Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অন্ধকারের দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অন্ধ-কার
(p. 34) andha-kāra বি. 1 আলোর অবাব; তমঃ, তিমির; 2 অজ্ঞতা (মনের অন্ধকার)। বিণ. অন্ধকারময় (অন্ধকার ঘর)। [সং. অন্ধ + √ কৃ + অ]। অন্ধকার দেখা ক্রি. বি. বিপদে দিগ্বিদিক জ্ঞান লোপ পাওয়া। অন্ধকারে ঢিল্ মারা কোনো বিষয়ে নিশ্চিত জ্ঞান না থাকায় আন্দাজে সেই বিষয়ে মন্তব্য করা (যদি লেগে যায় এই আশার)। অন্ধকারে থাকা ক্রি. বি. কোনো বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ থাকা। অন্ধকারে হাতড়ানো ক্রি. বি. 1 চোখে দেখতে না পাওয়ায় হাতের স্পর্শ দিয়ে অনুমান করা; 2 কোনো বিষয়ে স্হির জ্ঞান না থাকায় আন্দাজে আলোচনা করা বা অনুমান করা। 42)
অভি-সার
(p. 50) abhi-sāra বি. (সংস্কৃত সাহিত্যে) পরস্পরের সঙ্গে মিলিত হওয়ার জন্য নায়ক-নায়িকার কোনো নির্দিষ্ট স্হানে যাওয়া; প্রিয়মিলনের জন্য দুঃখকষ্ট বরণ; (আল.) কোনো গুপ্ত উদ্দেশ্যে গোপন অভিযান (রাতের অন্ধকারে অভিসারে বেরল)। [সং. অভি + √ সৃ + অ]। ̃ ক, অভি-সারী (-রিন্) বিণ. বি. যে অভিসার করে; যে এগিয়ে যায় বা অগ্রসর হয় (পর্বতাভিসারী)। স্ত্রী. অভি-সারিকা, অভি-সারিণী। 138)
আলো
(p. 106) ālō বি. 1 আলোক (আলেয়ার আলো, প্রদীপের আলো); 2 প্রদীপ, দীপ (একটা আলো নিয়ে এসো)। [সং. আলোক]। আলো করা ক্রি-বি. আলোকিত বা উদ্ভাসিত করা; উজ্জ্বল করা, মহিমান্বিত করা (পরিবারের মুখ আলো করেছে)। আলো-আঁধারি বি. 1 আলোক ও অন্ধকারের মিশ্রণ; 2 খানিকটা বোঝা যায় এবং খানিকটা বোঝা যায় না এমন ভাষায় বা ভাবে বর্ণনা বা চিত্রণ। ̃ ছায়া বি. আঁকা ছবিতে যুগপত্ আলোক ও অন্ধকারের বা স্পষ্টতা ও অস্পষ্টতার মিশ্রণ, chiaroscuro. আলো-আঁধারি। আলোয়-আলোয় ক্রি-বিণ. 1 দিনের আলো থাকতে থাকতে (আলোয়-আলোয় বাড়ি ফিরতে হবে); 2 (আল.) সুদিন থাকতে থাকতে। 58)
কালো
(p. 188) kālō বিণ. 1 কৃষ্ণবর্ণ, অন্ধকারের রং (কালো চুল); 2 ময়লা, মলিন (জামাকাপড় কালো হয়েছে); 3 বিষণ্ণ, গোমড়া (মুখ কালো করা)। [ সং. কাল3]। ̃ টাকা বি. বেআইনিভাবে আয় করা টাকা; হিসাববহির্ভূত টাকা। ̃ বাজার বি. সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জিনিস বিক্রয়ের বাজার; নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জিনিস কেনা-বেচা। ̃ বাজারি বি. কালোবাজারে জিনিস বিক্রির কাজ। 21)
গোঙানো2
(p. 256) gōṅānō2 ক্রি. বি. গোঁ গোঁ শব্দ করা বা ওই শব্দযোগে কাঁদা। গোঙানি বি. গোঁ গোঁ শব্দে কান্না (অন্ধকারে গোঙানি শুনে এগোতে লাগলাম)। 61)
ঘুট-ঘুট
(p. 269) ghuṭa-ghuṭa অব্য. ঘোর কৃষ্ণবর্ণের বা অন্ধকারের ভাবপ্রকাশক (অন্ধকার ঘুটঘুট করছে)। [দেশি]। ঘুট-ঘুটে বিণ.গাঢ়, ঘোর কালোরঙের (ঘুটঘুটে আঁধার)। 25)
ঘোর
(p. 272) ghōra বিণ-বিণ. বিণ. 1 ভয়ংকর, নিদারুণ (ঘোর বিপদ); 2 অত্যন্ত (ঘোর-নাস্তিক, ঘোর বৈষ্ণব) ; 3 উত্কট (ঘোর মাতাল); 4 দুর্গম ('এ কী এ ঘোর বন': রবীন্দ্র); 5 গাঢ়, গভীর (ঘোর নিদ্রা, ঘোর অন্ধকার)। বি. 1 জড়তা (ঘুমের ঘোর) ; 2 আবেশ (নেশার ঘোর এখনও কাটেনি); 3 অন্ধকার (সন্ধ্যার ঘোর); 4 মোহ (চোখের ঘোর)। [সং. √ঘুর্ + অ]। স্ত্রী. ঘোরা ('ঘোরা রজনী দিকললনা ভয়বিভলা': রবীন্দ্র)। ঘোর ঘোর বি. অন্ধকারের ভাব (চারিদিকে ঘোর ঘোর হয়ে আসছে)। ̃ পেঁচ, ̃ প্যাঁচ, ̃ ফের বি. 1 জটিলতা; 2 কুটিল অভিসন্ধি। ̃ তর বিণ. 1 অত্যন্ত ভয়ংকর, নিদারুণ (ঘোরতর নাস্তিক, ঘোরতর যুদ্ধ হল); 2 দুইয়ের মধ্যে বেশি ঘোর। ̃ দর্শন বিণ. বিকটাকার; দেখলে ভয় লাগে এমন (ঘোরদর্শন মূর্তি)। 15)
টুয়ানো
(p. 346) ṭuẏānō ক্রি. 1 (আঞ্চ.) অন্ধকারে বা আন্দাজে হাতড়ে হাতড়ে চলা বা ঠাহর করা; 2 লেলিয়ে দেওয়া, পিছনে লাগিয়ে দেওয়া (ছেলের দলকে আমার পিছনে টুইয়ে দিয়েছে)। [দেশি]। 24)
ঠাহর, ঠাওর
(p. 350) ṭhāhara, ṭhāōra বি. 1 নিরীক্ষণ, মনোযোগ দিয়ে নজর (ঠাহর করে দেখা, প্রথমটায় তাকে ঠাহরই করিনি); 2 উপলব্ধি (অন্ধকারে ঠিকমতো ঠাহর হচ্ছে না); 3 নির্ধারণ, নির্ণয়। [প্রাকৃ. ঠাবর সং. স্হবর তু. হি. ঠহরা]। ঠাওরানো ক্রি. 1 চেয়ে দেখা; 2 ভালো করে দেখা; 3 নির্ধারণ করা, উপলব্ধি করা (আমাকে বোকা ঠাউরেছে)। বি. উক্ত সব অর্থে। 32)
ঢিল1
(p. 361) ḍhila1 বি. মাটি পাথর ইট প্রভৃতির ছোট টুকরো বা ডেলা (ঢিল ছোড়া)। [দেশি]। অন্ধকারে (আন্দাজে) ঢিল ছোড়া ক্রি. বি. (আল.) কার্যসিদ্ধি হলেও হতে পারে এই আশায় অনিশ্চিয়তা সত্ত্বেও কিছু করা; সঠিক না জেনে না বুঝে কোনো কাজ করা বা কোনো কথা বলা। ঢিল মারলে পাটকেল খেতে হয়, ঢিলের বদলে পাটকেল আঘাতের উত্তরে আরও বড় প্রত্যাঘাত আসে। এক ঢিলে দুই পাখি মারা এক উদ্দেশ্য সিদ্ধ করতে গিয়ে অন্য উদ্দেশ্যও সিদ্ধ করা; এক চেষ্টায় দুই কাজ সম্পন্ন করা। 13)
তমসাচ্ছন্ন, তমসাবৃত
(p. 367) tamasācchanna, tamasābṛta বিণ. অন্ধকারে ঢাকা. অন্ধকারে ছেয়ে রয়েছে এমন (তমসাচ্ছন্ন রাত্রি)। [সং. তমসা + আচ্ছন্ন, আবৃত]। 70)
তাক1
(p. 373) tāka1 বি. 1 লক্ষ্য, টিপ, তাগ, নিশানা (তিরধনুক নিয়ে তাক করা); 2 আন্দাজ, অনুমান (অন্ধকারে তাক করা); 3 আক্রমণের উদ্দেশ্যে প্রস্তুতি (টিকটিকিটা পোকাটার দিকে তাক করে আছে); 4 বিহ্বলতা, হতবুদ্ধিভাব (বিস্ময়ে তাক লাগা)। [সং. তর্ক]। তাকে তাকে থাকা ক্রি. সুযোগের অপেক্ষায় থাকা, তক্কেতক্কে থাকা। বি. উক্ত অর্থে। 15)
তিমির
(p. 375) timira বি. 1 অন্ধকার ('তিমিরময় নিবিড় নিশা': রবীন্দ্র; ঘোর তিমিরে); 2 চোখের রোগবিশেষ, যাতে দৃষ্টিশক্তি ক্ষীণ হয় বা লোপ পায়, ছানি। বিণ. অন্ধকার, অন্ধকারময় ('ছুটিল তিমির রাত্রি': রবীন্দ্র; 'তিমির রাত্রি, অন্ধ যাত্রী': রবীন্দ্র)। [সং. √ তিম্ + ইর]। তিমিরাব-গুণ্ঠিত বিণ. অন্ধকাররূপ ঘোমটায় আচ্ছাদিত; ঘন অন্ধকারে আবৃত। 136)
ধ্বাস্ত
(p. 442) dhbāsta বি. অন্ধকার। [সং. √ ধ্বন্ + ত]। ধ্বান্তারি বি. (অন্ধকারের শত্রু অর্থাত্ অন্ধকার দূরকারী) সূর্য। 7)
ফস-ফরাস
(p. 562) phasa-pharāsa বি. সহজে জ্বলে ওঠে এবং অন্ধকারে দীপ্তিমান হয় এমন মৌলিক পদার্থবিশেষ। [ইং. phosphorus]। 24)
বর্ষণ
(p. 580) barṣaṇa বি. 1 বৃষ্টিপাত, বৃষ্টি, ধারাপতন (অকালবর্ষণ); 2 অকাতরে দান (উপদেশবর্ষণ, অনুগ্রহবর্ষণ); 3 উপর থেকে নীচে ছড়িয়ে দেওয়া। [সং. √ বৃষ্ + অন]। ̃ মন্দ্রিত বিণ. বৃষ্টির শব্দে মুখর ('বর্ষণমন্দ্রিত অন্ধকারে': রবীন্দ্র)। বর্ষণোন্মুখ বিণ. বৃষ্টির উপক্রম হয়েছে এমন। 133)
বাজন
(p. 595) bājana বি. 1 বাদ্য, বাজনা, বাদ্যধ্বনি। বিণ. বাজে এমন ('বাজন নূপুর পায়': গো. দা.)। [বাজা দ্র]। ̃ দার বি. পেশাদার বাদক ('বাজনদার একা ভিজে যাচ্ছে অন্ধকারে': শ. ঘো.)। 11)
মরীচি
(p. 685) marīci বি. 1 সপ্তর্ষিমণ্ডলের অন্যতম নক্ষত্র; 2 ব্রহ্মার মানসপুত্র; 3 কিরণ, রশ্মি (তপনমরীচি)। [সং. √ মৃ (অন্ধকারের মৃত্যু অর্থে) + ঈচি]। ̃ .মালী (-লিন্) বি. সূর্য। 42)
সারাত্-সার
(p. 830) sārāt-sāra বি. সারের সার, শ্রেষ্ঠ অংশ ('অন্ধকারের সারাত্সার অনন্ত মৃত্যুর মত মিশে থাকে': জী. দা.; বক্তব্যের সারাত্সার)। [সং. সারাত্ (সার শব্দের 5মী বিভক্তি) + সার]। 26)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614709
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227919
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839814
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098883
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916352
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856846
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719464
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649142

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us