রাতিরিক্ত, পীড়নমূলক (গলাকাটা দাম)। ̃ গলি বি. পরস্পর গলা জড়িয়ে ধরা; অত্যন্ত ঘনিষ্ঠতা। ̃ টিপি বি. গলা টিপে ধরা। ̃ ধাক্কা বি. বিতাড়িত করবার জন্য গলায় হাত দিয়ে সামনের দিকে ঠেলে দেওয়া; ঘাড়ধাক্কা; বিতাড়ন। ̃ বন্ধ বি. গলা গরম রাখার পট্টিবিশেষ, কম্ফর্টার। ̃ বাজি বি. চেঁচামেচি, হাঁকডাক; (ব্যঙ্গে) অসার ও নিষ্ফল বক্তৃতা। ̃ ভাঙা বিণ. স্বরভঙ্গ হয়েছে এমন, বিকৃতস্বর। গলা সাধা ক্রি. বি. গানের সুর গলায় ভাঁজা, গানের সুর সাধনা করা। 7)
গর-গর1, গর্-গর্
(p. 242) gara-gara1, gar-gar অব্য. ক্রোধাদি লক্ষণপ্রকাশক। গরগর করা ক্রি. বি. 1 রাগের ভাব প্রকাশ করা, গর্জন করা (রাগে গরগর করতে লাগল); 2 টকটকে লাল করা (চোখ গরগর করা)। গর-গরে বিণ. গরগর ভাবযুক্ত; গরগর শব্দযুক্ত। 9)
গাড়া
গর-ঠিকানা
(p. 242) gara-ṭhikānā বি. ভুল ঠিকানা। [আ. গয়র্ + হি. ঠিকানা]। 13)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614701
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227900
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839805
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098881
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916352
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856843
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719458
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649141

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us