Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মিথ্যা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  মিথ্যা এর বাংলা অর্থ হলো -

(p. 705) mithyā বিণ. 1 অসত্য (মিথ্যা কথা); 2 অযথার্থ, অমুলক, কল্পিত (মিথ্যা কাহিনি); 3 নিষ্ফল, অনর্থক (মিথ্যা চেষ্ঠা, মিথ্যা আশ্বাস)।
বি. অসত্য কথা বা বিষয় (মিথ্যা বলব না)।
ক্রি-বিণ. অকারণে, বৃথা, মিছিমিছি (মিথ্যা ভেবো না)।
[সং. √ মিথ + য + আ]।
চরণ, ̃চার বি. 1 মিথ্যা কথা বলা; 2 কপট ব্যবহার, কপটতা।
চারী
(-রিন্) বিণ. মিথ্যাবাদী; কপটস্বভাব।
স্ত্রী.চারিণী।
.বাদ,.ভাষণ
বি. 1 মিথ্যা কথা; 2 মিথ্যা বলা।
.বাদী
(-দিন্),.ভাষী (-ষিন্) বিণ. মিথ্যা কথা বলে এমন।
স্ত্রী..বাদিনী, ̃.ভাষিনী।
.সাক্ষী
(-ক্ষিন্) বি. যে-সাক্ষী আদালতে মিথ্যা সাক্ষ্য বা বিবরণ দেয়, সাজস সাক্ষী।
16)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


মোটর
মান্ধাতা
(p. 699) māndhātā (-তৃ) বি. সূর্যবংশের অতিপ্রাচীন (পৌরাণিক) রাজাবিশেষ। [সং. মাম্ + √ ধে + তৃ]। মান্ধাতার আমল (আল.) অতি প্রাচীন কাল। 20)
মানে
(p. 699) mānē বি. 1 অর্থ, তাত্পর্য (শব্দের মানে, কথার মানে); 2 উদ্দেশ্য, হেতু (চাকরি ছাড়ার মানে কী?)। [আ. মানি]। মানে বই যে-বইয়ে শব্দের অর্থ ব্যখ্যা করা হয়, অর্থপুস্তক, বোধিনী। 15)
মূল
(p. 714) mūla বি. 1 শিকড়, বৃক্ষাদির স্হিতিসাধক গোড়ার অংশবিশেষ যার সাহায্যে বৃক্ষ মাটি থেকে খাদ্যরস আহরণ করে; 2 আলু কচু ইত্যাদি কন্দজাতীয় উদ্ভিদ; 3 আদি, গোড়া (ঘটনার মূল); 4 আদি কারণ; 5 উত্পত্তির স্হান (কর্ণমূল, বাহুমূল); 6 উত্স; 7 ভিত্তি; 8 (গণি.) যে রাশি নি়জের দ্বারা এক বা একাধিকবার গুণিত হয়ে অন্যরাশি উত্পন্ন করেছে, root (বর্গমূল)। বিণ. 1 আদ্য, প্রথম গো়ড়াকার (মূলগ্রন্হ); 2 প্রধান (মূলমন্ত্র, মূলনীতি)। [সং. √ মূল + অ]। মূলক বিণ. বহুব্রীহি সমাসে উত্তরপদ হলে ক-যোগে মূল শব্দের রূপ (ভ্রান্তিমূলক, চিন্তামূলক)। মূলক2 বি. কন্দবিশেষ, মুলো। ̃ .কারণ বি. সৃষ্টি, জন্ম বা উত্পত্তির প্রথম প্রধান অথবা প্রকৃত কারণ। ̃ .কেন্দ্র বি. 1 মর্মস্হল; 2 প্রধান অঞ্চল বা কার্যালয়, সদর। ̃ .গত বিণ. 1 মূল থেকে জাত; 2 মৌলিক ̃ ত, (বর্জি.) ̃ তঃ ক্রিবিণ. 1 মূলে; 2 প্রকৃতপক্ষে। ̃ .তত্ত্ব বি. মৌলিক তত্ত্ব যার উপর ভিত্তি করে অন্যন্য তত্ত্ব গড়ে ওঠে। ̃ ত্র, ̃ .ত্রাণ বি. মাটির নীচে মূলকে রক্ষাকারী মূলের উপরের রোমশ আবরণ, মূলরোম। ̃ .ধন বি. পুঁজি, ব্যাবসায় বিনিয়োজিত অর্থ। ̃ .নীতি বি. প্রধান প্রকৃত বা মৌলিক নীতি। ̃ .ভিত্তি বি. প্রধান ভিত্তি, ভিতের সর্বনিম্ন স্তর, প্রধান আধার; গোড়াপত্তন। ̃ .মন্ত্র বি. 1 বীজমন্ত্র; 2 প্রধান সংকল্প (জীবনের মূলমন্ত্র)। ̃ .রোম বি. মূলত্রমূলত্রাণ -এর অনুরূপ। ̃ .সূত্র বি. 1 আদি কারণ; 2 প্রধান বা প্রাথমিক বিধি-নিয়ম (বাংলা ছন্দের মূলসূত্র)। মূলাকর্ষণ বি. শিকড় ধরে টান। মূলানুগ বিণ. মূল অংশের বা আদি রূপের সঙ্গে সংগতিসম্পন্ন। মূলাশ্রয়ী বিণ. মূল রূপকে অবলম্বন বা অনুসরণ করে এমন। মূলী (-লিন্) বিণ, মূলযুক্ত, শিকড়যুক্ত। বি. বৃক্ষ। মূলী-করণ বি. (-গণি.) বর্গমূল নির্ণয়। মূলী-ভূত বিণ. 1 আদিকারণস্বরূপ; 2 ভিত্তিস্বরূপ; 3 মূলগত। মূলে ক্রি-বিণ. 1 আদিতে, গোড়ায়; 2 আদৌ (মূলে সে যায়ইনি)। মূলোচ্ছেদ, মূলোত্-পাটন বি. শিকড়সমেত উপড়ে ফেলা; সম্পূর্ণ বিনাশ। 3)
মগন
(p. 675) magana বি. মগ্ন এর কোমল রূপ আমি তখন ছিলেম মগন গহন ঘুমের ঘোরে রবীন্দ্র। 37)
মারদাঙ্গা, মারধর, মারপিট
(p. 700) māradāṅgā, māradhara, mārapiṭa দ্র মার3। 20)
মনো-রাজ্য
মাধ্যম
ম্লায়-মান
(p. 721) mlāẏa-māna বিণ. ম্লান বা বিষণ্ণ বা অন্ধকার হয়ে আসছে এমন ('ম্লায়মান পথ': রবীন্দ্র)। [সং. √ ম্লৈ + মান (শানচ্)]। 31)
মাখা
(p. 692) mākhā ক্রি. বি. 1 লেপন করা (গায়ে তেল মাখা); 2 মর্দন করা, চটকানো (ময়দা মাখা)। বিণ. উক্ত উভয় অর্থে । [সং. √ ম্রক্ষ্ + বাং. আ]। ̃ .নো ক্রি বি. 1 লেপন করানো (চাকরকে দিয়ে তেল মাখানো); 3 মর্দন করানো (পাচককে দিয়ে ময়দা মাখানো)। বিণ. উক্ত সব অর্থে। ̃ .মাখি বি. 1 পরস্পর লেপন; 2 অত্যাধিক লেপন বা মর্দন; 3 অন্তরঙ্গতা বা ঘনিষ্টতা; 4 (অনভিপ্রেত) মেলামেশা বা অন্তরঙ্গতা। 49)
মার2
(p. 700) māra2 বি. 1 কন্দর্প, কামদেব; 2 (বৌ. শা.) বুদ্ধদেবের তপস্যা ভঙ্গ করতে চেষ্টা করে এমন দেবতাবিশেষ; 3 মারণ, বধ। [সং. √ মৃ + ণিচ্ + অ]। ̃ ক বি. মারী, মড়ক। বিণ. বধকারী, নাশক। 14)
মৈনাক
(p. 717) maināka বি. পৌরাণিক পর্বতবিশেষ। [সং. মেনকা + অ]। 31)
মাঙ্গলিক, মাঙ্গল্য
মিয়াদ, মেয়াদ
মোহানা
(p. 719) mōhānā বি. 1 নদীর যে প্রশস্ত অংশ অন্য নদীতে বা সমুদ্রে মিলিত হয়েছে; 2 জলাশয়ের জল গমনাগমনের পথ বা মুখ। [হি. মুহানা-তু. সং. মুখ মুহ + আনা]। 42)
মরিয়া
(p. 685) mariẏā বিণ. বেপোরোয়া, নিজে মরেও মারতে প্রস্তুত এই ভাবযুক্ত, desperate (অনেক ভুগে ভুগে দেশের লোক এখন মরিয়া হয়ে উঠেছে)। [বাং. √ মর্ + ইয়া]। 41)
ম্যাজিস্ট্রেট
মচ
(p. 676) maca বি. 1 গাছের ডাল, পাতলা কাঠ ইত্যাদি ইত্যাদি ভাঙ্গার শব্দ (ডালটা মচ করে ভেঙে গেল); 2 মচকে যাওয়ায় আওয়াজ। [ধ্বন্যা.]। ̃ .মচ বি. ক্রমাগত মচ শব্দ। মচ-মচে বিণ. 1 মচমচ শব্দকারী; 2 নরম বা মিয়ানো নয় এমন, খাস্তা (মচমচে মুড়ি)। 6)
মুড়া2, মোড়া
মানোয়ার
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2070273
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767386
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1364626
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720506
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697264
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594073
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 543753
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 541977

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন