Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মন1 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  মন1 এর বাংলা অর্থ হলো -

(p. 676) mana1 বি. 1 চিত্ত অন্তর অন্তঃকরণ (মনে ব্যথা পাওয়া, মনে লেগেছে); 2 বিবেচনা; 3 ধারণা, বোধ (একথা আমার মনে হয় না); 4 স্মৃতি, স্মরণ (মনে নেই); 5 প্রবৃত্তি, ইচ্ছা (ময় চায় না); 6 মনোযোগ, অভিনিবেশ একাগ্রতা (পড়ায় মন নেই); 7 নিষ্টা, আন্তরিকতা (মন দিয়ে কাজ করা); 8 সংকল্প (তীর্থে যেতে মন করেছি)।
[ সং. মনস্]।
মন ওঠা ক্রি. বি. আশ বা আশা মেটা, তৃপ্তি হওয়া (এত পেয়েও মন উঠছে না?)।
মন করা ক্রি. বি. সংকল্প করা; ইচ্ছা করা।
মন কাড়া ক্রি. বি. মুগ্ধ বা আকৃষ্ট করা (জিনিসটা তার মন কেড়েছে)।
মন কেমন-করা ক্রি. বি. অস্হির বা ব্যাকুল হওয়া।
মন খারাপ করা ক্রি. বি. মনে কষ্ট পাওয়া, দুঃখিত হওয়া; বিষণ্ণ হওয়া।
মন খুলে বলা, মন খোলা ক্রি. বি. অকপটে মনের কথ্য বলা।
.খোলা
বিণ. সরল; অকপট।
.গড়া
বিণ. কাল্পনিক; অবাস্তব; অলীক (মনগড়া গল্প)।
.চোর,
̃.চোরা বি. যে মনকে মুগ্ধ করে; প্রেমিক।
মন জানা ক্রি. বি. অন্যের অন্তরের কথা বা ভাব জানতে পারা।
মন জোগানো ক্রি. বি. মনের মতো করে কাজ করা বা তদ্রূপ কাজ করে খুশি করা।
মন টলা ক্রি. বি. বিচলিত হওয়া।
মন টানা ক্রি. বি. আকৃষ্ট করা।
মন দেওয়া ক্রি. বি. 1 মনোনিবেশ করা, মনোযোগ দেওয়া; 2 ভালোবাসা (এরই মধ্যে তাকে মন দিয়ে ফেলেছ ?)।
মন থেকে ক্রি-বিণ. 1 আন্তরিকভাবে (মন থেকে ভালোবাসি); 2 কল্পনাবলে (মন থেকে গল্প বানানো); 3 স্মৃতি থেকে (মন থেকে বলো)।
মন দেওয়া-নেওয়া বি. ভালোবাসাবাসি, হৃদয় বিনিময়, পরস্পর ভালোবাসার বিনিমন।
.পবন বি. মনোরূপ প্রাণবায়ু।
.পছন্দ
বিণ, মনোমতো, মনঃপূত।
মন বসা, মন লাগা ক্রি. বি. ভালো লাগা।
মন ভোলানো ক্রি. বি. মুগ্ধ করা।
মন মজা ক্রি. বি. কোনোকিছু ভালো লাগলে তাতে ডুবে যাওয়া বা তাই নিয়ে থাকা ('আমার মন মজেছে সেই গভীর': রবীন্দ্র)।
.মরা বিণ. বিষণ্ণ, বিমর্ষ।
মন মাতানো ক্রি. বি. আনন্দিত করা বা মুগ্ধ করা মন মানা ক্রি. বি. প্রবোধ পাওয়া ('আমার মন মানে না': রবীন্দ্র)।
মন রাখা ক্রি. বি. অপরকে খুশি করা (কারও মনে রেখে কথা বলে না).রাখা বিণ. সন্তুষ্ট করে এমন: খুশি করতে চায় এমন (মনরাখা কথা)।
মন লাগা ক্রি. বি. উত্সাহ পাওয়া; ভালো লাগা (কাজে মন লাগে না)।
মন সরা ক্রি. বি. ইচ্ছা হওয়া, প্রবৃত্তি হওয়া; ভালো লাগা।
মন হওয়া ক্রি. বি. ইচ্ছা হওয়া (যেতে মন হল)।
মনে করা ক্রি. বি. 1 স্মরণ করা (গানটা মনে করতে পারছি না); 2 ধারণ করা, বোধ করা (মনে কোরো না আমি বোকা); 3 কল্পনা করা ('মনে করো, যেন বিদেশ ঘুরে'; রবীন্দ্র)।
মনে জাগা ক্রি. বি. স্মরণ হওয়া, মনে উদিত হওয়া; খেয়াল হওয়া।
মনে জানা ক্রি. বি. অনুভব করা (মনে জানি সে আসবে)।
মনে থাকা ক্রি. বি. স্মরণ থাকা।
মনে দাগ কাটা ক্রি. বি. মনে প্রভাব বিস্তার করা স্মৃতিতে থেকে যাওয়া।
মনে ধরা ক্রি. বি. পছন্দ হওয়া মনে পড়া ক্রি. বি. স্মরণ হওয়া।
মনে পুষে রাখা ক্রি. বি. মনের মধ্যে (হিংসা, রাগ ইত্যাদি) গোপন রাখা।
মনে-প্রাণে ক্রি-বিণ. একান্তভাবে, 'আন্তরিকভাবে।
মনে মনে ক্রি-বিণ. নিজের মনের মধ্যে এবং অন্যের অজ্ঞাতে; কল্পনায়।
মনে রাখা ক্রি. বি. স্মরণ রাখা।
মনে হওয়া ক্রি. বি. 1 ধারণা হওয়া, অনুভব করা (মনে হয় বৃষ্টি হবে); 2 ইচ্ছা হওয়া (মনে হল, তাই চলে এলাম)।
মনের আগুন (আল.) শোকদুঃখাদি থেকে উত্পন্ন মানসিক যন্ত্রনা বা ক্রোধ।
মনের কালি, মনের ময়লা বিদ্বেষ; মনোমালিন্য (মনের কালি ঘুচিবে না)।
মনের জোর মনোবল, আত্মবিশ্বাস।
মনের ঝাল মিটানো ক্রি. বি. মনে পুষে রাখা রাগ প্রকাশ করা।
মনের বিষ গোপন বিদ্বেষ, হিংসা।
মনের মানুষ পছন্দসই লোক, প্রীতির পাত্র।
মনের মিল সদ্ভার বা ঐক্য।
99)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


