Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অভেদ। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অবি-শেষ
(p. 49) abi-śēṣa বি. ভেদহীন অবস্হা, অভেদ। বিণ. অভিন্ন, ভেদহীন; সমান, তুল্য, নির্বিশেষ। [সং. ন + বিশেষ]। 22)
অবিচ্ছেদ
(p. 48) abicchēda বি. 1 বিচ্ছেদের অভাব; 2 অভেদ (অতীত ও বর্তমানের অবিচ্ছেদ)। বিণ. 1 অবিভক্ত, অখণ্ড; 2 অবিরাম, বিরতিহীন; 3 ক্রমাগত, ধারাবাহিক। [সং. ন + বিচ্ছেদ]। অবিচ্ছেদী (-দিন্) বিণ. বিচ্ছেদহীন; ভেদহীন। অবিচ্ছেদে ক্রি-বিণ. না থেমে একটানাভাবে, ধারাবাহিকভাবে (অবিচ্ছেদে বৃষ্টি পড়ছে)। অবিচ্ছেদ্য বিণ. বিভক্ত বা বিচ্ছিন্ন করা যায় না এমন (অবিচ্ছেদ্য অংশ, অবিচ্ছেদ্য সম্পর্ক)। 19)
অভেদ
(p. 55) abhēda বি. ভেদ পার্থক্য বা তারতম্যের অভাব; অভিন্নতা, ঐক্য (অভেদকল্পনা)। বিণ. অভিন্ন, সদৃশ, এক রকমের; নির্বিশেষ বা তারতম্যহীন। [সং. ন + ভেদ]। অভেদাত্মা বিণ. একাত্মা, এক মন এক প্রাণ এইরকম। অভেদী (-দিন্) বিণ. ভেদবুদ্ধি নেই এমন, ভেদভাবহীন, সমদর্শী। অভেদ্য বিণ. 1 ভেদ করা বা ছিদ্র করা যায় না এমন; 2 পার্থক্য নির্দেশ করা বা পৃথক করা যায় না এমন; 3 প্রবেশ করা যায় না এমন, দুর্ভেদ্য (অভেদ্য অন্ধকার)। 8)
কবচ
(p. 164) kabaca বি. 1 বিপক্ষের অস্ত্রাঘাত থেকে মুক্ত থাকবার জন্য অঙ্গাবরণ; বর্ম; সাঁজোয়া; 2 মন্ত্রপূত মাদুলি বা তাবিজ; 3 বিঘ্ননিবারক মন্ত্র বা দেবদত্ত রক্ষাতাবিজ। [সং. ক (=বায়ু) + √ বন্চ্ + অ]। ̃ কুণ্ডল বি. কুন্তীপুত্র কর্ণের সহজাত অভেদ্য বর্ম ও কর্ণভূষণ। ̃ পত্র বি. কবচ বা মন্ত্র লেখার পত্র, ভূর্জপত্র। কবচী (-চিন্) বিণ. কবচধারী। বি. ডিম কচ্ছপ কাঁকড়া প্রভৃতির মতো শক্ত আবরণযুক্ত বা খোলকী প্রাণী, crustacean (বি. প.)। 6)
তদাত্মা
(p. 365) tadātmā (-ত্মন্) বিণ. 1 তত্স্বরূপ; 2 তার সঙ্গে অভিন্ন। [সং. তদ্ + আত্মন্]। তাদাত্ম্য বি. তত্স্বরূপতা, অভেদ। 33)
তাদাত্ম্য
(p. 375) tādātmya বি. কিছুর সঙ্গে একাত্মতা বা নিবিড় ঐক্য, অভেদ (ব্রহ্মের সঙ্গে ব্রহ্মজ্ঞানীর তাদাত্ম্য সম্বন্ধ)। [সং. তদাত্মন্ + য]। 15)
তুরীয়, তুর্য
(p. 375) turīẏa, turya বিণ. 1 চতুর্থ; 2 চরমোত্কর্ষপ্রাপ্ত; 3 মায়ার অতীত (তুরীয় অবস্হা)। বি. (বেদান্ত দর্শ.) মায়ার অধীন বিরাট, হিরণ্যগর্ভ, ঈশ্বর-এই তিনের পরবর্তী চতুর্থ তত্ত্ব যা মায়ার অতীত অর্থাত্ পরব্রহ্মসহ অভেদ সম্পর্কযুক্ত আত্মা। [সং. চতুর্ (চার) + ঈয় (নি.)]। তুরীয় বর্ণ বি. শূদ্র। তুরীয়ানন্দ বি. 1 তুরীয়াবস্হার আনন্দ; 2 (কৌতু.) আত্মহারা অবস্হা ('আমি তুরীয়ানন্দে ছুটে চলি: নজরুল)। 210)
দ্বৈত
(p. 426) dbaita বি. 1 দ্বিত্ব; দ্বিবিধত্ব; 2 দুইয়ের সত্তা; 3 প্রাচীন ভারতের অরণ্যবিশেষ। বিণ. 1 দ্বিবিধ (দ্বৈত সত্তা, দ্বৈত ভূমিকা); 2 দুজনে মিলে করা হয় এমন (দ্বৈতসংগীত)। ̃ বাদ বি. জীবাত্মা ও পরমাত্মা কিংবা প্রকৃতি ও পুরুষ ভিন্ন-এই দার্শনিক মত। ̃ বাদী (-দিন্) বিণ. দ্বৈতবাদে বিশ্বাসী; দ্বৈতবাদ মানে এমন। ̃ শাসন বি. এক রাষ্ট্রে বা রাজ্যে দুই শাসনকর্তার যুগপত্ শাসন। ̃ সংগীত বি. দুজনে মিলে গাওয়া হয় এমন গান, duet. দ্বৈতাদ্বৈত বি. জীবাত্মা ও পরমাত্মার ভেদ ও অভেদ; দার্শনিক নিম্বার্কাচার্যের মতবাদ। 32)
নির্বিদার
(p. 468) nirbidāra বিণ. বিদারণ করা বা বিদীর্ণ করা যায় না এমন, অভেদ্য ('বর্ম তব নির্বিদার': রবীন্দ্র)। [সং. নির্ + বিদার (বিদারণ দ্র)]। 104)
রূপক
(p. 747) rūpaka বি. 1 উপমান ও উপমেয়ের অভেদ কল্পনামূলক অর্থালংকারবিশেষ; 2 যে দৃশ্যকাব্যে বা বর্ণনায় একজনের উপর অন্য কারও রূপের বা প্রকৃতির আরোপ হয়; 3 নাটক; 4 (বিরল) রৌপ্যমুদ্রা। [সং. √ রূপ + ণিচ্ + অক]। 20)
সংকট
(p. 792) saṅkaṭa বি. 1 কঠিন বিপদ বা সমস্যা (বিষম সংকটে পড়েছে); 2 অতি সংকীর্ণ পথ (গিরিসংকট)। বিণ. 1 বিপজ্জনক (সংকটাবস্হা); 2 সংকীর্ণ; 3 অভেদ্য; 4 নিবিড়। [সং. সম্ + √ কট্ + অ]। ̃ মোচন বি. বিপদ থেকে উদ্ধার। সংকটাপন্ন বিণ. বিপদগ্রস্ত। 15)
সাযুজ্য
(p. 828) sāyujya বি. 1 সহযোগ; 2 অভেদ, একত্ব; 3 (সং.) পঞ্চবিধ মুক্তির অন্যতম; 4 (সং.) পরমাত্মার সঙ্গে জীবাত্মার একত্ব বা অভেদ। [সং. সযুজ্ (সহ + √ যুজ্ + ক্বিপ্) + য]। 49)
হরি
(p. 860) hari বি. 1 নারায়ণ, বিষ্ণু, কৃষ্ণ; 2 যম; 3 বায়ু; 4 চন্দ্র; 5 সূর্য; 6 সিংহ; 7 অশ্ব। বিণ. হরিত্ কপিল বা পিঙ্গল বর্ণবিশিষ্ট। [সং. √ হৃ + ই]। হরির লুট হরি সংকীর্তনের পর প্রসাদি বাতাসা ভক্তদের মধ্যে ছড়িয়ে দেওয়া। ̃ গুণ-গান বি. বিষ্ণুর নাম ও মহিমা কীর্তন। ̃ চন্দন বি. দেবতরুবিশেষ। [চন্দন দ্র]। ̃ জন বি. উচ্চবর্ণ হিন্দু কর্তৃক অস্পৃশ্য বলে অবহেলিত ভারতের হিন্দু সম্প্রদায় বা উক্ত সম্প্রদায়ের লোক; মেথর। [গান্ধিজীর প্রদত্ত নাম]। ̃ দ্বার বি. হিমালয়ের পাদদেশস্হ হিন্দু তীর্থবিশেষ। ̃ নাম বি. হরির নাম, ওই নাম জপ বা কীর্তন। হরি নামের ঝুলি হরিনামের মালা রাখার ঝুলি। হরি নামের মালা হরিনাম জপকালে নামোচ্চারণের সংখ্যা ঠিক রাখার জন্য ব্যবহৃত মালা; বৈষ্ণবের জপমালা। ̃ প্রিয়া বি. (স্ত্রী.) 1 লক্ষ্মীদেবী; 2 তুলসী পাতা বা গাছ। ̃ বাসর বি. 1 দ্বাদশীর প্রথম পাদযুক্ত একাদশীর দিন; 2 (ব্যঙ্গে) উপবাস, অনশন। ̃ বোল বি. (সচ. সমবেতকণ্ঠে ও উচ্চস্বরে) হরির নামোচ্চারণ (হিন্দুরা পূজান্তে, কীর্তনান্তে এবং শববহনকালে ও শবদাহকালে এই ধ্বনি উচ্চারণ করে। ̃ ভক্ত বিণ. 1 হরির প্রতি ভক্তিমান; 2 বৈষ্ণব। ̃ ভক্তি বি. হরির প্রতি ভক্তি। হরিভক্তি উবে যাওয়া ক্রি. বি. (ব্যঙ্গে) শ্রদ্ধা নষ্ট হয়ে যাওয়া। ̃ মটর বি. (কৌতু.) উপবাস, অনশন। সংকীর্তন বি. দলবদ্ধভাবে হরিগুণ গান করা। ̃ সভা বি. হরির মহিমা আলোচনার্থ সভা। ̃ হর বি. হরি ও হর, বিষ্ণু ও শিব; বিষ্ণু ও শিবের অভেদমূর্তি। ̃ হরাত্মা বিণ. বি. অভিন্নহৃদয়, একপ্রাণ একদেহ। 28)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535205
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140664
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730977
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943161
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883666
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838534
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696750
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603117

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us