Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অগ্নি এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  অগ্নি এর বাংলা অর্থ হলো -

(p. 7) agni বি. 1 যা দহন করে; আগুন, অনল, বহ্নী, পাবক; 2 ব্রহ্মার জ্যেষ্ঠ পুত্রদক্ষকন্যা স্বাহার স্বামী; 3 তেজ, শক্তি; 4 পরিপাকশক্তি, ক্ষুধা; 5 জ্বালা (ক্রোধাগ্নি)।
[সং. √ অগ্ + নি়]।
কণা বি. স্ফুলিঙ্গ।
কর্ম
বি. অগ্নিহোত্রাদি কর্ম; অন্ত্যেষ্টিক্রিয়া।
কল্প
বিণ. প্রায় আগুনের সমান, অগ্নিতুল্য (তেজস্বী); উগ্র, ক্রোধান্বিত।
কাণ্ড
বি. আগুনের ব্যাপক ধ্বংসলীলা; আগুনে দগ্ধ হওয়া (পাটের গুদামে অগ্নিকাণ্ড); তুমুল ঝগড়াঝাঁটি বা মারামারি; বিষম অনর্থ (সে অগ্নিকাণ্ড ঘটাবে)।
কার্য-অগ্নিকর্ম
-র অনুরূপ।
কুণ্ড
বি. আগুন জ্বালবার গর্ত; আগুনে পূর্ণ গহ্বর (পৃথিবী তখন যেন এক বিশাল অগ্নিকুণ্ড)।
কুমার
বি. কার্তিকেয়।
কেতু
বি. ধোঁয়া।
কোণ.বি.
পূর্বদক্ষিণ দিকের মধ্যবর্তী কোণ (অগ্নিদেব এই কোণের অধিদেবতা)।
ক্রিয়া
- অগ্নিকর্ম-অনুরূপ।
ক্রীড়া
বি. আগুনের খেলা; আতশবাজি পোড়ানো।
.গর্ভ
বিণ. অভ্যন্তরে আগুন আছে এমন; (আল.) অত্যন্ত উত্তেজনাপূর্ণ, উত্তপ্ত (অগ্নিগর্ভ বক্তৃতা)।
গৃহ বি. হোমগৃহ।
চূর্ণ
বি. বারুদ gunpowder.জ বি. অগ্নি থেকে যার জন্ম; কার্তিকেয়।
জিহ্ব
বিণ. অগ্নির মতো জিহ্বা যার।
বি. বরাহরূপী বিষ্ণু।
.তপ্ত
বিণ. অগ্নিতাপে উষ্ণ, অগ্নিতে তপ্ত; অগ্নির তূল্য উষ্ণ।
তূল্য
বিণ. আগুনের মতো।
এয় বি. বেদোক্ত তিনপ্রকার অগ্নি, যথা গার্হপত্য, আহবনীয়দাক্ষিণ্য।
দগ্ধ
বিণ. আগুনে-পোড়া।
.দাতা
(-তৃ) বি. 1 আগুন লাগায় যে; 2 যে ব্যক্তি মৃতের মুখাগ্নি করে।
.দান বি. 1 আগুন ধরানো, আগুন লাগানো; 2 মৃতের মুখাগ্নি।
দাহ বি. 1 অগ্নিকাণ্ড; 2 আগুনের তাপ।
.দাহ্য
বিণ. আগুনে দগ্ধ হয় বা পোড়ে এমন, combustible.দীপক বিণ. ক্ষুধা বা পরিপাকশক্তি সৃষ্টি করে বা বৃদ্ধি করে এমন।
দীপন
বিণ. পরিপাক ক্রিয়া বৃদ্ধি করে এমন।
বি. 1 অগ্নিদীপক পদার্থ; 2 প্রজ্বলন।
দীপ্ত
বিণ. আগুনের দ্বারা আলোকিত।
.দেব,.দেবতা
বি. আগুনের অধিদেবতা, বৈশ্বানর।
পক্ব
বিণ. 1 আগুনের তাপে রন্ধন করা হয়েছে এমন; 2 আগুনের তাপে কঠিনীকৃত (অগ্নিপক্ব ইট)।
পরীক্ষা
বি. 1 আগুনে পুড়িয়ে বিশুদ্ধতা বিচার; কাউকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে তার চরিত্রের দোষশূন্যতা বিচার (সীতার অগ্নিপরীক্ষা); 2 (আল.) অতি কঠিন পরীক্ষা।
পুরাণ
বি. অষ্টাদশ পুরাণের অন্যতম।
প্রবেশ
বি. জ্বলন্ত চিতায় প্রবেশপূর্বক জীবন বিসর্জন।
.প্রভ
বিণ. আগুনের মতো দীপ্তিসম্পন্ন।
প্রভা
বি. আগুনের আভা।
প্রস্তর
বি. চকমকি পাথর।
বর্ণ
বিণ. আগুনের মতো রক্তবর্ণবিশিষ্ট।
বর্ধক
বিণ. পরিপাকশক্তি বা ক্ষুধা বাড়ায় এমন।
বর্ষণ,বৃষ্টি
বি. 1 (আগ্নেয়গিরির) অগ্ন্যুত্পাত; 2 আকাশ থেকে বৃষ্টির মতো অগ্নিকণার পতন।
বাণ বি. পুরাণোক্ত অগ্নিবর্ষী তিরবিশেষ।
বৃদ্ধি
বি. ক্ষুধাবৃদ্ধিবৃষ্টি-অগ্নিবর্ষণ -এর অনুরূপ।
.মন্ত্র
বি. যে মন্ত্র অন্তরে তেজ বাড়িয়ে অভীষ্টলাভের যোগ্যতা অর্জন করায়।
.ময় বিণ. আগুনে পূর্ণ; আগুন দিয়ে তৈরি।
.মান্দ্য
বি. 1 পরিপাকশক্তি বা ক্ষুধার হ্রাস; 2 অজীর্ণ রোগ।
.মুখ বি. 1 দেবতা; 2 ব্রাহ্মণ।
.মূর্তি
বিণ. অতিশয় ক্রুদ্ধ বা উগ্র।
বি. ক্রুদ্ধ অবস্হা, উগ্র অবস্হা।
.মূল্য
বিণ. অত্যন্ত দুর্মূল্য (বাজারে সব কিছু এখন অগ্নিমূল্য)।
যুগ বি. বিপ্লব বা বিদ্রোহের যুগ।
শর্মা
(-র্মন্) বিণ. অত্যন্ত ক্রোধী।
শিখা
বি. আগুনের শিখা।
শুদ্ধ
বিণ. 1 আগুনে পুড়িয়ে শুদ্ধ করা হয়েছে এমন; অগ্নির স্পর্শের দ্বারা শোধিত; 2 কঠিন প্রায়শ্চিত্ত দ্বারা পবিত্রীকৃত।
ষ্টোম
বি. সাগ্নিক ব্রাহ্মণের করণীয় বৈদিক যজ্ঞবিশেষ।
সংস্কার
বি. 1 আগুনে পুড়িয়ে সংস্কার বা শোধন; 2 শবদাহ।
সখ,সখা
বি. অগ্নির সখা অর্থাত্ বায়ু।
সত্কার
বি. শবদাহ।
সহ বিণ. আগুনে পোড়ে না এমন, fireproof.সহ ইষ্টক আগুনে পোড়ে না এমন ইট, fire-brick..সহ মৃত্তিকা fire-clay.সাত্ বিণ. 1 আগুনে নিক্ষিপ্ত; 2 সম্পূর্ণ দগ্ধ।
.স্ফুলিঙ্গ্
বি. আগুনের ফুলকি।
হোত্র
বি. সাগ্নিকের প্রত্যহ করণীয় হোম।
হোত্রী
(-ত্রিন্) বি. সাগ্নিক; নিত্য হোমকারী; যে নিত্য অগ্নি রক্ষা করে প্রত্যহ হোম করে।
12)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


অমরা2
(p. 55) amarā2 বি. 1 স্বর্গ, দেবলোক; 2 ইন্দ্রপুরী। [সং. অমর + অ + আ]। 60)
অগম্যা
অসৌহার্দ, অসৌহার্দ্য, অসৌহৃদ্য
(p. 73) asauhārda, asauhārdya, asauhṛdya বি. বন্ধুত্বের অভাব; অসদ্ভাব; শত্রুতা। [সং. ন + সৌহার্দ, সৌহৃর্দ্য]। 3)
অধি-হার
(p. 20) adhi-hāra বি. ক্রি-বিণ. ন্যায্য বা নির্দিষ্ট মূল্যের চেয়ে বেশি দর বা দরে, above par (স. প.); অধিমূল্য। [সং. অধি+হার]। 5)
অব্যর্থ
অত্যাহিত
(p. 14) atyāhita বি. 1 ঘোর অমঙ্গল, অতিশয় অকল্যাণ; 2 মহাভয়। [সং. অতি+আ+√ ধা+ত]। 52)
অক্ষয়
অবরেণ্য
(p. 45) abarēṇya বিণ. সমাদরের অযোগ্য; বরণীয় বা শ্রেষ্ঠ নয় এমন ('অবরেণ্যে বরি': মধু.)। [সং. ন + বরেণ্য]। 28)
অবশ্য2
অপ-নয়, অপ-নয়ন
(p. 34) apa-naẏa, apa-naẏana বি. অপনোদন, দূরীকরণ (কলঙ্ক অপনয়ন)। [সং. অপ + √ নী + অ, অন]। অপ-নীত বিণ. অপনয়ন বা দূরীকরণ করা হয়েছে এমন; সরিয়ে নেওয়া হয়েছে এমন ('অপনীত প্রচ্ছদের তলে': সু. দ.)। 100)
অপ্রযুক্ত
(p. 42) aprayukta বিণ. 1 প্রয়োগ করা বা ব্যবহার করা হয়নি এমন, অব্যবহৃত; 2 অসংগত; 3 অযোগ্য। [সং. ন + প্রযুক্ত]। ̃ তা বি. অব্যবহার্যতা; প্রয়োগ করা যায় না এমন অবস্হা; অসংগতি। 22)
অবিভক্ত
অবিধেয়
(p. 48) abidhēẏa বিণ. 1 বিধিসম্মত নয় এমন; অন্যায়; 2 অনুচিত বা অকর্তব্য। [সং. ন + বিধেয়]। 31)
অন্ধ-কার
(p. 34) andha-kāra বি. 1 আলোর অবাব; তমঃ, তিমির; 2 অজ্ঞতা (মনের অন্ধকার)। বিণ. অন্ধকারময় (অন্ধকার ঘর)। [সং. অন্ধ + √ কৃ + অ]। অন্ধকার দেখা ক্রি. বি. বিপদে দিগ্বিদিক জ্ঞান লোপ পাওয়া। অন্ধকারে ঢিল্ মারা কোনো বিষয়ে নিশ্চিত জ্ঞান না থাকায় আন্দাজে সেই বিষয়ে মন্তব্য করা (যদি লেগে যায় এই আশার)। অন্ধকারে থাকা ক্রি. বি. কোনো বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ থাকা। অন্ধকারে হাতড়ানো ক্রি. বি. 1 চোখে দেখতে না পাওয়ায় হাতের স্পর্শ দিয়ে অনুমান করা; 2 কোনো বিষয়ে স্হির জ্ঞান না থাকায় আন্দাজে আলোচনা করা বা অনুমান করা। 42)
অসজ্জন
(p. 67) asajjana বি. সজ্জন বা সাধু (ব্যক্তি) নয় এমন; দুর্বৃত্ত। [সং. ন + সজ্জন]। 61)
অযুত
(p. 60) ayuta বি. দশ হাজার। বিণ. য়ুক্ত নয় এমন, পৃথক। [সং. ন + যুত]। 6)
অনুত্-কর্ষ
অনিবদ্ধ
(p. 25) anibaddha বিণ. 1 অনিয়মিত; 2 অলিখিত; 3 অগ্রথিত। [সং. ন + নিবদ্ধ]। 33)
অচেনা, অচিন
(p. 8) acēnā, acina বিণ. অপরিচিত, অজ্ঞাত, অজ্ঞাতপরিচয়, চেনা বা জানা নয় এমন (অচেনা লোক, অচিন পাখি)। বি. অপরিচিত ব্যক্তি বা বস্তু ('অচেনাকে ভয় কী আমার ওরে': রবীন্দ্র)। [সং. ন+বাং. চেনা, চিনা চিন]। 74)
অচল
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577525
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185204
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785274
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1025932
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901004
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848077
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708493
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 619855

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us