Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অনাচার এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  অনাচার এর বাংলা অর্থ হলো -

(p. 24) anācāra বি. 1 শাস্ত্রবিরুদ্ধ আচরণ বা কাজ; 2 অসত্ বা কুত্সিত কাজ (অনাচারে দেশ ছেয়ে গেছে)।
[সং. ন + আচার]।
অনাচারী (-রিন্) বিণ. অনাচার করে এমন, কুত্সিত আচরণকারী।
8)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


অসমর্থ
(p. 70) asamartha বিণ. 1 অক্ষম (আমি এ কাজ করতে অসমর্থ); 2 দুর্বল, শক্তিহীন (তিনি বৃদ্ধ এবং অসমর্থ); 3 অদক্ষ, অপটু (অসমর্থ হাতের কাজ)। [সং. ন + সমর্থ]। বি. ̃ তা। স্ত্রী. অসমর্থা। 10)
অশরণ
(p. 65) aśaraṇa বিণ. আশ্রয়হীন, সহায়সম্বল নেই এমন ('সঞ্জীবনী সুধা এনেছে অশরণ লাগি রে': র. সে)। [সং. ন + শরণ]। 17)
অব-লীঢ়
(p. 46) aba-līḍh় বিণ. লেহন করা বা চাটা হয়েছে এমন; স্বাদ গ্রহণ করা হয়েছে এমন, আস্বাদিত। [সং. অব + √ লিহ্ + ত]। 10)
অপরাস্ত
(p. 34) aparāsta বিণ. পরাস্ত বা পরাজিত হয়নি এমন। [সং. ন (অ) + পরাস্ত]। 130)
অপ-চয়
(p. 34) apa-caẏa বি. 1 ক্ষতি; অপব্যয় (অযথা শক্তির অপচয়); 2 ক্ষয়; হ্রাস। [সং. অপ + √ চি + অ]। ̃ চয়ী বিণ. অপচয় করে এমন। অপ-চিত বিণ. ক্ষয়প্রাপ্ত; অপব্যয়িত, অযথা খরচ বা ব্যয়িত হয়েছে এমন; হ্রাসপ্রাপ্ত। অপ-চিতি বি. 1 অপব্যয়, অযথা ব্যয়; 2 দেহকোষের ক্ষয়., katabolism (বি. প.)। অপ-চীয়-মান বিণ. ক্ষয়প্রাপ্ত বা অপব্যয়িত হচ্ছে এমন, ক্ষীয়মাণ। 77)
অপ্রকট
অনু-লেপ
(p. 31) anu-lēpa বি. লেপন; প্রলেপ। [সং. অনু + √ লিপ্ + অ]। ̃ ন বি. (গন্ধদ্রব্যাদি দ্বারা) লেপন; প্রলেপ; লেপনের উপযোগী গন্ধদ্রব্য, যেমন চন্দন। 13)
অর্হ
অনিচ্ছা
(p. 25) anicchā বি. 1 ইচ্ছার অভাব; 2 অরুচি; 3 অসম্মতিচ 4 [সং. ন + ইচ্ছা]। ̃ কৃত বিণ. বিনা ইচ্ছায় বা ইচ্ছার বিরুদ্ধে করা হয়েছে এমন (অনিচ্ছাকৃত ত্রুটি)। অনিচ্ছু, অনিচ্ছুক বিণ. অনাগ্রহী; ইচ্ছুক বা রাজি নয় এমন। 28)
অনু-ভব
(p. 30) anu-bhaba বি. উপলব্ধি; জ্ঞান; বোধ; feeling (বি. প.)। [সং. অনু + √ ভূ + অ]। অনু-ভবনীয় বিণ. বোধের বা অনুভবের যোগ্য, বোধ্য। 3)
অকৃতী
অসদুপ-দেশ
(p. 67) asadupa-dēśa বি. মন্দ বা অসত্ পরামর্শ, কুপরামর্শ। [সং. অসত্ + উপদেশ]। 74)
অযৌক্তিক
অপণ্ডিত
(p. 34) apaṇḍita বিণ. পাণ্ডিত্য বা বিদ্যা নেই এমন; শাস্ত্রজ্ঞান নেই এমন; মূর্খ। [সং. ন + পণ্ডিত]। 90)
অনু-রথ
অঙ্গুলি
অনগ্র-সর
(p. 21) anagra-sara বিণ. অগ্রসর বা আগুয়ান নয় এমন; পিছিয়ে আছে এমন (আমাদের এই অনগ্রসর দেশ)। [সং. ন+অগ্রসর]। ̃ তা বি. অগ্রসর বা আগুয়ান নয় এমন অবস্হা বা দশা; পিছিয়ে-প়ড়া অবস্হা। 15)
অনপত্য
(p. 22) anapatya বিণ. অপত্য বা সন্তান নেই যার, নিঃসন্তান। [সং. ন+অপত্য]। 21)
অল্প
(p. 65) alpa বিণ. 1 ঈষত্, কম (অল্প গরম, অল্প কথার মানুষ); 2 একটু, একটুখানি, সামান্য (অল্প একটু ভাত); 3 লঘু (অল্পপ্রাণ); 4 অনুদার, হীন (অল্পমতি); 5 ক্ষুদ্র (অল্প বৃদ্ধি, অল্প শক্তি)। সর্ব. কম লোক বা বস্তু বা বিষয় (অল্পেই একথা জানে, অল্পের জন্য)। [সং. √ অল্ + প]। বি. ̃ তা, ̃ ত্ব। অল্প জলের মাছ বি. (আল.) 1 সামান্য পুঁজিবিশিষ্ট লোক, সামান্য অবস্হার লোক; 2 যে ব্যক্তি অল্প ধন বা বিদ্যা নিয়েও ধন বা বিদ্যার বড়াই করে। অল্পের উপর দিয়ে যাওয়া ক্রি. বি. সামান্য ক্ষতি বা কষ্টের বিনিময়ে রেহাই পাওয়া। ̃ .জীবী (বিন্) বিণ অল্পকাল বাঁচে এমন। বি. ̃ জীবিতা। ̃ জ্ঞ বিণ. অল্প জানে এমন, অল্প জ্ঞানবিশিষ্ট। ̃ .দর্শী (-র্শিন্) বিণ. অদূরদর্শী। ̃ .প্রাণ বিণ. 1 অল্পায়ু, অল্প কাল বাঁচে এমন; 2 ক্ষুদ্রপ্রাণ, অনুদার; 3 (ব্যাক.) ক্ষীণ শ্বাসযোগে উচ্চারিত। ̃ প্রাণ বর্ণ প্রতি বর্গের প্রথম, তৃতীয়পঞ্চম বর্ণ এবং য র ল ব এই কয়টি বর্ণ অল্প শ্বাসযোগে উচ্চারিত হয় বলে এদের অল্পপ্রাণ বর্ণ বলে। ̃ .বয়স্ক বিণ. বয়স অল্প এমন, অল্পবয়সী। ̃ বিদ্যা বি. অগভীর জ্ঞান, সামান্য লেখাপড়া। অল্পবিদ্যা ভয়ংকরী সামান্য বিদ্যা খুব ক্ষতিকর কারণ এতে অহংকার জন্মে অথচ প্রকৃত পাণ্ডিত্য লাভ হয় না। ̃ বিস্তর বিণ. ক্রি. বিণ. মোটামুটিরকম; একটু-আধটু; কম-বেশী। ̃ বুদ্ধি বিণ. সামান্য বুদ্ধিসম্পন্ন; মন্দমতি; জড়বুদ্ধি। ̃ ভাষী (-ষিন্) বিণ্. কম কথা বলে এমন। ̃ .মতি বিণ. হীনচেতা, নীচ; বোকা অল্পবুদ্ধিসম্পন্ন। ̃ .স্বল্প বিণ. একটু-আধটু। অল্পাধিক বিণ. কম-বেশি। অল্পায়ু, অল্পায়ুঃ (-য়ুস্) বিণ. অল্পকাল বাঁচে এমন। অল্পাশয় বিণ. হীনমতি; তুচ্ছ বিষয়ে আকাঙ্ক্ষা করে এমন। অল্পাহার বি. অল্প আহার, লঘু ভোজন। বিণ. অল্প খায় এমন। অল্পাহারী (-রিন্) বিণ. কম খায় এমন। অল্পে অল্পে, ক্রি-বিণ. ক্রমশ ধীরে ধীরে; সামান্যের উপর দিয়ে। 11)
অলখ
(p. 64) alakha বিণ. দৃষ্টির অগোচর, নজর আসে না এমন; অদৃশ্য ('চাঁদের মতন অলখ টানে': রবীন্দ্র)। [সং. অলক্ষ্য প্রা. অলক্খ] ̃ .ঝোরা বি. চোখের আড়ালে অবস্হিত ঝরনা। 5)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577799
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185526
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785612
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026557
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901100
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848117
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708596
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620170

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us