Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অনুভব': দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অননু-ভবনীয়
(p. 22) ananu-bhabanīẏa বিণ. অনুভব বা উপলব্ধি করা যায় না এমন। [সং. ন+অনুভবনীয়]। 6)
অননু-ভূত
(p. 22) ananu-bhūta বিণ. অনুভব করা হয়নি এমন। [সং. ন+অনূভূত]। 7)
অনির্বচনীয়, অনির্বাচ্য
(p. 25) anirbacanīẏa, anirbācya বিণ. ভাষায় প্রকাশ করা বা বর্ণনা করা যায় না এমন, অবর্ণনীয়, বর্ণনার অসাধ্য (অনির্বচনীয়, আনন্দ, অনিবর্চনীয় অনুভূতি)। [সং. ন + নির্বচনীয়, নির্বাচ্য]। 52)
অনু-বোধ
(p. 29) anu-bōdha বি. 1 বোধ বা অনুভবের পুনরায় আবিভাব; 2 পুনরুদ্দীপন; 3 কোনো কিছু থেকে উপজাত বোধ বা ধারণা, feeling (সু. দ.)। [সং. অনু + বোধ]। 28)
অনু-ভব
(p. 30) anu-bhaba বি. উপলব্ধি; জ্ঞান; বোধ; feeling (বি. প.)। [সং. অনু + √ ভূ + অ]। অনু-ভবনীয় বিণ. বোধের বা অনুভবের যোগ্য, বোধ্য। 3)
অনু-ভাব
(p. 30) anu-bhāba বি. 1 প্রভাব; মহিমা; মাহাত্ম্য; 2 মানসিক অভিপ্রায়সূচক ভাবভঙ্গি; 3 সুখ বা আনন্দের অনুভূতি ('কামুক পরশে যতেক অনুভব': গো. দা.) 4 (অল.) স্হায়িভাবের উদ্ভবজনিত দৈহিক বিকারাদির সঞ্চার sensation. [সং. অনু + √ ভূ + অ (ঘঞ্)]। 4)
অনু-ভাবিত
(p. 30) anu-bhābita বিণ. অনুভব করানো হয়েছে এমন। [সং. অনু + √ ভূ + ণিচ্ + ত]। 5)
অনু-ভাবী
(p. 30) anu-bhābī (-বিন্) বি. বিণ. 1 অনুভবকারী; 2 পরে ঘটে এমন। [সং. অনু + √ ভূ + ইন্]। 6)
অনু-ভূতি
(p. 30) anu-bhūti বি. উপলব্ধি; অনুভব; ইন্দ্রিয়ের বোধ, feeling (বি. প.)। [সং. অনু + √ ভূ + তি]। ̃ প্রবণ বিণ. ভাবাবেগপূর্ণ। ̃ হীন বিণ. অনুভূতি নেই এমন। অনু-ভূত বিণ. উপলব্ধি বা অনুভব করা হয়েছে এমন। 8)
অনুভূ
(p. 30) anubhū বি. (জ্যোতি.) গ্রহ-উপগ্রহের বিশেষত চন্দ্রের কক্ষ বা পরিক্রমণপথের যে বিন্দুটি পৃথিবীর নিকটতম, perigee. [সং. অনু + √ ভূ + ধ্বিপ্]। 7)
অবেদন
(p. 50) abēdana বি. অনুভূতি লোপ; বেদনার বোধ লোপ, anaesthesia (বি. প.)। [সং. ন + বেদন]। অবেদনিক বিণ. বি. অনুভূতিলোপকারী (ওষুধ), auaesthetic (বি. প.)। 10)
অভাব
(p. 50) abhāba বি. 1 না থাকা (টাকার অভাবে কাজটা করা গেল না, তোমার অভাব আমরা অনুভব করছি); 2 অনটন, টানাটানি; দরিদ্র (তাদের সংসারে বড়ই অভাব চলছে, অভাবের সংসার); 3 অসদ্ভাব, অ-ভাব। [সং. ন + √ ভূ +অ]। ̃ .গ্রস্ত বিণ. দরিদ্র, টানাটানির মধ্যে রয়েছে এমন। ̃ .পূরণ বি. দারিদ্র দূর করা। অভাবে স্বভাব নষ্ট অনটনের চাপে সত্পথ থেকে বিচ্যুত হওয়া। 61)
অসাড়
(p. 70) asāḍ় বিণ. সাড় বা অনুভূতি নেই এমন; অবশ (অসাড় দেহ); বোধশক্তিহীন (অসাড় মন)। [বাং. অ + সাড়]। ̃ তা বি. সাড়হীনতা; অবশতা; বোধহীনতা। অসাড়ে ক্রি-বিণ. অজ্ঞান অবস্হায়; অজ্ঞাতসারে। 48)
আত্মা-রাম
(p. 89) ātmā-rāma বিণ. ব্রহ্মজ্ঞান লাভ করার ফলে আত্মাতেই পরমানন্দ অনুভবকারী; আত্মতৃপ্ত, আত্মতুষ্ট। (বাং. অর্থ) বি. আত্মাপুরুষ; প্রাণপাখি; প্রাণ; টিয়া ময়না প্রভৃতিকে আদরের সম্বোধন ('বল বাবা আত্মারাম')। [সং. আত্মন্ + আরাম]। 30)
আনন্দ
(p. 94) ānanda বি. 1 হর্ষ, তৃপ্তি ('আনন্দেরই সাগর হতে': রবীন্দ্র); 2 সুখ, আহ্লাদ ('সদা থাকো আনন্দে': রবীন্দ্র); 3 স্ফুর্তি (সকলে মিলে আজ একটু আনন্দ করতে চাই); 4 সত্যের উপলব্ধি থেকে উত্পন্ন গভীর অনুভূতি এবং সেইরূপ সত্তা ('আনন্দ তুমি স্বামি, মঙ্গল তুমি': রবীন্দ্র); 5 আনন্দজনক বস্তু ('তোমার আনন্দ ওই এল দ্বারে': রবীন্দ্র); 6 মদ। বিণ. আনন্দিত, আনন্দময়, আনন্দপূর্ণ ('আজি এ আনন্দ সন্ধ্যা': রবীন্দ্র)। [সং. আ + √ নন্দ্ + অ]। ̃ .কন্দ বি. সমস্ত আনন্দের মূল। ̃ .ঘন বিণ. আনন্দময়। ̃ .ধাম বি. যে গৃহে আনন্দ বিরাজ করে। ̃ .ধারা বি. আনন্দের স্রোত। ̃ .ন বি. আনন্দ সৃষ্টি, আনন্দ উত্পাদন। বিণ. আনন্দদায়ক। ̃ .নাড়ু বি. চালের গুঁড়ো, নারকেল, গুড় প্রভৃতি দিয়ে তৈরি গোলাকার না়ড়ু বা নাড়ুজাতীয় খাবার। ̃ .বিধান বি. আনন্দ দান, আনন্দ উত্পাদন। ̃ .ময় বিণ. আনন্দে পূর্ণ। বি. ঈশ্বর (আনন্দময় ও মঙ্গলময় বলে)। ̃ .লহরি, ̃ .লহরী বি. 1 আনন্দের ঢেউ; নিরবচ্ছিন্ন আনন্দ; 2 (সচ. পল্লিসংগীতে ব্যবহৃত) বাদ্যযন্ত্রবিশেষ। ̃ .সাগর বি. আনন্দরূপ সাগর; বিপুল আনন্দ। আনন্দা ক্রি. আনন্দিত করা। আনন্দাশ্রু বি. আনন্দের আবেগজনিত চোখের জল। .আনন্দিত বিণ. প্রফুল্ল, হৃষ্ট; পুলকিত। 6)
আবেগ
(p. 99) ābēga বি. 1 তীব্র বেগ, বিশেষ বেগ, বেগের তীব্রতা ('বেগের আবেগ': রবীন্দ্র); 2 ভাবজনিত বিহ্বলতা, অনুভূতি, emotion (আবেগসঞ্চার); 3 মনের ভাবের আবেশ, ব্যাকুলতা, চঞ্চলতা, উদ্বেগ (ভাবাবেগ, প্রাণের আবেগ, শোকাবেগ) [সং. আ + √ বিজ্ + অ] 27)
আমলানো
(p. 101) āmalānō ক্রি. ক্রমশ বা একটু একটু করে বেদনা অনুভূত হওয়া। বি. বিণ. উক্ত অর্থে। [বাং. আমলা + আনো]। 30)
উপ-লব্ধ
(p. 133) upa-labdha বিণ. 1 অনুভূত; 2 লব্ধ, প্রাপ্ত, অর্জিত (উপলব্ধ জ্ঞান); 3 জ্ঞাত (উপলব্ধ সত্য)। [সং. উপ + √ লভ্ + ত]। উপ-লব্ধি বি. অনুভূতি; বোধ (সত্যের উপলব্ধি); প্রাপ্তি, লাভ; লব্ধ জ্ঞান। 54)
উপ-লম্ভ
(p. 133) upa-lambha বি. 1 লাভ, প্রাপ্তি; 2 অনুভব, বোধ। [সং. উপ + √ লভ্ + অ, ম্ আগম]। 56)
কন-কন
(p. 160) kana-kana বি. 1 তীব্র যন্ত্রণা (দাঁত কনকন করছে); 2 তীব্র ঠাণ্ডা বা শীত। কন-কনানি বি. কনকন করার অনুভূতি। কন-কনানো ক্রি. বি. কনকন করা (দাঁত কনকনাচ্ছে)। কন-কনে বিণ. অত্যন্ত কষ্টদায়ক, যন্ত্রণা বা অস্বস্তি জন্মায় এমন (কনকনে শীত, কনকনে হাওয়া)। 42)
কর-কর
(p. 166) kara-kara অব্য. 1 কাঁকর বা কাঁকরের মতো ক্ষুদ্র কঠিন দ্রব্যের ঘর্ষণজনিত শব্দ; 2 কাঁকরের আঁচড় বা ঘষা লাগার অনুভূতি; 3 অস্হিরতাবোধ; 4 জ্বালা বা যন্ত্রণা (চোখ করকর করা)। [সং. কর্কর হি. কর্কর্]। কর-করা ক্রি. করকর করা। কর-করানো বি. ক্রি. করকর করা। কর-করে বিণ. 1 কর্কশ, বালির মতো দানাদার (তু. খরখরে); 2 শুষ্ক ও করকর শব্দকারক (করকরে ভাত); 3 আনকোরা, একেবারে নতুন (করকরে নোট)। 24)
কল্কি, কল্কী
(p. 172) kalki, kalkī (-ল্কিন্) বি. বিষ্ণুর দশম বা শেষ অবতার, কলি যুগের শেষে যাঁর আবির্ভাব হওয়ার কথা। [সং. (1) √ কল্ + কি (-র্তৃ); (2) √ কল্ক্ + ইন্]। ̃ পুরাণ বি. কল্কি অবতারের বিবরণ ও কাহিনিসংবলিত পুরাণগ্রন্হ, অনুভাগবত। 25)
কির-কির, কির্-কির্
(p. 190) kira-kira, kir-kir বি. সূক্ষ্ম বালুকণার ঘষায় যে অনুভূতি হয় (চোখটা কিরকির করছে)। কির-কিরে বিণ. 1 বালুকণাময়; 2 বালির মতো খরখরে; 3 কর্কশ। [ধ্বন্যা.]। 28)
খচ, খচ্
(p. 221) khaca, khac অব্য. বি. ছুঁচলো বস্তু বিঁধে যাবার বা কাঁটা বেঁধার (কল্পিত) আওয়াজ (খচ করে ছুঁচটা আঙুলে ফুটে গেল)। ̃ খচ অব্য. ক্রমাগত কাটবার বা বেঁধবার শব্দ। খচখচ করা ক্রি. বি. ক্রমাগত কর্কশ বা কষ্টকর স্পর্শের অনুভূতি হওয়া (এই অস্বস্তিটা সর্বদা মনের মধ্যে খচখচ করছে; ভাতে কাঁকর খচখচ করছে)। ̃ খচানি বি. ক্রমাগত বকুনি বা তিরস্কার, খিচখিচ করা, ক্যাটক্যাট করা। খচাখচ ক্রি. বিণ. খচখচ শব্দে এবং অতি দ্রূত (ফুলগাছগুলো খচাখচ কেটে দিল; খচাখচ লিখে দিলাম)। খচ-খচে বিণ. খচখচ করে এমন। 12)
খিদে
(p. 229) khidē বি. (কথ্য) ক্ষুধা, আহারের ইচ্ছা। [সং. ক্ষুধা]। চোখের খিদে প্রকৃত খিদে না থাকা সত্ত্বেও চোখের সামনে খাদ্যবস্তু থাকায় যে খিদের উদ্রেক হয়। চোরা খিদে যে খিদে অনুভব করা যায় না। দুষ্টু খিদে পেট ভরা থাকা সত্ত্বেও খাদ্যবস্তুর প্রতি লোভ। খিদের মাথায় খিদের সময়, খিদের উদ্রেক হলে। খিদে মরা ক্রি. বি. খিদের সময় খাবার না পেয়ে খাওয়ার ইচ্ছা নষ্ট হওয়া (খিদে মরে গেলে আর পোলাও মাংস কিছুই খেতে পারব না)। 26)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577802
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185530
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785617
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026572
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901100
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848117
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708598
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620172

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us