Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অন্বিত] দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-মান1
(p. 698) -māna1 (বর্ত. বর্জি.) মান্ 'যুক্ত' বা 'অন্বিত' অর্থে তদ্বিত প্রত্যয়বিশেষ (বুদ্ধিমান, ধীমান); যে শব্দের অন্তে বা উপান্তে অ আ অথবা ম আছে এবং যেসব শব্দের অন্ত ঙ ঞ ণ ও ন ভিন্ন অন্য বর্গীয় বর্ণ আছে তাদের পরে -মান স্হানে -বান হয় (বিদ্বান)। স্ত্রী -মতী (বুদ্ধিমতী)। 6)
অনন্বিত
(p. 22) ananbita বিণ. অন্বিত নয় এমন; অসংলগ্ন; সম্বদ্ধ বা সম্পর্কযুক্ত নয় এমন। [সং. ন+অন্বিত]। 16)
অনুবন্ধ
(p. 29) anubandha বি. 1 অবতারণা; আরম্ভ ('মনমথ পাঠ মহল অনুবন্ধ': বিদ্যা.) 2 সংকল্প; 3 অভিলাষ ('মাতাল মধুকর পীবইতে করু অনুবন্ধে': গো. দা.) 4 সম্বন্ধ; 5 পারম্পর্য, correlation; 6 প্রসঙ্গ; 7 উপলক্ষ্য; 8 (ব্যাক.) কল্পিত বর্ণ যা 'ইত্' হয় অর্থাত্ বাদ যায় (যেমন, ঘঞ্-প্রত্যয়ের ঘ্ ও ঞ্)। [সং. অনু + বন্ধ্ + অ]। অনুবন্ধী (-ন্ধিন্) বিম. 1 সম্বন্ধীয়, সম্পর্কিত; 2 অন্বিত; 3 অবিচ্ছিন্ন; 4 (জ্যামি.) অনুবর্তী conjugate (বি. প.); 5 অনুবর্তী ফলস্বরূপ আগত, consequential (স. প.); 6 পারম্পর্যযুক্ত, সুসম্বদ্ধ, relevant. 17)
অন্বিত
(p. 34) anbita বিণ. যুক্ত, সম্পন্ন (গুণান্বিত); প্রত্যেক পদের পরস্পর সম্বন্ধবিশিষ্ট (অন্বিত বাক্য)। [সং. অনু + √ ই + ত]। 48)
অন্বিষ্ট
(p. 34) anbiṣṭa বিণ. খোঁজা হচ্ছে এমন। বি. 1 লক্ষ্য ('আমারও অন্বিষ্ট তাই': বিষ্ণু); 2 অন্বেষিত বিষয়। [সং. অনু + √ ইষ্ + ত]। 49)
অন্বয়
(p. 34) anbaẏa বি. 1 এক পদের সঙ্গে অন্য পদের সম্বন্ধ; 2 সম্বন্ধযুক্ত পদগুলির বাক্যে ব্যবহারের ক্রম, syntactic order; 3 অনুবৃত্তি, ধারা; 4 বংশ; গোত্র; 5 মিল, agreement. [সং. অনু + √ ই + অ]। অন্বয়ী (-য়িন্) বিণ. অন্বয়যুক্ত, সম্বন্ধযুক্ত, অন্বিত। 46)
আসত্তি
(p. 108) āsatti বি. 1 মিলন; 2 নৈকট্য; 3 লাভ; 4 (ব্যাক.) পরস্পর অন্বিত পদসমূহের সন্নিহিত অবস্হান। [সং. আ + √ সদ্ + তি]। 50)
কম্পান্বিত
(p. 164) kampānbita বিণ. 1 কাঁপছে এমন, কম্পিত; 2 বিচলিত। [সং. কম্প + অন্বিত]। বিণ. (স্ত্রী.) কম্পান্বিতা। 64)
করা
(p. 167) karā ক্রি. 1 কিছু সম্পাদন বা সাধন করা (কাজ করা, রান্না করা, ঝগড়া করা); 2 উত্পাদন বা সৃষ্টি করা (আগুন করা); 3 নির্মাণ করা, তৈরি করা (বাড়ি করা); 4 প্রয়োগ করা, খাটানো (জোর করা); 5 নিক্ষেপ করা, ছোড়া (গুলি করা); 6 যুক্ত হওয়া, অন্বিত হওয়া (রাগ করা, স্নেহ করা); 7 চালনা করা, সঞ্চালন করা (পাখা করা); 8 বিশেষ কোনো স্হানে যাওয়া বা তত্সংক্রান্ত কাজ করা (তীর্থ করা, বাজার করা); 9 ভাড়া করা (গাড়ি করে যাওয়া); 1 নিয়মিতভাবে হাজির হওয়া বা যাতায়াত করা(আপিস করা); 11 নির্বাহ করা (সংসার করা); 12 স্হাপন করা, প্রতিষ্ঠা করা (হাসপাতাল করা, স্কুল করা); 13 উপার্জন বা সঞ্চয় করা (টাকা করা); 14 পরিণত বা রূপান্তরিত করা (ইংরেজি করা, গদা করা); 15 বিছানো, পেতে দেওয়া (বিছানা করা); 16 পেশা হিসাবে নেওয়া (ব্যাবসা করা, ডাক্তারি করা, ওকালতি করা); 17 ঘটা, হওয়া (অসুখ করা, পাশ করা, ফেল করা); 18 রাঁধা (ভাত করা, তরকারি করা); 19 সঞ্চারিত হওয়া, জমে ওঠা (মেঘ করা); 2 বিখ্যাত হওয়া (সে বেশ নাম করেছে); 21 উল্লেখ করা (তিনি প্রায়ই তোমার নাম করেন)। বিণ. করেছে এমন (ঘর আলো-করা ছেলে); কৃত, সম্পাদিত (করা অঙ্ক)। বি.ক্রিয়ার সমস্ত অর্থে, সম্পাদন, করণ ইত্যাদি। [বাং, √ কর্ (সং. √ কৃ) + আ]। 25)
কর্তৃ-কারক
(p. 169) kartṛ-kāraka বি. (ব্যাক.) ক্রিয়ার সঙ্গে অন্বিত কর্তৃপদ, nominative case. [সং. কর্তৃ + কারক]। 10)
গুণান্বিত
(p. 250) guṇānbita বিণ. গুণসম্পন্ন (সর্বগুণে গুণান্বিত). [সং. গুণ + অন্বিত]। 76)
ত্বরান্বিত
(p. 387) tbarānbita বিণ. 1 দ্রুত বা দ্রুততর করা হয়েছে এমন; ত্বরিত; 2 শীঘ্র, ক্ষিপ্র। [সং. ত্বরা + অন্বিত]। 63)
দীপান্বিতা
(p. 408) dīpānbitā বি. (স্ত্রী.) 1 দেওয়ালি উত্সব; 2 কার্তিকী অমাবস্যা-যেদিন রাত্রে বাঙালিরা কালীপুজো এবং অবাঙালিরা গৃহে আলোকসজ্জা করে। বিণ. (স্ত্রী.) আলোকযুক্তা (দীপান্বিতা নগরী)। [সং. দীপ + অন্বিত + আ. (স্ত্রী.)]। 60)
বলান্বিত
(p. 580) balānbita বিণ. 1 শক্তিমান, শক্তিশালী; 2 সৈন্যবিশিষ্ট; সৈন্যসমন্বিত। [সং. বল3 + অন্বিত]। 178)
বাতান্বিত
(p. 596) bātānbita বিণ. 1 বায়ুপূর্ণ; 2 বায়ূর দ্বারা পূর্ণ হয়েছে এমন, aerated (বি.প.)। [সং. বাত2 + অন্বিত]. 42)
বান1
(p. 599) bāna1 (-বত্) বিণ. যুক্ত অন্বিত প্রভৃতি অর্থবাচক তদ্ধিত প্রত্যয়বিশেষ (বেগবান, ফলবান, ভগবান)। স্ত্রী. ̃ বতী (বেগবতী, ফলবতী)। 9)
যুক্ত
(p. 726) yukta বিণ. 1 সংলগ্ন, একত্র, মিলিত ('যুক্ত কর হে সবার সঙ্গে': রবীন্দ্র); 2 অন্বিত, বিশিষ্ট, সম্পন্ন (শ্রীযুক্ত, ক্রোধযুক্ত); 3 রত, নিয়োজিত, ব্যাপৃত (ঘানিতে যুক্ত, কর্মে যুক্ত); 4 উপযুক্ত, সমন্বিত (যুক্তিযুক্ত); 5 পরিমিত (যুক্ত আহার); 6 যোগরত; 7 (গণি.) সংকলিত, যোগ করা হয়েছে এমন। [সং. √ যুজ্ + ত]। স্ত্রী. যুক্তা। ̃ .কর বিণ. কৃতাঞ্জলি, জোড়হাত। বি. জোড় করা হাত। ̃ .প্রদেশ বি. উত্তরপ্রদেশের বর্তমানে বর্জিত পূর্বনাম। ̃ .বেণি বি. গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর সংগম, ত্রিবেণি। ̃ .রাজ্য বি. গ্রেটবিটেন ও উত্তর আয়ারল্যাণ্ড। ̃ .রাষ্ট্র বি. আমেরিকা যুক্তরাষ্ট্র। যুক্তাক্ষর বি. সংযুক্ত বর্ণ, একত্রে লিখিত ও উচ্চারিত একাধিক ব্যঞ্জনবর্ণ, যেমন ক্ত, চ্ছ। 49)
রাগান্বিত
(p. 738) rāgānbita বিণ. 1 অনুরাগযুক্ত; 2 (বাং.) ক্রোধযুক্ত, ক্রুদ্ধ। [সং. রাগ + অন্বিত]। 43)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534970
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140505
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730730
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942937
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883594
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838496
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696683
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603089

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us