Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

আচরণকারী দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-চারী
(p. 281) -cārī (-রিন্) বিণ. (উপপদের পরে) 1 বিচরণকারী (আকাশচারী, গগনচারী); 2 আচরণকারী (ব্রতচারী)। [সং. √চর্ + ইন্] স্ত্রী. চারিণী। 155)
অনাচার
(p. 24) anācāra বি. 1 শাস্ত্রবিরুদ্ধ আচরণ বা কাজ; 2 অসত্ বা কুত্সিত কাজ (অনাচারে দেশ ছেয়ে গেছে)। [সং. ন + আচার]। অনাচারী (-রিন্) বিণ. অনাচার করে এমন, কুত্সিত আচরণকারী। 8)
অমিত
(p. 57) amita বিণ. পরিমিত নয় এমন, প্রচুর, অত্যধিক; সীমাহীন, অসীম (অমিত বল, অমিত সাহস, অমিত তেজ)। [সং. ন + মিত]। ̃ .তেজা (-তেজস্) বিণ. সীমাহীন তেজ বা ক্ষমতা আছে এমন, অত্যধিক শক্তিশালী। ̃ .বিক্রম বি. বিণ. অসীম বিক্রম বা তেজ; অসীম তেজযুক্ত। ̃ .বাক, ̃ .বাক্, ̃ .ভাষী (-ষিন্) বিণ. বেশি কথা বলে এমন, প্রয়োজনের চেয়ে বেশি কথা বলে এমন; বাচাল। ̃ .ব্যয় বি. বেহিসাবি অর্থাত্ প্রচুর খরচ। ̃ .ব্যয়িতা বি. বেহিসাবি খরচ করার স্বভাব বা অভ্যাস। ̃ .ব্যয়ী (-য়িন্) বিণ. বেহিসাবি খরচ করে এমন। ̃ .শক্তি বিণ. অত্যধিক শক্তির অধিকারী (অমিতশক্তি পুরুষ)। অমিতাক্ষর বি. অমিত্রাক্ষর যেখানে শেষ অক্ষরে মিল বা অন্ত্যমিল থাকে না। অমিতাচার বি. অসংযত আচরণ, অসংযম। বিণ. অসংযত আচরণকারী, অমিতাচারী, অসংযমী। অমিতাচারী (-রিন্) বিণ. অসংযমী, অসংযত আচরণ করে এমন। বি. অমিতাচারিতা। অমিতাভ দ্র অমিতাভ। 30)
অসদাচরণ
(p. 67) asadācaraṇa বি. মন্দ ব্যবহার, দুর্ব্যবহার; খারাপ বা নিন্দনীয় বৃত্তি; দুর্বৃত্ততা। [সং. অসত্ + আচরণ]। অসদাচার বি. মন্দ আচরণ, দুর্বৃত্ততা। (বিরল) বিণ. অসত্ আচরণ করে এমন। অসদাচারী (-রিন্) বিণ. কদাচারী, দুর্বৃত্ত, অন্যায় আচরণকারী। 73)
কদাচার, কদাচরণ
(p. 160) kadācāra, kadācaraṇa বি. জঘন্য বা বিশ্রী আচরণ, খুব খারাপ কাজকর্ম। বিণ. কুত্সিত আচারবিশিষ্ট। [সং. কু + আচার, আচরণ]। কদাচারী (-রিন্) বিণ. জঘন্য আচরণকারী, দুর্বৃত্ত। 32)
কুবৃত্তি
(p. 197) kubṛtti বি. অসত্ আচরণ, মন্দ বা নিন্দাযোগ্য আচরণ। বিণ. অসত্ আচরণকারী; দুর্বৃত্ত। [সং. কু + বৃত্তি]। 29)
খোকা
(p. 234) khōkā বি. 1 শিশুপুত্র (তার একটি খোকা হয়েছে); 2 অল্পবয়স্ক বালক (খোকাখুকুর খেলা) ; 3 (ব্যঙ্গে) অল্পবয়সীর মতো আচরণকারী বয়স্ক লোক (বুড়ো খোকা)। [আঞ্চ. কোকা সং. কুক্ষি?]। ̃ পনা, ̃ মি বি. বয়স্ক লোকের খোকার মতো আচরণ (এই খোকামি তোমাকে আর মানায় না)। স্ত্রী. খুকি, খুকু। ̃ ইলিশ বি. ইলিশের স্বাদগন্ধযুক্ত ছোট ইলিশবিশেষ। 6)
দুর্নীতি
(p. 414) durnīti বি. 1 কুনীতি, কুরীতি; 2 ন্যায়বিরুদ্ধ ও ধর্মবিরুদ্ধ আচরণ; অসদাচরণ। [সং. দুর্ + নীতি]। ̃ গ্রস্ত বিণ. অসদাচারী; অন্যায়কারী, অন্যায় আচরণকারী। ̃ পরায়ণ বিণ. দুর্নীতিগ্রস্ত -র অনুরূপ। 36)
নর2
(p. 447) nara2 বি. 1 মানুষ (নরদেহ, নরকঙ্কাল); 2 পুরুষ মানুষ (নরনারী); 3 ঋষিবিশেষ; 4 (বাং.) বিণ. মর্দা (নর হরিণ)। [সং. √ নৃ + অ]। স্ত্রী. নারী। ̃ কঙ্কাল বি. মানবদেহের অস্হিময় কাঠামো। ̃ কপাল বি. মড়ার খুলি, মড়ার মাথা। ̃ খাদক বিণ. মানুষ খায় এমন। বি. মানুষথেকো পশু, রাক্ষস ইত্যাদি। ̃ দেব বি. মানুষরূপী দেবতা, ব্রাহ্মণ। ̃ নারায়ণ বি. 1 পৌরাণিক ঋষিদ্বয় যাঁরা শ্রীকৃষ্ণ ও অর্জুনরূপে জন্মগ্রহণ করেছিলেন; 2 নররূপী নারায়ণ, মানুষের রূপে নারায়ণ বা পরমেশ্বর, শ্রীকৃষ্ণ। ̃ পতি বি. নৃপতি, রাজা। ̃ পশু বি. পশুবত্ হৃদয়হীন আচরণকারী মানুষ। ̃ পিশাচ বি. পিশাচের মতো হিংস্র ও জঘন্য প্রবৃত্তিবিশিষ্ট মানুষ। ̃ পুঙ্গব বি. মানবশ্রেষ্ঠ। ̃ মুণ্ড বি. মানুষের মাথা। ̃ মেধ বি. প্রাচীন যজ্ঞবিশেষ যাতে মানুষ বলি দেওয়া হত। ̃ লোক বি. মর্ত্যধাম, পৃথিবী। ̃ সমাজ বি. মানুষের সমাজ; মানবসম্প্রদায়। ̃ সিংহ, ̃ হরি, নৃসিংহ বি. 1 মাথা থেকে কোমর পর্যন্ত মানুষের আকৃতি এবং কোমরের নিম্নাংশ সিংহের আকৃতিবিশিষ্ট বিষ্ণুর অবতারবিশেষ; নৃসিংহ অবতার; নরশ্রেষ্ঠ। ̃ সুন্দর বি. নাপিত। 64)
পর-পীড়ক
(p. 488) para-pīḍ়ka বিণ. অন্যকে পীড়নকারী অন্যের প্রতি নিষ্ঠুর আচরণকারী। [সং. পর3 + পীড়ক]। 145)
বুড়ো
(p. 633) buḍ়ō বিণ. 1 বৃদ্ধ, বয়সে প্রবীণ (বুড়ো মানুষ); 2 প্রাচীন, অতি পুরাতন (বুড়ো বট); 3 অকালপক্ব, ফাজিল, জ্যাঠা (এতটুকু ছেলের বুড়ো বুড়ো কথা)। বি. বুড়ো লোক (যুবা-বুড়ো সবাই)। বুড়া ক্রি. বুড়ো হওয়া, বুড়ানো (অকালে বুড়িয়ে গেছে)। [প্রাকৃ. বুড়্ঢ-তু. হি. বুড়্ঢা]। স্ত্রী. বুড়ি। ̃ আঙুল বি. বৃদ্ধাঙ্গুলি, অঙ্গুষ্ঠ। ̃ নো ক্রি. বি. বৃদ্ধ হওয়া। বিণ. উক্ত অর্থে। ̃ টে, বুড়ুটে বিণ. বুড়োর তুল্য (বুড়োটে স্বভাব); প্রায় বুড়ো। ̃ পনা, ̃ মি বি. বৃদ্ধ না হয়েও বৃদ্ধের মতো আচরণ; পাকামি, জ্যাঠামি। পাকা-বুড়ি বি. বিণ. (স্ত্রী.) (কৌতু.) (ছোটো মেয়ে হয়েও) বৃদ্ধার মতো আচরণকারিণী। 23)
ব্রত
(p. 652) brata বি. 1 পুণ্যলাভ ইষ্টলাভ পাপক্ষয় প্রভৃতির জন্য অনুষ্ঠিত ধর্মকার্য, ধর্মানুষ্ঠান; 2 তপস্যা; 3 সংযম। [সং. √ বৃ + অত]। ̃ .কথা বি. যে দেবতার আরাধনার জন্য ব্রত করা হয়, সেই দেবতার মাহাত্ম্যকাহিনি। ̃ .চারী (-রিন) বিণ. বি. ব্রতপালনকারী। বি. গুরুসদয় দত্ত-প্রবর্তিত নৃত্যবিশেষ। স্ত্রী. ̃ .চারিণী। ̃ .ধারী (-রিন্) বিণ. ব্রত আচরণকারী। স্ত্রী. ̃ .ধারিণী। ব্রতী (-তিন্) বিণ. ব্রত গ্রহণ করেছে এমন, পুণ্যকর্ম অনুষ্ঠানকারী (শিক্ষাব্রতী, পুণ্যকর্মে ব্রতী)। 20)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577650
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185334
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785382
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026175
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901038
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848097
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708535
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620001

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us