Home
Bangla -
Unicode
Font
Bangla -
Normal
Font
Bangla -
SushreeMJ
Font
Bangla -
Newspaper
Font
Bangla -
Stylish
Font
Bangla -
Proshika
Font
Bangla -
Mixed
Font
Bangla -
Symbol
Font
Bangla -
Indian Bengali
Font
Bijoy
Lekhoni
Dictionary
Bangla to Bangla
Dictionary
Bangla to English
Dictionary
English to Bangla
মন1 এর বাংলা অর্থ
অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ। মন1 এর বাংলা অর্থ হলো -
(p. 676) mana1 বি. 1
চিত্ত
অন্তর
অন্তঃকরণ
(মনে
ব্যথা
পাওয়া,
মনে
লেগেছে);
2
বিবেচনা;
3
ধারণা,
বোধ (একথা আমার মনে হয় না); 4
স্মৃতি,
স্মরণ
(মনে নেই); 5
প্রবৃত্তি,
ইচ্ছা
(ময় চায় না); 6
মনোযোগ,
অভিনিবেশ
একাগ্রতা
(পড়ায়
মন নেই); 7
নিষ্টা,
আন্তরিকতা
(মন দিয়ে কাজ করা); 8
সংকল্প
(তীর্থে
যেতে মন
করেছি)।
[ সং.
মনস্]।
মন ওঠা ক্রি. বি. আশ বা আশা মেটা,
তৃপ্তি
হওয়া (এত
পেয়েও
মন উঠছে না?)।
মন করা ক্রি. বি.
সংকল্প
করা;
ইচ্ছা
করা।
মন
কাড়া
ক্রি. বি.
মুগ্ধ
বা
আকৃষ্ট
করা
(জিনিসটা
তার মন
কেড়েছে)।
মন
কেমন-করা
ক্রি. বি.
অস্হির
বা
ব্যাকুল
হওয়া।
মন
খারাপ
করা ক্রি. বি. মনে কষ্ট
পাওয়া,
দুঃখিত
হওয়া;
বিষণ্ণ
হওয়া।
মন খুলে বলা, মন খোলা ক্রি. বি.
অকপটে
মনের কথ্য বলা।
.খোলা
বিণ. সরল;
অকপট।
.গড়া
বিণ.
কাল্পনিক;
অবাস্তব;
অলীক
(মনগড়া
গল্প)।
.চোর,
̃.চোরা
বি. যে মনকে
মুগ্ধ
করে;
প্রেমিক।
মন জানা ক্রি. বি.
অন্যের
অন্তরের
কথা বা ভাব
জানতে
পারা।
মন
জোগানো
ক্রি. বি. মনের মতো করে কাজ করা বা
তদ্রূপ
কাজ করে খুশি করা।
মন টলা ক্রি. বি.
বিচলিত
হওয়া।
মন টানা ক্রি. বি.
আকৃষ্ট
করা।
মন
দেওয়া
ক্রি. বি. 1
মনোনিবেশ
করা,
মনোযোগ
দেওয়া;
2
ভালোবাসা
(এরই
মধ্যে
তাকে মন দিয়ে
ফেলেছ
?)।
মন থেকে
ক্রি-বিণ.
1
আন্তরিকভাবে
(মন থেকে
ভালোবাসি);
2
কল্পনাবলে
(মন থেকে গল্প
বানানো);
3
স্মৃতি
থেকে (মন থেকে বলো)।
মন
দেওয়া-নেওয়া
বি.
ভালোবাসাবাসি,
হৃদয়
বিনিময়,
পরস্পর
ভালোবাসার
বিনিমন।
.পবন বি.
মনোরূপ
প্রাণবায়ু।
.পছন্দ
বিণ,
মনোমতো,
মনঃপূত।
মন বসা, মন লাগা ক্রি. বি. ভালো
লাগা।
মন
ভোলানো
ক্রি. বি.
মুগ্ধ
করা।
মন মজা ক্রি. বি.
কোনোকিছু
ভালো
লাগলে
তাতে ডুবে
যাওয়া
বা তাই নিয়ে থাকা ('আমার মন
মজেছে
সেই গভীর':
রবীন্দ্র)।
.মরা বিণ.
বিষণ্ণ,
বিমর্ষ।
মন
মাতানো
ক্রি. বি.
