Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অপ্রয়োগ। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অচালন
(p. 8) acālana বি. 1 না সরানো, না নাড়ানো, স্হানান্তর না করা; 2 অপ্রয়োগ। [সং. ন+চালন]। অচালনীয়, অচাল্য বিণ. চালনার বা স্হানান্তরের অর্থাত্ সরানোর অযোগ্য। 63)
অজাগল-স্তন
(p. 8) ajāgala-stana বি. ছাগীর গলায় ছোট স্তনের মতো মাংসপিণ্ড। বিণ. অজাগলস্তনের মতো অপ্রয়োজনীয়; অন্যাবশক। [সং. অজা+গলস্তন]। 109)
অপ্রয়োগ
(p. 42) apraẏōga বি. প্রয়োগ বা ব্যবহারের অভাব, অব্যবহার; অপ্রচলন। [সং. ন + প্রয়োগ]। 25)
অপ্রয়োজন
(p. 42) apraẏōjana বি. প্রয়োজনের অভাব, প্রয়োজনহীনতা। [সং. ন + প্রয়োজন]। অপ্রয়োজনীয় বিণ. কাজে লাগে না এমন, প্রয়োজনীয় নয় এমন, অনাবশ্যক, অদরকারি। অপ্রয়োজনীয়তা বি. কাজে না লাগা, প্রয়োজনের অভাব। 26)
আগড়ম-বাগ়ড়ম
(p. 82) āgaḍ়ma-bāg়ḍ়ma বি. অর্থহীন অপ্রয়োজনীয় বা অসংলগ্ন কথা (আগড়ম-বাগড়ম বকছে)। [হি. আওড়ম্ - বওড়ম]। 39)
আগমন
(p. 82) āgamana বি. এসে উপস্হিত হওয়া, আসা। [সং. আ + √ গম্ + অন]। আগমনি বি. শিবপত্নী ও হিমালয়কন্যা উমার পিত্রালয়ে আগমনবিষয়ক গান; দুর্গাপূজার আগে উমার আগমন নিয়ে যে গান গাওয়া হয়। বিণ. আগমনসংক্রান্ত। [সং. আগমন + বাং. ই (ঈ অপ্রয়োজনীয়)]। 46)
এমনি2
(p. 148) ēmani2 (উচ্চা. এম্নি) ক্রি-বিণ. অকারণে, বিনা কারণে, অপ্রয়োজনে (এমনি এসেছি)। এমনি এমনি ক্রি-বিণ. অপ্রয়োজনে, শুধু শুধু। [এমনই দ্র]। 21)
খই
(p. 221) khi বি. ধান ভেজে প্রস্তুত মুড়িজাতীয় খাদ্যবিশেষ, লাজ। [সং. খদিকা]। ̃ চালা বি. ভাজা খই থেকে তুষ ও অন্যান্য অপ্রয়োজনীয় জিনিস বার করে দেবার চালনি। ̃ চুর বি. চিনির রসে পাক দেওয়া মিষ্টান্নবিশেষ। ̃ ঢেকুর বি. চোঁয়া ঢেকুর। ̃ য়া, ̃ য়ে বিণ. খইয়ের মতো আকার বা রংবিশিষ্ট (খইয়ে গোখরো)। (মুখে) খই ফোটা অনবরত বকবক করা, অনর্গল কথা বলা (ছেলেটার মুখে যেন খই ফুটছে)। 4)
ছাঁটা
(p. 303) chān̐ṭā ক্রি. 1 অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলা বা কেটে ছোট করা (গাছ ছাঁটা, চুল ছাঁটা); 2 কাঁড়ানো (চাল ছাঁটা); 3 বাদ দেওয়া (দল থেকে ছেঁটে দেওয়া); 4 অগ্রাহ্য করা, উপেক্ষা করা (মনের দুঃখ ছেঁটে ফেলা)। বি. বিণ. উক্ত সব অর্থে। [হি. √ ছাঁট-তু. সং. √ শাতি (শাতন বা ছেদন করা)]। ̃ ই বি. 1 কর্তন; 2 বাদ দেওয়া; 3 অমান্য বা অগ্রাহ্য করা; 4 বর্জন; 5 বরখাস্ত করা, ব্যয় সংকোচের জন্য কারখানা ইত্যাদি থেকে কর্মচারীর সংখ্যা হ্রাস করা; 6 ছেঁটে বাদ দেওয়া। ̃ নো ক্রি. অন্যের দ্বারা ছাঁটাই করা (ছেলেটার চুল ছাঁটিয়ে আনতে যাব)। বি. বিণ. উক্ত অর্থে। 17)
নাড়া2
(p. 454) nāḍ়ā2 বি. ধান কাটার পর ধানগাছের যে অপ্রয়োজনীয় অংশ জমির মধ্যে থেকে যায়, ধানের গোড়া; খড়-বিচালি। [বাং. তু. সং. নাল]। ̃ বুনে বিণ. বি. 1 নাড়া অর্থাত্ খড়ের বনের লোক; চাষা; 2 (আল.) মূর্খ, অজ্ঞ, অরসিক। ̃ মাঠ বি. যে মাঠে ধান কেটে নেবার পর কেবল নাড়া প়ড়ে আছে ('পোড়ো-জমি-খড় নাড়া মাঠের ফাটল': জী. দা)। যত ছিল নাড়াবুনে হল সব কেত্তুনে যত সব অরসিক তারাই কর্তৃত্ব বা প্রাধান্য পেয়েছে। 5)
নিষ্প্রয়োজন
(p. 475) niṣpraẏōjana বিণ. অনাবশ্যক, অদরকারি, নিরর্থক। বি. (বাং.) অদরকার, অপ্রয়োজন। [সং. নির্ + প্রয়োজন]। 37)
বাহুল্য
(p. 605) bāhulya বি. 1 আধিক্য, প্রয়োজন বা পরিমিতির তুলনায় বেশি হওয়া, বহুলতা, আতিশয্য, প্রাচুর্য (বলা বাহুল্য; মেদবাহুল্য); 2 বাড়াবাড়ি, অপ্রয়োজনীয় আধিক্য (ব্যয়বাহুল্য)। [সং. বহুল + য]। ̃ বর্জন বি. আতিশয্য বা বাড়াবাড়ি এড়িয়ে চলা। ̃ বর্জিত বিণ. আতিশয্য বা বাড়াবাড়ি বর্জন করা হয়েছে এমন, অনাড়ম্বর। ̃ হীন বিণ. অনাড়ম্বর। 54)
ভেরেন্ডা
(p. 670) bhērēnḍā বি. এরণ্ড বা রেড়িগাছ। [ সং. এরণ্ড]। ভেরেন্ডা ভাজা ক্রি. বি. (আল.) বাজে কাজে বা অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করা; কিছু আয় না করে ঘুরে বেড়ানো। 40)
লটর-পটর
(p. 755) laṭara-paṭara বি. 1 নানান অপ্রয়োজনীয় জিনিসপত্র; 2 (সচ.) নারীসঙ্গ-ঘটিত নিন্দনীয় ব্যাপার।[দেশি]। 15)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577691
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185378
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785431
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026281
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901060
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848099
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708551
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620044

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us