Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অন্তঃকরণ। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অন্তরাত্মা
(p. 32) antarātmā (-ত্মন্) বি. 1 (শরীরমধ্যস্হ) জীবাত্মা; 2 মন, অন্তঃকরণ, হৃদয় (কথাটা শোনামাত্রই তার অন্তরাত্মা কেঁপে উঠল)। [সং. অন্তর্ + আত্মন্]। 35)
আশয়
(p. 108) āśaẏa বি. 1 মন, অন্তঃকরণ (নীচাশয়, মহাশয়); 2 আধার (জলাশয়); 3 অভিপ্রায়, ইচ্ছা, অভিলাষ। [সং. আ + √ শী + অ]। 17)
চিত্ত
(p. 288) citta বি. মন, হৃদয়, অন্তঃকরণ। [সং. √চিত্ + ত]। ̃ ক্ষোভ বি. মনের ক্ষোভ বা দুঃখ। ̃ চাঞ্চল্য বি. মনের চঞ্চলতা বা বিকার। ̃ চোর বি. মনোহরণকারী, প্রেমিক। ̃ দমন বি. আত্মসংযম, মনকে সংযত করা। ̃ দাহ বি. মনের জ্বালা, মর্মযন্ত্রণা। ̃ নিরোধ বি. বাহ্য বিষয় থেকে মনকে নিবৃত্ত করা। ̃ প্রসাদ বি. প্রফুল্লতা, সন্তোষ; মনের আনন্দ। ̃ বিকার বি. মনের বিকৃতি বা নৈতিক অবনতি। ̃ বিক্ষেপ বি. 1 ভিন্ন বিষয়ে আকৃষ্ট হবার ফলে মনোযোগের হানি; 2 যোগে ব্যাঘাতসৃষ্টিকারী মানসিক চাঞ্চল্য। ̃ বিনোদন বি. মানসিক প্রফুল্লতাবিধান, মনকে আনন্দদান। ̃ বিভ্রম বি. মনের বিমূঢ়তা, বুদ্ধিভ্রংশ। ̃ বৃত্তি বি. মনের ধর্ম ক্রিয়া বা প্রকৃতি। ̃ বৈকল্য বি. মনের বিকার; নৈতিক অবনতি; কর্তব্যনির্ণয়ে অক্ষমতা। ̃ ভ্রংশ বি. মনের বিকার; স্মৃতিশক্তির লোপ, মানসিক শক্তির নাশ। ̃ রঞ্জন বি. চিত্তবিনোদন, মনের আনন্দসাধন। বিণ. মনে আনন্দ দেয় এমন। ̃ রঞ্জিনী বৃত্তি বি. মনের যে আনন্দদায়ক প্রকৃতি মানুষকে সৌন্দর্য ও রস উপভোগে প্রবৃত্ত করায়। ̃ শুদ্ধি বি. মনের পাপ মালিন্য বা কু-ভাব দূর করে মনকে নির্মল করা। ̃ স্হৈর্য বি. মানসিক অচঞ্চলতা; উদ্বেগহীনতা। ̃ হারী (-রিন্) বিণ. মন-ভুলানো, চিত্তাকর্ষক। চিত্তাকর্ষক বিণ. 1 মনোহর; 2 কৌতূহল জাগায় এমন। চিত্তোন্নতি বি. মানসিক উন্নতি, চিত্তবৃত্তির উন্নতি। 41)
নিচাশয়
(p. 475) nicāśaẏa বিণ. যার অন্তঃকরণ বা মন ছোট বা সংকীর্ণ (নীচাশয় ব্যক্তি)। [সং. নীচ + আশয়]। 75)
মন1
(p. 676) mana1 বি. 1 চিত্ত অন্তর অন্তঃকরণ (মনে ব্যথা পাওয়া, মনে লেগেছে); 2 বিবেচনা; 3 ধারণা, বোধ (একথা আমার মনে হয় না); 4 স্মৃতি, স্মরণ (মনে নেই); 5 প্রবৃত্তি, ইচ্ছা (ময় চায় না); 6 মনোযোগ, অভিনিবেশ একাগ্রতা (পড়ায় মন নেই); 7 নিষ্টা, আন্তরিকতা (মন দিয়ে কাজ করা); 8 সংকল্প (তীর্থে যেতে মন করেছি)। [ সং. মনস্]। মন ওঠা ক্রি. বি. আশ বা আশা মেটা, তৃপ্তি হওয়া (এত পেয়েও মন উঠছে না?)। মন করা ক্রি. বি. সংকল্প করা; ইচ্ছা করা। মন কাড়া ক্রি. বি. মুগ্ধ বা আকৃষ্ট করা (জিনিসটা তার মন কেড়েছে)। মন কেমন-করা ক্রি. বি. অস্হির বা ব্যাকুল হওয়া। মন খারাপ করা ক্রি. বি. মনে কষ্ট পাওয়া, দুঃখিত হওয়া; বিষণ্ণ হওয়া। মন খুলে বলা, মন খোলা ক্রি. বি. অকপটে মনের কথ্য বলা। ̃ .খোলা বিণ. সরল; অকপট। ̃ .গড়া বিণ. কাল্পনিক; অবাস্তব; অলীক (মনগড়া গল্প)। ̃ .চোর, ̃.চোরা বি. যে মনকে মুগ্ধ করে; প্রেমিক। মন জানা ক্রি. বি. অন্যের অন্তরের কথা বা ভাব জানতে পারা। মন জোগানো ক্রি. বি. মনের মতো করে কাজ করা বা তদ্রূপ কাজ করে খুশি করা। মন টলা ক্রি. বি. বিচলিত হওয়া। মন টানা ক্রি. বি. আকৃষ্ট করা। মন দেওয়া ক্রি. বি. 1 মনোনিবেশ করা, মনোযোগ দেওয়া; 2 ভালোবাসা (এরই মধ্যে তাকে মন দিয়ে ফেলেছ ?)। মন থেকে ক্রি-বিণ. 1 আন্তরিকভাবে (মন থেকে ভালোবাসি); 2 কল্পনাবলে (মন থেকে গল্প বানানো); 3 স্মৃতি থেকে (মন থেকে বলো)। মন দেওয়া-নেওয়া বি. ভালোবাসাবাসি, হৃদয় বিনিময়, পরস্পর ভালোবাসার বিনিমন। ̃ .পবন বি. মনোরূপ প্রাণবায়ু। ̃ .পছন্দ বিণ, মনোমতো, মনঃপূত। মন বসা, মন লাগা ক্রি. বি. ভালো লাগা। মন ভোলানো ক্রি. বি. মুগ্ধ করা। মন মজা ক্রি. বি. কোনোকিছু ভালো লাগলে তাতে ডুবে যাওয়া বা তাই নিয়ে থাকা ('আমার মন মজেছে সেই গভীর': রবীন্দ্র)। ̃ .মরা বিণ. বিষণ্ণ, বিমর্ষ। মন মাতানো ক্রি. বি. আনন্দিত করা বা মুগ্ধ করা মন মানা ক্রি. বি. প্রবোধ পাওয়া ('আমার মন মানে না': রবীন্দ্র)। মন রাখা ক্রি. বি. অপরকে খুশি করা (কারও মনে রেখে কথা বলে না) ̃ .রাখা বিণ. সন্তুষ্ট করে এমন: খুশি করতে চায় এমন (মনরাখা কথা)। মন লাগা ক্রি. বি. উত্সাহ পাওয়া; ভালো লাগা (কাজে মন লাগে না)। মন সরা ক্রি. বি. ইচ্ছা হওয়া, প্রবৃত্তি হওয়া; ভালো লাগা। মন হওয়া ক্রি. বি. ইচ্ছা হওয়া (যেতে মন হল)। মনে করা ক্রি. বি. 1 স্মরণ করা (গানটা মনে করতে পারছি না); 2 ধারণ করা, বোধ করা (মনে কোরো না আমি বোকা); 3 কল্পনা করা ('মনে করো, যেন বিদেশ ঘুরে'; রবীন্দ্র)। মনে জাগা ক্রি. বি. স্মরণ হওয়া, মনে উদিত হওয়া; খেয়াল হওয়া। মনে জানা ক্রি. বি. অনুভব করা (মনে জানি সে আসবে)। মনে থাকা ক্রি. বি. স্মরণ থাকা। মনে দাগ কাটা ক্রি. বি. মনে প্রভাব বিস্তার করা স্মৃতিতে থেকে যাওয়া। মনে ধরা ক্রি. বি. পছন্দ হওয়া মনে পড়া ক্রি. বি. স্মরণ হওয়া। মনে পুষে রাখা ক্রি. বি. মনের মধ্যে (হিংসা, রাগ ইত্যাদি) গোপন রাখা। মনে-প্রাণে ক্রি-বিণ. একান্তভাবে, 'আন্তরিকভাবে। মনে মনে ক্রি-বিণ. নিজের মনের মধ্যে এবং অন্যের অজ্ঞাতে; কল্পনায়। মনে রাখা ক্রি. বি. স্মরণ রাখা। মনে হওয়া ক্রি. বি. 1 ধারণা হওয়া, অনুভব করা (মনে হয় বৃষ্টি হবে); 2 ইচ্ছা হওয়া (মনে হল, তাই চলে এলাম)। মনের আগুন (আল.) শোকদুঃখাদি থেকে উত্পন্ন মানসিক যন্ত্রনা বা ক্রোধ। মনের কালি, মনের ময়লা বিদ্বেষ; মনোমালিন্য (মনের কালি ঘুচিবে না)। মনের জোর মনোবল, আত্মবিশ্বাস। মনের ঝাল মিটানো ক্রি. বি. মনে পুষে রাখা রাগ প্রকাশ করা। মনের বিষ গোপন বিদ্বেষ, হিংসা। মনের মানুষ পছন্দসই লোক, প্রীতির পাত্র। মনের মিল সদ্ভার বা ঐক্য। 99)
মনঃ
(p. 676) manḥ (মনস্) বি. 1 মন; 2 (দর্শনে) সংকল্প বিকল্পাত্মক অন্তঃকরণবৃত্তি, অন্তরিন্দ্রিয়। [সং. √ মন্ + অস্]। ̃ .কল্পিত বিণ. মনগড়া। ̃ .কষ্ট, ̃.ক্ষোভ, মনো-দুঃখ, মনো-বেদনা বি. মনের দুঃখ বা যন্ত্রণা। ̃ .ক্ষুণ্ণ বিণ. দুঃখিত; নিরাশ; অসন্তুষ্ট। ̃ .পূত বিণ. পছন্দসই, মনোমতো। ̃ .সংযোগ বি. মনোযোগ, মনোনিবেশ। ̃ সমীক্ষণ বি. মানবমনের প্রকৃতি বিশ্লেষণ ও বিচারের আধুনিক বৈজ্ঞানিক প্রক্রিয়া, psycho-analysis (বি. প)। 101)
মানব
(p. 698) mānaba বি. মানুষ, নর, মনুষ্য। বিণ. 1 মনুসম্বন্ধীয়; 2 মনুপ্রণীত (মানব ধর্মশাস্ত্র)। [সং মনু + অ]। স্ত্রী. মানবী। ̃ .ক-মাণবক -এর অধিকতর প্রচলিত রূপ। ̃ .জমিন বি জমিরূপে কল্পিত মানুষ ('মানবজমিন রইল পতিত': রা. প্র)। ̃ তা, ̃ .ত্ব বি. মানুষের ধর্ম গুণ বা ভাব। ̃ .তা-বাদ বি 1 মানুষের সদগুণাবলির অনুশীলন; 2 মানুষের স্বাভাবিক গুণ বা ধর্মের প্রতি গুরুত্ব আরোপ। ̃ .ধর্ম বি. সর্বমানবের গুণ বা ধর্ম, সর্বমানবের আচরণীয় গুণাবলী। ̃ .লীলা বি. মানুষরূপে পৃথিবীতে জীবনযাপনকালে ক্রিয়াকলাপ। মানবলীলা সংবরণ করা ক্রি মারা যাওয়া। ̃ .প্রেমিক বি, মানুষকে যে ভালোবাসে। ̃ .সমাজ বি. পৃথিবীর মানুষ, সমগ্র মনুষজাতি। ̃ .হৃদয় বি. 1 মানুষের হৃদয়; 2 মনুষ্যত্বপূর্ণ অন্তঃকরণ; 3 মনুষ্যোচিত অনুভূতি। মানবাধি-কার বি মানুষ হিসাবে সম্মানের সঙ্গে ও নিরাপদে বাঁচার অধিকার। [সং মানব + অধিকার]। মানবিক বিণ. 1 মনুষ্যোচিত (মানবিক গুণাবলি); 2 মনুষ্যসুলভ; 3 মনুষ্যত্বপূর্ণ; 4 লোকহিতকর, humanitarian (মানবিকতার কারণে দয়াপ্রদর্শন)। বি. মানবিকতা (মানবিকতার বিকাশ)। মানবীয় বিণ. মানুষের পক্ষে স্বাভাবিক এমন (মানবীয় আদর্শ)। মানবোচিত বিণ. মানুষের পক্ষে উপযুক্ত। 17)
শিশু2
(p. 779) śiśu2 বি. 1 অতি অল্পবয়স্ক বা আট বত্সরের অনধিকরস্ক বালক বা বালিকা; 2 শাবক (ছাগশিশু)। বিণ. (বাং.) অতি অল্পবয়স্ক বা অল্পবয়স্কা (শিশুপুত্র, শিশুকন্যা)। [সং. √ শো + উ]। ̃ কাল বি. বাল্য, শৈশব। ̃ পালন বি. শিশুদের উপযুক্তভাবে বড়ো করে তোলা। ̃ প্রকৃতি, ̃ স্বভাব বিণ. শিশুসুলভ সরল স্বভাববিশিষ্ট। বি. শিশুর স্বভাব। ̃ রোগ বি. শিশুদের অসুখ। ̃ সাহিত্য বি. শিশুদের জন্য রচিত সাহিত্য। ̃ সুলভ বিণ. 1 শিশুতুল্য; 2 অপক্ববুদ্ধি, ছেলেমানুষি। ̃ হৃদয় বি. শিশুর মতো সরল হৃদয়। বিণ. শিশুর মতো সরল অন্তঃকরণবিশিষ্ট। 38)
হার্ট
(p. 867) hārṭa বি. 1 হৃত্পিণ্ড; 2 হৃদয়, অন্তঃকরণ (লোকটার হার্ট আছে)। [ইং. heart]। 41)
হৃত্
(p. 872) hṛt (-হৃদ্) বি. 1 হৃদয়; মন, অন্তঃকরণ; 2 বক্ষস্হল; বুকের ভিতরের অংশ। [সং.]। ̃ কমল বি. হৃদয়রূপ পদ্ম। ̃ কম্প বি. হৃত্পিণ়্ডের স্পন্দন; ভয়াদিজনিত হৃত্পিণ্ডের বৃদ্ধিপ্রাপ্ত স্পন্দনবেগ (দুঃসংবাদ শুনে হৃত্কম্প)। হৃদ্-গত বিণ. মনোগত (হৃদ্গত অভিলাষ)। ̃ পিণ্ড, হৃদ্-যন্ত্র বি. বুকের মধ্যে স্পন্দনশীল রক্তসঞ্চালক যন্ত্র, heart. হৃদ্-রোগ বি. বুকের ব্যাধি (হৃদ্রোগে আক্রান্ত)। ̃ স্পন্দন বি. হৃত্পিণ্ডের স্বাভাবিক গতি বা চলন। হৃদ্বোধ বি. ধারণা। 17)
হৃদয়
(p. 872) hṛdaẏa বি. 1 বক্ষস্হল; বুকের অভ্যন্তরভাগ; 2 মন, অন্তঃকরণ, চিত্ত। [সং. √ হৃ + অয়, দ্ আগম]। ̃ গত বিণ. মনোগত। ̃ গ্রাহী (-হিন্) বিণ. মনোরম, চিত্তাকর্ষক। ̃ ং-গম বিণ. মনে প্রবিষ্ট; বোধগম্য, উপলব্ধি করা হয়েছে এমন। ̃ জ বিণ. হৃদয় হতে উত্পন্ন বা হৃদয়ে জাত। ̃ বল্লভ বিণ. প্রাণপ্রিয়। বি. পতি; প্রণয়ী। ̃ বল্লভা বি. (স্ত্রী.) প্রাণপ্রিয়া; পত্নী; প্রণয়িনী। ̃ বান (-বত্) উদারচিত্ত, মহাপ্রাণ, মহানুভব; সহানুভূতিশীল। ̃ বিদারক বিণ. অত্যন্ত শোকজনক; মর্মভেদী। ̃ বৃত্তি বি. মনের ব্যাপার, চিত্তবৃত্তি। ̃ বেদনা, ̃ ব্যথা বি. মর্মযন্ত্রণা, মনঃকষ্ট। ̃ ভেদী (-দিন্) বিণ. অতীব দুঃখজনক, মর্মান্তিক, মর্মপীড়াদায়ক। ̃ শূন্য, ̃ হীন বিণ. নির্দয়, নির্মম। হৃদয়াবেগ বি. চিত্তের চঞ্চলতা বা উদ্দীপনা, emotion. হৃদয়ালু বিণ. হৃদয়বান, অত্যন্ত কোমলভাব প্রবণ। হৃদয়েশ বি. প্রাণেশ্বর; পতি; প্রণয়ী। 18)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577798
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185526
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785609
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026555
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901100
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848117
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708596
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620169

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us