আনন্দিত
করা বা
মুগ্ধ
করা মন মানা ক্রি. বি.
প্রবোধ
পাওয়া
('আমার মন মানে না':
রবীন্দ্র)।
মন রাখা ক্রি. বি.
অপরকে
খুশি করা (কারও মনে রেখে কথা বলে
না).রাখা
বিণ.
সন্তুষ্ট
করে এমন: খুশি করতে চায় এমন
(মনরাখা
কথা)।
মন লাগা ক্রি. বি.
উত্সাহ
পাওয়া;
ভালো লাগা (কাজে মন লাগে না)।
মন সরা ক্রি. বি.
ইচ্ছা
হওয়া,
প্রবৃত্তি
হওয়া; ভালো
লাগা।
মন হওয়া ক্রি. বি.
ইচ্ছা
হওয়া (যেতে মন হল)।
মনে করা ক্রি. বি. 1
স্মরণ
করা
(গানটা
মনে করতে
পারছি
না); 2 ধারণ করা, বোধ করা (মনে কোরো না আমি বোকা); 3
কল্পনা
করা ('মনে করো, যেন
বিদেশ
ঘুরে';
রবীন্দ্র)।
মনে জাগা ক্রি. বি.
স্মরণ
হওয়া, মনে উদিত হওয়া;
খেয়াল
হওয়া।
মনে জানা ক্রি. বি.
অনুভব
করা (মনে জানি সে
আসবে)।
মনে থাকা ক্রি. বি.
স্মরণ
থাকা।
মনে দাগ কাটা ক্রি. বি. মনে
প্রভাব
বিস্তার
করা
স্মৃতিতে
থেকে
যাওয়া।
মনে ধরা ক্রি. বি.
পছন্দ
হওয়া মনে পড়া ক্রি. বি.
স্মরণ
হওয়া।
মনে পুষে রাখা ক্রি. বি. মনের
মধ্যে
(হিংসা,
রাগ
ইত্যাদি)
গোপন
রাখা।
মনে-প্রাণে
ক্রি-বিণ.
একান্তভাবে,
'আন্তরিকভাবে।
মনে মনে
ক্রি-বিণ.
নিজের
মনের
মধ্যে
এবং
অন্যের
অজ্ঞাতে;
কল্পনায়।
মনে রাখা ক্রি. বি.
স্মরণ
রাখা।
মনে হওয়া ক্রি. বি. 1
ধারণা
হওয়া,
অনুভব
করা (মনে হয়
বৃষ্টি
হবে); 2
ইচ্ছা
হওয়া (মনে হল, তাই চলে
এলাম)।
মনের আগুন (আল.)
শোকদুঃখাদি
থেকে
উত্পন্ন
মানসিক
যন্ত্রনা
বা
ক্রোধ।
মনের কালি, মনের ময়লা
বিদ্বেষ;
মনোমালিন্য
(মনের কালি
ঘুচিবে
না)।
মনের জোর
মনোবল,
আত্মবিশ্বাস।
মনের ঝাল
মিটানো
ক্রি. বি. মনে পুষে রাখা রাগ
প্রকাশ
করা।
মনের বিষ গোপন
বিদ্বেষ,
হিংসা।
মনের
মানুষ
পছন্দসই
লোক,
প্রীতির
পাত্র।
মনের মিল
সদ্ভার
বা
ঐক্য।
99)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...
অ
আ
ই
ঈ
উ
ঊ
ঋ
এ
ঐ
ও
ঔ
ক
খ
গ
ঘ
চ
ছ
জ
ঝ
ট
ঠ
ড
ঢ
ত
থ
দ
ধ
ন
প
ফ
ব
ভ
ম
য
র
ল
শ
ষ
স
হ
ক্ষ
Write your word as a bangla and click to search button for the meaning of bangla.
ম়জ-দুর
(p. 676) m়ja-dura বি. মজুর,
শ্রমিক।
[ফা.
মজ্দূর]।
মজ-দুরি
বি. 1
শ্রমিক
বা
মজুরের
কাজ বা
বৃত্তি;
2
মজুরের
মতো আচরণ বা ভাব ('ভালো নয়, ভালো নয় নকল সে
শৌখিন
মজদুরি':
প্রেমেন্দ্র)।
12)
মাগি
(p. 692) māgi বি. (অশি.
অবজ্ঞায়)
1
প্রাপ্তবয়স্কা
নারী (ওই
মাগিটা
আমার
এখানে
এসেছে
কেন?); 2
বেশ্যা।
[বাং. মাগ + ই]। ̃
.বাড়ি
বি.
বেশ্যালয়।
56)
মন্ত্রপূত, মন্ত্রবল, মন্ত্রমুগ্ধ, মন্ত্রশক্তি, মন্ত্রসিদ্ধ
(p. 676) mantrapūta, mantrabala, mantramugdha, mantraśakti, mantrasiddha দ্র
মন্ত্র।
180)
মেটা, মেটানো
(p. 716) mēṭā, mēṭānō
যথাক্রমে
মিটা ও
মিটানো
-র চলিত রূপ। 2)
মেরা-মত
(p. 716) mērā-mata বি.
জীর্ণসংস্কার
(বাড়ি
মেরামত,
রাস্তা
মেরামত)।
[আ.
মরাম্মত্]।
মেরা-মতি
বি.
মেরামতের
কা়জ।
বিণ. 1
মেরামতসম্বন্ধীয়;
2
মেরামত
করা
হয়েছে
বা হবে এমন
(মেরামতি
কাজ)। 38)
মুর
(p. 712) mura বি.
উত্তর-পশ্চিম
আফ্রিকার
কৃষ্ণকায়
মুসলমান
জাতিবিশেষ।
[ইং. Moor]। 11)
মিচকে
(p. 704) micakē বিণ.
প্রকাশ্য
আচরণে
বোঝা না
গেলেও
তলে তলে
দুষ্ট,
মিটমিটে
(ও একটা
মিচকে
বদমাশ)।
[দেশি.]।
বি. ̃. মি 18)
ময়াল
(p. 685) maẏāla বি. খুব বড়ো
কিন্তু
প্রায়
নির্বিষ
সাপবিশেষ,
python.
[প্রাকৃ.
মহাআল
সং
মহাকাল]।
20)
মরণ
(p. 685) maraṇa বি.
মৃত্যু,
জীবনের
অবসান
(মরণদশা,
জনমে-মরণে)।
[সং. √ মৃ + অন]। মরণ আর কি
লজ্জা,
সস্নেহ
তিরস্কার
প্রভৃতিসূচক
উক্তিবিশেষ
(আমি
ওখানে
যাব? মরণ আর কি !) ̃
.কামড়
বি.
নিজের
মৃত্যু
বা চরম
বিপর্যয়
সন্নিকট
বুঝে
প্রতিহিংসা
গ্রহণের
জন্য শেষ ও
কঠিনতম
প্রত্যাঘাত।
̃ .দশা বি
মৃত্যুর
তুল্য
অবস্হা।
̃
.ধর্মা,
̃
.ধর্মী
বিণ যার
সর্বনাশ
অবশ্যম্ভাবী।
̃ .পণ বিণ.
মৃত্যু
না হওয়া
পর্যন্ত
চেষ্টা
চালিয়ে
যাবে এমন
প্রতিজ্ঞাযুক্ত
(মরণপণ
সংগ্রাম)।
̃ .পাখা বি. 1
পিঁপড়ে
প্রভৃতি
পতঙ্গের
আগুনে
পুড়ে
মৃত্যুর
আগে যে পাখা গজায়; 2 (আল.)
সর্বনাশকর
দম্ভ যা
শক্তিমত্ততা।
̃ .বাড় বি. যে ভীষণ দর্প বা
অতিশয্য
পতনের
কারণ হয়। ̃ .শীল বিণ.
নশ্বর।
বি. ̃
.শীলতা।
মরণাপন্ন,
মরণোন্মুখ
বিণ.
মূমূর্ষু।
মরণাশৌচ
বি.
জ্ঞাতির
মৃত্যুহেতু
অশৌচ।
মরণোত্তর
বিণ.
মৃত্যুর
পরবর্তী
(মরণোত্তর
সম্মান)।
তু. ইং posthumous 28)
মেহ-গনি, মেহ-গিনি
(p. 717) mēha-gani, mēha-gini বি. অতি
মূল্যবান
কাঠবিশেষ
বা তার গাছ। [ইং. mahogany]। 21)
মনো-বৃত্তি
(p. 676) manō-bṛtti বি. 1
চিন্তা
স্মৃতি
সংকল্প
প্রভৃতি
মানসিক
ক্রিয়া;
2 মনের ভাব,
চিন্তাবৃত্তি
(নীচ
মনোবৃত্তি,
উদার
মনোবৃত্তি)।
[সং. মনস্ +
বৃত্তি]।
152)
মুকররি, মুকাবিলা
(p. 707) mukarari, mukābilā
যথাক্রমে
মোকররি
ও
মোকাবিলা-র
অপেক্ষাকৃত
অল্প-প্রচলিত
রুপভেদ।
28)
মাগুর
(p. 692) māgura বি.
শিঙ্গীজাতীয়
জিওলমাছবিশেষ।
[সং.
মদ্গুর]।
57)
মিতাক্ষরা
(p. 705) mitākṣarā বি.
বিজ্ঞানেশ্বর-রচিত
যাজ্ঞবল্ক্য-সংহিতার
টীকা।
[সং. মিত
অক্ষর
আ]। 6)
মঞ্চ
(p. 676) mañca বি. 1 মাচা, টং; 2 বেদী,
প্ল্যাটফর্ম
(রঙ্গমঞ্চ,
বক্তৃতার
মঞ্চ)।
[সং √
মঞ্চ্
+ অ]। ̃
.সজ্জা
বি
নাটকের
মঞ্চ বা
স্টেজের
সাজসজ্জা।
̃ .স্হ বিণ.
অভিনীত;
অভিনয়ের
জন্য
স্টেজে
উপস্হাপিত
(তাঁর নতুন
নাটকটি
এখনও
মঞ্চস্হ
হয়নি)।
23)
ম্রিয়মাণ
(p. 721) mriẏamāṇa বি. 1 (সং.)
মরণাপন্ন;
2 (বাং.) কাতর,
বিষাদগ্রস্ত
('সংকটের
কল্পনাতে
হোয়ো না
ম্রিয়মাণ':
রবীন্দ্র)।
[সং. √ মৃ + মান
(শানচ্)]।
29)
মসে-মইসা
(p. 688) masē-misā ও
মইসে-র
কথ্য রূপ। 30)
মিউ, মিউ-মিউ
(p. 704) miu, miu-miu বি.
বিড়াল
বা
বিড়ালছানার
ডাক।
[ধ্বন্যা.]।
12)
মাগধ
(p. 692) māgadha বিণ.
মগধদেশীয়।
বি
স্তুতিপাঠক,
বন্দনাগায়ক।
[সং. মগধ + অ]।
মাগধি
বি.
প্রাচীন
ভারতের
মৌখিক
ভাষাবিশেষ-এই
ভাষা
প্রাচ্য
হিন্দি
ও
বাংলার
মূলস্হানীয়
প্রাকৃতবিশেষ।
বিণ.
(স্ত্রী.)
1
মগধদেশীয়া;
2
স্তুতিগায়িকা।
অর্ধ-মাগধি
বি.
প্রধানত
জৈন
ধর্মগ্রন্হে
ব্যবহৃত
প্রাকৃত-ভাষাবিশেষ
যা
মাগধী
প্রাকৃত
ও
মহারাষ্ট্রী
প্রাকৃত
ভাষার
মিশ্রণে
জাত। 52)
মানে
(p. 699) mānē বি. 1 অর্থ,
তাত্পর্য
(শব্দের
মানে, কথার মানে); 2
উদ্দেশ্য,
হেতু
(চাকরি
ছাড়ার
মানে কী?)। [আ.
মানি]।
মানে বই
যে-বইয়ে
শব্দের
অর্থ
ব্যখ্যা
করা হয়,
অর্থপুস্তক,
বোধিনী।
15)
Rajon Shoily
Download
View Count : 2614722
SutonnyMJ
Download
View Count : 2227926
SolaimanLipi
Download
View Count : 1839846
Nikosh
Download
View Count : 1098907
Amar Bangla
Download
View Count : 916357
Eid Mubarak
Download
View Count : 856854
Monalisha
Download
View Count : 719470
NikoshBAN
Download
View Count : 649148
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us