Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অভীতি দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অগ্নি
(p. 7) agni বি. 1 যা দহন করে; আগুন, অনল, বহ্নী, পাবক; 2 ব্রহ্মার জ্যেষ্ঠ পুত্র ও দক্ষকন্যা স্বাহার স্বামী; 3 তেজ, শক্তি; 4 পরিপাকশক্তি, ক্ষুধা; 5 জ্বালা (ক্রোধাগ্নি)। [সং. √ অগ্ + নি়]। ̃ কণা বি. স্ফুলিঙ্গ। ̃ কর্ম বি. অগ্নিহোত্রাদি কর্ম; অন্ত্যেষ্টিক্রিয়া। ̃ কল্প বিণ. প্রায় আগুনের সমান, অগ্নিতুল্য (তেজস্বী); উগ্র, ক্রোধান্বিত। ̃ কাণ্ড বি. আগুনের ব্যাপক ধ্বংসলীলা; আগুনে দগ্ধ হওয়া (পাটের গুদামে অগ্নিকাণ্ড); তুমুল ঝগড়াঝাঁটি বা মারামারি; বিষম অনর্থ (সে অগ্নিকাণ্ড ঘটাবে)। ̃ কার্য-অগ্নিকর্ম -র অনুরূপ। ̃ কুণ্ড বি. আগুন জ্বালবার গর্ত; আগুনে পূর্ণ গহ্বর (পৃথিবী তখন যেন এক বিশাল অগ্নিকুণ্ড)। ̃ কুমার বি. কার্তিকেয়। ̃ কেতু বি. ধোঁয়া। ̃ কোণ.বি. পূর্ব ও দক্ষিণ দিকের মধ্যবর্তী কোণ (অগ্নিদেব এই কোণের অধিদেবতা)। ̃ ক্রিয়া - অগ্নিকর্ম- র অনুরূপ। ̃ ক্রীড়া বি. আগুনের খেলা; আতশবাজি পোড়ানো। ̃ .গর্ভ বিণ. অভ্যন্তরে আগুন আছে এমন; (আল.) অত্যন্ত উত্তেজনাপূর্ণ, উত্তপ্ত (অগ্নিগর্ভ বক্তৃতা)। ̃ গৃহ বি. হোমগৃহ। ̃ চূর্ণ বি. বারুদ gunpowder. ̃ জ বি. অগ্নি থেকে যার জন্ম; কার্তিকেয়। ̃ জিহ্ব বিণ. অগ্নির মতো জিহ্বা যার। বি. বরাহরূপী বিষ্ণু। ̃ .তপ্ত বিণ. অগ্নিতাপে উষ্ণ, অগ্নিতে তপ্ত; অগ্নির তূল্য উষ্ণ। ̃ তূল্য বিণ. আগুনের মতো। ̃ এয় বি. বেদোক্ত তিনপ্রকার অগ্নি, যথা গার্হপত্য, আহবনীয় ও দাক্ষিণ্য। ̃ দগ্ধ বিণ. আগুনে-পোড়া। ̃ .দাতা (-তৃ) বি. 1 আগুন লাগায় যে; 2 যে ব্যক্তি মৃতের মুখাগ্নি করে। ̃ .দান বি. 1 আগুন ধরানো, আগুন লাগানো; 2 মৃতের মুখাগ্নি। ̃ দাহ বি. 1 অগ্নিকাণ্ড; 2 আগুনের তাপ। ̃ .দাহ্য বিণ. আগুনে দগ্ধ হয় বা পোড়ে এমন, combustible. ̃ দীপক বিণ. ক্ষুধা বা পরিপাকশক্তি সৃষ্টি করে বা বৃদ্ধি করে এমন। ̃ দীপন বিণ. পরিপাক ক্রিয়া বৃদ্ধি করে এমন। বি. 1 অগ্নিদীপক পদার্থ; 2 প্রজ্বলন। ̃ দীপ্ত বিণ. আগুনের দ্বারা আলোকিত। ̃ .দেব, ̃ .দেবতা বি. আগুনের অধিদেবতা, বৈশ্বানর। ̃ পক্ব বিণ. 1 আগুনের তাপে রন্ধন করা হয়েছে এমন; 2 আগুনের তাপে কঠিনীকৃত (অগ্নিপক্ব ইট)। ̃ পরীক্ষা বি. 