Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অগ্নি এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  অগ্নি এর বাংলা অর্থ হলো -

(p. 7) agni বি. 1 যা দহন করে; আগুন, অনল, বহ্নী, পাবক; 2 ব্রহ্মার জ্যেষ্ঠ পুত্রদক্ষকন্যা স্বাহার স্বামী; 3 তেজ, শক্তি; 4 পরিপাকশক্তি, ক্ষুধা; 5 জ্বালা (ক্রোধাগ্নি)।
[সং. √ অগ্ + নি়]।
কণা বি. স্ফুলিঙ্গ।
কর্ম
বি. অগ্নিহোত্রাদি কর্ম; অন্ত্যেষ্টিক্রিয়া।
কল্প
বিণ. প্রায় আগুনের সমান, অগ্নিতুল্য (তেজস্বী); উগ্র, ক্রোধান্বিত।
কাণ্ড
বি. আগুনের ব্যাপক ধ্বংসলীলা; আগুনে দগ্ধ হওয়া (পাটের গুদামে অগ্নিকাণ্ড); তুমুল ঝগড়াঝাঁটি বা মারামারি; বিষম অনর্থ (সে অগ্নিকাণ্ড ঘটাবে)।
কার্য-অগ্নিকর্ম
-র অনুরূপ।
কুণ্ড
বি. আগুন জ্বালবার গর্ত; আগুনে পূর্ণ গহ্বর (পৃথিবী তখন যেন এক বিশাল অগ্নিকুণ্ড)।
কুমার
বি. কার্তিকেয়।
কেতু
বি. ধোঁয়া।
কোণ.বি.
পূর্বদক্ষিণ দিকের মধ্যবর্তী কোণ (অগ্নিদেব এই কোণের অধিদেবতা)।
ক্রিয়া
- অগ্নিকর্ম-অনুরূপ।
ক্রীড়া
বি. আগুনের খেলা; আতশবাজি পোড়ানো।
.গর্ভ
বিণ. অভ্যন্তরে আগুন আছে এমন; (আল.) অত্যন্ত উত্তেজনাপূর্ণ, উত্তপ্ত (অগ্নিগর্ভ বক্তৃতা)।
গৃহ বি. হোমগৃহ।
চূর্ণ
বি. বারুদ gunpowder.জ বি. অগ্নি থেকে যার জন্ম; কার্তিকেয়।
জিহ্ব
বিণ. অগ্নির মতো জিহ্বা যার।
বি. বরাহরূপী বিষ্ণু।
.তপ্ত
বিণ. অগ্নিতাপে উষ্ণ, অগ্নিতে তপ্ত; অগ্নির তূল্য উষ্ণ।
তূল্য
বিণ. আগুনের মতো।
এয় বি. বেদোক্ত তিনপ্রকার অগ্নি, যথা গার্হপত্য, আহবনীয়দাক্ষিণ্য।
দগ্ধ
বিণ. আগুনে-পোড়া।
.দাতা
(-তৃ) বি. 1 আগুন লাগায় যে; 2 যে ব্যক্তি মৃতের মুখাগ্নি করে।
.দান বি. 1 আগুন ধরানো, আগুন লাগানো; 2 মৃতের মুখাগ্নি।
দাহ বি. 1 অগ্নিকাণ্ড; 2 আগুনের তাপ।
.দাহ্য
বিণ. আগুনে দগ্ধ হয় বা পোড়ে এমন, combustible.দীপক বিণ. ক্ষুধা বা পরিপাকশক্তি সৃষ্টি করে বা বৃদ্ধি করে এমন।
দীপন
বিণ. পরিপাক ক্রিয়া বৃদ্ধি করে এমন।
বি. 1 অগ্নিদীপক পদার্থ; 2 প্রজ্বলন।
দীপ্ত
বিণ. আগুনের দ্বারা আলোকিত।
.দেব,.দেবতা
বি. আগুনের অধিদেবতা, বৈশ্বানর।
পক্ব
বিণ. 1 আগুনের তাপে রন্ধন করা হয়েছে এমন; 2 আগুনের তাপে কঠিনীকৃত (অগ্নিপক্ব ইট)।
পরীক্ষা
বি. 1 আগুনে পুড়িয়ে বিশুদ্ধতা বিচার; কাউকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে তার চরিত্রের দোষশূন্যতা বিচার (সীতার অগ্নিপরীক্ষা); 2 (আল.) অতি কঠিন পরীক্ষা।
পুরাণ
বি. অষ্টাদশ পুরাণের অন্যতম।
প্রবেশ
বি. জ্বলন্ত চিতায় প্রবেশপূর্বক জীবন বিসর্জন।
.প্রভ
বিণ. আগুনের মতো দীপ্তিসম্পন্ন।
প্রভা
বি. আগুনের আভা।
প্রস্তর
বি. চকমকি পাথর।
বর্ণ
বিণ. আগুনের মতো রক্তবর্ণবিশিষ্ট।
