Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

শব্দ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  শব্দ এর বাংলা অর্থ হলো -

(p. 769) śabda বি. 1 আওয়াজ, ধ্বনি (কী শব্দ হল?); 2 অর্থসূচক ধ্বনি, অক্ষর বা অক্ষরসমষ্টি (বাক্যের শব্দ)।
[সং. √ শব্দ্ + অ]।
কোশ,কোষ
বি. অভিধান, শব্দাভিধান।
তত্ত্ব
বি. ভাষার শব্দাদি সংক্রান্ত তত্ত্ব।
তরঙ্গ
বি. যে তরঙ্গায়িত গতির সাহায্যে শব্দ বা ধ্বনি বাহিত হয়, sound wave.দ্বৈত বি. একই শব্দ পরপর দুবার ব্যবহার; পরপর ব্যবহৃত একই শব্দ, যুগ্মশব্দ।
বহ বি. 1 বাতাস; 2 আকাশ।
বিণ. শব্দ বহনকারী।
বিন্যাস
বি. যথাস্হানে শব্দস্হাপনপূর্বক বাক্যরচনা।
বেধী
(-ধিন্),ভেদী (-দিন্) বিণ. শব্দ শুনে লক্ষ্যভেদে সমর্থ (শব্দভেদী বাণ)।
ব্রহ্ম
বি. 1 শব্দরূপ বা শব্দাত্মক ব্রহ্ম; 2 বেদ।
যোজনা
বি. বাক্যে শব্দ যোগ বা শব্দের সঙ্গে শব্দ যোগ।
রচনা
বি. শব্দ তৈরি; নতুন শব্দ তৈরি করা।
রূপ বি. বিভিন্ন বিভক্তি ও বচনে শব্দের রূপ।
শ, (বর্জি.)শঃ ক্রি-বিণ. শব্দানুসারে, শব্দের হিসাবে।
শক্তি
বি. অভিধা লক্ষণা ব্যঞ্জনা প্রভৃতি শব্দের অর্থবোধিকা বৃত্তি।
শাস্ত্র
বি. ব্যাকরণাদি শাস্ত্র।
হীন বিণ. শব্দ নেই এমন, নিঃশব্দ, নীরব; ধ্বনিশূন্য।
বি.হীনতা।
শব্দাতীত বিণ. শব্দদ্বারা প্রকাশ করা যায় না এমন, অনির্বচনীয়।
শব্দাভি-ধান বি. যে অভিধানে শব্দের অর্থ-পদ-ব্যুত্পত্তি ইত্যাদির বিবৃতি থাকে।
শব্দায়-মান বিণ. শব্দ করছে এমন।
শব্দার্থ বি. শব্দের মানে।
শব্দালংকার বি. (অল.) রচনার মাধুর্যসাধক বিশিষ্ট ভঙ্গির শব্দবিন্যাস অর্থাত্ অনুপ্রাস যমক শ্লেষ প্রভৃতি।
(তু. অর্থালংকার)।
শব্দিত বিণ. ধ্বনিত, আওয়াজযুক্ত।
শব্দেন্দ্রিয় বি. কান, কর্ণ, যে-ইন্দ্রিয় দিয়ে আওয়াজ শোনা যায়।
46)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


শাল2
শামুক
(p. 773) śāmuka বি. ঝিনুকতুল্য শক্ত আবরণযুক্ত জলচর প্রাণীবিশেষ। [সং. শম্বুক]। শামুক-চুন দ্র চুন। 80)
শাণ্ডিল্য
(p. 773) śāṇḍilya বি. গোত্রপ্রবর্তক মুনিবিশেষ। [সং. শণ্ডিল + য]। 52)
শিখী
শুণ্ড
শিয়া
শল্যক
(p. 773) śalyaka বি. গণ্ডার। [সং. শল্য + অ + ক]। 4)
শেল2
(p. 784) śēla2 বি. কামানের গোলা। [ইং. shell]। 29)
শিক্ষা
(p. 776) śikṣā বি. 1 চর্চা অভ্যাস প্রভৃতির দ্বারা আয়ত্তীকরণ (অস্ত্রশিক্ষা, অসিশিক্ষা, সীবনশিক্ষা); 2 বিদ্যাভ্যাস, অধ্যয়ন (বিজ্ঞানশিক্ষা); 3 জ্ঞানার্জন, বিদ্যার্জন (শিক্ষার অগ্রগতি); 4 উপদেশ, নির্দেশ (শাস্ত্রের শিক্ষা, এই গল্প পড়ে কী শিক্ষা পেলে?); 5 অভিজ্ঞতা, জ্ঞান (জীবনে অনেক শিক্ষাই পেয়েছি); 6 আক্কেল, তিক্ত অভিজ্ঞতা (পরোপকার করতে গিয়ে খুব শিক্ষা পেয়েছি); 7 দণ্ড, শাস্তি (লোকটাকে উচিত শিক্ষা দেওয়া দরকার); 8 (সং.) উচ্চারণবিষয়ক বেদাঙ্গ গ্রন্হবিশেষ। [সং. √ শিক্ষ্ + অ + আ]। ̃ কর বি. দেশের বা রাজ্যের মধ্যে শিক্ষাদানের ব্যবস্হা করার জন্য সরকারকে প্রদেয় কর বা খাজনা। ̃ কেন্দ্র বি. শিক্ষাদানগ্রহণের স্হান। ̃ গুরু, ̃ দাতা (-তৃঃ বি. শিক্ষক। ̃ দীক্ষা বি. 1 শাস্ত্রাদি অধ্যয়নমন্ত্রগ্রহণ; 2 বিদ্যার্জন ও আচরণ, লেখাপড়াস্বভাব। ̃ ধীন বিণ. শিক্ষানবিশ, এখনও শিক্ষা লাভ করছে এমন। ̃ নবিশ বিণ. বি. (প্রধানত কারিগরি বিদ্যার) শিক্ষার্থী; যে কাজ শিখছে। ̃ প্রণালী বি. শিক্ষার অর্থাত্ শিক্ষাদানের পদ্ধতি। ̃ বিদ বিণ. বি. শিক্ষা সম্বন্ধে জ্ঞান আছে এমন। ̃ ব্রতী বিণ. বি. শিক্ষাই যাঁর জীবনের ব্রত, শিক্ষায় নিবেদিত মন। ̃ মূলক বিণ. 1 শিক্ষাসংক্রান্ত; 2 শিক্ষাপ্রদ। ̃ য়তন বি. শিক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান, স্কুল কলেজ ইত্যাদি। শিক্ষিত বিণ. শিক্ষাপ্রাপ্ত (শিক্ষিত মন); বিদ্বান; শিক্ষা করা হয়েছে এমন। স্ত্রী. শিক্ষিতা। 56)
শৌরি
(p. 786) śauri বি. 1 শূর নৃপতির পৌত্র; 2 শূর বংশের সন্তান; 3 শ্রীকৃষ্ণ; 4 শনিগ্রহ। [সং. শূর + ই]। 21)
শিশি
(p. 779) śiśi বি. কাচের তৈরি ছোটো বোতল। [ফা. শীসহ্ + বাং. ই (ক্ষুদ্রার্থে)]। 34)
শেরি
(p. 784) śēri বি. স্পেনদেশীয় মদবিশেষ। [ইং. sherry]। 26)
শুলফা, (কথ্য) শুলফো
(p. 783) śulaphā, (kathya) śulaphō বি. মৌরিজাতীয় সুগন্ধি শাক বা তার বীজ। [সং. শতপুষ্পা-তু. হি. সৌঁফ্]। 7)
শংকরা
শূন
(p. 783) śūna বিণ. (ব্রজ.) শূন্য, খালি ('শূন হৃদয়ক')। [সং. শূন্য]। 19)
শাঠ্য
(p. 773) śāṭhya বি. শঠতা, ধূর্ততা (শঠকে জব্দ করতে শাঠ্যই দরকার)। [সং. শঠ + য]। 48)
শক্ত2
(p. 768) śakta2 বিণ. 1 কঠিন, সহজে ভাঙে না এমন, অনমনীয় (শক্ত লাঠি); 2 মজবুত, টেকসই (শক্ত বাঁধন); 3 কঠোর, নির্মম (শক্ত হাকিম); 4 দৃঢ়, অবিচলিত (শক্ত মন); 5 রূঢ়, কড়া, কর্কশ (শক্ত কথা); 6 জটিল, দুরূহ, দুর্বোধ্য ('জলের মত বিষয় হত ইঁটের মত শক্ত': দ্বি. রা; শক্ত প্রশ্ন, শক্ত বই, শক্ত ভাষা); 7 দুরারোগ্য, কঠিন (শক্ত রোগ); ̃ কষ্টসাধ্য (বলা শক্ত, চাকরি মেলা শক্ত); 9 যার সমাধান সহজ নয় (শক্ত মামলা, শক্ত পরীক্ষা)। [ফা. স্খ্ত্]। শক্ত ঘানি (আল.) কঠোরপ্রকৃতি জবরদস্ত লোক; যে ব্যক্তি নির্মমভাবে কাজ আদায় করে নেয়। ̃ .পোক্ত বিণ. মজবুতটেকসই। শক্তের ভক্ত নরমের যম শক্তিমান জবরদস্ত লোকের কাছে বিনীতবাধ্য থাকে অথচ দুর্বলের উপর অত্যাচার করে এমন ব্যক্তি। 19)
শর্বরী
(p. 772) śarbarī বি. 1 রাত্রি, রজনী ('দেখা দিল রাজদণ্ডরূপে, পোহালে শর্বরী': রবীন্দ্র); 2 নারী। [সং. √ শৃ + বর + ঈ]। 24)
শেতল, শেতলা
(p. 784) śētala, śētalā যথাক্রমে শীতল ও শীতলা -র গ্রা. রূপ (শেতলষষ্ঠী)। 17)
শকুন
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2037860
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1757401
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1352999
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 712127
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 690429
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 589919
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 539771
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 530945

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন