Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অগ্নি এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  অগ্নি এর বাংলা অর্থ হলো -

(p. 7) agni বি. 1 যা দহন করে; আগুন, অনল, বহ্নী, পাবক; 2 ব্রহ্মার জ্যেষ্ঠ পুত্রদক্ষকন্যা স্বাহার স্বামী; 3 তেজ, শক্তি; 4 পরিপাকশক্তি, ক্ষুধা; 5 জ্বালা (ক্রোধাগ্নি)।
[সং. √ অগ্ + নি়]।
কণা বি. স্ফুলিঙ্গ।
কর্ম
বি. অগ্নিহোত্রাদি কর্ম; অন্ত্যেষ্টিক্রিয়া।
কল্প
বিণ. প্রায় আগুনের সমান, অগ্নিতুল্য (তেজস্বী); উগ্র, ক্রোধান্বিত।
কাণ্ড
বি. আগুনের ব্যাপক ধ্বংসলীলা; আগুনে দগ্ধ হওয়া (পাটের গুদামে অগ্নিকাণ্ড); তুমুল ঝগড়াঝাঁটি বা মারামারি; বিষম অনর্থ (সে অগ্নিকাণ্ড ঘটাবে)।
কার্য-অগ্নিকর্ম
-র অনুরূপ।
কুণ্ড
বি. আগুন জ্বালবার গর্ত; আগুনে পূর্ণ গহ্বর (পৃথিবী তখন যেন এক বিশাল অগ্নিকুণ্ড)।
কুমার
বি. কার্তিকেয়।
কেতু
বি. ধোঁয়া।
কোণ.বি.
পূর্বদক্ষিণ দিকের মধ্যবর্তী কোণ (অগ্নিদেব এই কোণের অধিদেবতা)।
ক্রিয়া
- অগ্নিকর্ম-অনুরূপ।
ক্রীড়া
বি. আগুনের খেলা; আতশবাজি পোড়ানো।
.গর্ভ
বিণ. অভ্যন্তরে আগুন আছে এমন; (আল.) অত্যন্ত উত্তেজনাপূর্ণ, উত্তপ্ত (অগ্নিগর্ভ বক্তৃতা)।
গৃহ বি. হোমগৃহ।
চূর্ণ
বি. বারুদ gunpowder.জ বি. অগ্নি থেকে যার জন্ম; কার্তিকেয়।
জিহ্ব
বিণ. অগ্নির মতো জিহ্বা যার।
বি. বরাহরূপী বিষ্ণু।
.তপ্ত
বিণ. অগ্নিতাপে উষ্ণ, অগ্নিতে তপ্ত; অগ্নির তূল্য উষ্ণ।
তূল্য
বিণ. আগুনের মতো।
এয় বি. বেদোক্ত তিনপ্রকার অগ্নি, যথা গার্হপত্য, আহবনীয়দাক্ষিণ্য।
দগ্ধ
বিণ. আগুনে-পোড়া।
.দাতা
(-তৃ) বি. 1 আগুন লাগায় যে; 2 যে ব্যক্তি মৃতের মুখাগ্নি করে।
.দান বি. 1 আগুন ধরানো, আগুন লাগানো; 2 মৃতের মুখাগ্নি।
দাহ বি. 1 অগ্নিকাণ্ড; 2 আগুনের তাপ।
.দাহ্য
বিণ. আগুনে দগ্ধ হয় বা পোড়ে এমন, combustible.দীপক বিণ. ক্ষুধা বা পরিপাকশক্তি সৃষ্টি করে বা বৃদ্ধি করে এমন।
দীপন
বিণ. পরিপাক ক্রিয়া বৃদ্ধি করে এমন।
বি. 1 অগ্নিদীপক পদার্থ; 2 প্রজ্বলন।
দীপ্ত
বিণ. আগুনের দ্বারা আলোকিত।
.দেব,.দেবতা
বি. আগুনের অধিদেবতা, বৈশ্বানর।
পক্ব
বিণ. 1 আগুনের তাপে রন্ধন করা হয়েছে এমন; 2 আগুনের তাপে কঠিনীকৃত (অগ্নিপক্ব ইট)।
পরীক্ষা
বি. 1 আগুনে পুড়িয়ে বিশুদ্ধতা বিচার; কাউকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে তার চরিত্রের দোষশূন্যতা বিচার (সীতার অগ্নিপরীক্ষা); 2 (আল.) অতি কঠিন পরীক্ষা।
পুরাণ
বি. অষ্টাদশ পুরাণের অন্যতম।
প্রবেশ
বি. জ্বলন্ত চিতায় প্রবেশপূর্বক জীবন বিসর্জন।
.প্রভ
বিণ. আগুনের মতো দীপ্তিসম্পন্ন।
প্রভা
বি. আগুনের আভা।
প্রস্তর
বি. চকমকি পাথর।
বর্ণ
বিণ. আগুনের মতো রক্তবর্ণবিশিষ্ট।
বর্ধক
বিণ. পরিপাকশক্তি বা ক্ষুধা বাড়ায় এমন।
বর্ষণ,বৃষ্টি
বি. 1 (আগ্নেয়গিরির) অগ্ন্যুত্পাত; 2 আকাশ থেকে বৃষ্টির মতো অগ্নিকণার পতন।
বাণ বি. পুরাণোক্ত অগ্নিবর্ষী তিরবিশেষ।
বৃদ্ধি
বি. ক্ষুধাবৃদ্ধিবৃষ্টি-অগ্নিবর্ষণ -এর অনুরূপ।
.মন্ত্র
বি. যে মন্ত্র অন্তরে তেজ বাড়িয়ে অভীষ্টলাভের যোগ্যতা অর্জন করায়।
.ময় বিণ. আগুনে পূর্ণ; আগুন দিয়ে তৈরি।
.মান্দ্য
বি. 1 পরিপাকশক্তি বা ক্ষুধার হ্রাস; 2 অজীর্ণ রোগ।
.মুখ বি. 1 দেবতা; 2 ব্রাহ্মণ।
.মূর্তি
বিণ. অতিশয় ক্রুদ্ধ বা উগ্র।
বি. ক্রুদ্ধ অবস্হা, উগ্র অবস্হা।
.মূল্য
বিণ. অত্যন্ত দুর্মূল্য (বাজারে সব কিছু এখন অগ্নিমূল্য)।
যুগ বি. বিপ্লব বা বিদ্রোহের যুগ।
শর্মা
(-র্মন্) বিণ. অত্যন্ত ক্রোধী।
শিখা
বি. আগুনের শিখা।
শুদ্ধ
বিণ. 1 আগুনে পুড়িয়ে শুদ্ধ করা হয়েছে এমন; অগ্নির স্পর্শের দ্বারা শোধিত; 2 কঠিন প্রায়শ্চিত্ত দ্বারা পবিত্রীকৃত।
ষ্টোম
বি. সাগ্নিক ব্রাহ্মণের করণীয় বৈদিক যজ্ঞবিশেষ।
সংস্কার
বি. 1 আগুনে পুড়িয়ে সংস্কার বা শোধন; 2 শবদাহ।
সখ,সখা
বি. অগ্নির সখা অর্থাত্ বায়ু।
সত্কার
বি. শবদাহ।
সহ বিণ. আগুনে পোড়ে না এমন, fireproof.সহ ইষ্টক আগুনে পোড়ে না এমন ইট, fire-brick..সহ মৃত্তিকা fire-clay.সাত্ বিণ. 1 আগুনে নিক্ষিপ্ত; 2 সম্পূর্ণ দগ্ধ।
.স্ফুলিঙ্গ্
বি. আগুনের ফুলকি।
হোত্র
বি. সাগ্নিকের প্রত্যহ করণীয় হোম।
হোত্রী
(-ত্রিন্) বি. সাগ্নিক; নিত্য হোমকারী; যে নিত্য অগ্নি রক্ষা করে প্রত্যহ হোম করে।
12)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


অব-মন্তা
(p. 45) aba-mantā (-ন্তৃ) বিণ. অবমানকারী, অবজ্ঞাকারী। [সং. অব + √ মন্ + তৃ]। 18)
অন্তরীয়
(p. 32) antarīẏa বি. ধুতি পাজামা শায়া ইত্যাদি পরিচ্ছদ যা দেহের নিম্নাঙ্গে পরিধান করা হয়, অধোবাস। [সং. অন্তর্ + ঈয়]। ̃ তু. উত্তরীয়। 42)
অস্বীকার
অদ্রাব্য
(p. 17) adrābya বিণ. গলানো যায় না এমন, insoluble (বি.প.)। [সং. ন+√দ্রাবি+য]। 28)
অহং-কার, অহঙ্কার
(p. 75) aha-ṅkāra, ahaṅkāra বি. নিজের সম্পর্কে বড়াই বা গর্ব, অহমিকা; আত্মম্ভরিতা। [সং. অহম + √ কৃ + অ]। অহং-কারী (রিন্) বিণ. নিজের সম্পর্কে বড়াই করে এমন। অহং-কৃত বিণ. গর্বিত, দম্ভ করে এমন; দাম্ভিক। অহংকারে মাটিতে পা না পড়া ক্রি. বি. অহংকারে এতই অন্ধ যে নিজেকেই সর্বশ্রেষ্ঠ বলে মনে করা; অহংকারে অন্যকে গ্রাহ্যই না করা। 16)
অগত্যা
(p. 6) agatyā অব্য.ক্রি-বিণ. 1 অন্য গতি বা উপায় নেই বলে, উপায়ান্তর না থাকায় (অগত্যা রাজি হলাম, অগত্যা এই উপদ্রব সহ্য করলাম, অগত্যা নীরব রইলাম); 2 বাধ্য হয়ে; 3 কাজেকাজেই। [সং. ন+গতি+তৃতীয়ার এক বচনান্ত রূপ]। 13)
অন্তর্গৃহ
(p. 32) antargṛha বি. বড়ো ঘরের মধ্যে অবস্হিত ঘর; ঘরের মধ্যে ঘর। [সং. অন্তর + গৃহ]। 45)
অগেয়ান
(p. 6) agēẏāna (প্রাচীন কাব্যে) আগেআন-অঞ্জান এর কোমল রূপ।
অবারিত
(p. 48) abārita বিণ. বারণ করা যায়নি বা বারণ করা হয়নি এমন; আটকানো হয়নি বা যায়নি এমন, মুক্ত, অবাধ (অবারিত দ্বার, অবারিত জলস্রোত)। [সং. ন + বারিত]। 4)
অশক্ত
(p. 65) aśakta বিণ. অক্ষম; শক্তি নেই এমন; পারে না এমন, অপারগ (ভার গ্রহণে অশক্ত); দুর্বল। [সং. ন + শক্ত] অশক্তি বি. শক্তি বা ক্ষমতার অভাব। 12)
অমলক
(p. 57) amalaka বি. আমলকী। [সং. অমল + ক]। 10)
অশাশ্বত
(p. 65) aśāśbata বিণ. চিরকালের নয় এমন, চিরকালীন নয় এমন; অনিত্য; অস্হির। [সং. ন + শাশ্বত]। 22)
অলং-কর্তা
অনুপেত
অমরেশ, অমরেশ্বর
(p. 57) amarēśa, amarēśbara বি. দেবরাজ, অমরদেব, অধিপতি, দেবগণের রাজা; ইন্দ্র। [সং. অমর + ঈশ, + ঈশ্বর]। 5)
অবাক2 অবাক্
(p. 46) abāka2 abāk বিণ. অবনত, নীচের দিকে নামানো। বি. দক্ষিণ দিক। অব্য. নিম্নদেশ, অধোদেশ। [সং. অব + √ অন্চ্ + ক্বিপ্]। 46)
অনাশ্রয়
(p. 25) anāśraẏa বিণ. আশ্রয় নেই যার, নিরাশ্রয়। বি. আশ্রয়ের অভাব। [সং. ন + আশ্রয়]। বিণ. অনাশ্রিত। 18)
অধি-বাসিত
(p. 17) adhi-bāsita বিণ. 1 অধিবাস করানো হয়েছে এমন; 2 বাস করার ব্যবস্হা হয়েছে এমন; 3 স্হাপিত। [সং. অধি+√ বাসি+ত]। 76)
অজা1
(p. 8) ajā1 দ্র অজ1। 107)
অপ্রহত
(p. 42) aprahata বিণ. 1 অনাবাদি, কর্ষণ করা হয়নি এমন (অপ্রহত ভূমি); 2 লোকচলাচল হয়নি এমন (অপ্রহত স্হান)। [সং. ন + প্রহত]। 33)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534649
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140143
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730296
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942478
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883480
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838423
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696591
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603046

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us