মাদ্রাসা
ম্যাচ2
(p. 721) myāca2 বি. দিয়াশলাই। [ইং. matches, matchbox]। 13)
মাজা1
(p. 692) mājā1 বি. কোমর, কটি দেহের মধ্যভাগ, পিঠ ও নিতম্বের মধ্যবর্তী ভাগ। [প্রাকৃ. মজ্ঝ]। 67)
মোল্লা
মাফলার
মিনসে
মহন্ত, মহান্ত, মোহন্ত
মুকতি
(p. 707) mukati বি. মুক্তি -র কোমল রূপ। 26)
মক-বরা
মুচড়ানো, মোচড়ানো
(p. 710) mucaḍ়ānō, mōcaḍ়ānō ক্রি. বি. (দড়ি দেহ প্রভৃতি) বারবার পাক দেওয়া, মোচড় দেওয়া (হতটা ধরে মুচড়ে দিয়েছে)। বিণ. উক্ত অর্থে। [বাং. মুচড়-তু. সং. মুচুটী]। 8)
মুন্ডি2
(p. 710) munḍi2 বি. মুন্ডু, মাথা (টাকা পাবি না তোর মুন্ডি পাবি)। বিণ. মুণ্ডযুক্ত (নেড়ামুন্ডি) [সং. মুণ্ড]।
মাদি
ম্যাদা
মলা1
(p. 687) malā1 (কাব্যেআঞ্চ.)বি. 1 মল, ময়লা; 2 মালিন্য (মনের মলা) [সং. মল + বাং. অ]। 21)
মন্দানিল
(p. 676) mandānila বি. ধীরে প্রবাহিত বায়ু, মৃদু বাতাস। ('সুন্দর বহে আনন্দ-মন্দানিল': রবীন্দ্র) [সং. মন্দ (ধীর) + অনিল] 194)
মোটা
(p. 718) mōṭā বিণ. 1 মাংসল, মেদবহুল (মোটা শরীর); 2 স্হূল, পুরু (মোটা কাপড়); 3 সরু বা মিহির বিপরীত (মোটা চাল); 4 ভারী (মোটা গলা); 5 ভোঁতা (মোটা বুদ্ধি); 6 অনেক, অধিক (মোটা লাভ, মোটা মাইনে, মোটা টাকা); 7 সহজ, সাধারণ (মোটা হিসাব); 8 নিপুণতাহীন, অসূক্ষ্ম (মোটা কাজ)।[দেশি]। ̃ নো ক্রি. বি. মোটা হওয়া, স্হূলাঙ্গ হওয়া (সে খুব মুটিয়েছে)। ̃ .মাথা বিণ. নির্বোধ, স্হূলবুদ্ধি। ̃ .সোটা বিণ. হৃষ্টপুষ্ট। 22)
মায়
(p. 700) māẏa অব্য. 1 সমেত, সহ (জমিজিরেত মায় ঘরবাড়ি পর্যন্ত গেছে); 2 এমনকী (মায় জলটুকুও খেতে দিল না)। [আ. ম এ]। 10)
মাসী, মাসীমা
(p. 703) māsī, māsīmā যথাক্রমে মাসি ও মাসিমা -র বর্জি. বানান। 33)
মাইক
(p. 692) māika বি. ধ্বনি-বিবর্ধক যন্ত্রবিশেষ। [ইং. microphone]। 23)
মনো-বৃত্তি
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577525
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185204
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785274
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1025936
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901004
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848077
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708493
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 619856

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us