Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অসত্পথ দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অতথা
(p. 14) atathā বি. বিণ. অসত্য, বেঠিক। [সং. ন+তথা (সত্য)]। 13)
অতথ্য
(p. 14) atathya বিণ. মিথ্যা, অসত্য, যা তথ্য বা যথার্থ নয়। [সং. ন+তথ্য]। 14)
অনৃত
(p. 32) anṛta বিণ. অসত্য, ঋত বা সত্য নয় এমন; মিথ্যা। [সং. ন + ঋত]। ̃ বাদী (-দিন্) ̃ ভাষী (-ষিন্) বিণ. মিথ্যাবাদী। 20)
অপ-প্রচার
(p. 34) apa-pracāra বি. 1 অন্যায় বা অসত্য প্রচার; 2 হীন উপায়ে কোনো কিছু অন্যের কাছে প্রচার বা জ্ঞাপন। [সং. অপ + প্রচার]। 104)
অপ-বিদ্যা
(p. 34) apa-bidyā বি. যে বিদ্যা অসত্য জিনিসকে সত্য বলে দর্শন করায়, যেমন মায়াবিদ্যা, ভোজবাজি ইত্যাদি। [সং. অপ + বিদ্যা]। 110)
অযথার্থ
(p. 59) ayathārtha বিণ. মিথ্যা; কৃত্রিম; অন্যায্য; অনুচিত। [সং. ন + যথার্থ]। ̃ তা বি. অসত্যতা; অকৃত্রিমতা; অনৌচিত্য। 20)
অযাথার্থ্য
(p. 60) ayāthārthya বি. অসত্যতা; অন্যায্যতা, অযৌক্তিকতা। [সং. ন + যাথার্থ্য]। 2)
অলীক
(p. 64) alīka বি. অসত্য, মিথ্যা। বিণ. 1 অমূলক; ভিত্তিহীন; অপ্রামাণিক; 2 অসার; বৃথা (অলীক স্বপ্ন)। [সং. √ অল্ + ঈক]।
অসত্
(p. 67) asat বিণ. 1 অসাধু, মন্দ, খারাপ; 2 অস্তিত্বহীন, অবিদ্যমান। [সং. ন + সত্]। ̃ সঙ্গ বি. কুসঙ্গ, মন্দ লোকের সঙ্গে মেলামেশা ('সত্সঙ্গে স্বর্গবাস, অসত্সঙ্গে সর্বনাশ')। অসত্তা বি. সত্তার অভাব, সত্তাহীনতা, অস্তিত্বহীনতা। 62)
অসত্তা
(p. 67) asattā দ্র অসত্। 66)
অসত্য
(p. 67) asatya বিণ. সত্য নয় এমন, মিথ্যা; অলীক; যথার্থ নয় এমন (অসত্য উক্তি)। বি. অসত্য কথা, মিথ্যা কথা, untruth. [সং. ন + সত্য]। ̃ বাদী (-দিন্) বিণ. মিথ্যা বলে এমন, মিথ্যা কথা বলে এমন, মিথ্যাবাদী। 67)
উন্মার্গ
(p. 130) unmārga বি. 1 অসত্পথ, কুপথ; 2 ভ্রষ্টাচার, অসদাচরণ। বিণ. কুপথগামী, কদাচারী। [সং. উদ্ + মার্গ]। ̃ গামী (-মিন্) বিণ. কুপথে গেছে এমন, কুপথগামী, অসদাচারী। 18)
কুসংসর্গ
(p. 201) kusaṃsarga বি. কুসঙ্গ, অসত্সঙ্গ (কুসংসর্গই তার পতনের কারণ)। [সং. কু + সংসর্গ]। কুসংসর্গী (-র্গিন্) বিণ. কুসঙ্গে বা অসত্সঙ্গে বাস করে এমন। 32)
কুসঙ্গ
(p. 201) kusaṅga বি. অসত্সঙ্গ, মন্দ লোকের সঙ্গ (ছেলেটা কুসঙ্গে পড়েছে)। [সং. কু + সঙ্গ]। কুসঙ্গী (-ঙ্গিন্) বিণ. অসত্ বা মন্দ সঙ্গী, অসত্ বন্ধু। 34)
ঝুটা1, (কথ্য) ঝুটো
(p. 338) jhuṭā1, (kathya) jhuṭō বিণ. 1 নকল, কৃত্রিম (ঝুটো মুক্তো); 2 জাল (ঝুটো লোক, ঝুটো দলিল); 3 মিথ্যা, অসত্য (ঝুটো কথা)। [হি. ঝুট]। 30)
নয়2
(p. 447) naẏa2 ক্রি. (নহা দ্র) হয় না, নহে (সে রাজা নয়, তোমার নয়, সে কি ভালো নয়?)। বি. বেঠিক, অসত্য (হযকে নয় করা, হয় কি নয় নিজেই দেখো)। অব্য. না হয়, নতুবা, কিংবা, অথবা (হয় তুমি নয় সে)। [বাং. না + হয়]। ̃ কো ক্রি. হয় না, নহে। ̃ তো ক্রি. মোটেই নয়, নয় (সে ধনী নয়তো)। অব্য. না হয়, নতুবা (আমি, নয়তো তুমি)। 51)
পরি-হার
(p. 502) pari-hāra বি. 1 বর্জন, ত্যাগ (অতিভোজন পরিহার করা, অসত্সঙ্গ পরিহার করা)। [সং. পরি + √ হৃ + অ]। 5)
প্রপঞ্চ
(p. 546) prapañca বি. 1 বিস্তার; 2 মায়া (সৃষ্টিপ্রপঞ্চ); 3 প্রবঞ্চনা (মায়াপ্রপঞ্চ); 4 সংসার; 5 ভ্রম (এ বিশ্ব সংসার সবই প্রপঞ্চময়); 6 অসত্য (প্রপঞ্চবচন); 7 সমূহ। [সং. প্র + √ পঞ্চ্ + অ]। প্রপঞ্চিত বিণ. 1 বিস্তীর্ণ; 2 ভ্রান্তিযুক্ত; 3 বিস্তৃতভাবে বিবৃত। ̃ ময় বিণ. মায়াময়, প্রবঞ্চনাময়। 37)
বিবর্ত
(p. 619) bibarta বি. 1 ঘূর্ণন; 2 ভ্রমণ; 3 পরিবর্তন; 4 পরিবর্তিত অবস্হা, পরিণাম; 5 (দর্শ.) রূপভেদ; 6 মায়াময়রূপে স্হিতি; 7 ভ্রম। [সং. বি + √ বৃত্ + অ]। ̃ বাদ বি. (দর্শ.) মায়াবাদ, (রজ্জুতে সর্পভ্রমের মতো) ব্রহ্মে অসত্য মায়াময় জগতের অস্তিত্ব ভেবে নেওয়ার ভ্রমরূপ মতবাদ। 47)
মিছা,
(p. 704) michā, (কথ্য) মিছে বি. মিথ্যা কথা ('সে কহে বিস্তর মিছা'): ভা. চ.)। বিণ. 1 অসত্য, অমূলক, সত্য বা ঠিক নয় এমন (মিছে কথা বলা); 2 নিষ্ফল, বৃথা (মিছে আশা)। ক্রি-বিণ. অনর্থক, অকারণে, মিছিমিছি (দিনটা মিছেই কেটে গেল)।[সং. মিথ্যা]। 20)
মিথ্যা
(p. 705) mithyā বিণ. 1 অসত্য (মিথ্যা কথা); 2 অযথার্থ, অমুলক, কল্পিত (মিথ্যা কাহিনি); 3 নিষ্ফল, অনর্থক (মিথ্যা চেষ্ঠা, মিথ্যা আশ্বাস)। বি. অসত্য কথা বা বিষয় (মিথ্যা বলব না)। ক্রি-বিণ. অকারণে, বৃথা, মিছিমিছি (মিথ্যা ভেবো না)। [সং. √ মিথ + য + আ]। চরণ, ̃চার বি. 1 মিথ্যা কথা বলা; 2 কপট ব্যবহার, কপটতা। ̃ চারী (-রিন্) বিণ. মিথ্যাবাদী; কপটস্বভাব। স্ত্রী. ̃ চারিণী। ̃ .বাদ, ̃ .ভাষণ বি. 1 মিথ্যা কথা; 2 মিথ্যা বলা। ̃ .বাদী (-দিন্), ̃ .ভাষী (-ষিন্) বিণ. মিথ্যা কথা বলে এমন। স্ত্রী. ̃ .বাদিনী, ̃.ভাষিনী। ̃ .সাক্ষী (-ক্ষিন্) বি. যে-সাক্ষী আদালতে মিথ্যা সাক্ষ্য বা বিবরণ দেয়, সাজস সাক্ষী। 16)
সংসর্গ
(p. 796) saṃsarga বি. একত্র বাস, সঙ্গ, মেলামেশা (সাধুসংসর্গ, অসত্সংসর্গ); 2 সম্বন্ধ, সম্পর্ক (অসত্ লোকের সংসর্গ ত্যাগ করা); 3 সহবাস, সংগম (স্ত্রীসংসর্গ)। [সং. সম্ + √ সৃজ্ + অ]। সংসর্গাভাব বি. সম্বন্ধহীনতা। 20)
সত্য
(p. 801) satya বি. 1 সত্তা, বিদ্যমানতা, নিত্যতা; 2 যাথার্থ্য, নির্ভুলতা; 3 শপথ, প্রতিজ্ঞা (সত্যরক্ষা, তিন সত্য করা); 4 হিন্দুমতে চার যুগের প্রথমটি (সত্যযুগ); 5 পৌরাণিক সপ্তলোকের অন্যতম। বিণ. 1 প্রকৃত, যথার্থ, বাস্তব; 2 নির্ভুল, ঠিক (সত্য খবর, সত্য কথা); 3 নিত্য, চিরকালীন। [সং. সত্ + য]। সত্য কথা বি. ঠিক কথা, যথার্থ বা নির্ভুল কথা। ̃ কার বিণ. সত্য, যথার্থ, বাস্তব (সত্যকার ঘটনা)। ̃ তা বি. যথার্থতা (সংবাদের সত্যতা যাচাই করা)। ̃ দ্রষ্টা (-ষ্টৃ), ̃ দর্শী (-র্শিন্) বিণ. বি. যিনি সত্য দেখতে পান বা বুঝতে পারেন। ̃ নারায়ণ বি. হিন্দু দেবতাবিশেষ; সত্যপির। ̃ নিষ্ঠ, ̃ পরায়ণ বিণ. সত্যবাদী; সত্যানুরাগী। ̃ পথ, ̃ পন্হা বি. সত্ প্রকৃত বা ন্যায্য পথ, ন্যায়ের পথ। ̃ পালন বি. প্রতিজ্ঞা রক্ষা। ̃ পির বি. হিন্দু ও মুসলমানের মিলনের প্রতীকস্বরূপ দেবতাবিশেষ, মুসলমান পিররূপী নারায়ণ। ̃ প্রতিজ্ঞ বিণ. দৃঢ়প্রতিজ্ঞ। ̃ প্রিয় বিণ. সত্যকে ভালোবাসে এমন, সত্যনিষ্ঠ। ̃ বদ্ধ বিণ. প্রতিজ্ঞাবদ্ধ। ̃ বাদী (-দিন্) বিণ. সত্য কথা বলে এমন। বি. ̃ বাদিতা। স্ত্রী. ̃ বাদিনী। ̃ বান (-বত্) বিণ. 1 সত্যযুক্ত; 2 সত্যনিষ্ঠ। বি. (পুরাণে) দ্যুমুত্সেন রাজার পুত্র, সাবিত্রীর স্বামী। ̃ ব্রত বিণ. সত্যপালন যার কাছে অবশ্যপালনীয় ব্রততুল্য। ̃ ভঙ্গ বি. প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি পালন না করা। ̃ যুগ বি. হিন্দুমতে চার যুগের প্রথমটি। ̃ রক্ষা বি. প্রতিজ্ঞা পালন, প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করা। ̃ সন্ধ বিণ. সত্যরক্ষায় দ়ৃঢ়প্রতিজ্ঞা। ̃ সন্ধান বি. প্রকৃত ঘটনার অনুসন্ধান, প্রকৃতই যা ঘটেছে তার অনুসন্ধান। সত্যাগ্রহ বি. 1 ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠার জন্য দৃঢ়পর্তিজ্ঞ ও উদ্দেশ্যসাধনার্থ কষ্ট-স্বীকাররূপ আন্দোলন; 2 ধর্মঘট। সত্যানু-সন্ধান - সত্যসন্ধান -এর অনুরূপ। সত্যান্বেষণ বি. সত্য জানার জন্য অনুসন্ধান, সত্যানুসন্ধান। সত্বান্বেষী (-ষিন্) বিণ. বি. যে সত্য অনুসন্ধান করে। সত্যাপন, সত্যাপনা বি. 1 প্রতিজ্ঞাবদ্ধ করানো; 2 দাদন বা বায়না; 3 দাদন বা বায়না দেওয়া। [সং. √ সত্যাপি (নামধাতু) + অন, আ]। সত্যাশ্রয়ী (-য়িন্) বিণ. সত্যনিষ্ঠ, সত্যপ্রিয়। সত্যাসত্য বি. সত্য ও অসত্য, সত্য-মিথ্যা। 46)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534759
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140281
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730455
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942631
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883515
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838448
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696609
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603053

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us