বর্ধক
বিণ. পরিপাকশক্তি বা ক্ষুধা বাড়ায় এমন।
বর্ষণ,বৃষ্টি
বি. 1 (আগ্নেয়গিরির) অগ্ন্যুত্পাত; 2 আকাশ থেকে বৃষ্টির মতো অগ্নিকণার পতন।
বাণ বি. পুরাণোক্ত অগ্নিবর্ষী তিরবিশেষ।
বৃদ্ধি
বি. ক্ষুধাবৃদ্ধিবৃষ্টি-অগ্নিবর্ষণ -এর অনুরূপ।
.মন্ত্র
বি. যে মন্ত্র অন্তরে তেজ বাড়িয়ে অভীষ্টলাভের যোগ্যতা অর্জন করায়।
.ময় বিণ. আগুনে পূর্ণ; আগুন দিয়ে তৈরি।
.মান্দ্য
বি. 1 পরিপাকশক্তি বা ক্ষুধার হ্রাস; 2 অজীর্ণ রোগ।
.মুখ বি. 1 দেবতা; 2 ব্রাহ্মণ।
.মূর্তি
বিণ. অতিশয় ক্রুদ্ধ বা উগ্র।
বি. ক্রুদ্ধ অবস্হা, উগ্র অবস্হা।
.মূল্য
বিণ. অত্যন্ত দুর্মূল্য (বাজারে সব কিছু এখন অগ্নিমূল্য)।
যুগ বি. বিপ্লব বা বিদ্রোহের যুগ।
শর্মা
(-র্মন্) বিণ. অত্যন্ত ক্রোধী।
শিখা
বি. আগুনের শিখা।
শুদ্ধ
বিণ. 1 আগুনে পুড়িয়ে শুদ্ধ করা হয়েছে এমন; অগ্নির স্পর্শের দ্বারা শোধিত; 2 কঠিন প্রায়শ্চিত্ত দ্বারা পবিত্রীকৃত।
ষ্টোম
বি. সাগ্নিক ব্রাহ্মণের করণীয় বৈদিক যজ্ঞবিশেষ।
সংস্কার
বি. 1 আগুনে পুড়িয়ে সংস্কার বা শোধন; 2 শবদাহ।
সখ,সখা
বি. অগ্নির সখা অর্থাত্ বায়ু।
সত্কার
বি. শবদাহ।
সহ বিণ. আগুনে পোড়ে না এমন, fireproof.সহ ইষ্টক আগুনে পোড়ে না এমন ইট, fire-brick..সহ মৃত্তিকা fire-clay.সাত্ বিণ. 1 আগুনে নিক্ষিপ্ত; 2 সম্পূর্ণ দগ্ধ।
.স্ফুলিঙ্গ্
বি. আগুনের ফুলকি।
হোত্র
বি. সাগ্নিকের প্রত্যহ করণীয় হোম।
হোত্রী
(-ত্রিন্) বি. সাগ্নিক; নিত্য হোমকারী; যে নিত্য অগ্নি রক্ষা করে প্রত্যহ হোম করে।
12)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


-অহ্ন
(p. 76) -ahna বি. দিন (পূর্ব, পর, অপর ও মধ্য শব্দের পরে অহন্ শব্দের এই রূপ হয (যেমন পূর্ব + অহন্=পূর্বাহ্ন, মধ্য + অহন্=মধ্যাহ্ন)। 12)
অত্যল্প
(p. 14) atyalpa বিণ. খুব কম, খুব সামান্য, যত্সামান্য। [সং. অতি+অল্প]। 41)
অপাত্র
অনু-করণ
(p. 25) anu-karaṇa বি. 1 নকল; 2 অনুসরণ। [সং. অনু + করণ]। ̃ কারী (-রিন্) বি. বিণ. নকল করতে ভালোবাসে বা অভ্যস্ত এমন। ̃ প্রবৃত্তি বি. নকল করার ঝোঁক বা প্রবণতা। ̃ বৃত্তি বি. নকল করার অভ্যাস। অনু-করণীয় বিণ. নকল বা অনুসরণ করার যোগ্য। 69)
অতুল
অবিরত
অনক্ষ
(p. 21) anakṣa বিণ. 1 ইন্দ্রিয় নেই যার; 2 চোখ নেই যার, অন্ধ। [সং. ন+অক্ষ (=ইন্দ্রিয়)]। 13)
অনির্বাণ
(p. 25) anirbāṇa বিণ. 1 নির্বাণ বা মুক্তিলাভ হয়নি এমন; 2 নেভে না বা নির্বাপিত হয় না এমন (অনির্বাণ দীপালোক, অনির্বাণ শোকাগ্নি); 3 জ্বলন্ত; 4 (-চির-) অশান্ত। [সং. ন + নির্বাণ]। 54)
অমান্য
(p. 57) amānya বিণ. মানবার মতো নয় এমন; অশ্রদ্ধেয়; পালন করা যায় না এমন। বি. (বাংলায় বিশেষ প্রয়োগ) লঙ্ঘন, অমাননা (আইন অমান্য আন্দোলন)। [সং. ন + মান্য]। অমান্য করা ক্রি. বি. লঙ্ঘন করা, না মানা; অসম্মান করা। 24)
অসমিয়া, (বর্জি.) অসমীয়া
(p. 70) asamiẏā, (barji.) asamīẏā বি. অসম বা আসামের ভাষা বা অধিবাসী। বিণ. 1 অসম বা আসামসম্বন্ধীয়; 2 অসমে বা আসামে জাত বা উত্পন্ন। [অ. অহম + বাং. ইয় + আ]। 20)
অমানিশা, অমানিশি
(p. 57) amāniśā, amāniśi দ্র অমা 21)
অপ্রতি-হত
(p. 42) aprati-hata বিণ. ব্যাহত বা বাধাপ্রাপ্ত হয়নি এমন, অবাধ, অব্যাহত (অপ্রতিহত গতি, অপ্রতিহত প্রভাব)। [সং. ন + প্রতিহত]। 5)
অনামুখ, অনামুখা, (কথ্য) অনামুখো
(p. 25) anāmukha, anāmukhā, (kathya) anāmukhō বিণ. মুখ দেখলে অমঙ্গল হয় এমন; যার মুখ দেখা অশুভ। [বাং. অনা + মুখ]। 4)
অবিনাশ
(p. 48) abināśa বিণ. যার বিনাশ বা লোপ হয় না। [সং. ন + বিনাশ]। 34)
অকল্পিত
(p. 2) akalpita বিণ. 1 কল্পিত বা মনগড়া নয় এমন, কল্পনাসৃষ্ট নয় এমন, প্রকৃত, সত্য; 2 যা কল্পনাও করা যায়নি এমন। [সং. ন+কল্পিত]। 24)
অণ্ড
(p. 14) aṇḍa বি. 1 ডিম; 2 অণ্ডকোষের বিচি, testes; 3 গোলাকার বস্তু। [সং. √ অম্+ড]। ̃ কোষ বি. মুষ্ক, হোল, scrotum. ̃ জ বিণ. ডিম্বজাত, ডিম থেকে উত্পন্ন। বি. পাখি, মাছ প্রভৃতি ডিম্বজাত প্রাণী। অণ্ডাকার, অণ্ডাকৃতি বিণ. ডিমের ন্যায় আকৃতিবিশিষ্ট, oval. 8)
অনীশ, অনীশ্বর
(p. 25) anīśa, anīśbara বিণ. ঈশ্বরহীন, নাস্তিক; ঈশ্বর মানে না এমন। [সং. ন + ঈশ, ঈশ্বর]। অনীশ্বরবাদ বি. ঈশ্বর নেই এই মত; নাস্তিক্য। অনীশ্বর-বাদী (-দিন্) বি. বিণ. নাস্তিক। 64)
অঋণী
(p. 1) aṛṇī (-ণিন্) বিণ. ঋণী নয় এমন, ঋণমুক্ত, দেনাশূন্য, কারও কাছে কিছু ধারে না এমন। [সং. ন+ঋণী = অনৃণী অঋণী]। 7)
অমাননা
(p. 57) amānanā বি. অসম্মান; অনাদর; অবজ্ঞা; না মানা। [সং. ন + √ মন্ + ণিচ্ + অন + আ]। 18)
অমিয়, অমিয়া
(p. 57) amiẏa, amiẏā বি. (কাব্যে) অমৃত ('অমিয়া সাগরে সিনান': চণ্ডী)। বিণ. অমৃততুল্য, অতি মধুর (অমিয় বাণী)। [সং. অমৃত ]। 35)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2304589
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1932675
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1517023
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 787687
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 776510
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 697252
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 640282
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 570704

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us