Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

গো2 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  গো2 এর বাংলা অর্থ হলো -

(p. 256) gō2 বি. 1 ধেনু, গাভী, গোরু; 2 গোজাতি; 3 বৃষ; 4 ইন্দ্রিয় (গোচর); 5 পৃথিবী (গোপতি)।
[সং. √গম্ + ও]।
কর্ণ
বি. অনামিকাবৃদ্ধাঙ্গুলি প্রসারিত করলে তার মধ্যবর্তী ব্যবধান; গণ্ডূষ।
কুল বি. 1 গোরুর পাল; 2 গোষ্ঠ; 3 যমুনাতীরের গ্রামবিশেষ, যেখানে শ্রীকৃষ্ণবলরাম নন্দগৃহে পালিত হয়েছিলেন।
গোকুলের ষাঁড় (ব্যঙ্গে) বৃন্দাবনের মুক্তভাবে বিচরণশীল ষাঁড়ের মতো স্বেচ্ছাচারী এবং দায়দায়িত্বহীন ব্যক্তি।
ক্ষীর
বি. গোদুগ্ধ, গোরুর দুধ।
খুর,ক্ষুর
বি. 1 কাঁটা গাছবিশেষ; 2 গোরুর ক্ষুর; 3 গোখরো সাপ।
ক্ষুরা,খুরা,
গোখরো বি. ফণায় গোরুর ক্ষুরের মতো চিহ্নযুক্ত বিষধর সাপবিশেষ।
গোখাদক বিণ. গোমাংস ভক্ষণকারী।
গৃহ বি. গোশালা, গোয়াল।
গ্রন্হি
বি. ঘুঁটে।
গ্রাস
বি. 1 প্রায়শ্চিত্তের পর গোরুর মুখে মন্ত্রপূত ঘাস দান; 2 বড় বড় গ্রাস (গোগ্রাসে গেলা)।
ঘৃত বি. গাওয়া ঘি।
ঘ্ন বিণ. গোহত্যাকারী।
চন্দন
বি. গোরোচনা।
চারণ
বি. গোরু চরানো; গোরুকে মাঠে নিয়ে ঘাস খাওয়ানো।
দান বি. গাভিদানরূপ পূণ্যকর্ম।
দোহনী,দোহিনী
বি. দুধের ভাঁড় বা হাঁড়ি।
ধন বি. গাভিরূপ সম্পদ।
ধূলি
বি. যখন গোরুর পাল খুরের আঘাতে ধুলো উড়িয়ে গোয়ালে ফেরে সেই সময়; সূর্যাস্তকাল।
গোধূলি লগ্ন বি. গোধূলির শুভক্ষণ (গোধূলি লগ্নে বিয়ে)।
পাট,বাট
বি. গোগৃহ, গোয়াল।
বত্স
বি. বাছুর।
বধ বি. গোহত্যা।
বেড়েন
বি. গোরুকে প্রহার করার মতো নির্দয় প্রহার।
বৈদ্য
বি. 1 গোরুর রোগের চিকিত্সক।
ব্রজ
বি. গোষ্ঠ; গোচারণ মাঠ।
ভাগাড়
বি. মরা গোরু ফেলবার স্হান।
মাংস
বি. গোরুর মাংস।
মাতা
(-তৃ) বি. 1 সমস্ত গোজাতির মাতৃস্হানীয়া সুরভি নামের গাভী; 2 মাতৃস্বরূপা গোজাতি।
মুখ বি. 1 গোরুর মুখ; 2 গোরুর মুখাকৃতিবিশিষ্ট বাদ্যযন্ত্রবিশেষ; 3 জপমালার ঝুলি।
বিণ. গোরুর মুখের মতো আকৃতিবিশিষ্ট।
মূখী
বি. 1 হিমালয়ের গোমুখাকৃতি গহ্বরবিশেষ যার ভিতর দিয়ে গঙ্গা নির্গত হয়েছে; 2 জপমালার ঝুলি।
মূর্খ
বিণ. গোরুর মতো নির্বোধ, নিরেট, বোকা; অক্ষরপরিচয় পর্যন্ত নেই এমন।
মূত্র
বি. চোনা, গোরুর প্রস্রাব।
মেধ বি. গোবলিঘটিত বৈদিক যজ্ঞবিশেষ।
যান বি. বলদে টানা গাড়ি, গোরুর গাড়ি।
রক্ত
বি. গোরুর রক্ত; (হিন্দুর পক্ষে) অস্পৃশ্য বস্তু।
রক্ষক
বি. রাখাল।
রস বি. গোদুগ্ধ; গোদুগ্ধজাত দই. ঘি, ইত্যাদি।
শালা
বি. গোয়াল; গোরুর থাকার জায়গা।
স্তন
বি. 1 গোরুর স্তন; 2 চারটি 'নর' বি পঙ্ক্তিযুক্ত হারবিশেষ।
স্তনী
বি. আঙুর ফলের গোছা।
হত্যা
বি. গোবধ -এর অনুরূপ।
46)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


গুমা, গুমো
(p. 253) gumā, gumō বিণ. গুমসা; গরমের জন্য ঈষত্ পচা বা ভাপসা (গুমা গন্ধ)। [দেশি]। 19)
গাওয়া৩
(p. 245) gāōẏā3 ক্রি. 1 গান করা; 2 কীর্তন করা, মহিমা বর্ণনা করা (গুণ গাওয়া) ; 3 প্রচার করা (গেয়ে বেড়ানো, আগে থেকেই তার অসুবিধার কথা গেয়ে রেখেছে)। বিণ. গীত, গাওয়া হয়েছে এমন (গাওয়া গান)। বি. গান (গাওয়া শেষ হল, গাওয়া শুনেই কার শিষ্য বলে দেওয়া যায়)। [বাং. √গাহ্ (সং. গৈ) + আ]। ̃ নো ক্রি. অন্যের দ্বারা গান করানো। বি. বিণ. উক্ত অর্থে। 11)
গুল-জার
গতায়ু
(p. 239) gatāẏu বিণ. আয়ু ফুরিয়ে গেছে এমন, মুমূর্ষু (রাম তখন গতায়ু জটায়ুর কাছ থেকে এই কথা জানলেন)। [সং. গত + আয়ু (আয়ুস্)]। 12)
গোবেচারা, গোবেচারি
(p. 256) gōbēcārā, gōbēcāri বিণ. (গোরুর মতো) অত্যন্ত নিরীহ; অতিরিক্ত ভালোমানুষ (তাকে গোবেচারা পেয়ে খুব পীড়ন করেছে)। [সং. গো + ফা. বেচারা. বাং. ই]। 116)
গাপ
(p. 246) gāpa বিণ. গায়ের; লুক্কায়িত, গুপ্ত (জিনিসটা গাপ হয়ে গেছে); গোপনে আত্মসাত্ (গাপ করা)। [বাং. গায়েব আ. গায়ব্]। 60)
গোপ্তা৩
গোপন
(p. 256) gōpana বি. 1 লুকানো, লুকিয়ে ফেলা বা লুকিয়ে রাখা (ডাক্তারের কাছে কিছু গোপন কোরো না); 2 আবরণ (গোপনসঞ্চারী)। বিণ. 1 গুপ্ত; 2 গোপনীয় (গোপন কছাটি, গোপন সংবাদ)। [সং. √গুপ্ + অন]। গোপনতা বি. গোপনীয়তা, প্রচ্ছন্নতা; লুকোছাপা (এ ব্যাপারে এত গোপনতা কেন?)। গোপনীয় বিণ. গোপন রাখা উচিত এমন। 90)
গাড়া
গচ্চা, গচ্ছা
(p. 236) gaccā, gacchā বি. ক্ষতিপূরণ; অনর্থক দণ্ড; অসাবধানতার জন্য লোকসান (একগাদা টাকা গচ্চা গেল; গচ্চা দিতে হল)। [দেশি]। 10)
গোলক
গোঁজা-মিল
(p. 256) gōn̐jā-mila বি. বাজে হিসাব দিয়ে অঙ্ক মিলিয়ে দেওয়া; কোনোরকমে জোড়াতালি দিয়ে হিসাব মেলানো। [বাং. গুঁজা + মিল]। 52)
গেঁড়ি
গেহ, (ব্রজ.) গেহা
গ্রন্হি
গ্রাম্য
গেঁতো
(p. 256) gēn̐tō বিণ. দীর্ঘসূত্রী; অলস (গেঁতো লোক)। [দেশি]। 16)
গত
(p. 239) gata বিণ. 1 চলে গেছে বা হয়ে গেছে এমন, প্রস্হিত, সমাপ্ত, অতীত, বিগত (গত যুগ, গতযৌবন, গতপ্রাণ) ; 2 অব্যবহিত পূর্ববর্তী (গত কাল, গত মাসে); 3 মৃত (গত হয়েছেন) ; 4 লব্ধ, প্রাপ্ত (হস্তগত); 5 পরিব্যাপ্ত, নিহিত, আশ্রিত (মনোগত, দেহগত, রন্ধ্রগত); 6 সম্বন্ধযুক্ত (ব্যক্তিগত সম্পর্ক, গুণগত পার্থক্য)। [সং. √গম্ + ত]। ̃ কল্য, ̃ কাল বি. আজকের অব্যবহিত পূর্ববর্তী দিন। ̃ ক্লম বিণ. ক্লান্তি দূর হয়েছে এমন (গতক্লম ব্যক্তি)। ̃ চেতন বিণ. চেতনাহীন। ̃ জীব, ̃ জীবন, ̃ প্রাণ বিণ. প্রাণহীন, মৃত। ̃ নিদ্র বিণ. নিদ্রাহীন; ঘুম ভেঙেছে যার। ̃ প্রায় বিণ. যা শীঘ্রই গত হবে। ̃ ব্যথ বিণ. ব্যথা দূর হয়েছে এমন (গতব্যথ দেহ); ব্যথাশূন্য। ̃ যৌবন বিণ. যৌবনোত্তীর্ণ; প্রৌঢ় বা বৃদ্ধ। স্ত্রী. ̃ যৌবনা। ̃ শোক বিণ. শোক দূর হয়েছে এমন, শোকোত্তীর্ণ। ̃ সঙ্গ বিণ. বিণ. আসক্তিহীন। ̃ স্পৃহ বিণ. বীতরাগ; কামনাহীন; আসক্তিহীন। 6)
গঞ্জ
(p. 236) gañja বি. 1 গোলা, হাট, বড় বাজার; 2 শস্য ও অন্য পণ্য ক্রিয়-বিক্রয়ের স্হান। [ফা. গঞ্জ্]। 24)
গোপাল1
(p. 256) gōpāla1 বি. 1 গোয়ালা; 2 রাখাল; 3 শ্রীকৃষ্ণের বালকবয়সের নাম; 4 রাজা; 5 সন্তান, পুত্র (আমার গোপাল, আদুরে গোপাল)। [সং. গো (গোরু, পৃথিবী) + √পা + ণিচ্ + অ]। ̃ ক বি. গোরু পালনকারী, গোয়ালা; রাখাল। ̃ ন বি. গোরুর পালন বা পরিচর্যা। 93)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2081491
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1771300
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1369060
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722246
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 699503
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595575
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 548741
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542878

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন