Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অগ্নি এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  অগ্নি এর বাংলা অর্থ হলো -

(p. 7) agni বি. 1 যা দহন করে; আগুন, অনল, বহ্নী, পাবক; 2 ব্রহ্মার জ্যেষ্ঠ পুত্রদক্ষকন্যা স্বাহার স্বামী; 3 তেজ, শক্তি; 4 পরিপাকশক্তি, ক্ষুধা; 5 জ্বালা (ক্রোধাগ্নি)।
[সং. √ অগ্ + নি়]।
কণা বি. স্ফুলিঙ্গ।
কর্ম
বি. অগ্নিহোত্রাদি কর্ম; অন্ত্যেষ্টিক্রিয়া।
কল্প
বিণ. প্রায় আগুনের সমান, অগ্নিতুল্য (তেজস্বী); উগ্র, ক্রোধান্বিত।
কাণ্ড
বি. আগুনের ব্যাপক ধ্বংসলীলা; আগুনে দগ্ধ হওয়া (পাটের গুদামে অগ্নিকাণ্ড); তুমুল ঝগড়াঝাঁটি বা মারামারি; বিষম অনর্থ (সে অগ্নিকাণ্ড ঘটাবে)।
কার্য-অগ্নিকর্ম
-র অনুরূপ।
কুণ্ড
বি. আগুন জ্বালবার গর্ত; আগুনে পূর্ণ গহ্বর (পৃথিবী তখন যেন এক বিশাল অগ্নিকুণ্ড)।
কুমার
বি. কার্তিকেয়।
কেতু
বি. ধোঁয়া।
কোণ.বি.
পূর্বদক্ষিণ দিকের মধ্যবর্তী কোণ (অগ্নিদেব এই কোণের অধিদেবতা)।
ক্রিয়া
- অগ্নিকর্ম-অনুরূপ।
ক্রীড়া
বি. আগুনের খেলা; আতশবাজি পোড়ানো।
.গর্ভ
বিণ. অভ্যন্তরে আগুন আছে এমন; (আল.) অত্যন্ত উত্তেজনাপূর্ণ, উত্তপ্ত (অগ্নিগর্ভ বক্তৃতা)।
গৃহ বি. হোমগৃহ।
চূর্ণ
বি. বারুদ gunpowder.জ বি. অগ্নি থেকে যার জন্ম; কার্তিকেয়।
জিহ্ব
বিণ. অগ্নির মতো জিহ্বা যার।
বি. বরাহরূপী বিষ্ণু।
.তপ্ত
বিণ. অগ্নিতাপে উষ্ণ, অগ্নিতে তপ্ত; অগ্নির তূল্য উষ্ণ।
তূল্য
বিণ. আগুনের মতো।
এয় বি. বেদোক্ত তিনপ্রকার অগ্নি, যথা গার্হপত্য, আহবনীয়দাক্ষিণ্য।
দগ্ধ
বিণ. আগুনে-পোড়া।
.দাতা
(-তৃ) বি. 1 আগুন লাগায় যে; 2 যে ব্যক্তি মৃতের মুখাগ্নি করে।
.দান বি. 1 আগুন ধরানো, আগুন লাগানো; 2 মৃতের মুখাগ্নি।
দাহ বি. 1 অগ্নিকাণ্ড; 2 আগুনের তাপ।
.দাহ্য
বিণ. আগুনে দগ্ধ হয় বা পোড়ে এমন, combustible.দীপক বিণ. ক্ষুধা বা পরিপাকশক্তি সৃষ্টি করে বা বৃদ্ধি করে এমন।
দীপন
বিণ. পরিপাক ক্রিয়া বৃদ্ধি করে এমন।
বি. 1 অগ্নিদীপক পদার্থ; 2 প্রজ্বলন।
দীপ্ত
বিণ. আগুনের দ্বারা আলোকিত।
.দেব,.দেবতা
বি. আগুনের অধিদেবতা, বৈশ্বানর।
পক্ব
বিণ. 1 আগুনের তাপে রন্ধন করা হয়েছে এমন; 2 আগুনের তাপে কঠিনীকৃত (অগ্নিপক্ব ইট)।
পরীক্ষা
বি. 1 আগুনে পুড়িয়ে বিশুদ্ধতা বিচার; কাউকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে তার চরিত্রের দোষশূন্যতা বিচার (সীতার অগ্নিপরীক্ষা); 2 (আল.) অতি কঠিন পরীক্ষা।
পুরাণ
বি. অষ্টাদশ পুরাণের অন্যতম।
প্রবেশ
বি. জ্বলন্ত চিতায় প্রবেশপূর্বক জীবন বিসর্জন।
.প্রভ
বিণ. আগুনের মতো দীপ্তিসম্পন্ন।
প্রভা
বি. আগুনের আভা।
প্রস্তর
বি. চকমকি পাথর।
বর্ণ
বিণ. আগুনের মতো রক্তবর্ণবিশিষ্ট।
বর্ধক
বিণ. পরিপাকশক্তি বা ক্ষুধা বাড়ায় এমন।
বর্ষণ,বৃষ্টি
বি. 1 (আগ্নেয়গিরির) অগ্ন্যুত্পাত; 2 আকাশ থেকে বৃষ্টির মতো অগ্নিকণার পতন।
বাণ বি. পুরাণোক্ত অগ্নিবর্ষী তিরবিশেষ।
বৃদ্ধি
বি. ক্ষুধাবৃদ্ধিবৃষ্টি-অগ্নিবর্ষণ -এর অনুরূপ।
.মন্ত্র
বি. যে মন্ত্র অন্তরে তেজ বাড়িয়ে অভীষ্টলাভের যোগ্যতা অর্জন করায়।
.ময় বিণ. আগুনে পূর্ণ; আগুন দিয়ে তৈরি।
.মান্দ্য
বি. 1 পরিপাকশক্তি বা ক্ষুধার হ্রাস; 2 অজীর্ণ রোগ।
.মুখ বি. 1 দেবতা; 2 ব্রাহ্মণ।
.মূর্তি
বিণ. অতিশয় ক্রুদ্ধ বা উগ্র।
বি. ক্রুদ্ধ অবস্হা, উগ্র অবস্হা।
.মূল্য
বিণ. অত্যন্ত দুর্মূল্য (বাজারে সব কিছু এখন অগ্নিমূল্য)।
যুগ বি. বিপ্লব বা বিদ্রোহের যুগ।
শর্মা
(-র্মন্) বিণ. অত্যন্ত ক্রোধী।
শিখা
বি. আগুনের শিখা।
শুদ্ধ
বিণ. 1 আগুনে পুড়িয়ে শুদ্ধ করা হয়েছে এমন; অগ্নির স্পর্শের দ্বারা শোধিত; 2 কঠিন প্রায়শ্চিত্ত দ্বারা পবিত্রীকৃত।
ষ্টোম
বি. সাগ্নিক ব্রাহ্মণের করণীয় বৈদিক যজ্ঞবিশেষ।
সংস্কার
বি. 1 আগুনে পুড়িয়ে সংস্কার বা শোধন; 2 শবদাহ।
সখ,সখা
বি. অগ্নির সখা অর্থাত্ বায়ু।
সত্কার
বি. শবদাহ।
সহ বিণ. আগুনে পোড়ে না এমন, fireproof.সহ ইষ্টক আগুনে পোড়ে না এমন ইট, fire-brick..সহ মৃত্তিকা fire-clay.সাত্ বিণ. 1 আগুনে নিক্ষিপ্ত; 2 সম্পূর্ণ দগ্ধ।
.স্ফুলিঙ্গ্
বি. আগুনের ফুলকি।
হোত্র
বি. সাগ্নিকের প্রত্যহ করণীয় হোম।
হোত্রী
(-ত্রিন্) বি. সাগ্নিক; নিত্য হোমকারী; যে নিত্য অগ্নি রক্ষা করে প্রত্যহ হোম করে।
12)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


অশ্লেষা
(p. 67) aślēṣā বি. (অশুভ) নক্ষত্রবিশেষ। [সং. ন + শ্লেষ + (স্ত্রী.) আ]। 19)
অপা-করণ, অপা-কৃতি
(p. 40) apā-karaṇa, apā-kṛti বি. 1 অপসারণ, অপনয়ন, দূরীকরণ; 2 মোচন; 3 নিবারণ, প্রশমন; 4 শোধন। [সং. অপ + আ + √ কৃ + অন, তি]। অপা-কৃত বিণ. অপসারিত; দূরীকৃত, দূরে সরানো হয়েছে এমন; নিবারিত; মোচন করা হয়েছে এমন; শোধিত। 3)
অশ্রদ্ধা
অধ্যেতা
(p. 21) adhyētā (-তৃ) বি. বিণ. 1 অধ্যয়নকারী, পাঠক, বিদ্যার্থী; 2 ছাত্র। [সং. অধি+ √ ই+তৃ]। 10)
অনেক
(p. 32) anēka বিণ. 1 একাধিক; 2 বহু, প্রচুর (অনেক চেষ্টা, অনেক তফাতে), নানা (অনেক কথা)। সর্ব. 1 বহু লোক (অনেকে বলে); 2 প্রচুর ('অনেক দিয়েছ নাথ': রবীন্দ্র)। [সং. ন + এক]। অনেকানেক বিণ. নানানবিভিন্ন। ̃ টা বি. অধিকাংশ, বেশির ভাগ (তীরের অনেকটা ভেঙেছে)। বিণ. প্রচুর (অনেকটা ভাত)। ক্রি-বিণ. অধিকাংশ বিষয়ে (সে এখন অনেকটা ভালো)। ̃ ধা অব্য ক্রি-বিণ. অনেক প্রকারে, নানা দিক থেকে। ̃ প্রকার, &tilde ; বিধ, ̃ রূপ বিণ. নানারকম। অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট এক কাজের জন্য অনেক লোক জুটে গেলে মতভেদ ইত্যাদির ফলে কাজটাই পণ্ড হয়। 21)
অপ্রসিদ্ধ
অভোগ্য
(p. 55) abhōgya বিণ. ভোগ করা উচিত নয় বা ভোগ করা যায় না এমন, ভোগের অযোগ্য। [সং. ন + ভোগ্য]। 9)
অলক্ষ্য
অভি-তপ্ত
(p. 50) abhi-tapta বিণ. 1 আগুনে তপ্ত বা গরম হয়েছে এমন; 2 দুঃখিত। [সং. অভি + তপ্ত]। 85)
অব-গুণ
(p. 43) aba-guṇa বি. দোষ, অপগুণ। [সং. অব + গুণ]। 32)
অয়ে
(p. 60) aẏē অব্য. (বিরল) অয়ি -র রূপভেদ। 7)
অবরে-সবরে
অনু-স্মৃতি
(p. 32) anu-smṛti বি. আগেকার ঘটনা পরে মনে পড়া বা মনে করা; পূর্বের ঘটনা স্মরণ, recollection. [সং. অনু + স্মৃতি]। 11)
অকৃত্য
(p. 4) akṛtya বিণ. অকর্তব্য, যা কৃত্য বা করনীয় নয়। বি. অকাজ; কুকাজ। [সং. ন+কৃত্য]। ̃ কারী (-রিন্) বিণ. কূকর্মকারী, যে অকাজ বা কূকাজ করে। 3)
অস্হি
(p. 73) ashi বি. হাড়; যা দিয়ে মেরুদন্ডী প্রাণীর কঙ্কাল তৈরি হয়। [সং. √ অস্ + থি]। ̃ চর্ম বি. হাড় ও চামড়া; হাড়-মাস। ̃ চর্ম-সার বিণ. শরীরে কেবল হাড় আর চামড়াই আছে, আর কিছুই নেই এমন; অত্যন্ত শীর্ণ। ̃ দান বি. গঙ্গা সমুদ্র প্রভৃতির পবিত্র জলে মৃতের অস্হি নিক্ষেপ। ̃ পঞ্জর বি. শুধু হাড় ও পাঁজরা দিয়ে গঠিত দেহের কাঠামো; কঙ্কাল, skeleton. ̃ পঞ্জর-সার বিণ. হাড়-পাঁজরা বেরিয়ে রয়েছে এমন, হাড়-জিরজিরে, অত্যন্ত শীর্ণ। ̃ বিজ্ঞান, ̃ বিদ্যা বি. (নর-) দেহের অস্হিসম্বন্ধীয় শাস্ত্র, osteology, ̃ ভঙ্গ বি. হাড় ভেঙে যাওয়া। জটিল অস্হিভঙ্গ বি. দেহের হাড় ভেঙে চামড়া ভেদ করেছে এমন অবস্হা, compound fracture of bone. সরল অস্হিভঙ্গ বি. হাড় ভেঙেছে কিন্তু চামড়া ভেদ করেনি এমন অবস্হা, single fracture of bone. ̃ সন্ধি বি. 1 দুটি হাড়ের সংযোগস্হল, গাঁট; 2 ভাঙা হাড় জোড়া লাগানো। ̃ সার বিণ. কেবল হাড়ই আছে এমন; অত্যন্ত শীর্ণ। বি. মজ্জা, bone marrow. 25)
অভ্যঙ্গ, অভ্যঞ্জন
(p. 55) abhyaṅga, abhyañjana বি. 1 তেল বা তেলজাতীয় স্নেহপদার্থ দিয়ে মর্দন; তেল মাখা; 2 আভাং। [সং. অভি + অঙ্গ, অভি +অঞ্জন]। 12)
অব্যাপার
(p. 50) abyāpāra বি. অকাজ, বাজে কাজ; যে ব্যপারে অভিজ্ঞতা নেই। [সং. ন + ব্যাপার]। 39)
অনু-ধাবন
অব্যভি-চার
অপ্রকৃষ্ট
(p. 40) aprakṛṣṭa বিণ. 1 উত্তম বা ভালো নয় এমন; নিকৃষ্ট; 2 বৈশিষ্ট্যহীন। [সং. ন + প্রকৃষ্ট]। 54)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2072291
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768056
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365480
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720843
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697673
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594394
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544572
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542161

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন