Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

গো2 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  গো2 এর বাংলা অর্থ হলো -

(p. 256) gō2 বি. 1 ধেনু, গাভী, গোরু; 2 গোজাতি; 3 বৃষ; 4 ইন্দ্রিয় (গোচর); 5 পৃথিবী (গোপতি)।
[সং. √গম্ + ও]।
কর্ণ
বি. অনামিকাবৃদ্ধাঙ্গুলি প্রসারিত করলে তার মধ্যবর্তী ব্যবধান; গণ্ডূষ।
কুল বি. 1 গোরুর পাল; 2 গোষ্ঠ; 3 যমুনাতীরের গ্রামবিশেষ, যেখানে শ্রীকৃষ্ণবলরাম নন্দগৃহে পালিত হয়েছিলেন।
গোকুলের ষাঁড় (ব্যঙ্গে) বৃন্দাবনের মুক্তভাবে বিচরণশীল ষাঁড়ের মতো স্বেচ্ছাচারী এবং দায়দায়িত্বহীন ব্যক্তি।
ক্ষীর
বি. গোদুগ্ধ, গোরুর দুধ।
খুর,ক্ষুর
বি. 1 কাঁটা গাছবিশেষ; 2 গোরুর ক্ষুর; 3 গোখরো সাপ।
ক্ষুরা,খুরা,
গোখরো বি. ফণায় গোরুর ক্ষুরের মতো চিহ্নযুক্ত বিষধর সাপবিশেষ।
গোখাদক বিণ. গোমাংস ভক্ষণকারী।
গৃহ বি. গোশালা, গোয়াল।
গ্রন্হি
বি. ঘুঁটে।
গ্রাস
বি. 1 প্রায়শ্চিত্তের পর গোরুর মুখে মন্ত্রপূত ঘাস দান; 2 বড় বড় গ্রাস (গোগ্রাসে গেলা)।
ঘৃত বি. গাওয়া ঘি।
ঘ্ন বিণ. গোহত্যাকারী।
চন্দন
বি. গোরোচনা।
চারণ
বি. গোরু চরানো; গোরুকে মাঠে নিয়ে ঘাস খাওয়ানো।
দান বি. গাভিদানরূপ পূণ্যকর্ম।
দোহনী,দোহিনী
বি. দুধের ভাঁড় বা হাঁড়ি।
ধন বি. গাভিরূপ সম্পদ।
ধূলি
বি. যখন গোরুর পাল খুরের আঘাতে ধুলো উড়িয়ে গোয়ালে ফেরে সেই সময়; সূর্যাস্তকাল।
গোধূলি লগ্ন বি. গোধূলির শুভক্ষণ (গোধূলি লগ্নে বিয়ে)।
পাট,বাট
বি. গোগৃহ, গোয়াল।
বত্স
বি. বাছুর।
বধ বি. গোহত্যা।
বেড়েন
বি. গোরুকে প্রহার করার মতো নির্দয় প্রহার।
বৈদ্য
বি. 1 গোরুর রোগের চিকিত্সক।
ব্রজ
বি. গোষ্ঠ; গোচারণ মাঠ।
ভাগাড়
বি. মরা গোরু ফেলবার স্হান।
মাংস
বি. গোরুর মাংস।
মাতা
(-তৃ) বি. 1 সমস্ত গোজাতির মাতৃস্হানীয়া সুরভি নামের গাভী; 2 মাতৃস্বরূপা গোজাতি।
মুখ বি. 1 গোরুর মুখ; 2 গোরুর মুখাকৃতিবিশিষ্ট বাদ্যযন্ত্রবিশেষ; 3 জপমালার ঝুলি।
বিণ. গোরুর মুখের মতো আকৃতিবিশিষ্ট।
মূখী
বি. 1 হিমালয়ের গোমুখাকৃতি গহ্বরবিশেষ যার ভিতর দিয়ে গঙ্গা নির্গত হয়েছে; 2 জপমালার ঝুলি।
মূর্খ
বিণ. গোরুর মতো নির্বোধ, নিরেট, বোকা; অক্ষরপরিচয় পর্যন্ত নেই এমন।
মূত্র
বি. চোনা, গোরুর প্রস্রাব।
মেধ বি. গোবলিঘটিত বৈদিক যজ্ঞবিশেষ।
যান বি. বলদে টানা গাড়ি, গোরুর গাড়ি।
রক্ত
বি. গোরুর রক্ত; (হিন্দুর পক্ষে) অস্পৃশ্য বস্তু।
রক্ষক
বি. রাখাল।
রস বি. গোদুগ্ধ; গোদুগ্ধজাত দই. ঘি, ইত্যাদি।
শালা
বি. গোয়াল; গোরুর থাকার জায়গা।
স্তন
বি. 1 গোরুর স্তন; 2 চারটি 'নর' বি পঙ্ক্তিযুক্ত হারবিশেষ।
স্তনী
বি. আঙুর ফলের গোছা।
হত্যা
বি. গোবধ -এর অনুরূপ।
46)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


গাওয়া1
(p. 245) gāōẏā1 বি. সাক্ষী। [ফা. গবা]। 9)
গোর2
(p. 256) gōra2 বি. সমাধি, কবর (গোর দেওয়া)। [ফা. গোর]। গোর দেওয়া ক্রি. বি. কবর দেওয়া সমাধিস্হ করা। ̃ স্হান বি. সমাধিভূমি কবর যে স্হানে গোর দেওয়া হয়। গোর নেওয়া, গোরে যাওয়া ক্রি. মরা। 131)
গাহন, গাহ
(p. 246) gāhana, gāha বি. (পুকুর, নদী ইত্যাদির) জলে সর্বাঙ্গ ডুবিয়ে স্নান, অবগাহন। [সং. √গাহ্ + অন, অ]। 105)
গরান
(p. 242) garāna বি. বন্য গাছবিশেষআসবাবপত্র ব্যবহৃত তার কাঠ। [দেশি]। 29)
গাণিতিক
(p. 246) gāṇitika বি. বিণ. গণিতজ্ঞ, গণিত শাস্ত্রে পণ্ডিত এমন (ব্যক্তি)। বিণ. গণিতবিষয়ক (গাণিতিক সমস্যা)। [সং. গণিত + ইক]। 39)
গাল2
(p. 246) gāla2 বি. 1 কপোল, গণ্ড, চোখের নীচে মুখের দুপাশ (গালে চুনকালি) ; 2 মুখবিবর (গালভরা ভাত)। [সং. গল্ল]। গালে চড় জবরদস্তি করে অত্যন্ত চড়া দাম আদায় (দোকানদারটা তো আমার গালে চড় দিয়েছে)। গালে চূন-কালি শাস্তিস্বরূপ গালে চুনকালি মাখিয়ে লোকসমাজে ঘোরানো; (আল.) তীব্র অপমান বা দূরপনেয় কলঙ্ক আরোপ। গালে লাগা ক্রি. বি. ওল, কচু প্রভৃতি খাওয়ার ফলে মুখের মধ্যে কুটকুট করা। গালে হাত দেওয়া ক্রি. বি. অবাক হওয়া। ̃ গল্প বি. মনগড়া কথা, বানানো গল্প বা বর্ণনা। ̃ পাট্টা বি. চাপদাড়ি, দুই গালজোড়া দাড়ি। ̃ বাদ্য বি. মুখ ফুলিয়ে গাল বাজিয়ে বম্বম্ ধ্বনি করা। ̃ ভরা বিণ. (কথা, শব্দ প্রতিশ্রুতি ইত্যাদি সম্বন্ধে) বড়; (হাসি সম্বন্ধে) পূর্ণ সন্তোষসূচক (গালভরা হাসি)। 94)
গ্রহণী, গ্রহণি
গাউন
গন্তা
(p. 240) gantā বিণ. গমনকারী, যে যায় বা যাচ্ছে। [সং. √গম্ + তৃ]। স্ত্রী. গন্ত্রী। 16)
গোল1
(p. 256) gōla1 বি. 1 ফুটবল হকি প্রভৃতি খেলায় বল যে নির্দিষ্ট স্হানে প্রবেশ করাতে হয় (গোল রক্ষা করা, গোলে দাঁড়ানো); 2 ওই স্হানে বল পাঠানো (গোল দেওয়া, তিন গোলে জিতেছি)। [ইং. goal]। 137)
গেঁটে1
(p. 256) gēn̐ṭē1 ? বিণ. বেঁটে মোটা ও বলিষ্ঠ। [গেঁটে2 দ্র]। 9)
গেঁড়া, গ্যাঁড়া
গণ্ডূষ
(p. 239) gaṇḍūṣa বি. 1 এক মুখ বা এক কোষ জল; 2 হাতের কোষ; 3 মন্ত্রোচ্চারণ করে হাতের কোষ ভরে জল পান (পুজোয় বসে আগে গণ্ডূষ করবে)। [সং. √গণ্ড়্ + ঊষ]। 3)
গর-রাজি
(p. 242) gara-rāji বিণ. অনিচ্ছুক, রাজি নয় এমন (এ কাজে সে নিতান্তই গররাজি)। [বাং. গর + আ. রাজি]। 25)
গ্রিক
গরবিত
(p. 242) garabita গর্বিত -র কোমল রূপ। 19)
গোল-যোগ
গুছা, গোছা
গান্ধি-বাদ
গোড়ালি
(p. 256) gōḍ়āli বি. গুল্ফ, পাদমূলের পিছনের অংশ। [গোড় দ্র]। 73)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614701
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227900
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839805
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098881
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916352
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856843
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719458
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649141

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us