Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অসাড় এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  অসাড় এর বাংলা অর্থ হলো -

(p. 70) asāḍ় বিণ. সাড় বা অনুভূতি নেই এমন; অবশ (অসাড় দেহ); বোধশক্তিহীন (অসাড় মন)।
[বাং. অ + সাড়]।
তা বি. সাড়হীনতা; অবশতা; বোধহীনতা।
অসাড়ে ক্রি-বিণ. অজ্ঞান অবস্হায়; অজ্ঞাতসারে।
48)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


অনু-বাদ
অজগর
(p. 8) ajagara বি. (ছাগলকেও গিলে ফেলে এমন) একজাতীয় বিরাট সাপ। [সং. অজ 2+√গু+অ]। 93)
অনু-চিকীর্ষা
(p. 25) anu-cikīrṣā বি. অনুকরণ বা নকল করার ইচ্ছা। [সং. অনু + √ কৃ + সন্ + আ]। অনু-চিকীর্ষু বিণ. অনুকরণ করতে ইচ্ছুক। 84)
অনুরজ্ঞ, অন্তরটিপুনি, অন্তরস্হ
(p. 32) anurajña, antaraṭipuni, antarasha দ্র অন্তর। 33)
অস্বীকার
অভ্যুদাহরণ
অসহায়
(p. 70) asahāẏa বিণ. সহায়হীন, সাহায্য করার কেউ নেই এমন; নিঃসঙ্গ, একক। [সং. ন + সহায়]। ̃ তা বি. সহায়হীনতা, সাহায্য করার কেউ নেই এমন অবস্হা; ভরসাহীন অবস্হা; নিঃসঙ্গতা। 42)
অত্বর
অগোছালো
অল্প
(p. 65) alpa বিণ. 1 ঈষত্, কম (অল্প গরম, অল্প কথার মানুষ); 2 একটু, একটুখানি, সামান্য (অল্প একটু ভাত); 3 লঘু (অল্পপ্রাণ); 4 অনুদার, হীন (অল্পমতি); 5 ক্ষুদ্র (অল্প বৃদ্ধি, অল্প শক্তি)। সর্ব. কম লোক বা বস্তু বা বিষয় (অল্পেই একথা জানে, অল্পের জন্য)। [সং. √ অল্ + প]। বি. ̃ তা, ̃ ত্ব। অল্প জলের মাছ বি. (আল.) 1 সামান্য পুঁজিবিশিষ্ট লোক, সামান্য অবস্হার লোক; 2 যে ব্যক্তি অল্প ধন বা বিদ্যা নিয়েও ধন বা বিদ্যার বড়াই করে। অল্পের উপর দিয়ে যাওয়া ক্রি. বি. সামান্য ক্ষতি বা কষ্টের বিনিময়ে রেহাই পাওয়া। ̃ .জীবী (বিন্) বিণ অল্পকাল বাঁচে এমন। বি. ̃ জীবিতা। ̃ জ্ঞ বিণ. অল্প জানে এমন, অল্প জ্ঞানবিশিষ্ট। ̃ .দর্শী (-র্শিন্) বিণ. অদূরদর্শী। ̃ .প্রাণ বিণ. 1 অল্পায়ু, অল্প কাল বাঁচে এমন; 2 ক্ষুদ্রপ্রাণ, অনুদার; 3 (ব্যাক.) ক্ষীণ শ্বাসযোগে উচ্চারিত। ̃ প্রাণ বর্ণ প্রতি বর্গের প্রথম, তৃতীয়পঞ্চম বর্ণ এবং য র ল ব এই কয়টি বর্ণ অল্প শ্বাসযোগে উচ্চারিত হয় বলে এদের অল্পপ্রাণ বর্ণ বলে। ̃ .বয়স্ক বিণ. বয়স অল্প এমন, অল্পবয়সী। ̃ বিদ্যা বি. অগভীর জ্ঞান, সামান্য লেখাপড়া। অল্পবিদ্যা ভয়ংকরী সামান্য বিদ্যা খুব ক্ষতিকর কারণ এতে অহংকার জন্মে অথচ প্রকৃত পাণ্ডিত্য লাভ হয় না। ̃ বিস্তর বিণ. ক্রি. বিণ. মোটামুটিরকম; একটু-আধটু; কম-বেশী। ̃ বুদ্ধি বিণ. সামান্য বুদ্ধিসম্পন্ন; মন্দমতি; জড়বুদ্ধি। ̃ ভাষী (-ষিন্) বিণ্. কম কথা বলে এমন। ̃ .মতি বিণ. হীনচেতা, নীচ; বোকা অল্পবুদ্ধিসম্পন্ন। ̃ .স্বল্প বিণ. একটু-আধটু। অল্পাধিক বিণ. কম-বেশি। অল্পায়ু, অল্পায়ুঃ (-য়ুস্) বিণ. অল্পকাল বাঁচে এমন। অল্পাশয় বিণ. হীনমতি; তুচ্ছ বিষয়ে আকাঙ্ক্ষা করে এমন। অল্পাহার বি. অল্প আহার, লঘু ভোজন। বিণ. অল্প খায় এমন। অল্পাহারী (-রিন্) বিণ. কম খায় এমন। অল্পে অল্পে, ক্রি-বিণ. ক্রমশ ধীরে ধীরে; সামান্যের উপর দিয়ে। 11)
অনাহার
(p. 25) anāhāra বি. না খেয়ে থাকা, উপবাস। [সং. ন + আহার]। অনাহারী (-রিন্) বিণ. 1 উপবাসী; 2 (ব্যঙ্গে) বেতন পায় না এমন। 24)
অনস্তিত্ব
অহহ
(p. 75) ahaha (বিরল) অব্য. হায় হায়। [সং. অহম্ + √ হা + ক্কিপ্]। 24)
অলকা-তিলক, অলকা-তিলকা
(p. 62) alakā-tilaka, alakā-tilakā বি. মুখের সৌন্দর্য বৃদ্ধির জন্য চুলে চুর্ণকুন্তল এবং মুখে চন্দন দিয়ে চিত্র আঁকা; তিলক ফোঁটা; পত্রলেখা অর্থাত্ মুখে চিত্র রচনা ('অলকা তিলক ভালে': বি. প্র.)। [সং. অলকা + তিলক, তিলকা]। 39)
অনু-বর্তন
অপ্রকৃষ্ট
(p. 40) aprakṛṣṭa বিণ. 1 উত্তম বা ভালো নয় এমন; নিকৃষ্ট; 2 বৈশিষ্ট্যহীন। [সং. ন + প্রকৃষ্ট]। 54)
অদ্ভুত
অশুভ
(p. 66) aśubha বি. অমঙ্গল, অকল্যাণ, পাপ। বিণ অমঙ্গলজনক (অশুভ ইঙ্গিত)। [সং. ন + শুভ]। ̃ কর ̃ ং.কর বিণ. অমঙ্গলজনক। ̃ কামনা বি. (অন্যের) অমঙ্গল কামনা করা। ̃ .কাল বি. যে কাল বা সময় শুভ নয় বা প্রশস্ত নয়। সবকিছুই জেনেছেন এমন; সমস্ত জ্ঞান অর্জন করেছেন এমন। ̃ বিধ নানারকম; সমস্তরকম। 11)
অবিধান
অনব-রুদ্ধ
(p. 23) anaba-ruddha বিণ. অবরোধ বা বাধা নেই এমন; মুক্ত। [সং. ন+অবরুদ্ধ]। 3)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577859
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185638
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785726
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026837
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901133
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848127
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708613
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620273

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us