Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

আঙুলে দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অঙ্গুলি
(p. 8) aṅguli বি. আঙুল। [সং. অঙ্গ্+উলি]। অঙ্গুলিত্র, অঙ্গুলি-ত্রাণ বি. 1 ছুঁচের খোঁচা থেকে আঙ্গুলকে বাঁচাবার এবং ছুঁট ঠেলবার জন্য আঙ্গুলে পরবার টুপিবিশেষ; 2 সেতারবাদকের মেজরাপ। ̃ .নির্দেশ বি. আঙুলের সংকেতের সাহায্যে নির্দেশ। ̃ .মেয় বিণ. আঙ্গুলে গোনা যায় এমন। ̃ .মোটন বি. আঙুল মটকানো। ̃ সংকেত বি. আঙুল নেড়ে নির্দেশ দেওয়া। ̃ .হেলন বি. আঙুল নেড়ে ইশারা করা। অঙ্গুলীয়ক বি. আংটি। 49)
অঙ্গুষ্ঠ
(p. 8) aṅguṣṭha বি. বৃদ্ধাঙ্গুলি, বুড়ো আঙুল। [সং. অঙ্গু+√স্থ+অ]। 50)
অনামা2, অনামিকা
(p. 24) anāmā2, anāmikā বি. 1 কড়ে আঙুলের পাশের আঙুল, কনিষ্ঠা ও মধ্যমার মাঝের আঙুল; 2 যে নারীর নাম মুখে আনতে নেই। [সং. ন + নামন্, নামিকা]।
আংটি, আঙটি
(p. 77) āṇṭi, āṅaṭi বি. আঙুলে অলংকাররূপে পরা হয় এমন বলয়; অঙ্গুরীয়। [সং. অঙ্গুষ্ঠিকা]। 45)
আঙুর
(p. 82) āṅura বি. সবুজ রঙের ছোট গোল ফলবিশেষ যা খাওয়া হয় আবার যা থেকে মদও প্রস্তুত হয়; দ্রাক্ষা, grapes. [ফা. আঙ্গুর্]। 77)
আঙুল
(p. 82) āṅula বি. হাত ও পায়ের শেষ প্রান্তের পাঁচটি অঙ্গ; অঙ্গুলি finger. [সং. অঙ্গুলি]। আঙুল ফুলে কলা গাছ হঠাত্ বিরাট পদোন্নতি, অবস্হার উন্নতি বা ধনবৃদ্ধি। ̃ .হাড়া আঙুলের যন্ত্রদায়ক রোগবিশেষ, আঙুলের মাথা পেকে ওঠা, whitlow. 78)
আঙ্গোট
(p. 82) āṅgōṭa বি. পায়ের আঙুলে পরবার আংটি। [সং. অঙ্গুষ্ঠিকা]। 87)
আড়ি2
(p. 85) āḍ়i2 বি. 1 আড়াল, অন্তরাল; 2 বিবাদ, মনের অমিল, অসদ্ভাব; 3 (ছোট ছেলেমেয়েদের মধ্যে প্রচলিত) চিবুকে আঙুল ঠেকিয়ে কথা বন্ধের ঘোষণা। [দেশি]। আড়ি পাতা, আড়ি মারা ক্রি. বি. আড়াল থেকে লুকিয়ে অন্যের কথা শোনা। 99)
উপাঙ্গ
(p. 133) upāṅga বি. 1 অঙ্গের অঙ্গ বা অংশ, প্রত্যঙ্গ (যেমন, হাত বা পা অঙ্গ, আঙুল উপাঙ্গ); 2 বেদের সদৃশ শাস্ত্র (যেমনA পুরাণ ন্যায় মীমাংসা ধর্মশাস্ত্র); 3 accessory member (বি. প.); 4 পরিশিষ্ট। [সং. উপ + অঙ্গ]। 90)
উলি
(p. 133) uli বি. চুলের মধ্যে আঙুল চালিয়ে বিলে কাটা ('আল্যালে মাথায় চুলি, না জানি করিতে উলি': ব. প.)। [বিলি দ্র]। 160)
কড়ে
(p. 159) kaḍ়ē বিণ. কনিষ্ঠ; ছোট, ক্ষুদ্র (কড়ে আঙুল)। [সং. কনীয়স্-কনিষ্ঠ; হি. কনেঠ]। কড়ে আঙুল মানুষের হাতের বা পায়ের সবচেয়ে ছোট আঙুল। কড়ে রাঁড়ি অল্পবয়স্কা বিধবা। 16)
কনিষ্ঠ
(p. 162) kaniṣṭha বিণ. ক্ষুদ্রতম; সবচেয়ে ছোট (কনিষ্ঠ অঙ্গুলি); বয়সে সবচেয়ে ছোট (কনিষ্ঠ পুত্র); অনুজ, পরে জন্মেছে এমন (কনিষ্ঠ সহোদর)। [সং. যুবন্ + ইষ্ঠ]। কনিষ্ঠা বিণ. (স্ত্রী) সবচেয়ে ছোট বা অল্পবয়স্কা, অনুজা। বি. কড়ে আঙুল (খেলতে গিয়ে কনিষ্ঠায় আঘাত লেগেছে)। 6)
কনীনিকা
(p. 162) kanīnikā বি. 1 চোখের মণি বা তারা; 2 কড়ে আঙুল; 3 কনিষ্ঠা ভগিনী। [সং. √ কন্ + ঈন + ক (স্বার্থে) ই আগম + আ (স্ত্রী.)]। 7)
কর-ন্যাস
(p. 167) kara-nyāsa বি. তন্ত্রমতে মন্ত্র উচ্চারণ করে হাতের আঙুল স্পর্শ করার বিধিবিশেষ। [সং. করে ন্যাস]। 14)
করভ1
(p. 167) karabha1 বি. মণিবন্ধ বা কবজি থেকে কড়ে আঙুলের মূল পর্যন্ত করতল বা হাতের বাইরের অংশ। [সং. কর + √ ভা + অ]। 18)
কর৩
(p. 166) kara3 বি. হস্ত, হাত (করজোড়ে, করপুট); 2 হাতির শুঁড়; 3 আঙুলের ভাঁজের দাগ (কর গুনে যোগবিয়োগ করা)। [সং. √ কৃ + অ]। ̃ কবলিত বিণ. হস্তগত, অধিকৃত। ̃ কমল বি. 1 হস্তরূপ পদ্ম; 2 পদ্মের মতো হাত। ̃ কমলেষু বি. প্রীতিভাজন ব্যক্তিকে পুস্তকাদি উপহারদানের উত্সর্গপত্রে প্রাপকের নামসহ এই সপ্তমী বিভক্তিযুক্ত পদটির প্রয়োগ হয়। ̃ কোষ্ঠী বি. করতলের রেখা, যা ভবিষ্যত্ গণনায় কোষ্ঠীর কাজ করে; কররেখা নির্ণীত কোষ্ঠী। ̃ গ্রহ, ̃ গ্রহণ বি. 1 হস্তধারণ, হাত ধরা; 2 বিবাহ। ̃ গ্রাহক, ̃ গ্রাহী (-হিন্) বিণ. বি. পাণিগ্রহণকারী; স্বামী, পতি। ̃ জোড়ে ক্রি-বিণ. দুই হাত যুক্ত করে। ̃ তল বি. হাতের তেলো, palm. ̃ তল-গত বিণ. হস্তগত, আয়ত্ত। ̃ তালি বি. হাততালি। ̃ ন্যাস বি. পূজার সময় মন্ত্রোচ্চারণের সঙ্গে করচিহ্নে বৃদ্ধাঙুলি স্পর্শ করা। ̃ পদ্ম বি করকমল এর অনুরূপ। ̃ পল্লব বি. ফুলের নরম পাতার মতো হাত; সুন্দর হাত। ̃ পীড়ন বি. বিবাহ। ̃ পুট বি. জোড়হাত। ̃ ভূষণ বি. হাতের গয়না। ̃ মর্দন বি. দুইজনে প্রীতিভরে পরস্পরের হাত ঝাঁকুনি, handshake. ̃ মুক্ত বিণ. হস্তচ্যুত; হাত ছাড়িয়েছে এমন। 19)
কলা2
(p. 169) kalā2 বি. 1 (প্রধানত) গ্রীষ্মমণ্ডল উত্পন্ন লম্বা ফলবিশেষ, কদলী, রম্ভা; 2 (আল.) কিছুই না (সে কলা করবে); (গৌণার্থে) বুড়ো আঙুল (কলা দেখিয়ে চলে গেল)। [সং. কদলী]। কলা খাওয়া ক্রি. বি. ব্যর্থ হয়ে পড়ে থাকা (তুমি এখন বসে কলা খাও)। কলা দেখানো ক্রি. বি ফাঁকি দেওয়া। কলাপোড়া খাওয়া (তু. কচুপোড়া খাওয়া) ক্রি. বি. ব্যর্থ হয়ে পড়ে থাকা। ̃ বউ, ̃ বধূ, ̃ বৌ বি. 1 দুর্গাপূজার প্রথম দিনে পূজিত পাতাসহ কলাগাছের বধূমূর্তি; 2 কলা, ধান প্রভৃতি নয়টি গাছ দিয়ে তৈরি দেবীমূর্তি; 3 নবপত্রিকা; 4 নবদুর্গা; 5 (সাধারণের ভ্রান্ত ধারণায়) গণেশপত্নী; 6 (বিদ্রূপে) দীর্ঘ ঘোমটা-দেওয়া বধূ; অতি লজ্জাশীলা বধূ। 68)
কান2
(p. 181) kāna2 বি. 1 শ্রবণেন্দ্রিয়; 2 সেতার, এসরাজ, বেহ্বালা প্রভৃতি বাদ্যযন্ত্রের চাবি; 3 কানের অলংকারবিশেষ। [সং. কর্ণ]। কান কাটা যাওয়া (আল.) ক্রি. পরাজিত হওয়া; অপমানিত হওয়া (তোর জন্য আমার কান কাটা গেল)। কান-কাটা বিণ. নির্লজ্জ, বেহায়া। কান খাড়া করা ক্রি. বি. শোনার জন্য উত্কর্ণ হওয়া। কান দেওয়া ক্রি বি শোনা; মনোযোগ দেওয়া; গ্রাহ্য করা (ওর কথায় কান দিয়ো না)। কান ধরা ক্রি. বি. তিরস্কার বা অপমান করার জন্য কানে হাত দেওয়া। কান পাকা ক্রি. বি. কানের ভিতরে পূঁজ জমা। কান পাতা ক্রি. বি. (গোপনে) শোনার জন্য প্রস্তুত হওয়া। কান ভাঙানো ক্রি. বি. কারও বিরুদ্ধে অপর কাউকে কিছু বলে উভয়ের মধ্যে মনোমালিন্য সৃষ্টি করা। কান ভারী করা ক্রি. বি. গোপনে নিন্দা করে কারও বিরুদ্ধে অসন্তোষ সৃষ্টি করা। কান মলা ক্রি. বি. (শাস্তিস্বরূপ বা অপমান করার জন্য) কান মুচড়ে দেওয়া; অপমান করা; শোচনীয়ভাবে পরাজিত করা। কানে আঙুল দেওয়া ক্রি. বি. (অশ্রাব্য কিছু) শুনতে না চাওয়া। কানে ওঠা ক্রি. বি. কর্ণগোচর হওয়া। কানে তালা লাগা ক্রি. বি. দুর্বলতার জন্য বা ভয়ানক গোলমালে কানে কিছু শুনতে না পাওয়া। কানে তোলা ক্রি. বি. শোনানো (সে মনিবের কানে কথাটা তুলল); 2 গ্রাহ্য করা (সে কানো কথাই কানে তুলছে না)। কানে ধরে বলা ক্রি. বি. বিশেষভাবে বা তিরস্কারপূর্বক মনোযোগী করানো। কানে লাগা ক্রি. বি. বিশ্বাসের যোগ্য বলে মনে হওয়া (কথাটা তার কানে লাগল); শ্রুতিমধুর মনে হওয়া। ̃ কোটারি বি. কেন্নো, কীটবিশেষ-এই কীট কানে প্রবেশ করে বলে কেউ কেউ মনে করে। ̃ খুশকি, ̃ খুস্কি বি. কানের খোল বের করার ধাতুনির্মিত কাঠি। কান-পাতলা বিণ. কোনো বিচারবিবেচনা ছাড়াই অন্যের বিরুদ্ধে লাগানি-ভাঙানি শোনে এমন। কান-ফাটা, কান-ফাটানো বিণ. কানের পরদা ফাটিয়ে ফেলার মতো প্রচণ্ড আওয়াজযুক্ত। কান-বালা বি. মাকড়িজাতীয় কানের অলংকারবিশেষ। কানা-কানি বি. কানে কানে কথা বলাবলি; গোপন রটনা। কানা-ঘুষা, কানা-ঘুষো বি. গোপন রটনা। কানে কানে ক্রি-বিণ. মৃদুস্বরে; চুপি চুপি; কানের কাছে মুখ নিয়ে; (আঞ্চ.) কানায় কানায়। কানে-খাটো বিণ. কানে কম শোনে এমন। কানে তুলো গোঁজা (দেওয়া) ক্রি. বি. ইচ্ছা করে না শোনা। 20)
কিশ-মিশ
(p. 191) kiśa-miśa বি. বীজহীন শুকনো ছোট আঙুর। [ফা. কিশ্মিশ]। 7)
ক্যারম, ক্যারাম
(p. 210) kyārama, kyārāma বি. একটি বোর্ডে উনিশটি ঘুঁটিকে একটি স্ট্রাইকার দিয়ে আঙুলের টোকায় পকেটে ফেলবার খেলাবিশেষ। [ইং. carom স্পে. carombola]। 129)
খচ, খচ্
(p. 221) khaca, khac অব্য. বি. ছুঁচলো বস্তু বিঁধে যাবার বা কাঁটা বেঁধার (কল্পিত) আওয়াজ (খচ করে ছুঁচটা আঙুলে ফুটে গেল)। ̃ খচ অব্য. ক্রমাগত কাটবার বা বেঁধবার শব্দ। খচখচ করা ক্রি. বি. ক্রমাগত কর্কশ বা কষ্টকর স্পর্শের অনুভূতি হওয়া (এই অস্বস্তিটা সর্বদা মনের মধ্যে খচখচ করছে; ভাতে কাঁকর খচখচ করছে)। ̃ খচানি বি. ক্রমাগত বকুনি বা তিরস্কার, খিচখিচ করা, ক্যাটক্যাট করা। খচাখচ ক্রি. বিণ. খচখচ শব্দে এবং অতি দ্রূত (ফুলগাছগুলো খচাখচ কেটে দিল; খচাখচ লিখে দিলাম)। খচ-খচে বিণ. খচখচ করে এমন। 12)
খিমচি
(p. 229) khimaci বি. চিমটি, নখ বা আঙুল দিয়ে অনতিজোর খামচি। [দেশি]।
গাঁট, গাঁঠ
(p. 246) gān̐ṭa, gān̐ṭha বি. 1 গেরো, বাঁধন (শক্ত গাঁট); 2 দেহের অস্হির সংযোগস্হল, গ্রন্হি (আঙুলের গাঁট) ; 3 বস্তা, বাণ্ডিল (কাপড়ের গাঁট); 4 ট্যাঁক, সঞ্চয়স্হান (গাঁটের পয়সা)। [তু. হি. গঁঠ, গাঁঠ]। ̃ কাটা বি. যে ব্যক্তি পরের ট্যাঁক কেটে টাকাকড়ি চুরি করে, পকেটমার। ̃ গচ্চা বি. গাঁটের পয়সা অযথা খরচ। ̃ ছড়া বি. হিন্দুদের বিবাহকালে বরের উত্তরীয়ের সঙ্গে কনের বস্ত্রাঞ্চলের গ্রন্হিবন্ধন। গাঁটের পয়সা নিজের টাকাপয়সা; সঞ্চিত অর্থ। 6)
গাট্টা, গাঁট্টা
(p. 246) gāṭṭā, gān̐ṭṭā বি. হাত মুঠো করে আঙুলের গাঁট বা তা দিয়ে আঘাত (মাথায় গাঁট্টা মারল)। [দেশি-তু. সং. গ্রন্হি]। গাট্টা মরা ক্রি. বি. গাট্টা দিয়ে আঘাত করা। গাট্টা-গোট্টা, গাঁট্টা-গোঁট্টা বিণ. সুগঠিত ও পেশিযুক্ত ও শক্তিশালী (গাট্টাগোট্টা চেহারা)। 28)
গো2
(p. 256) gō2 বি. 1 ধেনু, গাভী, গোরু; 2 গোজাতি; 3 বৃষ; 4 ইন্দ্রিয় (গোচর); 5 পৃথিবী (গোপতি)। [সং. √গম্ + ও]। ̃ কর্ণ বি. অনামিকা ও বৃদ্ধাঙ্গুলি প্রসারিত করলে তার মধ্যবর্তী ব্যবধান; গণ্ডূষ। ̃ কুল বি. 1 গোরুর পাল; 2 গোষ্ঠ; 3 যমুনাতীরের গ্রামবিশেষ, যেখানে শ্রীকৃষ্ণ ও বলরাম নন্দগৃহে পালিত হয়েছিলেন। গোকুলের ষাঁড় (ব্যঙ্গে) বৃন্দাবনের মুক্তভাবে বিচরণশীল ষাঁড়ের মতো স্বেচ্ছাচারী এবং দায়দায়িত্বহীন ব্যক্তি। ̃ ক্ষীর বি. গোদুগ্ধ, গোরুর দুধ। ̃ খুর, ̃ ক্ষুর বি. 1 কাঁটা গাছবিশেষ; 2 গোরুর ক্ষুর; 3 গোখরো সাপ। ̃ ক্ষুরা, ̃ খুরা, গোখরো বি. ফণায় গোরুর ক্ষুরের মতো চিহ্নযুক্ত বিষধর সাপবিশেষ। গোখাদক বিণ. গোমাংস ভক্ষণকারী। ̃ গৃহ বি. গোশালা, গোয়াল। ̃ গ্রন্হি বি. ঘুঁটে। ̃ গ্রাস বি. 