Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

হরি এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  হরি এর বাংলা অর্থ হলো -

(p. 860) hari বি. 1 নারায়ণ, বিষ্ণু, কৃষ্ণ; 2 যম; 3 বায়ু; 4 চন্দ্র; 5 সূর্য; 6 সিংহ; 7 অশ্ব।
বিণ. হরিত্ কপিল বা পিঙ্গল বর্ণবিশিষ্ট।
[সং. √ হৃ + ই]।
হরির লুট হরি সংকীর্তনের পর প্রসাদি বাতাসা ভক্তদের মধ্যে ছড়িয়ে দেওয়া।
গুণ-গান
বি. বিষ্ণুর নাম ও মহিমা কীর্তন।
চন্দন
বি. দেবতরুবিশেষ।
[চন্দন দ্র]।
জন বি. উচ্চবর্ণ হিন্দু কর্তৃক অস্পৃশ্য বলে অবহেলিত ভারতের হিন্দু সম্প্রদায় বা উক্ত সম্প্রদায়ের লোক; মেথর।
[গান্ধিজীর প্রদত্ত নাম]।
দ্বার
বি. হিমালয়ের পাদদেশস্হ হিন্দু তীর্থবিশেষ।
নাম বি. হরির নাম, ওই নাম জপ বা কীর্তন।
হরি নামের ঝুলি হরিনামের মালা রাখার ঝুলি।
হরি নামের মালা হরিনাম জপকালে নামোচ্চারণের সংখ্যা ঠিক রাখার জন্য ব্যবহৃত মালা; বৈষ্ণবের জপমালা।
প্রিয়া
বি. (স্ত্রী.) 1 লক্ষ্মীদেবী; 2 তুলসী পাতা বা গাছ।
বাসর
বি. 1 দ্বাদশীর প্রথম পাদযুক্ত একাদশীর দিন; 2 (ব্যঙ্গে) উপবাস, অনশন।
বোল বি. (সচ. সমবেতকণ্ঠেউচ্চস্বরে) হরির নামোচ্চারণ (হিন্দুরা পূজান্তে, কীর্তনান্তে এবং শববহনকালেশবদাহকালে এই ধ্বনি উচ্চারণ করে।
ভক্ত
বিণ. 1 হরির প্রতি ভক্তিমান; 2 বৈষ্ণব।
ভক্তি
বি. হরির প্রতি ভক্তি।
হরিভক্তি উবে যাওয়া ক্রি. বি. (ব্যঙ্গে) শ্রদ্ধা নষ্ট হয়ে যাওয়া।
মটর বি. (কৌতু.) উপবাস, অনশন।
সংকীর্তন বি. দলবদ্ধভাবে হরিগুণ গান করা।
সভা বি. হরির মহিমা আলোচনার্থ সভা।
হর বি. হরি ও হর, বিষ্ণু ও শিব; বিষ্ণুশিবের অভেদমূর্তি।
হরাত্মা
বিণ. বি. অভিন্নহৃদয়, একপ্রাণ একদেহ।
28)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


হারি
(p. 867) hāri বি. হার, পরাভর। [সং. √ হৃ + ই]। 33)
হেঁয়ালি
হত্যে
হলকা
(p. 860) halakā বি. 1 পাল, দল, দঙ্গল ('ষোড়শ হলকা হাতী': ভা. চ.); 2 ঘোড়ার গলায় পরাবার চামড়ার বেড়; 3 উত্তপ্ত প্রবাহ (আগুনের হলকা)। [আ.]। 54)
হরেক
(p. 860) harēka বিণ. 1 নানাপ্রকার, বিবিধ (হরেক খাবার); 2 একএক; বিভিন্ন (হরেক জনের হরেক কথা)। [ফা. হর্ + বাং. এক]। 43)
হাপুস1
হ্রদ
হরিণ-বাড়ি
হুড়দ্দুম
হওয়া
(p. 858) hōẏā ক্রি. 1 বর্তমান বা বিদ্যমান থাকা; 2 ঘটা (যুদ্ধ হওয়া, বিপদ হওয়া); 3 জন্মানো, প্রকাশ পাওয়া, উত্পন্ন হওয়া (ছেলে হওয়া, মেঘ হওয়া, ধান হওয়া); 4 প্রচুর আয় হওয়া (ব্যবসায় টাকা হওয়া); 5 বাড়া, অধিক হওয়া (বেলা হওয়া, বয়স হওয়া); 6 সমাপ্ত হওয়া (এ কাজ দুঘণ্টায় হয়); 7 অবস্হাস্তর হওয়া (রক্ত জল হওয়া, দেউলিয়া হওয়া, স্বাধীন হওয়া); 8 উপস্হিত হওয়া (যাবার সময় হওয়া); 9 ঘটা বা উদয় হওয়া (অসুখ হওয়া, ভোর হওয়া, ভয় হওয়া); 1 আয়ু ফুরানো (আমার হয়ে এসেছে); 11 মেলা, জোটা (চাকরি হওয়া, সুখ হওয়া); 12 কুলানো (এতেই হবে); 13 পড়া, পতিত হওয়া (শিলাবৃষ্টি হওয়া); 14 সম্বন্ধযুক্ত থাকা (সে আমার কুটুম্ব হয়); 15 নিজস্ব বা আপন হওয়া, অধিকারে আসা (সে কি আর আমার হবে? জমিটা কি আমার হবে?) 16 উপযুক্ত বা মাপসই হওয়া (এ জুতে তোমার পায়ে হবে না); 17 সম্ভাবনা হওয়া (তা হবে)। বি. উক্ত সব অর্থে। বিণ. হয়েছে বা প্রায় হয়েছে এমন (হওয়া চাকরি)। [ সং. √ ভূ বা √ অস্]। 7)
হাই-আমলা
হাজা-মজা
(p. 862) hājā-majā দ্র হাজা। 70)
হিন্দি
হিজড়া, (কথ্য) হিজড়ে
(p. 869) hijaḍ়ā, (kathya) hijaḍ়ē বি. 1 একই দেহে স্ত্রীপুংচিহ্নযুক্ত মানুষ বা অন্য প্রাণী, hermaphrodite; 2 ক্লীব, নপুংসক। [হি.]। 13)
হিবা
(p. 869) hibā বি. মুসলমানশাস্ত্রসম্মত (সম্পত্তি প্রভৃতি) দান। [আ.]। ̃ নামা বি. হিবার দলিল, দানপত্র, উইল। 27)
হাউ-মাউ
হিত
(p. 869) hita বি. উপকার, কল্যাণ। বিণ. কল্যাণকর, উপকারী। [সং. ধা + ত]। ̃ কথা বি. যে-কথা মানলে উপকার হয়; সদুপদেশ। ̃ কর বিণ. মঙ্গলজনক, উপকারী। স্ত্রী. ̃ করী। ̃ কারী (-রিন্) বিণ. বি. মঙ্গলকারী, উপকারক। স্ত্রী. ̃ কারিণী। ̃ বাদী (-দিন্) বিণ. হিতকথা বলে এমন, সদুপদেশক। ̃ সাধন বি. কল্যাণ বা উপকার করা। হিতাকাঙ্ক্ষী (-ঙ্ক্ষিন্), হিতার্থী (র্থিন্) বিণ. বি. হিতকামনাকারী। হিতাহিত বি. উপকারঅপকার। হিতাহিত-জ্ঞান বি. ভালোমন্দবোধ, কীসে উপকার এবং কীসে ক্ষতি হবে সে সম্বন্ধে চেতনা। হিতৈষণা, হিতৈষা, হিতৈষিতা বি. হিতসাধন করবার ইচ্ছা। হিতৈষী (-ষিন্) বিণ. হিতসাধনে ইচ্ছুক। স্ত্রী. হিতৈষিণী। হিতোপ-দেশ বি. কল্যাণকর উপদেশ। হিতোপ-দেষ্টা (-ষ্টৃ) বিণ. কল্যাণকর উপদেশ দেয় এমন। 22)
হোল
হৈমন্তিক
(p. 873) haimantika বিণ. হেমন্তকালীন; হেমন্তসম্বন্ধীয়। বি. আমন ধান। [সং. হেমন্ত + ইক]। 32)
হোটেল
(p. 874) hōṭēla বি. মূল্য দিয়ে যেখানে পান-ভোজন করা যায় এবং (কোথাও কোথাও) বাস করা যায়, পান্হশালা। [ইং. hotel]। ̃ ওয়ালা বি. হোটেলের মালিক। স্ত্রী. ̃ ওয়ালি। 3)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577634
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185322
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785372
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026150
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901035
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848095
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708529
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 619995

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us