Home
Bangla -
Unicode
Font
Bangla -
Normal
Font
Bangla -
SushreeMJ
Font
Bangla -
Newspaper
Font
Bangla -
Stylish
Font
Bangla -
Proshika
Font
Bangla -
Mixed
Font
Bangla -
Symbol
Font
Bangla -
Indian Bengali
Font
Bijoy
Lekhoni
Dictionary
Bangla to Bangla
Dictionary
Bangla to English
Dictionary
English to Bangla
মন1 এর বাংলা অর্থ
অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ। মন1 এর বাংলা অর্থ হলো -
(p. 676) mana1 বি. 1
চিত্ত
অন্তর
অন্তঃকরণ
(মনে
ব্যথা
পাওয়া,
মনে
লেগেছে);
2
বিবেচনা;
3
ধারণা,
বোধ (একথা আমার মনে হয় না); 4
স্মৃতি,
স্মরণ
(মনে নেই); 5
প্রবৃত্তি,
ইচ্ছা
(ময় চায় না); 6
মনোযোগ,
অভিনিবেশ
একাগ্রতা
(পড়ায়
মন নেই); 7
নিষ্টা,
আন্তরিকতা
(মন দিয়ে কাজ করা); 8
সংকল্প
(তীর্থে
যেতে মন
করেছি)।
[ সং.
মনস্]।
মন ওঠা ক্রি. বি. আশ বা আশা মেটা,
তৃপ্তি
হওয়া (এত
পেয়েও
মন উঠছে না?)।
মন করা ক্রি. বি.
সংকল্প
করা;
ইচ্ছা
করা।
মন
কাড়া
ক্রি. বি.
মুগ্ধ
বা
আকৃষ্ট
করা
(জিনিসটা
তার মন
কেড়েছে)।
মন
কেমন-করা
ক্রি. বি.
অস্হির
বা
ব্যাকুল
হওয়া।
মন
খারাপ
করা ক্রি. বি. মনে কষ্ট
পাওয়া,
দুঃখিত
হওয়া;
বিষণ্ণ
হওয়া।
মন খুলে বলা, মন খোলা ক্রি. বি.
অকপটে
মনের কথ্য বলা।
.খোলা
বিণ. সরল;
অকপট।
.গড়া
বিণ.
কাল্পনিক;
অবাস্তব;
অলীক
(মনগড়া
গল্প)।
.চোর,
̃.চোরা
বি. যে মনকে
মুগ্ধ
করে;
প্রেমিক।
মন জানা ক্রি. বি.
অন্যের
অন্তরের
কথা বা ভাব
জানতে
পারা।
মন
জোগানো
ক্রি. বি. মনের মতো করে কাজ করা বা
তদ্রূপ
কাজ করে খুশি করা।
মন টলা ক্রি. বি.
বিচলিত
হওয়া।
মন টানা ক্রি. বি.
আকৃষ্ট
করা।
মন
দেওয়া
ক্রি. বি. 1
মনোনিবেশ
করা,
মনোযোগ
দেওয়া;
2
ভালোবাসা
(এরই
মধ্যে
তাকে মন দিয়ে
ফেলেছ
?)।
মন থেকে
ক্রি-বিণ.
1
আন্তরিকভাবে
(মন থেকে
ভালোবাসি);
2
কল্পনাবলে
(মন থেকে গল্প
বানানো);
3
স্মৃতি
থেকে (মন থেকে বলো)।
মন
দেওয়া-নেওয়া
বি.
ভালোবাসাবাসি,
হৃদয়
বিনিময়,
পরস্পর
ভালোবাসার
বিনিমন।
.পবন বি.
মনোরূপ
প্রাণবায়ু।
.পছন্দ
বিণ,
মনোমতো,
মনঃপূত।
মন বসা, মন লাগা ক্রি. বি. ভালো
লাগা।
মন
ভোলানো
ক্রি. বি.
মুগ্ধ
করা।
মন মজা ক্রি. বি.
কোনোকিছু
ভালো
লাগলে
তাতে ডুবে
যাওয়া
বা তাই নিয়ে থাকা ('আমার মন
মজেছে
সেই গভীর':
রবীন্দ্র)।
.মরা বিণ.
বিষণ্ণ,
বিমর্ষ।
মন
মাতানো
ক্রি. বি.
আনন্দিত
করা বা
মুগ্ধ
করা মন মানা ক্রি. বি.
প্রবোধ
পাওয়া
('আমার মন মানে না':
রবীন্দ্র)।
মন রাখা ক্রি. বি.
অপরকে
খুশি করা (কারও মনে রেখে কথা বলে
না).রাখা
বিণ.
সন্তুষ্ট
করে এমন: খুশি করতে চায় এমন
(মনরাখা
কথা)।
মন লাগা ক্রি. বি.
উত্সাহ
পাওয়া;
ভালো লাগা (কাজে মন লাগে না)।
মন সরা ক্রি. বি.
ইচ্ছা
হওয়া,
প্রবৃত্তি
হওয়া; ভালো
লাগা।
মন হওয়া ক্রি. বি.
ইচ্ছা
হওয়া (যেতে মন হল)।
মনে করা ক্রি. বি. 1
স্মরণ
করা
(গানটা
মনে করতে
পারছি
না); 2 ধারণ করা, বোধ করা (মনে কোরো না আমি বোকা); 3
কল্পনা
করা ('মনে করো, যেন
বিদেশ
ঘুরে';
রবীন্দ্র)।
মনে জাগা ক্রি. বি.
স্মরণ
হওয়া, মনে উদিত হওয়া;
খেয়াল
হওয়া।
মনে জানা ক্রি. বি.
অনুভব
করা (মনে জানি সে
আসবে)।
মনে থাকা ক্রি. বি.
স্মরণ
থাকা।
মনে দাগ কাটা ক্রি. বি. মনে
প্রভাব
বিস্তার
করা
স্মৃতিতে
থেকে
যাওয়া।
মনে ধরা ক্রি. বি.
পছন্দ
হওয়া মনে পড়া ক্রি. বি.
স্মরণ
হওয়া।
মনে পুষে রাখা ক্রি. বি. মনের
মধ্যে
(হিংসা,
রাগ
ইত্যাদি)
গোপন
রাখা।
মনে-প্রাণে
ক্রি-বিণ.
একান্তভাবে,
'আন্তরিকভাবে।
মনে মনে
ক্রি-বিণ.
নিজের
মনের
মধ্যে
এবং
অন্যের
অজ্ঞাতে;
কল্পনায়।
মনে রাখা ক্রি. বি.
স্মরণ
রাখা।
মনে হওয়া ক্রি. বি. 1
ধারণা
হওয়া,
অনুভব
করা (মনে হয়
বৃষ্টি
হবে); 2
ইচ্ছা
হওয়া (মনে হল, তাই চলে
এলাম)।
মনের আগুন (আল.)
শোকদুঃখাদি
থেকে
উত্পন্ন
মানসিক
যন্ত্রনা
বা
ক্রোধ।
মনের কালি, মনের ময়লা
বিদ্বেষ;
মনোমালিন্য
(মনের কালি
ঘুচিবে
না)।
মনের জোর
মনোবল,
আত্মবিশ্বাস।
মনের ঝাল
মিটানো
ক্রি. বি. মনে পুষে রাখা রাগ
প্রকাশ
করা।
মনের বিষ গোপন
বিদ্বেষ,
হিংসা।
মনের
মানুষ
পছন্দসই
লোক,
প্রীতির
পাত্র।
মনের মিল
সদ্ভার
বা
ঐক্য।
99)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...
অ
আ
ই
ঈ
উ
ঊ
ঋ
এ
ঐ
ও
ঔ
ক
খ
গ
ঘ
চ
ছ
জ
ঝ
ট
ঠ
ড
ঢ
ত
থ
দ
ধ
ন
প
ফ
ব
ভ
ম
য
র
ল
শ
ষ
স
হ
ক্ষ
Write your word as a bangla and click to search button for the meaning of bangla.
মুচ-লেকা
(p. 710) muca-lēkā বি.
শর্তভঙ্গ
করলে
দণ্ডভোগ
করতে
হবেএই
মর্মে
লিখিত
অঙ্গীকারপত্র,
bond [তুর.
মুচল্কা]।
10)
মহার্ঘ মহার্ঘ ভাতা
(p. 688) mahārgha mahārgha bhātā দ্র মহা2। 65)
মন্হর
(p. 676) manhara বিণ. 1
অদ্রুত,
অত্বর,
ধীর;
চটপটে
বা
দ্রুত-র
বিপরীত
(মন্হর
গতি); 2
মন্দগামী
(মন্হরবায়);
3 অলস; 4 নত [সং. √ মন্হ + অর]। বি. ̃ .তা
মন্হরা
বিণ.
(স্ত্রী.)
মন্হর
-এর
স্ত্রীলিঙ্গ।
বি. 1
(রামা.)
দশরথপত্নী
কৈকেয়ীর
কুজ্বা
দাসী; 2 (আল.)
কুপরামর্শদাত্রী।
185)
মউনি
(p. 675) muni বি.
মন্হনদণ্ড
(ঘোল-মউনি)
[সং
মথনিকা]।
7)
মর্গ
(p. 685) marga বি.
শনাক্তকরণের
জন্য বা
ব্যবচ্ছেদের
জন্য শব
রাখার
ঘর,
মড়িঘর।
[ইং. morgue]। 49)
মোচক
(p. 718) mōcaka বিণ. আবরণ খুলে ফেলে এমন,
উদ্ঘাটক।
তু.
উন্মোচক।
[সং. √ মুচ্ + ণিচ্ + অক]। 9)
মুদ্রক
(p. 710) mudraka বিণ. বি. যে
মুদ্রণকার্য
করে,
মুদ্রকর,
যে
ছাপে।
[সং. √
মুদ্রি
+ অক]। 53)
মিহির
(p. 707) mihira বি.
সূর্য,
তপন। [সং. √ মিহ্ + ইর তু. ফার
মিহ্র
(=সূর্য)]।
̃ .কিরণ বি.
সূর্যের
কিরণ,
সূর্যের
আলো। 16)
মাদ্রাসা
(p. 692) mādrāsā বি.
উচ্চতর
মুসলমানি
বিদ্যালয়।
[ফা.
মাদ্রাসহ্]।
131)
ময়2
(p. 685) maẏa2 বি.
পৌরাণিক
দানব-শিল্পীবিশেষ,
যুধিষ্ঠিরের
সভাগৃহ
নির্মাণকারী
দানব-শিল্পীবিশেষ
[সং. √ ময় + অ] 11)
মেলানো2
(p. 717) mēlānō2 ক্রি 1 খোলা বা
খোলানো,
উন্মীলিত
করা বা
করানো;
2
প্রসারিত
করা বা
করানো,
বিছানো।
বি. বিণ. উক্ত সব
অর্থে।[মেলা4
দ্র]। 11)
মুন্ডু-মুণ্ড
(p. 712)
munḍu-muṇḍa
র কথ্য রূপ (তোর কথার
মাথামুন্ডু
কিছুই
বোঝা গেল না)
মুন্ডু
ঘুরে
যাওয়া
ক্রি. বি. ভয়ে
ভাবনায়
হতবুদ্ধি
হয়ে পড়া 2)
মুকি
(p. 707) muki বি. 1
অঙ্কুর;
2
কলাগাছের
নতুন চারা,
তেউড়।
[দেশী]।
29)
মাধু-করী
(p. 692) mādhu-karī বি 1
মধুকর
বা
মৌমাছি
যেমন ফুলে ফুলে মধু
সংগ্রহ
করে
তেমনি
দ্বারে
দ্বারে
ভিক্ষা;
2
মধুকর
বৃত্তি;
3
অন্তত
পাঁচটি
বিভিন্ন
গৃহ থেকে
সংগৃহীত
ভিক্ষা।
[সং
মধুকর
+ অ + ই]। 136)
মুণ্ডিত
(p. 710) muṇḍita বিণ.
মুণ্ডন
করা
হয়েছে
এমন
(মুণ্ডিতমস্তক)।[সং.
√
মুণ্ড্
+ ত]। ̃ .কেশ বিণ. মাথা
ন্যাড়া
করা
হয়েছে
এমন। 35)
মন্তব্য
(p. 676) mantabya বি. 1
অভিমত,
মতামত;
2 টীকা,
টিপ্পনী
(মন্তব্য
নিষ্প্রয়োজন)।
বিণ.
চিন্তনীয়,
বিবেচনীয়,
বিচার্য।
[সং. √ মন্ +
অব্য]।
175)
মটকা2
(p. 676) maṭakā2 ক্রি.
মটকানো,
দুমড়ানো
(গাছের
ডাল
মটকায়,
আঙ্গুল
মটকায়)।
[ধ্বন্যা.]
̃ .নো ক্রি. মট শব্দ করে
দুমড়ানো
(আঙ্গুল
মটাকানো,
ঘাড়
মটকানো)।
বিণ. বি. উক্ত
অর্থে।
37)
মোশন পিকচার
(p. 719) mōśana pikacāra বি.
চলচ্চিত্র,
সিনেমা।
[ইং. motion picture]। 34)
মোট2
(p. 718) mōṭa2 বি.
সমষ্টি।
বিণ.
সর্বসমেত
(মোট
হিসাব,
মোট
দশজন)।
[সং.
সমষ্টি]।
̃ .মাট
ক্রি-বিণ.
মোটামুটিভাবে,
একুনে,
সর্বসমেত
(মোটমাট
কতজন এল?)।
মোটা-মুটি
বিণ.
ক্রি-বিণ.
1
স্হূল
হিসাবে
(মোটামুটিভাবে,
একুনে,
সর্বসমেত
(মোটমাট
কতজন এল?)।
মোটা-মুটি
বিণ.
ক্রি-বিণ.
1
স্হূল
হিসাবে
(মোটামুটি
একমাস);
2
স্হূলভাবে
(মোটামুটি
জানি)।
মোটে
ক্রি-বিণ.
1
সাকল্যে,
একুনে,
মোট
হিসাবে;
2
সবেমাত্র
(মোটে তো এলাম); 3 আদৌ (মোটে
পড়াশুনা
করে না); 4 কেবল (মোটে
এতটুকু
?)।
মোটেই
ক্রি-বিণ.
একবারেই,
আদৌ,
একটুও
(মোটেই
ভালো নয়,
মোটেই
সত্যি
নয়)।
মোটের
উপর
ক্রি-বিণ.
স্হূলত,
সবকিছু
বিচার
করে
দেখলে
(মোটের
উপর
চলনসই)।
19)
মূলক1, মূলক2
(p. 714) mūlaka1, mūlaka2 দ্র. মূল। 4)
Rajon Shoily
Download
View Count : 2535106
SutonnyMJ
Download
View Count : 2140609
SolaimanLipi
Download
View Count : 1730914
Nikosh
Download
View Count : 943100
Amar Bangla
Download
View Count : 883639
Eid Mubarak
Download
View Count : 838515
Monalisha
Download
View Count : 696732
Bikram
Download
View Count : 603109
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us