Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

আকারকে দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অর্ধ
(p. 62) ardha বি. 1 সমান দুই ভাগের এক ভাগ (ব্যাসার্ধ); 2 দুই ভাগের যেকোনো এক ভাগ। বিণ. বিণ- বিণ. 1 আধা, আধাআধি (অর্ধাংশ); 2 দুই ভাগে বিভক্ত (অর্ধবঙ্গ); 3 অসম্পূর্ণ বা আংশিক (অর্ধাশন; অর্ধাহার)। ক্রি-বিণ. আংশিকভাবে (অর্ধনির্মিত, অর্ধভুক্ত)। [সং. √ ঋধ্ + অ]। ̃ কথন বি. অসম্পূর্ণ কথা। ̃ .কথিত বিণ. কিছুটা বলা হয়েছে এমন, আংশিক বলা হয়েছে এমন। ̃ কৃত বিণ. অর্ধেক করা হয়েছে বা দুটি অংশে ভাগ করা হয়েছে এমন। ̃ .গ্রাস বি. আংশিক গ্রাস। ̃ .চন্দ্র বি. 1 চাঁদের অংশ; অর্ধপ্রকাশিত চাঁদ; 2 (ব্যঙ্গে) গলাধাক্কা; গলাধাক্কা দিয়ে বিতাড়িত করা (অর্ধচন্দ্র দেওয়া)। ̃ .চন্দ্রাকার, ̃ .চন্দ্রাকৃতি বিণ. আধখানা চাঁদের আকারবিশিষ্ট। ̃ .দিবস বি. 1 অর্ধেক দিন; দুই প্রহর; 2 মধ্যাহ্ন; 3 এক দিন-রাত্রির অর্ধেক; চার প্রহর। ̃ .নারীশ্বর বি. এক দেহে মিলিত হর ও গৌরীর অর্থাত্ শিব ও পার্বতীর যুগলমূর্তি; (আল.) নারী ও পুরুষের যুগলমূর্তি। ̃ .নিমীলিত বিণ. আধবোজা। ̃ .নির্মিত বিণ. আংশিক তৈরি হয়েছে এমন। ̃ .পথ বি. মাঝপথ; মাঝামাঝি পথ (অর্ধপথ অতিক্রম করার পর)। ̃ .পরিস্ফুট বিণ. কিছুটা বা আংশিকভাবে বোঝা গেছে এমন; অস্পষ্ট। ̃ .বয়স্ক বিণ. মাঝবয়সী; প্রৌঢ়। ̃ .ভাগ বি. অর্ধেক। ̃ .মাত্রা বি. নির্দিষ্ট পরিমাণের অর্ধেক। ̃ .মৃত বিণ. আধমরা। ̃ .রাত্র বি. মাঝরাত। ̃ .শত বি. একশোর অর্ধেক পঞ্চাশ। ̃ .স্ফুট বিণ. অস্পষ্ট; আধফোটা। অর্ধাংশ বি. সমান দুই ভাগের এক ভাগ, অর্ধেক। অর্ধাঙ্গ বি. দেহের অর্ধাংশ, শরীরের অর্ধেক। অর্ধাঙ্গিনী বি. (স্ত্রী.) স্ত্রী। অর্ধার্ধ বি. অর্ধেকের অর্ধেক; সিকি ভাগ। অর্ধার্ধি বিণ. ক্রি-বিণ. দুই সমান অংশে, আধা-আধি (অর্ধার্ধি ভাগ করা)। অর্ধাশন বি. আধপেটা খাওয়া (অর্ধাশনে দিন কাটানো)। অর্ধাসন বি. আসনের অর্ধেক। অর্ধেক বি. বিণ. অর্ধ -র অনুরূপ। অর্ধেন্দু আংশিকভাবে উদিত চাঁদ; চাঁদের অংশ। অর্ধেন্দু-শেখর বি. মহাদেব (মস্তকে অর্ধ চাঁদ আছে বলে)। অর্ধোচ্চারিত বিণ. অসম্পূর্ণভাবে উচ্চারিত; অস্পষ্টভাবে উচ্চারিত। অর্ধোদয় বি. পূণ্য তিথিবিশেষ; পৌষ বা মাঘ মাসের অমাবস্যায় রবিবার দিনের বেলা শ্রবণা নক্ষত্র ও ব্যতীপাতঘটিত যোগ। অর্ধোদিত বিণ. আংশিক উদিত। 20)
আংটা, আঙটা
(p. 77) āṇṭā, āṅaṭā বি. 1 আংটির আকারবিশিষ্ট হাতল, কড়া; 2 আগুন রাখার পাত্র। [হি. আংগূঠা]। 44)
আকার2
(p. 81) ākāra2 বি. 1 আকৃতি, চেহারা; 2 গঠন; 3 প্রকার (নানা আকারে কথাটা প্রকাশ করা); 4 মূর্তি (আদর্শকে আকার দেওয়া)। [সং. আ + √ কৃ + অ]। ̃ .ইঙ্গিত, ̃ .প্রকার বি. ভাবভঙ্গি। ̃ .মাত্রিক বিণ. আ-কার চিহ্ন দিয়ে সংগীতের মাত্রার সংখ্যা বোঝানো হয় এমন (আকারমাত্রিক স্বরলিপি)। 17)
কদম2
(p. 160) kadama2 বি. কদম্ব, হলুদ রঙের সুগন্ধ ফুল বা তার গাছ। [সং. কদম্ব]। কদমা বি. (কদম ফুলের মতো আকারবিশিষ্ট) চিনির তৈরি সাদা মিঠাইবিশেষ। জোর কদম বি. দ্রুত পায়ে চলা; দ্রুত গতি। 23)
কিম্ভূত
(p. 190) kimbhūta বিণ. 1 কীরূপ, কেমন; 2 অদ্ভুত। [সং. কিম্ + ভূত]। ̃ কিমাকার বিণ. অদ্ভুত; কুত্সিত আকারবিশিষ্ট, বিকট। 24)
খোপ, খোপর
(p. 234) khōpa, khōpara বি. 1 খুপরি, কোটর (ঘরের দেওয়ালে খোপ কাটা আছে); 2 খোপের আকারবিশিষ্ট নকশা (মাটিতে খোপ কাটছে); 3 ছোট বাসা (পায়বার খোপ)। [দেশি]। 19)
গোলাকার, গোলাকৃতি
(p. 261) gōlākāra, gōlākṛti বিণ. চক্রাকার, বর্তুলাকার, গোল আকারযুক্ত, round. [সং. গোল3 + আকার, আকৃতি]। 2)
চক্র
(p. 274) cakra বি. 1 চাকা (রথচক্র); 2 চাকার মতো আকারবিশিষ্ট বস্তু (কুম্ভকারের চক্র); 3 যথানিয়মে যা ঘুরছে (কালচক্র); 4 ভ্রমণ, ঘুরপাক (চক্র দিচ্ছে); 5 চক্রাকার পৌরাণিক অস্ত্রবিশেষ (সুদর্শন চক্র); 6 চাকার মতো আকৃতিযুক্ত ও বিস্তারবিশিষ্ট বস্তু (আলোকচক্র); 7 গ্রহমণ্ডল; 8 তান্ত্রিক সাধনার মণ্ডলী (ভৈরবচক্র); 9 (জ্যোতিষ.) রাশি বা গ্রহগুলির অবস্হাননির্দেশক ছক (রাশিচক্র); 1 পতাকীচক্র ইত্যাদির চিত্র; 11 হাতের তালুতে বা আঙুলে এবং পদতলে মণ্ডলাকার রেখা; 12 গ্রামসমূহের সমষ্টি, চাকলা; 13 বহুবিস্তৃত রাজ্য বা দেশসমূহ; 14 চক্রান্ত, ষড়যন্ত্র (দশচক্র); 15 ক্রম, পরম্পরা (ঘটনাচক্র); 16 গুচ্ছ, বর্গ; 17 সাপের ফণা। [সং. √কৃ + অ (ক ঘঞর্থে) নি.]। ̃ গতি বি. আবর্তন, ঘূর্ণন, গোল হয়ে ঘোরা। ̃ ধর বি. 1 বিষ্ণু; 2 রাজা, নৃপতি; 3 ফণাযুক্ত সাপ। ̃ ধুরা বি. চাকার মধ্যবর্তী দণ্ড, অক্ষদণ্ড। ̃ নাভি বি. চক্রের কেন্দ্রস্হিত অংশ। ̃ নেমি বি. চাকার বেড়। ̃ পাণি বি. 1 কৃষ্ণ; 2 বিষ্ণু। ̃ বক্র বি. কূটকৌশল, ছল; ফন্দিফিকির। ̃ বর্তী (-র্তিন্) বি. 1 বহুধাবিস্তৃত রাজ্যের রাজা, সম্রাট, সার্বভৌম নৃপতি; 2 ব্রাহ্মণের পদবিবিশেষ। ̃ বাক বি. হাঁসজাতীয় পাখিবিশেষ, চখা। স্ত্রী. ̃ বাকী। ̃ বাত বি. ঘূর্ণিবায়ু, ঝঞ্ঝাবাত, cyclone. ̃ বাল, (বিরল) ̃ বাড় বি. দিঙ্মণ্ডল, দিগন্তবৃত্ত, আকাশকক্ষ, দূর থেকে তাকালে যেখানে আকাশ পৃথিবীর সঙ্গে মিশেছে বলে মনে হয়, horizon. ̃ ব্যূহ বি. চক্রাকারে বা মণ্ডলাকারে সৈন্যসমাবেশ। ̃ বৃদ্ধি বি. সুদের সুদ, compound interest. 18)
ছড়া৩
(p. 301) chaḍ়ā3 বি. 1 শিশু-ভোলানো বা মেয়েলি কবিতা; 2 গ্রাম্য কবিতাবিশেষ; 3 ছড়ি বা মালার আকারবিশিষ্ট বস্তু (গোটছড়া, হারছড়া); 4 গুচ্ছ, থোলো (কলার ছড়া); 5 ইতস্তত ছড়ানো তরল পদার্থ, ছিটা (জলছড়া, গোবরছড়া, ছড়া দেওয়া)। [সং. ছটা]। ছড়া কাটা ক্রি. বি. ছড়া আবৃত্তি করা; ছড়া তৈরি করে উত্তর-প্রত্যুত্তর করা। ছড়া-কার বি. ছড়া তৈরি করে এমন ব্যক্তি, ছড়া-রচয়িতা। 19)
ছত্র৩
(p. 301) chatra3 বি. 1 ছাতা, আঁতপত্র; 2 ব্যাঙের ছাতা; 3 রাজচিহ্ন; 4 রাজছত্র। [সং. ছদ্ + ণিচ্ + র]। ̃ ক, ছত্রাক বি. 1 ছাতা, fungus (বইয়ে ছাতা ধরেছে); 2 কোঁড়ক, ব্যাঙের ছাতা, mushroom. ̃ খান বিণ. 1 উন্মুক্ত ছাতার মতো চার দিকে বিস্তৃত; 2 এলোমেলো ও চার দিকে ছড়ানো (জিনিসপত্র নানাদিকে ছত্রখান হয়ে আছে)। ̃ দণ্ড বি. রাজছত্র ও রাজদণ্ড। ̃ ধর, ̃ ধারী (-রিন্) বিণ. বি. 1 যে ছাতা ধরে রয়েছে; 2 বংশবদ অনুচর। ̃ পতি বি. 1 সম্রাট; রাজচক্রবর্তী; 2 শিবাজির উপাধি। ̃ ভঙ্গ বিণ. 1 বিশৃঙ্খল; 2 দলভ্রষ্ট। বি. পরাজিত সৈন্যদলের বিশৃঙ্খল অবস্হা। ছত্রাকার বিণ. 1 ছাতার মতো আকারবিশিষ্ট; 2 চতুর্দিকে বিক্ষিপ্ত, বিশৃঙ্খলভাবে বিকীর্ণ, ছত্রখান। 26)
ঝুমকা, (কথ্য) ঝুমকো
(p. 339) jhumakā, (kathya) jhumakō বি. 1 গোল থোলোর মতো ফুলবিশেষ বা তার লতা; 2 ঝুমকো ফুলের মতো আকারবিশিষ্ট মেয়েদের কানের গহনাবিশেষ। [হি. ঝুমকা]। 7)
টেটা, ট্যাটা
(p. 347) ṭēṭā, ṭyāṭā বি. বল্লমের মতো আকারযুক্ত মাছ শিকারের অস্ত্রবিশেষ। [দেশি]। 11)
ট্রে
(p. 348) ṭrē বি. দ্রব্যসম্ভার রাখার উপযোগী এবং বারকোশের আকারবিশিষ্ট পাত্র বা আধার। [ইং. tray]। 45)
ডিম্ব
(p. 357) ḍimba বি. 1 ডিম, অণ্ড; 2 (বিরল) বিদ্রোহ, বিপ্লব। [সং. √ ডিম্ব্ + অ]। ̃ কোষ বি. পুষ্পযোনি। ̃ জ বিণ. ডিম থেকে জাত বা উত্পন্ন। ডিম্বাকার বিণ. ডিমের মতো আকারবিশিষ্ট। ডিম্বাণু বি. ডিম্বাশয়ের মধ্যস্হ কোষ বা রজোডিম্ব যা ভ্রূণে পরিণত হয়, ovum (বি. প.)। ডিম্বাশয় বি. স্ত্রী-জীবের রজোডিম্বের আধার; (উদ্ভিদ.) বীজকোষ, ovary (বি. প.)। 19)
দেখনাই
(p. 419) dēkhanāi বি. বাইরের চালচলন বা আকারপ্রকার (শুধু দেখনাই ভালো হলেই চলবে না)। [বাং. দেখন + আই]। 13)
নিরাকার
(p. 467) nirākāra বিণ. আকারহীন, মূর্তিহীন। বি. 1 আকাশ; 2 পরব্রহ্ম। [সং. নির্ + আকার]। 15)
নিরাকৃতি2
(p. 467) nirākṛti2 বিণ. আকারহীন। [সং. নির্ + আকৃতি]। 19)
পঙ্খি
(p. 484) paṅkhi বিণ. পাখির মতো আকারবিশিষ্ট (ময়ূরপঙ্খি)। বি. পক্ষী -র গ্রাম্য রূপ। 10)
পটোল
(p. 486) paṭōla বি. গ্রীষ্মের সুপরিচিত সবজিফলবিশেষ। [সং. √ পট্ + ওল]। ̃ চেরা বিণ. (চোখ সম্বন্ধে) লম্বালম্বি দ্বিখণ্ডিত পটোলের মতো আকারবিশিষ্ট, দীর্ঘ ও আয়ত। ̃ পাতা, ̃ লতা বি. পলতা। 22)
পিরামিড়
(p. 522) pirāmiḍ় বি. 1 জ্যামিতিক আকারবিশেষ যা চতুষ্কোণ ভূমিবিশিষ্ট এবং ক্রমশ উপরের দিকে একটি বিন্দুতে শেষ হয়; 2 (প্রধানত মিশরে) পাথর দিয়ে তৈরি উক্ত আকৃতির উঁচু সমাধিস্তূপবিশেষ। [ইং. pyramid]। 18)
ফণী
(p. 560) phaṇī (-ণিন্) (সাধারণত ফণাবিশিষ্ট বলে) সাপ, ভুজঙ্গ। [সং. ফণা + ইন্]। স্ত্রী. ̃ ফণিনী। ̃ ন্দ্র, ̃ শ্বর বি. নাগরাজ, বাসুকি। ̃ মনসা বি. ফণার মতো আকারবিশিষ্টা ছোটো কাঁটাগাছবিশেষ। 26)
বনসাই
(p. 575) banasāi বি. ঘর সাজানোর জন্য পূর্ণবয়স্ক গাছের আকারকে কৃত্রিম উপায়ে ছোটো করার জাপানি পদ্ধতিবিশেষ। [জাপ. ইং. bonsai]। 66)
বরফি
(p. 580) baraphi বি. ক্ষীর দিয়ে তৈরি চারকোনা বা সামান্তরিকের আকারবিশিষ্ট মিঠাইবিশেষ। [হি. বর্ফী]। বরফিকাটা বিণ. বরফির আকারে কাটা বা তৈরি করা হয়েছে এমন। 52)
বর্জাইস
(p. 580) barjāisa বি. ছাপার অক্ষরের আকারবিশেষ, মুদ্রণের টাইপবিশেষ। [ইং. ফ. bourgeois]। 94)
বালতি1
(p. 602) bālati1 বি. টবের মতো আকারবিশিষ্ট হাতলযুক্ত জলপাত্র। [পো. balde]। 63)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534947
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140487
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730709
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942913
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883585
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838494
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696671
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603089

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us