Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ভেরেন্ডা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ভেরেন্ডা এর বাংলা অর্থ হলো -

(p. 670) bhērēnḍā বি. এরণ্ড বা রেড়িগাছ।
[ সং. এরণ্ড]।
ভেরেন্ডা ভাজা ক্রি. বি. (আল.) বাজে কাজে বা অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করা; কিছু আয় না করে ঘুরে বেড়ানো।
40)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ভাটি1
(p. 661) bhāṭi1 বি. 1 ইট পোড়াবার চুল্লি; 2 ধোপার কাপড় সিদ্ধ করবার বড়ো মাটির গামলার মতো পাত্র; 3 মদ চোয়াবার পাত্র বা স্হান (মদের ভাটি)। [তু. হি. ভট্টি সং. ভ্রষ্ট]। ̃ .খানা বি. যেখানে দেশি মদ চোয়ানো বা চোলাই করা হয়। 21)
ভঁইসা, ভঁয়সা
(p. 655) bham̐isā, bham̐ẏasā বিণ. 1 মোষের দুধ দিয়ে তৈরি (ভঁয়সা ঘি); 2 মোষে-টানা (ভঁইসা গাড়ি)। [হি. ভঁইস সং. মহিষ]। 4)
ভীষ্ম
ভাট
ভারী1
(p. 664) bhārī1 বিণ. 1 বেশি ওজনবিশিষ্ট, গুরুভার (ভারী বস্তা, ভারী ব্যাগ); 2 কঠিন, দায়িত্বপূর্ণ (ভারী কাজের দায়িত্ব); 3 সংখ্যায় বেশি (দলে ভারী); 4 খুব, খুব বেশি (ভারী চালাক, ভারী কষ্ট); 5 অপ্রসন্ন, গম্ভীর (মুখ ভারী)। [সং. ভার + ইন্]। 14)
ভাতা2
(p. 661) bhātā2 ক্রি. 1 দীপ্তি পাওয়া, শোভা পাওয়া ('নবীন গরিমা ভাতিবে আবার তোর': দ্বি. রা); 2 উদিত হওয়া, প্রকাশ পাওয়া। [সং. √ ভা]। 34)
ভাও
(p. 659) bhāō বি. 1 দাম, দর (ভাও কত?); 2 ভাব, হালচাল। [হি. সং. ভাব]। 18)
ভূত
(p. 668) bhūta বি. 1 শিবের অনুচর দেবযোনিবিশেষ (ভূতনাথ); 2 অশরীরী প্রেত বা পিশাচ (ভূতের ভয়); 3 জীব, প্রাণী (সর্বভূতে দয়া); 4 ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুসমূহের মূল উপাদান (পঞ্চভূত)। বিণ. 1 অতীত (ভূতপূর্ব মন্ত্রী); 2 ঘটিত, পরিণত (দ্রবীভূত, বাষ্পীভূত); 3 বিদ্যমান, রয়েছে এমন (অন্তর্ভূত)। [সং. √ ভূ + ত]। ̃ .কাল বি. অতীত কাল। ̃ .গ্রস্ত বিণ. ভূতপ্রেতের দ্বারা আক্রান্ত বা আবিষ্ট। ̃ .চতুর্দশী বি. কার্তিক মাসের কৃষ্ণাচতুর্দশী তিথি। ̃ .ধাত্রী, ̃ .ধারিণী বি. পৃথিবী। ̃ .নাথ বি. শিব। ̃ .পূর্ব বিণ. প্রাক্তন, আগেকার। ̃ .প্রেত বি. প্রেতযোনিসমূহ ̃ .বলি, ̃ .যজ্ঞ বি. প্রাণীদের অন্নদান করার শাস্ত্রানুমত কর্তব্য। ̃ .ভাবন বি. জীবের সৃষ্টিকর্তা বা পালক শিব। ̃ .ময় বিণ. পঞ্চভূতের দ্বারা গঠিত। ̃ .যোনি বি. 1 প্রেতজন্ম; 2 ভূতপ্রেত। ̃ .শুদ্ধি বি. পূজাদি করে পাঞ্চভৌতিক দেহের সংস্কার। ভূতাত্মা বি. দেহী, প্রাণী; জীবাত্মা। ভূতাবিষ্ট বিণ. ভূতগ্রস্ত। ভূতাবেশ বি. ভূতের আক্রমণ; ভূতগ্রস্ত অবস্হা। ভূতেশ বি. শিব, ভূতনাথ। 26)
ভাবিক
ভন-ভনিয়ে
ভাতা1
(p. 661) bhātā1 বি. 1 অতিরিক্ত বেতন, বেতনের সঙ্গে দেয় অতিরিক্ত অর্থ (দুর্মূল্য ভাতা); 2 বৃত্তি। [ সং. ভৃতি]। 33)
ভবপার, ভবপারাবার, ভববন্ধন, ভবভয়, ভবভার, ভবযন্ত্রণা, ভবলীলা
(p. 655) bhabapāra, bhabapārābāra, bhababandhana, bhababhaẏa, bhababhāra, bhabayantraṇā, bhabalīlā দ্র ভব। 58)
ভজ্য-মান
(p. 655) bhajya-māna বিণ. 1 উপাসিত হচ্ছে এমন, সেব্যমান; 2 বিভাজিত বা বিভক্ত হচ্ছে এমন। [সং. ভজ্ + শানচ্]। 28)
ভেলা1
ভৈল
(p. 670) bhaila ক্রি. (ব্রজ.) ভেল, হল। [ সং. √ ভূ]। 57)
ভার্যা
(p. 664) bhāryā বি. পত্নী, স্ত্রী। [সং. √ ভৃ + য + আ]। 19)
ভাষা
(p. 664) bhāṣā বি. 1 মানুষ মনের ভাব বোঝাতে মুখ দিয়ে যে অর্থপূর্ণ শব্দাবলি প্রকাশ করে; 2 আকারে-ইঙ্গিতে বা অঙ্গভঙ্গির দ্বারা ভাবপ্রকাশ (পশুর ভাষা); 3 কোনো দেশের বা অঞ্চলের মানুষের ব্যবহৃত শব্দাবলি (বাংলা ভাষা, হিন্দি ভাষা); 4 ভাষাব্যবহারের বিশেষ ভঙ্গি (রবীন্দ্রনাথের গল্পের ভাষা); 5 কথার (ভাষা শুনলে গা জ্বলে যায়); 6 সংস্কৃত নয় এমন কোনো ভারতীয় কথ্য ভাষা ('প্রেমদাস রচিল ভাষায়') [সং. √ ভাষ্ + অ + আ]। ̃ .জ্ঞান বি. ভাষা সম্বন্ধে বোধ বা পাণ্ডিত্য। ̃ .তত্ত্ব, ̃ .বিজ্ঞান বি. ভাষার উদ্ভব, বিকাশপ্রকৃতি সম্বন্ধীয় তত্ত্ব বা বিজ্ঞান, philology, linguistics. ̃ .তাত্ত্বিক বিণ. ভাষাতত্ববিষয়ক (ভাষাতাত্ত্বিক অনুসন্ধান, ভাষাতাত্বিক বিশ্লেষণ)। বিণ. ভাষতাত্ত্বে পারংগম ব্যক্তি, linguist. ̃ .তীত বিণ. ভাষায় প্রকাশ করা যায় না এমন, বলে বোঝানো যায় না এমন, অনির্বচনীয়। ̃ .ন্তর বি. 1 এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ; 2 অন্য ভাষা। ̃ .ন্তরিত বিণ. অনূদিত, তর্জমা করা হয়েছে এমন (কবিতাটি ইংরেজিতে ভাষান্তরিত করা হয়েছে)। ̃ .বিদ বিণ. ভাষা সম্বন্ধে বিশেষজ্ঞ। ̃ .ভাষী বিণ. কোনো-একটি ভাষায় কথা বলে এমন (হিন্দি ভাষাভাষী মানুষের কথাও ভাবতে হবে)। 29)
ভুঞ্জা
(p. 668) bhuñjā ক্রি. (কাব্যে) ভোগ করা, উপভোগ করা; (কন্টকশয়ানে/ভুঞ্জেছি, জাগর স্বপ্নে' সু. দ); ভোজন করা। [সং. √ ভুজ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. ভোগ বা উপভোগ করানো; ভোজন করানো। ভুঞ্জিত বিণ. উপভোগ করা হয়েছে এমন; ভোজন করা হয়েছে এমন, ভুক্ত। 3)
ভিক্ষা
(p. 664) bhikṣā বি. 1 প্রার্থনা, যাচ্ঞা (প্রাণ ভিক্ষা চাওয়া); 2 দরিদ্রনিঃস্ব ব্যক্তি কর্তৃক অন্যের কাছ থেকে পয়সা চালডাল বস্ত্র ইত্যাদি দয়ার দান চাওয়া; 3 দয়ার দান। [সং. √ ভিক্ষ্ + অ + আ]। ̃ .চর্যা বি. ভিক্ষাবৃত্তি, ভিক্ষা চাওয়া, ভিক্ষা চাওয়ার পেশা। ̃ .জীবী, ভিক্ষোপ-জীবী বিণ. ভিক্ষাকারী, ভিক্ষা করে যা পাওয়া যায় তাই দিয়ে জীবিকানির্বাহকারী। স্ত্রী. ভিক্ষা-জীবিনী, ভিক্ষোপ-জীবিনী। ̃ ন্ন বি. ভিক্ষাকরে যে অন্ন পাওয়া গেছে। ̃ .পাত্র বি. ভিক্ষালব্ধ বস্তু রাখবার পাত্র। ̃ .পুত্র বি. ব্রাহ্মণের পইতের সময় ব্রতভিক্ষা গ্রহণ করে পুত্রস্হানীয় হয়েছে এমন ব্রাহ্মণবালক। ̃ .বৃত্তি-ভিক্ষাচর্যা -র অনুরূপ। মা বি. উপনয়নে যে নারী ভিক্ষা দেন। ̃ র্থী বিণ. ভিক্ষাপ্রার্থী, যে ভিক্ষা চায়, যাচক। স্ত্রী. ̃ র্থিনী। ̃ .লব্ধ বিণ. ভিক্ষা করে পাওয়া গেছে এমন (ভিক্ষালব্ধ চাল)। ভিক্ষিত বিণ. চাওয়া বা প্রার্থনা করা হয়েছে এমন। 41)
ভ্যালা
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534745
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140263
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730424
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942606
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883512
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838444
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696606
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603052

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us