1 আগুনে পুড়িয়ে বিশুদ্ধতা বিচার; কাউকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে তার চরিত্রের দোষশূন্যতা বিচার (সীতার অগ্নিপরীক্ষা); 2 (আল.) অতি কঠিন পরীক্ষা। ̃ পুরাণ বি. অষ্টাদশ পুরাণের অন্যতম। ̃ প্রবেশ বি. জ্বলন্ত চিতায় প্রবেশপূর্বক জীবন বিসর্জন। ̃ .প্রভ বিণ. আগুনের মতো দীপ্তিসম্পন্ন। ̃ প্রভা বি. আগুনের আভা। ̃ প্রস্তর বি. চকমকি পাথর। ̃ বর্ণ বিণ. আগুনের মতো রক্তবর্ণবিশিষ্ট। ̃ বর্ধক বিণ. পরিপাকশক্তি বা ক্ষুধা বাড়ায় এমন। ̃ বর্ষণ, ̃ বৃষ্টি বি. 1 (আগ্নেয়গিরির) অগ্ন্যুত্পাত; 2 আকাশ থেকে বৃষ্টির মতো অগ্নিকণার পতন। ̃ বাণ বি. পুরাণোক্ত অগ্নিবর্ষী তিরবিশেষ। ̃ বৃদ্ধি বি. ক্ষুধাবৃদ্ধি ̃ বৃষ্টি-অগ্নিবর্ষণ -এর অনুরূপ। ̃ .মন্ত্র বি. যে মন্ত্র অন্তরে তেজ বাড়িয়ে অভীষ্টলাভের যোগ্যতা অর্জন করায়। ̃ .ময় বিণ. আগুনে পূর্ণ; আগুন দিয়ে তৈরি। ̃ .মান্দ্য বি. 1 পরিপাকশক্তি বা ক্ষুধার হ্রাস; 2 অজীর্ণ রোগ। ̃ .মুখ বি. 1 দেবতা; 2 ব্রাহ্মণ। ̃ .মূর্তি বিণ. অতিশয় ক্রুদ্ধ বা উগ্র। বি. ক্রুদ্ধ অবস্হা, উগ্র অবস্হা। ̃ .মূল্য বিণ. অত্যন্ত দুর্মূল্য (বাজারে সব কিছু এখন অগ্নিমূল্য)। ̃ যুগ বি. বিপ্লব বা বিদ্রোহের যুগ। ̃ শর্মা (-র্মন্) বিণ. অত্যন্ত ক্রোধী। ̃ শিখা বি. আগুনের শিখা। ̃ শুদ্ধ বিণ. 1 আগুনে পুড়িয়ে শুদ্ধ করা হয়েছে এমন; অগ্নির স্পর্শের দ্বারা শোধিত; 2 কঠিন প্রায়শ্চিত্ত দ্বারা পবিত্রীকৃত। ̃ ষ্টোম বি. সাগ্নিক ব্রাহ্মণের করণীয় বৈদিক যজ্ঞবিশেষ। ̃ সংস্কার বি. 1 আগুনে পুড়িয়ে সংস্কার বা শোধন; 2 শবদাহ। ̃ সখ, ̃ সখা বি. অগ্নির সখা অর্থাত্ বায়ু। ̃ সত্কার বি. শবদাহ। ̃ সহ বিণ. আগুনে পোড়ে না এমন, fireproof. ̃ সহ ইষ্টক আগুনে পোড়ে না এমন ইট, fire-brick. ̃ .সহ মৃত্তিকা fire-clay. ̃ সাত্ বিণ. 1 আগুনে নিক্ষিপ্ত; 2 সম্পূর্ণ দগ্ধ। ̃ .স্ফুলিঙ্গ্ বি. আগুনের ফুলকি। ̃ হোত্র বি. সাগ্নিকের প্রত্যহ করণীয় হোম। ̃ হোত্রী (-ত্রিন্) বি. সাগ্নিক; নিত্য হোমকারী; যে নিত্য অগ্নি রক্ষা করে প্রত্যহ হোম করে। 12)
অঘোর1
(p. 8) aghōra1 বিণ. অভীষণ, শান্ত। বি. শিব (অঘোরমন্ত্র)। [সং. ন+ঘোর]। ̃ পন্হী বি. বীভত্স আচারে অভ্যস্ত শৈব সম্প্রদায়বিশেষ। 21)
অভি-মত
(p. 50) abhi-mata বি. মত, মতামত; উদ্দেশ্য, অভিপ্রায়। বিণ. অনুমোদিত; উদ্দেশ্য বা ইচ্ছা অনুসারে করা হয়েছে এমন, উদ্দিষ্ট, অভীষ্ট। [সং. অভি + মত]। 109)
অভী, অভীক1
(p. 50) abhī, abhīka1 বিণ. নির্ভীক, ভয়হীন। [সং. ন + ভী, + ক]। 142)
অভীক2
(p. 50) abhīka2 বিণ. কামুক, লোভী। [সং. অভি + √ কিম্ + অ (নিপাতনে)]।
অভীত
(p. 55) abhīta বিণ. ভীত নয় এমন, ভয় পায়নি এমন; নির্ভীক। [সং. ন + ভীত]। অভীতি বি. নির্ভয়তা, ভয়ের অভাব। 2)
অভীপ্সা
(p. 55) abhīpsā বি. একান্ত কামনা; তীব্র আকাঙ্ক্ষা; প্রবল ইচ্ছা। [সং. অভি + ঈপ্সা]। অভীপ্সিত বিণ. একান্তভাবে বা প্রবলভাবে চাওয়া হয়েছে এমন; আকাঙ্ক্ষিত। অভীপ্সু বিণ. একান্তভাবে ইচ্ছু, অভিলাষী। 3)
অভীষ্ট
(p. 55) abhīṣṭa বি. 1 আকাঙ্ক্ষা, অভিলাষ, ইচ্ছা; 2 আকাঙ্ক্ষিত বস্তু, যে জিনিস চাওয়া হয়েছে (এতদিনে তাঁর অভীষ্ট লাভ হল)। বিণ. আকাঙ্ক্ষিত, ঈপ্সিত, চাওয়া হয়েছে এমন, বাঞ্ছিত (অভীষ্ট লক্ষ্য)। [সং. অভি + ইষ্ট]। ̃ .সিদ্ধি বি. আকাঙ্ক্ষিত বস্তু পাওয়া; আকাঙ্ক্ষা পূরণ। 4)
ইষ্ট2
(p. 116) iṣṭa2 বিণ. 1 বাঞ্ছিত, কাম্য (ইষ্টকর্ম); 2 কল্যাণকর (ইষ্টচিন্তা); 3 গুরুদত্ত (ইষ্টমন্ত্র); 4 উপাস্য (ইষ্টদেবতা); 5 আত্মীয় (ইষ্টকুটুম্ব); 6 প্রিয় (ইষ্টজন)। বি. 1 অভীষ্ট বস্তু বা বিষয় (ইষ্টলাভ); 2 প্রিয়জন (ইষ্টবিয়োগ)। [সং. √ ইষ্ + ত]। ̃ কর্ম বি. উদ্দিষ্ট বা বাঞ্ছিত কাজ। ̃ কুটুম্ব বি. আত্মীয়স্বজন। ̃ দেব বি. উপাস্য দেবতা। ̃ নাম বি. উপাস্য দেবতার নাম। ̃ মন্ত্র বি. উপাস্য দেবতার পূজার্থ মন্ত্র; গুরুমন্ত্র। ̃ সাধন, ̃ সিদ্ধি বি. অভীষ্ট বস্তু পাওয়া। 26)
ইষ্টাপত্তি
(p. 116) iṣṭāpatti বি. 1 অভীষ্ট বস্তু লাভ; 2 লাভ; 3 উপকার। [সং. ইষ্ট + আপত্তি (প্রাপ্তি)]। 28)
উদ্দিষ্ট
(p. 127) uddiṣṭa বিণ. 1 যাকে উদ্দেশ্য করা হয়েছে, লক্ষ্যীকৃত (উদ্দিষ্ট ব্যক্তি); 2 অভীষ্ট (উদ্দিষ্ট লক্ষ্য); 3 যাকে অন্বেষণ বা খোঁজ করা হয়েছে। [সং. উত্ + √ দিশ্ + ত]। বি. উদ্দেশ। 26)
উপায়
