Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অবস্হানের দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অথান্তর
(p. 14) athāntara বি. মুশকিল, বিপদ, অসুবিধা; দুঃখকষ্ট, দুর্ভাবনা (মহা অথান্তরে পড়া গেল)। [ সং. অবস্হান্তর]। তু. আতান্তর। 68)
আতান্তর
(p. 89) ātāntara বি. দুরবস্হা; সংকট। [সং. অবস্হান্তর অথান্তর]। 2)
ঊর্ধ্ব
(p. 140) ūrdhba বি. 1 উপরের দিক, উপরিভাগ (ঊর্ধ্বে দৃষ্টি স্হাপন করা); 2 উচ্চতা (ঊর্ধ্বে পাঁচ হাত); 3 বেশি (শতবত্সরের ঊর্ধ্বে)। বিণ. 1 উঁচু, উন্নত (ঊর্ধ্ব কণ্ঠ); 2 উপরে অবস্হিত (ঊর্ধ্বগগন)। [সং. উদ্ + √ হা + অ]। ̃ গ, ̃ গামী (-মিন্) বিণ. উপরদিকে যাচ্ছে এমন; ক্রমশ উপরে উঠছে বা উঁচু হচ্ছে এমন। ̃ গগন বি. উঁচু আকাশ, উপরের আকাশ ('ঊর্ধ্বগগনে বাজে মাদল': কাজি)। ̃ গতি বি. উপরের দিকে যাওয়া, উপরে ওঠবার প্রবণতা। বিণ. উপরে উঠছে এমন (ঊর্ধ্বগতি দ্রব্যমূল্য)। ̃ চারী (-রিন্) বিণ. 1 শূন্যে বিচরণকারী; 2 উচ্চাকাঙ্ক্ষী। ̃ তন বিণ. 1 উপরে অবস্হিত, উপরিস্হ; 2 উচ্চতর অবস্হানে রয়েছে এমন (ঊর্ধ্বতন অফিসার)। ̃ দৃষ্টি, ̃ নেত্র বিণ. চোখ উলটিয়ে রয়েছে এমন, শিবচক্ষুবিশিষ্ট। বি. 1 উপরের দিকে নিবদ্ধ দৃষ্টি, উদাস দৃষ্টি; 2 যোগদৃষ্টি, ভ্রূদ্বয়ের মধ্যে নিবদ্ধ দৃষ্টি। ̃ দেহ বি. 1 মৃত্যুর পরে প্রাপ্ত শরীর; 2 সূক্ষ্ম দেহ। ̃ পাতন বি. চোলাই। ̃ বাহু বিণ. হাত উপরে তুলে রয়েছে এমন। ̃ রেতা (-তস্) বি. 1 শুক্র বা বীর্য ক্ষয় করেনি এবং যার শুক্র ঊর্ধ্বগামী এমন পুরুষ; 2 শিব। ̃ লোক বি. স্বর্গ। ̃ শায়ী (-য়িন্) বিণ. চিত হয়ে শুয়ে আছে এমন। ̃ শ্বাস বি. দ্রুত হাঁটাচলা বা শারীরিক পরিশ্রম করার ফলে ঘন ঘন শ্বাস। ̃ স্হ বিণ. উপরে আছে এমন। ঊর্ধ্বাংশ বি. উপরের অংশ। ঊর্ধ্বাকাশ বি. মাথার উপরের আকাশ। ঊর্ধ্বাঙ্গ বি. শরীরের উপরদিক। 11)
ক্ষেত্র
(p. 217) kṣētra বি. 1 জমি, ভূমি, শস্য-উত্পাদনের মাঠ (শস্যক্ষেত্র, ধান্যক্ষেত্র); 2 স্হান (যুদ্ধক্ষেত্র, কর্মক্ষেত্র); 3 সিদ্ধভূমি, তীর্থ (কুরুক্ষেত্র, জগন্নাথক্ষেত্র); 4 (দর্শ.) শরীর; 5 ইন্দ্রিয়; 6 মন; 7 (জ্যামি.) রেখার দ্বারা সীমাবদ্ধ স্হান; 8 স্ত্রী, পত্নী (পরক্ষেত্রে জাত সন্তান); 9 অবস্হা বা পরিস্হিতি (এক্ষেত্রে নীরব থাকাই ভালো)। [সং. √ ক্ষি + ত্র]। ̃ কর্ম বি. চাষবাস; অবস্হানুযায়ী কাজ। ̃ জ বিণ. 1 জমিতে জন্মেছে এমন (ক্ষেত্রজ ফসল) ; 