Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সারাত্-সার এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  সারাত্-সার এর বাংলা অর্থ হলো -

(p. 830) sārāt-sāra বি. সারের সার, শ্রেষ্ঠ অংশ ('অন্ধকারের সারাত্সার অনন্ত মৃত্যুর মত মিশে থাকে': জী. দা.; বক্তব্যের সারাত্সার)।
[সং. সারাত্ (সার শব্দের 5মী বিভক্তি) + সার]।
26)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


সধবা
(p. 803) sadhabā বি. যে নারীর পতি জীবিত আছে, এয়োস্ত্রী। [সং. সহ + ধব + আ]। 37)
স্তূপ
স্তোতা
(p. 846) stōtā (-তৃ) বিণ. বি. স্তবকারী, স্তুতিকারী। [সং. √ স্তু + তৃ]। 92)
স্বীয়
সন্তরণ
(p. 803) santaraṇa বি. সাঁতার। [সং. সম্ + তরণ]। ̃ দক্ষ, ̃ পটু বিণ. সাঁতারে পটু; সাঁতারু। ̃ বিদ বি. বিণ. সাঁতারে দক্ষ, সাঁতারু; সাঁতার বিষয়ে অভিজ্ঞ। 51)
সব্রীড়
(p. 808) sabrīḍ় বিণ. ব্রীড়াযুক্ত, সলজ্জ। [সং. সহ + ব্রীড়া]। 34)
সার্ষপ
(p. 831) sārṣapa বিণ. 1 সর্ষপসম্বন্ধীয়; 2 সরিষা থেকে উত্পন্ন। [সং. সর্ষপ + অ]। 22)
সর-পরদা, সর-ফরদা
(p. 817) sara-paradā, sara-pharadā বি. সংগীতের রাগবিশেষ। [তু. ফা. সরপর্দা]। 22)
স্বধা
(p. 852) sbadhā অব্য. বি. প্রধানত পিতৃপুরুষের উদ্দেশে প্রদত্ত জল পিণ্ড বা তার মন্ত্র। [সং. √ স্বদ্ + আ]। 16)
সুক্রিয়া
(p. 838) sukriẏā দ্র সু। 4)
সক্ত
সারাই
(p. 830) sārāi বি. মেরামত (ছাতা সারাই করা); সংশোধন। [সারা3 দ্র]। 24)
সমুত্-কণ্ঠা
সভ্য
(p. 808) sabhya বি. সভা বা সংঘের সদস্য। বিণ. 1 ভদ্র (সভ্য আচরণ, সভ্য জগত্); 2 শিষ্ট, মার্জিত, সুরুচিসম্পন্ন। [সং. সভা + য]। স্ত্রী. সভ্যা। ̃ তা বি. 1 ভদ্র আচরণ; 2 মার্জিত রুচি, মন ও প্রবৃত্তির উত্কর্ষ এবং তদনুযায়ী জীবনযাপন প্রণালী। ̃ তাভি-মানী (-নিন্) বিণ. ভদ্র ও মার্জিত বলে গর্বকারী। স্ত্রী. ̃ তাভি-মানিনী। ̃ পদ বি. কোনো সংস্হা প্রতিষ্ঠান বা দলের সদস্যতা। ̃ ভব্য বিণ. শিষ্টভদ্র। ̃ সমাজ বি. সমাজের শিষ্টমার্জিতরুচি সম্প্রদায়। 39)
সাধ্য
(p. 823) sādhya বিণ. 1 সাধনীয়, সাধনযোগ্য (ব্যয়সাধ্য চিকিত্সা); 2 ক্ষমতার আয়ত্ত (সকল বিদ্যাই শিক্ষাসাধ্য); 3 যা করা সম্ভব, সম্পাদ্য (অনায়াসসাধ্য); 5 (বিরল) যার নিবারণ বা প্রতিকারসাধন সম্ভবপর (সাধ্য রোগ); 6 প্রতিপাদ্য; 7 যা প্রমাণ করতে হয়। বি. 1 সাধনার বস্তু ('প্রভু কহে, পড় শ্লোক সাধ্যের নির্ণয়': চৈ. চ.); 2 (ন্যায়.) অনুমানদ্বারা নিরূপণীয় বিষয়; 3 (বাং.) ক্ষমতা, শক্তি (এমন সাধ্য কার আছে?); 4 সামর্থ্য (সাধ্যানুসারে, সাধ্যের বাইরে)। [সং. সাধ্ + য]। ̃ তা বি. সাধনযোগ্যতা। ̃ পক্ষে, ̃ মতো, সাধ্যানুযায়ী, সাধ্যানু-রূপ ক্রি-বিণ. যাথাসাধ্য, ক্ষমতানুসারে। ̃ বহির্ভূত, সাধ্যাতিরিক্ত, সাধ্যাতীত বিণ. অসাধ্য, করতে পারা যায় না এমন। ̃ সাধনা বি. সাধাসাধি। 83)
সঙ্কট, সঙ্কর, সঙ্কর্ষণ, সঙ্কলন, সঙ্কল্প, সঙ্কাশ, সঙ্কীর্ণ, সঙ্কীর্তন, সঙ্কুচিত, সঙ্কুল, সঙ্কুলান, সঙ্কেত, সঙ্কোচ
(p. 796) saṅkaṭa, saṅkara, saṅkarṣaṇa, saṅkalana, saṅkalpa, saṅkāśa, saṅkīrṇa, saṅkīrtana, saṅkucita, saṅkula, saṅkulāna, saṅkēta, saṅkōca যথাক্রমে সংকট, সংকর, সংকর্ষণ, সংকলন, সংকল্প, সংকাশ, সংকীর্ণ, সংকীর্তন, সংকুচিত, সংকুল, সংকুলান, সংকেতসংকোচ -এর বানানভেদ। 90)
সহসা
(p. 820) sahasā অব্য. ক্রি-বিণ. হঠাত্, অকস্মাত্ (সহসা আক্রান্ত)। [সং. সহ + √ সো + আ]। 44)
সংশ্রূত
(p. 796) saṃśrūta বিণ. সম্যক শ্রুত, ভালোভাবে শোনা হয়েছে এমন। [সং. সম্ + শ্রূত]। 15)
সন্ধিত্সা
(p. 805) sandhitsā বি. সন্ধান করবার ইচ্ছা। [সং. সম্ + √ ধা + সন্ + অ + আ]। সন্ধিত্সু বিণ. সন্ধিস্হাপন বা সন্ধান করতে ইচ্ছুক। 14)
সব
(p. 806) saba বিণ. সমস্ত, সকল (সব মানুষই মরণশীল, সব কথা শোনা যায় না)। সর্ব. বি. 1 সকল লোক বা বিষয় বা বস্তু (সবে মিলে যাও, সব জানি); 2 সমস্ত সম্পদ (সব হারানো)। [সং. সর্ব]। ̃ কিছু সর্ব. সমস্ত বিষয় বা বস্তু (নিজের সবকিছু নিয়ে গেছে)। ̃ চিন বিণ. সবাইকে চেনে এমন। ̃ জান্তা (ব্যঙ্গে) বিণ. সবকিছু জানে এমন, সর্বজ্ঞ (কী এমন সবজান্তা হয়েছ?)। ̃ টা সর্ব. সমস্ত অংশ (সবটা তুমি একাই খেয়ো না)। ̃ রকম বি. সর্ব. সমস্তরকম (সবরকমই দেখেছি)। বিণ. সমস্ত রকমের (সবরকম খেলাই হবে)। ̃ সুদ্ধ বিণ. ক্রি-বিণ. মোট, সবসমেত (সবসুদ্ধ পাঁচশো লোক খাবে)। সবাই, (ঝোঁকযুক্ত) সব্বাই সর্ব. সকলেই; প্রত্যেকেই (সবাই এসেছে, সব্বাই যাবে)। সবা-কার, সবার বিণ. সকলের ('আমার ভাণ্ডার আছে ভ'রে তোমা সবাকার ঘরে ঘরে': রবীন্দ্র', 'যেথায় থাকে সবার আপন দীনের হতে দীন': রবীন্দ্র)। সবারে সর্ব. (রে বিভক্তি) (কাব্যে) সকলকে ('সবারে আমি প্রণাম করে যাই': রবীন্দ্র)। সবে সর্ব. সকলে ('সবে মিলি করি কাজ')।
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535137
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140622
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730935
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943125
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883641
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838516
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696734
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603110

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us