(p. 133) upāẏa বি. 1 কার্যসিদ্ধির বা অভীষ্টলাভের পন্হা বা প্রণালী; কৌশল (নানা উপায়ে সে তার মনের কষ্ট বুঝিয়ে দিল); 2 প্রতিকার; পরিত্রাণ (ক্ষতি যা হবার হয়েছে, এখন একটা উপায় তো বার করতেই হবে); 3 আয়, রোজগার; লাভ (সে ভালোই উপায় করে)। [সং. উপ + √ ই + অ]। ̃ ক্ষম বিণ. রোজগার করতে সমর্থ। ̃ জ্ঞ বিণ. কৌশল বা প্রতিকার জানে এমন। উপায়ান্তর বি. অন্য উপায়, গত্যন্তর (উপায়ান্তর না দেখে সে জলে ঝাঁপ দিল)। উপায়ী (-য়িন্) বিণ. উপার্জনকারী, যে রোজগার করে। 103)
এগনো, এগোনো
(p. 146) ēganō, ēgōnō ক্রি. অগ্রসর হওয়া; সামনে যাওয়া (তুমি এগোচ্ছ না কেন?)। বি. অগ্রসর হওয়া (বারবার এমন এগোনো-পেছোনো করছ কেন?)। [বাং. এগা + আনো]। এগিয়ে দেওয়া ক্রি. বি. আগে যেতে বা অগ্রসর হতে সাহায্য করা; অন্যের অভীষ্টলাভের সুযোগ সৃষ্টি করা। 19)
কাম-দুঘা
(p. 181) kāma-dughā বি. বিণ. কামধেনু বা কামধেনুর মতো অভীষ্টপূরণকারিণী। [সং. কাম্ + √ দুহ্ + অ + আ (স্ত্রী.)]। 88)
কাম্য
(p. 181) kāmya বিণ. বাঞ্ছনীয়, কামনার যোগ্য; অভীষ্ট (কাম্য ফল); ফললাভের জন্য অনুষ্ঠেয় (কাম্য কর্ম)। [সং. √ কম্ + ণিচ্ + য]। স্ত্রী. কাম্যা। 115)
কাম৩
(p. 181) kāma3 বি. 1 কামনা, বাসনা, অভিলাষ (মনস্কাম); 2 অনুরাগ; 3 যৌন সম্ভোগের ইচ্ছা। [সং. √ কম্ + অ]। ̃ কলহ বি. প্রণয়কলহ, প্রণয়ী-প্রণয়িনীর ঝগড়া। ̃ কলা বি. রতিবিদ্যা, রতিশাস্ত্র। ̃ কেলি বি. রতিক্রীড়া, যৌনসম্ভোগ। ̃ ক্ষুধা বি. সম্ভোগের ইচ্ছা, যৌনকামনা। ̃ গন্ধ বি. কামের আভাস বা লেশ। ̃ চর বি. স্বেচ্ছাচার। বিণ. সেচ্ছাচারী। ̃ চারী (-রিন্) বিণ. ইচ্ছা অনুসারে সর্বত্রগামী; স্বেচ্ছাচারী; কামের বশীভূত হয়ে চলে এমন; লম্পট। স্ত্রী. ̃ চারিণী। ̃ জ বিণ. কাম থেকে অর্থাত্ সম্ভোগবাসনার ফলে উত্পন্ন। ̃ জ্বর বি. তীব্র সম্ভোগেচ্ছা। ̃ দ বিণ. অভীষ্ট পূরণকারী, কামনাপূরক। বি. শিব। ̃ দা বিণ. অভিষ্টদাত্রী। বি. কামধেনু। ̃ দেব বি. মদনদেব। ̃ ধেনু বি. পুরাণোক্ত সর্ব-অভীষ্টদায়িনী গাভী। ̃ পত্নী বি. রতিদেবী। ̃ প্রদ বিণ. অভীষ্টপূরক। কাম-বসায়িতা, কাম-বশায়িতা বি. 1 অলৌকিক শক্তিবিশেষ; 2 নীজের সর্বকামনা পূরণ করার ক্ষমতা; 3 ইন্দ্রিয়নিগ্রহশক্তি। ̃ বাই বি. কামোন্মত্ততা। ̃ বাণ, ̃ শর বি. মদনদেবের পঞ্চবাণ যার আঘাতে প্রাণীরা কামোন্মত্ত হয়ে ওঠে। ̃ রূপ, ̃ রূপী (-পিন্) বিণ. 1 ইচ্ছানুসারে রূপ বা চেহারা ধারণ করতে পারে এমন; 2 সুন্দর। ̃ শাস্ত্র, ̃ সূত্র বি. রতিশাস্ত্র, কামকেলিসম্বন্ধীয় শাস্ত্র। ̃ সখ বি. বসন্ত ঋতু। কামাগ্নি, কামানল বি. প্রবল যৌন সম্ভোগেচ্ছা, তীব্র যৌন লালসা। কামাতুর, কামার্ত বিণ. উদগ্র যৌন কামনায় পীড়িত। স্ত্রী. কামাতুরা, কামার্তা। কামান্ধ বিণ. কামপ্রবৃত্তির বশে হিতাহিতজ্ঞানশূন্য। কামাসক্ত বিণ. কামপ্রবৃত্তির পরবশ; লম্পট। 83)
কার্য
(p. 186) kārya বি. 1 কাজ, কর্ম; 2 প্রয়োজন (কোন কার্যে এখানে আগমন?); 3 ফল, উপকার (এতে কোনো কার্য দর্শাবে কি?)। বিণ. কর্তব্য, করণীয় (অবশ্যকার্য)। [সং. √ কৃ + য]। ̃ কর, ̃ কারী (কারিন্) বিণ. উপযোগী; ফলদায়ক। স্ত্রী. ̃ করী, ̃ কারিণী। ̃ করতা, ̃ কারিতা বি. উপযোগিতা, প্রয়োজন সাধনের ক্ষমতা। ̃ কলাপ বি. কাজকর্ম, নানাবিধ কাজ। ̃ কারণ সম্বন্ধ বি. কার্য ও তার কারণের মধ্যে আপেক্ষিক সম্বন্ধ। ̃ কাল বি. চাকরি প্রভৃতির ব্যাপ্তিকাল; প্রয়োজন (কার্যকালে বন্ধুদের দেখা পাওয়া যায় না)। ̃ কুশল বিণ. দক্ষ, কর্মণিপুণ। ̃ ক্রম বি. করণীয় কাজের ক্রমানুযায়ী তালিকা, programme. ̃ ক্ষম বিণ. কাজ করতে সমর্থ; কর্মদক্ষ। ̃ গতিকে ক্রি-বিণ. কাজের প্রয়োজনে বা তাগিদে। ̃ ঞ্চাগে অব্য. লিপি, দলিল প্রভৃতির প্রারম্ভিক পাঠবিশেষ, যার অর্থ: কাজের আদেশ দেওয়া হচ্ছে। [সং. কার্যম্ + চ + বাং. আগে]। ̃ ত (বর্জি.) ̃ তঃ (-তস্) অব্য. ক্রি-বিণ. ফলত, প্রকৃতপ্রস্তাবে; প্রয়োজনের সময়, কার্যকালে। ̃ পরম্পরা বি. ক্রমানুযায়ী কাজ, কাজের ক্রম। ̃ বশত (বর্জি.) বশতঃ অব্য. ক্রি-বিণ. কার্যানুরোধে, কাজের জন্য। ̃ বাহ বি. সভাসমিতিতে আলোচিত বা নির্বাহিত বিষয়সমুহ, proceeding (স.প.)। ̃ সিদ্ধি বি. অভীষ্টলাভ; সাফল্য। কার্যাকার্য বি. কাজ ও অকাজ; বিধেয় ও অবিধেয় কর্ম। কার্যানুরোধে ক্রি-বিণ. কাজের প্রয়োজনে, কাজের তাগিদে, কাজের দাবিতে; কাজের জন্য। কার্যান্তর বি. ভিন্ন কর্ম, অন্য কাজ। কার্যোদ্ধার বি. কার্যসিদ্ধি, কাজ সম্পাদন, কাজ হাসিল। কার্যোপলক্ষ্যে ক্রি-বিণ. কাজের জন্য, কাজের উদ্দেশ্যে। 18)
চিন্তা
(p. 290) cintā বি. 1 মনন (ব্যাপারটা একটু চিন্তা করে দেখতে হবে); 2 ধ্যান (ঈশ্বরচিন্তা); 3 স্মরণ (ভালো করে চিন্তা করে দেখো, ঠিক মনে পড়বে); 4 কল্পনা, বিচার, প্রভৃতি মানসিক কাজ, ভাবনা (চিন্তার বিষয়); 5 উদ্বেগ (চিন্তাকুল); 6 ভয়, আশঙ্কা (তোমার কোনো চিন্তা নেই)। [সং. √চিন্ত্ + অ + আ]। চিন্তনীয়, চিন্ত্য বিণ. গুণদোষ বিচার করতে হয় এমন, চিন্তা করতে হয় বা চিন্তা করা উচিত এমন। ̃ কুল, ̃ কুলিত বিণ. চিন্তায় বা উদ্বেগে আকুল (চিন্তাকুল মনে এগিয়ে চললেন)। ̃ গম্য বিণ. চিন্তা করে যা বোঝা যায়, ভাবনাচিন্তা করা যায় এমন (চিন্তাগম্য বিষয়)। ̃ জনক বিণ. ভাবনা বা চিন্তা জন্মায় এমন, চিন্তায় ফেলে এমন। ̃ তীত বিণ. চিন্তা বা ধারণা করা যায় না এমন, চিন্তার অতীত। ̃ ন্বিত বিণ. ভাবনাগ্রস্ত, উদ্বিগ্ন। ̃ পর বিণ. চিন্তামুক্ত, চিন্তিত। ̃ প্রবণ বিণ. চন্তাভাবনা করতে অভ্যস্ত (চিন্তাপ্রবণ মন)। ̃ মগ্ন বিণ. চিন্তায় ডুবে আছে এমন, চিন্তায় বিভোর। ̃ মণি বি. 1 যে মণি অভীষ্ট ফল জোগায়; স্পর্শমণি; 2 ভগবান; 3 ব্রহ্মা; 4 নারায়ণ। ̃ শক্তি বি. চিন্তা করার ক্ষমতা। ̃ শীল বিণ. 1 ভাবুক; 2 চিন্তা করে বিচার করেত সমর্থ (চিন্তাশীল মনীষী)। 16)
ধুতি
(p. 433) dhuti বি. 1 ভারতীয় পুরুষের পরিধেয় বস্ত্র, সরু পাড়যুক্ত লম্বা সাদা কাপড়; 2 অভীষ্ট লাভের উদ্দেশ্যে প্রদত্ত উপহার বা উপঢৌকন, উত্কোচ। [হি. ধোতী]। 117)
পরমার্থ
(p. 488) paramārtha বি. 1 অভীষ্টতম বস্তু, শ্রেষ্ঠ কাম্য বস্তু; 2 সত্য; 3 ধর্ম। [সং. পরম + অর্থ]। ̃ .চিন্তা বি. 1 ব্রহ্মধ্যান; 2 ধর্মচিন্তা (স্বার্থের পরিবর্তে পরমার্থচিন্তা)। 174)
পুরশ্চরণ
(p. 526) puraścaraṇa বি. মন্ত্রজপে ও অভীষ্টলাভে প্রথমেই ইষ্টদেবতার পূজার্চনা ইত্যাদি। [সং. পুরস্ + √ চর্ + অন]। 26)
বর
(p. 580) bara বি. 1 দেবতার কাছ থেকে লব্ধ অনুগ্রহ (সরস্বতীর বরে বিদ্যালাভ); 2 আশীর্বাদ; 3 বিবাহের পাত্র (বরাসন, বরের টোপর); 4 স্বামী, পতি (সখীর বর, ঘরবর); 5 হাতের আঙুলের অনুগ্রহসূচক ভঙ্গিবিশেষ বা মুদ্রা (বরাভয়)। বিণ. 1 ঈপ্সিত, কাঙ্ক্ষিত; 2 উত্তম, শ্রেষ্ঠ (বন্ধুবর, বরতনু)। [সং. √ বৃ + অ]। ̃ কনে বি. বিবাহের পাত্র ও পাত্রী। ̃ কর্তা বি. বিবাহে পাত্রপক্ষীয় প্রধান ব্যক্তি। ̃ চন্দন বি. 1 দেবদারু; 2 অগুরু। ̃ দ বিণ. বরদাতা। ̃ দা বিণ. (স্ত্রী.) বরদাত্রী। বি. দুর্গা। ̃ পক্ষ বি. বিবাহে পাত্রপক্ষীয় লোকজন। ̃ পণ বি. বিবাহে কন্যাপক্ষের কাছ থেকে বরপক্ষের প্রাপ্ত অর্থ। ̃ পুত্র বি. 1 দেবতার বরে জাত পুত্র; 2 দেবানুগৃহীত ব্যক্তি (সরস্বতীর বরপুত্র); 3 শ্রেষ্ঠ পুত্র। ̃ প্রদ বিণ. অভীষ্ট পূর্ণকারী। স্ত্রী. ̃ প্রদা। ̃ বধূ বি. বিবাহের পাত্র ও পাত্রী। ̃ বর্ণিনী বি. 1 সর্বগুণান্বিতা রমণী; 2 সুন্দরী নারী। ̃ মাল্য বি. 1 বিবাহে পাত্রী কর্তৃক পাত্রকে প্রদেয় ফুলমালা; 2 শ্রেষ্ঠ বা শ্রেষ্ঠতাজ্ঞাপক মালা (শ্রদ্ধার বরমাল্য)। ̃ যাত্রী (-ত্রিন্), ̃ যাত্র বি. বিবাহকালে পাত্রের সঙ্গী। ̃ য়িতা বিণ. বরণকারী। স্ত্রী. ̃ য়িত্রী। বরের ঘরের মাসি কনের ঘরের পিসি যে ব্যক্তি বিবদমান উভয় পক্ষের সঙ্গেই সদ্ভাব রেখে চলে। 28)
মনীষা
(p. 676) manīṣā বি. 1 প্রতিভা; 2 প্রজ্ঞা; 3 তীক্ষ্ম ও গভীর বুদ্ধি। [সং. মনস্ + ঈষা]। মনীষী (-ষিন্) বিণ. প্রতিভাসম্পন্ন; প্রাজ্ঞা; গভীর বুদ্ধিসম্পন্ন। বি. অসাধারণ প্রতিভা ও গভীর প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তি। মনীষিত বিণ. অভীষ্ট, বাঞ্ছিত। মনীষিতা বি. মনীষীর বা মনীষিসুলভ ভাব; মনস্বিতা। 131)
সমীহা
(p. 808) samīhā বি. 1 চেষ্টা; 2 সন্ধান; 3 ইচ্ছা। [সং. সম্ + √ ঈহ্ + অ + আ]। সমীহিত বিণ. চেষ্টিত; অভীষ্ট। 138)
সমুত্-সুক
(p. 814) samut-suka বিণ. অতিশয় উত্সুক, অভীষ্টলাভে আগ্রহান্বিত। [সং. সম্ + উত্সুক]। 14)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577817
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185555
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785647
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026637
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901109
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848119
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708601
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620194

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us