2 কৃষিজাত; 3 স্বীয় পত্নীর গর্ভে অন্য পুরুষের ঔরসজাত। ̃ জ্ঞ বি. (দর্শ.) জীবাত্মা, অন্তর্যামী পুরুষ। বিণ. 1 কোন অবস্হায় কী কর্তব্য তা জানে এমন, অভিজ্ঞ; পণ্ডিত; 2 নিপূণ ; 3 কৃষিকর্ম সম্পর্কে অভিজ্ঞ। ̃ পতি বি. জমির মালিক। ̃ পাল বি. জমির রক্ষক বা পালক। ̃ ফল বি. জমির কালি বা পরিমাণ ফল। ̃ মিতি বি. জ্যামিতি। ̃ স্বামী (-মিন্) ক্ষেত্রাধি-কারী (-রিন্) বি. জমির মালিক। 57)
গুড়ি
(p. 250) guḍ়i বি. দেহ সংকুচিত করে বা গুটিয়ে নিঃশব্দে চলার বা অবস্হানের ভাব। [সং. গুটি বা গূঢ়]। গুড়ি মারা ক্রি. বি. 1 দেহ সংকুচিত করে লুকিয়ে থাকা; 2 ওত পাতা (বাঘটা ঝোপের আড়ালে গুড়ি মেরে বসে আছে)। 63)
জঠর
(p. 312) jaṭhara বি. 1 উদর, পেট (জঠরজ্বালা, জঠরাগ্নি); 2 পাকস্হলী; 3 গর্ভ, জরায়ু, গর্ভাশয় (জঠরের সন্তান)। [সং. √ জন্ + অর]। ̃ জ্বালা বি. অত্যন্ত ক্ষুধাবোধ। ̃ যন্ত্রণা বি. 1 গর্ভধারণের কষ্ট ও প্রসব বেদনা; 2 গর্ভে অবস্হানের কষ্ট ('দিবি পুনঃ জঠরযন্ত্রণা': রা. প্র.)। ̃ স্হ বিণ. গর্ভের, গর্ভে অবস্হিত; উদরে অবস্হিত। জঠরাগ্নি, জঠরানল বি. তীব্র ক্ষুধা; পরিপাকশক্তি; পাকস্হলীর পাচকরস। 24)
জ্বল-জ্বল
(p. 331) jbala-jbala বি. প্রখর দীপ্তির ভাব; দীপ্তভাবে অবস্হানের ভাব (আকাশে তারা জ্বলজ্বল করছে)। [সং. জ্বল্ + অ + জ্বল্ + অ]। জ্বলজ্বলে বিণ. প্রদীপ্ত; অতিশয় উজ্জ্বল। 25)
দিক2, (বর্জি.) দিক্
(p. 407) dika2, (barji.) dik বি. 1 উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম-ঈশান অগ্নি বায়ু র্নৈঋত ঊর্ধ্ব অধঃ-এই দশটির যেকোনোটি; 2 অভিমুখ (বাড়ির দিকে); 3 পার্শ্ব, পাশ (চার দিক); 4 অংশ, বিভাগ (বাড়ির ভিতর দিক); 5 পক্ষ, তরফ, দল (সে আমার দিকে থাকবে); 6 অঞ্চল, প্রদেশ (উত্তর দিকের লোক); 7 সীমা (ভারতের তিন দিকে সমুদ্র)। [সং. √ দিশ্ + ক্বিপ্]। ̃ চক্র বি. দিঙ্মণ্ডল, দিগ্বলয়। ̃ চক্র-বাল বি. আকাশপ্রান্ত, দিগন্তরেখা। ̃ দিগন্ত, দিগ্-দিগন্ত বি. সমস্ত দিক, চারিদিক; সমস্ত স্হান ('সুখে দুখে ভরি দিক্-দিগন্ত': রবীন্দ্র)। ̃ পতি, ̃ পাল বি. 1 ইন্দ্র অগ্নি যম র্নিঋতি বরুণ বায়ু কুবের ঈশান (বা শিব) ব্রহ্মা অনন্ত (বা নারায়ণ)-দশ দিকের এই দশ অধিদেবতা; 2 (আল.) মহিমান্বিত বা অতিপ্রভাবশালী ব্যক্তি। ̃ শূল বি. গ্রহনক্ষত্রের অশুভকর অবস্হানের জন্য কোনো বিশেষ দিকে যাওয়ার নিষেধ। 17)
দৃশ্য
(p. 418) dṛśya বি. 1 দর্শনযোগ্য বা দৃশ্যমান বস্তু বা বিষয় (এ দৃশ্য দেখা যায় না, ভয়ানক দৃশ্য, অপূর্ব দৃশ্য); 2 নাটকের অঙ্কের অন্তর্গত ভাগ বা পরিচ্ছেদ (প্রথম অঙ্কের চতুর্থ দৃশ্য); 3 নাটকের পারিপার্শ্বিক অবস্হানুযায়ী অভিনয়মঞ্চের সজ্জা, সিন, scene. বিণ. 1 দর্শনীয় (কুদৃশ্য, অদৃশ্য); 2 অভিনয় দেখতে হয় এমন (দৃশ্যকাব্য); 3 প্রকাশ্য (দৃশ্যত)। [সং. √ দৃশ্ + য]। ̃ কাব্য বি. কাব্যের শ্রেণিবিশেষ, কাব্যনাটকবিশেষ, যার রস উপভোগের জন্য অভিনয় দেখতে হয়। ̃ ত, (বর্জি.) ̃ তঃ অব্য. আপাতদৃষ্টিতে (দৃশ্যত সুন্দর)।̃ পট বি. থিয়েটার বা রঙ্গমঞ্চের সিন বা চিত্রপট, scene. ̃ মান বিণ. যা দেখা যাচ্ছে এমন, দৃষ্ট হচ্ছে এমন (দৃশ্যমান জগত্)। ̃ সংগীত বি. নৃত্য। দৃশ্যান্তর বি. অন্য দৃশ্য। 7)
পরি-ণত
(p. 497) pari-ṇata বিণ. 1 পরিপক্ব (পরিণত ফল, পরিণত জ্ঞান); 2 সম্পূর্ণ বৃদ্ধিপ্রাপ্ত (পরিণত বয়স); 3 পর্যবসিত (নীতিকে কাজে পরিণত করা); 4 বিশেষ অবস্হাপ্রাপ্ত বা অবস্হান্তর প্রাপ্ত (আলাপ অবশেষে প্রেমে পরিণত); 5 শেষ বা চরম অবস্হায় উপনীত। [সং. পরি + √ নম্ + ত]। পরি-ণতি বি. 1 পূর্ণতাপ্রাপ্তি; 2 পর্যবসান; 3 অবস্হা বা অবস্হান্তরপ্রাপ্তি; 4 পরিসমাপ্তি বা শেষ (বিয়োগান্ত পরিণতি)। 30)
পরি-ণাম
(p. 498) pari-ṇāma বি. 1 শেষ অবস্হা বা দশা, পরিণতি, ফলাফল (এর পরিণাম কী ভালো হবে?); 2 অবস্হান্তরপ্রাপ্তি; 3 আখের, ভবিষ্যত্। [সং. পরি + √ নম্ + অ]। ̃ দর্শিতা বি. পরিণামে বা ভবিষ্যতে কী ঘটবে তা বুঝতে পারা বা বোঝার ক্ষমতা। ̃ দর্শী (-র্শিন্) বিণ. দূরদর্শী, পরিণাম বুঝতে পারে এমন। 3)
বিকার1
(p. 605) bikāra1 বি. 1 স্বাভাবিক অবস্হার অন্যথা, বিকৃতি বা বৈগুণ্য, অস্বাভাবিক রূপান্তর বা ভাব (মনোবিকার, চিত্তবিকার); 2 অস্বাস্হ্য, রোগ; 3 ব্যাধির ঘোরে উচ্চারিত প্রলাপ ও মস্তিষ্কবিকৃতি (জ্বরবিকার); 4 বিকৃতি, মন্দ হওয়া, পচ ধরা (আদর্শের বিকার, ধর্মের বিকার); 5 বিকৃতির জন্য অবস্হান্তর (দুধের বিকার দই); 6 পরিবর্তনের ফলে উত্পন্ন বস্তু। [সং. বি + √ কৃ অ]। ̃ গ্রস্ত বিণ. 1 বিকার হয়েছে এমন, বিকৃত; 2 প্রলাপ বকছে এমন। ̃ হীন বিণ. 1 বিকৃতি নেই এমন; 2 (বাং.) নির্লিপ্ত, নির্বিকার, সমস্তরকম মানসিক চাঞ্চল্য বা উত্তেজনা থেকে মুক্ত। বিকারী (-রিন্) বিণ. 1 বিকারযুক্ত; 2 পরিবর্তনশীল। বিকার্য বিণ. 1 বিকারযোগ্য; 2 পরিবর্তনীয়। 94)
যখন
(p. 722) yakhana ক্রি-বিণ. 1 যে সময়ে (যখন আসবে তখন দেব); 2 যেহেতু (দেরি যখন হলই তখন কথাটা শুনেই যাও)। [সং. যত্ক্ষণ]। ̃ ই, যখনি ক্রি-বিণ. যেইমাত্র (যখনই খিদে পাবে তখনই খেয়ে নেবে)। কার বিণ. যেসময়ের (যখনকার কাজ তখন করবে। যখনকার যা তখনকার তা সময়ের কাজ সময়ে করা উচিত। যখনতখন ক্রি-বিণ. 1 সময়-অসময় বিচার না করে (যখনতখন তাগাদা দেয়); 2 ঘনঘন, প্রায়ই (যখন-তখন জ্বর আসছে)। যখন যেমন তখন তেমন অবস্হানুযায়ী আচরণ বা ব্যবস্হা। 7)
রকম
(p. 731) rakama বি. 1 প্রকার (নানারকম জিনিস); 2 ধরন, রীতি (কীরকম বই?); 3 হাবভাব (ছেলেটার রকমটা দেখলে?)। বিণ. প্রায় (চার আনা রকম সম্পত্তি)। [আ. রক্ম্]। ̃ .ফের বি. 1 অবস্হান্তর, ভিন্ন অবস্হা (টাকা পেলেও তার অবস্হার রকমফের হবে না); 2 তফাত, পার্থক্য, তারতম্য; 3 প্রকারভেদ (খাবারের রকমফের হলে মুখে রুচি আসবে)। ̃ .সকম বি. ভাবভঙ্গি হাবভাব চালচলন। রকমারি বিণ. নানা রকমের, নানান; বিভিন্ন (রকমারি খেলনা)। 10)
শীর্ষ
(p. 781) śīrṣa বি. 1 মস্তক (শীর্ষচ্ছেদ); 2 চূড়া (পর্বতশীর্ষ); 3 উপরিভাগ (শীর্ষদেশ); 4 উপরে লিখিত নাম; 5 অগ্রভাব, আগা; 6 সর্বোচ্চ বা প্রধান স্হান (তার নাম সবার শীর্ষে); 7 (গণি.) ত্রিভুজের কোণের প্রান্তবিন্দু। [সং. √ শ্রি + অস্ = শিরঃ শীর্ষ]। ̃ ক বিণ. বহুব্রীহি সমাসে উত্তরপদে শীর্ষ -শব্দের রূপ (শিক্ষাসংস্কারশীর্ষক প্রবন্ধ)। ̃ নাম বি. শিরোনাম, heading. ̃ স্হান বি. 1 মস্তক; 2 উপরিভাগ; 3 প্রথম বা প্রধান স্হান। ̃ স্হানীয় বিণ. 1 মস্তকোপরি বা শীর্ষে অবস্হিত বা অবস্হানের যোগ্য; 2 প্রধান (শীর্ষস্হানীয় নেতা)। স্ত্রী. ̃ স্হানীয়া। শীর্ষাসন বি. মাথা নীচের দিকে এবং পা উপরের দিকে থাকে এমন অবস্হানযুক্ত যোগাসনবিশেষ। 5)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534658
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140146
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730306
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942481
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883481
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838424
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696591
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603046

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us