Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

আওয়াজকে দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আওয়াজি
(p. 77) āōẏāji বি. দেওয়ালের উপরের দিকের ছোট জানালা; ঘুলঘুলির মতো ছোট জানালা। [ফা.]। 33)
কান2
(p. 181) kāna2 বি. 1 শ্রবণেন্দ্রিয়; 2 সেতার, এসরাজ, বেহ্বালা প্রভৃতি বাদ্যযন্ত্রের চাবি; 3 কানের অলংকারবিশেষ। [সং. কর্ণ]। কান কাটা যাওয়া (আল.) ক্রি. পরাজিত হওয়া; অপমানিত হওয়া (তোর জন্য আমার কান কাটা গেল)। কান-কাটা বিণ. নির্লজ্জ, বেহায়া। কান খাড়া করা ক্রি. বি. শোনার জন্য উত্কর্ণ হওয়া। কান দেওয়া ক্রি বি শোনা; মনোযোগ দেওয়া; গ্রাহ্য করা (ওর কথায় কান দিয়ো না)। কান ধরা ক্রি. বি. তিরস্কার বা অপমান করার জন্য কানে হাত দেওয়া। কান পাকা ক্রি. বি. কানের ভিতরে পূঁজ জমা। কান পাতা ক্রি. বি. (গোপনে) শোনার জন্য প্রস্তুত হওয়া। কান ভাঙানো ক্রি. বি. কারও বিরুদ্ধে অপর কাউকে কিছু বলে উভয়ের মধ্যে মনোমালিন্য সৃষ্টি করা। কান ভারী করা ক্রি. বি. গোপনে নিন্দা করে কারও বিরুদ্ধে অসন্তোষ সৃষ্টি করা। কান মলা ক্রি. বি. (শাস্তিস্বরূপ বা অপমান করার জন্য) কান মুচড়ে দেওয়া; অপমান করা; শোচনীয়ভাবে পরাজিত করা। কানে আঙুল দেওয়া ক্রি. বি. (অশ্রাব্য কিছু) শুনতে না চাওয়া। কানে ওঠা ক্রি. বি. কর্ণগোচর হওয়া। কানে তালা লাগা ক্রি. বি. দুর্বলতার জন্য বা ভয়ানক গোলমালে কানে কিছু শুনতে না পাওয়া। কানে তোলা ক্রি. বি. শোনানো (সে মনিবের কানে কথাটা তুলল); 2 গ্রাহ্য করা (সে কানো কথাই কানে তুলছে না)। কানে ধরে বলা ক্রি. বি. বিশেষভাবে বা তিরস্কারপূর্বক মনোযোগী করানো। কানে লাগা ক্রি. বি. বিশ্বাসের যোগ্য বলে মনে হওয়া (কথাটা তার কানে লাগল); শ্রুতিমধুর মনে হওয়া। ̃ কোটারি বি. কেন্নো, কীটবিশেষ-এই কীট কানে প্রবেশ করে বলে কেউ কেউ মনে করে। ̃ খুশকি, ̃ খুস্কি বি. কানের খোল বের করার ধাতুনির্মিত কাঠি। কান-পাতলা বিণ. কোনো বিচারবিবেচনা ছাড়াই অন্যের বিরুদ্ধে লাগানি-ভাঙানি শোনে এমন। কান-ফাটা, কান-ফাটানো বিণ. কানের পরদা ফাটিয়ে ফেলার মতো প্রচণ্ড আওয়াজযুক্ত। কান-বালা বি. মাকড়িজাতীয় কানের অলংকারবিশেষ। কানা-কানি বি. কানে কানে কথা বলাবলি; গোপন রটনা। কানা-ঘুষা, কানা-ঘুষো বি. গোপন রটনা। কানে কানে ক্রি-বিণ. মৃদুস্বরে; চুপি চুপি; কানের কাছে মুখ নিয়ে; (আঞ্চ.) কানায় কানায়। কানে-খাটো বিণ. কানে কম শোনে এমন। কানে তুলো গোঁজা (দেওয়া) ক্রি. বি. ইচ্ছা করে না শোনা। 20)
খক, খক্
(p. 221) khaka, khak অব্য. কাশির বা হাসির শব্দ (খক করে কেশে উঠল)। ̃ খক অব্য. ক্রমাগত কাশি বা হাসির শব্দ। ̃ খকানি বি. ক্রমাগত সশব্দে কাশি বা হাসি। ̃ খকে বিণ. খকখক আওয়াজযুক্ত। 8)
খন-খন
(p. 221) khana-khana অব্য. বি. ধাতুপাত্রাদির আঘাতের শব্দ, ঠনঠন। [দেশি]। খন-খনে বিণ. খনখন আওয়াজবিশিষ্ট, কর্কশ আওয়াজবিশিষ্ট (খনখনে গলার গান)। 73)
গাঁক-গ্যাঁক, গাঁ-গাঁ
(p. 246) gān̐ka-gyān̐ka, gā-n̐gā অব্য. 1 ষাঁড় বা ওইজাতীয় পশুর ক্রুদ্ধ আওয়াজবিশেষ ; 2 উত্কট চিত্কার; 3 উত্কটভাবে চিত্কার করে কথা বলার ভাবপ্রকাশক (সে এত গাঁকগাঁক করে কথা বলে যে কানে তালা লেগে যায়)। [ধ্বন্যা.]। 2)
দম1
(p. 398) dama1 বি. দড়াম-এর চেয়ে লঘুতর আওয়াজ। [ধ্বন্যা.]। দম দম বি. ক্রি-বিণ. ক্রমাগত দম আওয়াজ বা আওয়াজসহ। বি. দামামার শব্দ। দমা-দম ক্রি-বিণ. দম দম শব্দে, দম দম করে (দমাদম পিটানো)। দমাদ্দম - দমাদম -এর অনুরূপ। 8)
দ্রিমি-দ্রিমি
(p. 426) drimi-drimi বি. ঢাকের আওয়াজবিশেষ। [ধ্বন্যা.]। 69)
ফস
(p. 562) phasa বি. 1 অসাবধানতা আকস্মিকতা বা অতিদ্রুততাসূচক ভাব (ফস করে কথাটা বলে ফেলল); 2 আওয়াজবিশেষ (ফস করে দেশলাইকাঠি জ্বালা)। [ধ্বন্যা]। 22)
বম, বম-বম, ববম-বম, বোম, বোম-বোম
(p. 575) bama, bama-bama, babama-bama, bōma, bōma-bōma বি. গালবাদ্যের আওয়াজবিশেষ। [ধ্বন্যা.]। বম-ভোলা, বোম-ভোলা বি. মহাদেব। বিণ. মহদেবের মতো উদাসীন বা নির্লিপ্ত (এত সমস্যার মধ্যেও এমন বোমভোলা হয়ে আছ কেমন করে?)। 115)
লাউড-স্পিকার
(p. 757) lāuḍa-spikāra বি. যে-কোনো আওয়াজকে তীব্র ও উঁচু করার যন্ত্রবিশেষ।[ইং. loudspeaker]। 32)
শব্দ
(p. 769) śabda বি. 1 আওয়াজ, ধ্বনি (কী শব্দ হল?); 2 অর্থসূচক ধ্বনি, অক্ষর বা অক্ষরসমষ্টি (বাক্যের শব্দ)। [সং. √ শব্দ্ + অ]। ̃ কোশ, ̃ কোষ বি. অভিধান, শব্দাভিধান। ̃ তত্ত্ব বি. ভাষার শব্দাদি সংক্রান্ত তত্ত্ব। ̃ তরঙ্গ বি. যে তরঙ্গায়িত গতির সাহায্যে শব্দ বা ধ্বনি বাহিত হয়, sound wave. ̃ দ্বৈত বি. একই শব্দ পরপর দুবার ব্যবহার; পরপর ব্যবহৃত একই শব্দ, যুগ্মশব্দ। ̃ বহ বি. 1 বাতাস; 2 আকাশ। বিণ. শব্দ বহনকারী। ̃ বিন্যাস বি. যথাস্হানে শব্দস্হাপনপূর্বক বাক্যরচনা। ̃ বেধী (-ধিন্), ̃ ভেদী (-দিন্) বিণ. শব্দ শুনে লক্ষ্যভেদে সমর্থ (শব্দভেদী বাণ)। ̃ ব্রহ্ম বি. 1 শব্দরূপ বা শব্দাত্মক ব্রহ্ম; 2 বেদ। ̃ যোজনা বি. বাক্যে শব্দ যোগ বা শব্দের সঙ্গে শব্দ যোগ। ̃ রচনা বি. শব্দ তৈরি; নতুন শব্দ তৈরি করা। ̃ রূপ বি. বিভিন্ন বিভক্তি ও বচনে শব্দের রূপ। ̃ শ, (বর্জি.) ̃ শঃ ক্রি-বিণ. শব্দানুসারে, শব্দের হিসাবে। ̃ শক্তি বি. অভিধা লক্ষণা ব্যঞ্জনা প্রভৃতি শব্দের অর্থবোধিকা বৃত্তি। ̃ শাস্ত্র বি. ব্যাকরণাদি শাস্ত্র। ̃ হীন বিণ. শব্দ নেই এমন, নিঃশব্দ, নীরব; ধ্বনিশূন্য। বি. ̃ হীনতা। শব্দাতীত বিণ. শব্দদ্বারা প্রকাশ করা যায় না এমন, অনির্বচনীয়। শব্দাভি-ধান বি. যে অভিধানে শব্দের অর্থ-পদ-ব্যুত্পত্তি ইত্যাদির বিবৃতি থাকে। শব্দায়-মান বিণ. শব্দ করছে এমন। শব্দার্থ বি. শব্দের মানে। শব্দালংকার বি. (অল.) রচনার মাধুর্যসাধক বিশিষ্ট ভঙ্গির শব্দবিন্যাস অর্থাত্ অনুপ্রাস যমক শ্লেষ প্রভৃতি। (তু. অর্থালংকার)। শব্দিত বিণ. ধ্বনিত, আওয়াজযুক্ত। শব্দেন্দ্রিয় বি. কান, কর্ণ, যে-ইন্দ্রিয় দিয়ে আওয়াজ শোনা যায়। 46)
শুন-শান
(p. 781) śuna-śāna বিণ. 1 ফাঁকা, নির্জন; 2 নিঃশব্দ, নীরব, আওয়াজহীন (চারদিক শুনশান হয়ে গেছে)। [হি. সুনসান]। 43)
সপ-সপ
(p. 806) sapa-sapa অব্য. বি. 1 সম্যক সিক্ততার ভাব (ভিজে সপসপ করা); 2 তরল বস্তু খাওয়ার শব্দ (সপসপ করে পায়েস খাওয়া)। [ধ্বন্যা.]। সপ-সপে বিণ. 1 সপ, সপ আওয়াজযুক্ত; 2 (মূলত জামাকাপড়) সম্পূর্ণ সিক্ত। 23)
সশব্দ
(p. 820) saśabda বিণ. 1 (উচ্চ) আওয়াজপূর্ণ (সশব্দ বিস্ফোরণ); 2 আওয়াজসহ, শব্দের সঙ্গে (সশব্দ পতন)। [সং. সহ + শব্দ]। সশব্দে ক্রি-বিণ. শব্দের সঙ্গে, শব্দ করে (সশব্দে দরজা বন্ধ করল)। 14)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534964
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140498
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730723
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942930
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883592
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838494
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696677
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603089

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us