Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ছড়া৩ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ছড়া৩ এর বাংলা অর্থ হলো -

(p. 301) chaḍ়ā3 বি. 1 শিশু-ভোলানো বা মেয়েলি কবিতা; 2 গ্রাম্য কবিতাবিশেষ; 3 ছড়ি বা মালার আকারবিশিষ্ট বস্তু (গোটছড়া, হারছড়া); 4 গুচ্ছ, থোলো (কলার ছড়া); 5 ইতস্তত ছড়ানো তরল পদার্থ, ছিটা (জলছড়া, গোবরছড়া, ছড়া দেওয়া)।
[সং. ছটা]।
ছড়া কাটা ক্রি. বি. ছড়া আবৃত্তি করা; ছড়া তৈরি করে উত্তর-প্রত্যুত্তর করা।
ছড়া-কার বি. ছড়া তৈরি করে এমন ব্যক্তি, ছড়া-রচয়িতা।
19)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ছিঁড়া, ছেঁড়া
(p. 304) chin̐ḍ়ā, chēn̐ḍ়ā ক্রি. 1 ছিন্ন করা বা হওয়া, বিদীর্ণ করা বা হওয়া (কাপড়টা ছিঁড়ে গেল); 2 তোলা বা উপড়ানো (ফুল ছেঁড়া, চুল ছেঁড়া); 3 ছানা কাটা (দুধটা ছিঁড়ে গেছে); 4 যন্ত্রণায় দীর্ণ হওয়া (মাথাটা ছিঁড়ে যাচ্ছে)। বিণ. 1 বাজে, তুচ্ছ (ছেঁড়া কাজ, ছেঁড়া কথা); 2 ছিন্ন, বিদীর্ণ (ছেঁড়া কাপড়); 3 উত্পাটিত (ছেঁড়া ফুল); 4 ছানা-কাটা (ছেঁড়া দুধ)। [সং. √ ছিদ্ + বাং. আ]। ̃ খোঁড়া বিণ. ছিন্নবিচ্ছিন্ন (যাহোক একটা ছেঁড়াখোঁড়া কাপড় দিলেও চলবে)। ̃ ছিঁড়ি বি. 1 বারবার ছেঁড়া (এটাকে কতবার আর ছেঁড়াছিঁড়ি করবে?); 2 পরস্পর আঁচড়ানো-কামড়ানো এবং ক্ষতবিক্ষত করা; 3 উত্কট বিপদ। ̃ নো ক্রি. অন্যের দ্বারা ছিন্ন বা বিদীর্ণ করানো; অন্যের দ্বারা উপড়ানো। বি. বিণ. উক্ত অর্থে। 55)
ছুঁড়া
(p. 304) chun̐ḍ়ā দ্র ছুড়া, ছোড়া। 95)
ছত্রি2
ছাপর
(p. 304) chāpara বি. আচ্ছাদন, ছাদ, খোলার চাল। [হি. ছপ্পর]। ̃ খাট বি. মশারি টাঙানোর চালযুক্ত খাট। 33)
ছাগল
ছিঁচকা1, (কথ্য) ছিঁচকে1
(p. 304) chin̐cakā1, (kathya) chin̐cakē1 বি. হুঁকোর নলচে ইত্যাদি সাফ করার জন্য লোহার সরু শিক বা শলাকা। [ফা. শিকচা]। 52)
ছুমন্তর
(p. 304) chumantara বি. 1 মন্ত্রতন্ত্র; 2 ঝাড়ফুঁক। [হি. ছু ( ফুঁ?) + মন্তর্ ( সং. মন্ত্র)]। 113)
ছড়2
(p. 301) chaḍ়2 বি. চামড়া, ছাল ('অভাগী ফুল্লরা পরে হরিণের ছড়': ক. ক.)। [সং. ছল্লি]। 16)
ছ্যাঁক, ছ্যাঁচড়, ছ্যাঁচড়া
ছাওয়া
(p. 303) chāōẏā বি. ক্রি. 1 আচ্ছাদন করা, আবৃত করা, ঢাকা (শুকনো পাতায় উঠোনটা ছেয়ে গেছে); 2 বিছানো, ছড়ানো, পরিব্যাপ্ত করা (মেঘে আকাশ ছেয়ে গেছে)। বিণ. উক্ত সব অর্থে। [বাং. √ ছাহ্ ( সং. √ ছদ্) + আ]। ̃ নো ক্রি. বি. আচ্ছাদিত বা আবৃত করানো। বিণ. উক্ত অর্থে। 6)
ছানি৩
ছাতিয়া
(p. 304) chātiẏā বি. (ব্রজ.) বুক, ছাতি ('ফাটি যাওত ছাতিয়া': বিদ্যা.)। [ছাতি2 দ্র]। 15)
ছাঁকা
(p. 303) chān̐kā ক্রি. 1 বস্ত্রাদির সাহায্যে তরল বস্তু থেকে বর্জনীয় অংশ বার করে ফেলা, পরিস্রুত বা শোধন করা (দুধ ছাঁকা); 2 চালা, গুঁড়ো পৃথক করা (আটা ছাঁকা)। বি. ছাঁকার কাজ। বিণ. 1 ছাঁকা হয়েছে এমন (ছাঁকা দুধ); 2 খাঁটি (ছাঁকা কথা বলে দিলাম); 3 বিশেষভাবে নির্বাচিত (ছাঁকা ছাঁকা লোককে নিয়ে যাবে); 4 নির্ভেজাল, বিশুদ্ধ (ছাঁকা গঙ্গাজল); 5 সহজলভ্য (ছাঁকা পয়সা); 6 ছাঁকার জন্য উদ্দিষ্ট (দুধ-ছাঁকা কাপড়); আটা-ছাঁকা চালুনি)। [বাং. √ ছাঁক্ + আ]। ছাঁকা তেলে ভাজা ক্রি. বি. ঝাঁঝরির দ্বারা ছেঁকে তোলা যায় এমন বেশি তেলে ভাজা। ছেঁকে ধরা ক্রি. বি. ঘিরে ধরা; চারদিক থেকে অনেকে মিলে ব্যতিব্যস্ত করা (পিঁপড়েয় ছেঁকে ধরেছে, পাওনাদারেরা ছেঁকে ধরেছে)। 11)
ছেঁচড়, ছ্যাঁচড়
(p. 304) chēn̐caḍ়, chyān̐caḍ় বিণ. 1 প্রতারক; 2 নীচপ্রকৃতির; 3 দেনা সহজে শোধ করতে চায় না এমন। [হি. ছিছোড়]। 123)
ছেঁটে দেওয়া
(p. 304) chēn̐ṭē dēōẏā দ্র ছাঁটা। 128)
ছোলা2, ছোলানো
(p. 304) chōlā2, chōlānō যথাক্রমে ছুলা ও ছুলানো -র চলিত রূপ। 171)
ছামনি1
ছিট-কানি2
(p. 304) chiṭa-kāni2 বি. দরজা-জানলা ইত্যাদি বন্ধ করার ছোট হুক বা হুড়কোবিশেষ। [হি. সিটকিনী]। 62)
ছিনা৩, ছিনানো
ছাড়ানো
(p. 304) chāḍ়ānō ক্রি. 1 ত্যাগ করানো (নেশা ছাড়ানো); 2 পরিবর্তন করানো (কাপড় ছাড়ানো); 3 খালাস করা, উদ্ধার বা মুক্ত করা (জেল থেকে ছাড়িয়ে এনেছি); 4 তাড়ানো (ভূত ছাড়ানো); 5 মোচন করা (হাত ছাড়ানো); 6 খোলা (জট ছাড়ানো); 7 বাদ দেওয়া, বিচ্যুত করা (খোসা ছাড়ানো); 8 অতিক্রম করা (আমাকে ছাড়িয়ে গেছে; ছেলে বাবাকেও ছাড়াবে)। বি. উক্ত সব অর্থে (আমাকে ছাড়ানো কি সোজা কথা?)। বিণ. উক্ত সব অর্থে (খোসা-ছাড়ানো ফল)। [বাং. ছাড়া + নো]। 6)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2629260
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2242916
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1859993
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1129605
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 922674
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 860320
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 724024
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 661208

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us