1 প্রায়শ্চিত্তের পর গোরুর মুখে মন্ত্রপূত ঘাস দান; 2 বড় বড় গ্রাস (গোগ্রাসে গেলা)। ̃ ঘৃত বি. গাওয়া ঘি। ̃ ঘ্ন বিণ. গোহত্যাকারী। ̃ চন্দন বি. গোরোচনা। ̃ চারণ বি. গোরু চরানো; গোরুকে মাঠে নিয়ে ঘাস খাওয়ানো। ̃ দান বি. গাভিদানরূপ পূণ্যকর্ম। ̃ দোহনী, ̃ দোহিনী বি. দুধের ভাঁড় বা হাঁড়ি। ̃ ধন বি. গাভিরূপ সম্পদ। ̃ ধূলি বি. যখন গোরুর পাল খুরের আঘাতে ধুলো উড়িয়ে গোয়ালে ফেরে সেই সময়; সূর্যাস্তকাল। গোধূলি লগ্ন বি. গোধূলির শুভক্ষণ (গোধূলি লগ্নে বিয়ে)। ̃ পাট, ̃ বাট বি. গোগৃহ, গোয়াল। ̃ বত্স বি. বাছুর। ̃ বধ বি. গোহত্যা। ̃ বেড়েন বি. গোরুকে প্রহার করার মতো নির্দয় প্রহার। ̃ বৈদ্য বি. 1 গোরুর রোগের চিকিত্সক। ̃ ব্রজ বি. গোষ্ঠ; গোচারণ মাঠ। ̃ ভাগাড় বি. মরা গোরু ফেলবার স্হান। ̃ মাংস বি. গোরুর মাংস। ̃ মাতা (-তৃ) বি. 1 সমস্ত গোজাতির মাতৃস্হানীয়া সুরভি নামের গাভী; 2 মাতৃস্বরূপা গোজাতি। ̃ মুখ বি. 1 গোরুর মুখ; 2 গোরুর মুখাকৃতিবিশিষ্ট বাদ্যযন্ত্রবিশেষ; 3 জপমালার ঝুলি। বিণ. গোরুর মুখের মতো আকৃতিবিশিষ্ট। ̃ মূখী বি. 1 হিমালয়ের গোমুখাকৃতি গহ্বরবিশেষ যার ভিতর দিয়ে গঙ্গা নির্গত হয়েছে; 2 জপমালার ঝুলি। ̃ মূর্খ বিণ. গোরুর মতো নির্বোধ, নিরেট, বোকা; অক্ষরপরিচয় পর্যন্ত নেই এমন। ̃ মূত্র বি. চোনা, গোরুর প্রস্রাব। ̃ মেধ বি. গোবলিঘটিত বৈদিক যজ্ঞবিশেষ। ̃ যান বি. বলদে টানা গাড়ি, গোরুর গাড়ি। ̃ রক্ত বি. গোরুর রক্ত; (হিন্দুর পক্ষে) অস্পৃশ্য বস্তু। ̃ রক্ষক বি. রাখাল। ̃ রস বি. গোদুগ্ধ; গোদুগ্ধজাত দই. ঘি, ইত্যাদি। ̃ শালা বি. গোয়াল; গোরুর থাকার জায়গা। ̃ স্তন বি. 1 গোরুর স্তন; 2 চারটি 'নর' বি পঙ্ক্তিযুক্ত হারবিশেষ। ̃ স্তনী বি. আঙুর ফলের গোছা। ̃ হত্যা বি. গোবধ -এর অনুরূপ। 46)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534780
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140292
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730478
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942654
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883516
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838450
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696615
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603056

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us