Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

আমরাই দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অভাব
(p. 50) abhāba বি. 1 না থাকা (টাকার অভাবে কাজটা করা গেল না, তোমার অভাব আমরা অনুভব করছি); 2 অনটন, টানাটানি; দরিদ্র (তাদের সংসারে বড়ই অভাব চলছে, অভাবের সংসার); 3 অসদ্ভাব, অ-ভাব। [সং. ন + √ ভূ +অ]। ̃ .গ্রস্ত বিণ. দরিদ্র, টানাটানির মধ্যে রয়েছে এমন। ̃ .পূরণ বি. দারিদ্র দূর করা। অভাবে স্বভাব নষ্ট অনটনের চাপে সত্পথ থেকে বিচ্যুত হওয়া। 61)
অস্মদাদি
(p. 75) asmadādi (বর্ত. বিরল) সর্ব. আমরা সবাই; আমি এবং আমার মতো অন্য সবাই। [সং. অস্মদ্ + আদি] 8)
আ মরি, আমরি
(p. 101) ā mari, āmari অব্য. আহা মরি, মরি মরি; প্রশংসা বা বিদ্রূপের সূচক ধ্বনি ('মোদের গরব মোদের আশা, আ মরি বাংলা ভাষা': অ. প্র.)। [বাং. আ + মরি]। 22)
আতিথ্য
(p. 89) ātithya বি. 1 অতিথির সেবা, অতিথির সত্কার; 2 অতিথিসেবার উপকরণ। [সং. অতিথি + য]। ̃ গ্রহণ, ̃ স্বীকার বি. অতিথি হওয়া (মাদ্রাজে আমরা তাঁর আতিথ্যগ্রহণ করেছিলাম)। 9)
আবাল্য
(p. 99) ābālya অব্য. ক্রি-বিণ. বাল্যকাল থেকে; শিশুকাল থেকে (আমরা আবাল্য এই কথা শুনে আসছি)। [সং. আ + বাল্য]। 10)
আমরণ
(p. 101) āmaraṇa ক্রি-বিণ. মৃত্যু পর্যন্ত (আমরণ সংগ্রাম করা)। বিণ. মৃত্যু পর্যন্ত ব্যাপ্ত (আমরণ দুঃখ)। [সং. আ + মরণ]। 20)
আশঙ্কা
(p. 108) āśaṅkā বি. 1 ভয়, শঙ্কা; 2 সংশয়। [সং. আ + শঙ্কা]। আশঙ্কিত বিণ. আশঙ্কা করা হয়েছে এমন; ভীত, ত্রস্ত (আশঙ্কিত হয়ো না, আমরা তো আছি)। 13)
উড়া, ওড়া
(p. 119) uḍ়ā, ōḍ়ā ক্রি. 1 শূন্যে বিচরণ করা; 2 (আল.) অতি দ্রুত ছুটে যাওয়া; 3 লোকের মুখে মুখে প্রচারিত হওয়া (খবর উড়ছে)। বি. ওড়া, আকাশে বিচরণ। বিণ. উড়ন্ত, উড়ো (ওড়া খই)। [বাং. √ উড়্ ( সং. উত্ + √ ডী) + আ]। ̃ নো ক্রি. বি. 1 উড্ডীন করা, শূন্যে ভাসানো; অপব্যয় করা (টাকা ওড়ানো)। উড়িয়ে দেওয়া ক্রি. বি. 1 বন্ধনমুক্ত করা (পাখিটাকে উড়িয়ে দিল); 2 একেবারে নস্যাত্ করা বা পর্যুদস্ত করা (কালকের খেলায় আমরা ওদের উড়িয়ে দেব); 3 অগ্রাহ্য বা উপেক্ষা করা (কথাটা উড়িয়ে দেওয়া যাবে না)। উড়ে যাওয়া ক্রি. বি. 1 বন্ধনমুক্ত হওয়া; 2 অদৃশ্য হওয়া (ঘাড়িটা উড়ে গেল নাকি?); 3 মারা যাবার উপক্রম হওয়া (ভয়ে প্রাণ উড়ে গেল); 4 হাওয়ায় ভেসে দূরে চলে যাওয়া (বাতাসে মেঘ উড়ে গেল)। উড়ে এসে জুড়ে বসা অপ্রত্যাশিতভাবে বাইরে থেকে এসে কায়েম হয়ে বসা। 95)
কাশ1
(p. 188) kāśa1 বি. লম্বা তৃণবিশেষ, কেশে; কেশে ফুল, শরত্কালের সাদা ফুলবিশেষ ('আমরা বেঁধেছি কাশের গুচ্ছ': রবীন্দ্র)। [সং. √ কাশ্ + অ]। 27)
কুমার2
(p. 198) kumāra2 বি. 1 পাঁচ থেকে দশ বত্সর বয়স্ক বালক; 2 পুত্র ('কৃষকের ছেলে কিংবা রাজার কুমার'); 3 রাজপুত্র; 4 যুবরাজ; 5 দেবসেনাপতি কার্তিকেয়; 6 (বৈদ্য.) সতেরো থেকে ত্রিশ বত্সর বয়স্ক পুরুষ; 7 অবিবাহিত পুরুষ (আজীবন কুমার থেকে গেছেন, চিরকুমার)। [সং. √ কুমারি (ক্রীড়া অর্থে) + অ]। ̃ চার বি. ব্রতী বালক, বয়-স্কাউট। ̃ ব্রত আমরণ অবিবাহিত থেকে ব্রহ্মচর্য পালনের ব্রত। 6)
কোরাস
(p. 210) kōrāsa বি. 1 সমবেত কণ্ঠ বা যন্ত্রসংগীত (আমরা একখানা কোরাস গাইব); 2 (আল.) সমবেদ ধ্বনি (ব্যাঙের কোরাস শুনছি)। [ইং. chorus]। 43)
খুশি
(p. 231) khuśi বি. 1 আনন্দ, আহ্লাদ, আমোদ (মুখে-চোখে খুশি উপচে পড়ছে : খুশিতে ঝলমল করছে); 2 ইচ্ছা, মরজি (যেখানে খুশি সেখানে যাও); 3 সন্তোষ (তোমার সাফল্যে আমরা খুশির কথা জানাই)। বিণ. আনন্দিত; প্রীত, সন্তুষ্ঠ, তৃপ্ত (তুমি খুশি হয়েছ তো ?)। [ফা. খুশী]। 38)
ঘরা-ঘরি
(p. 266) gharā-ghari ক্রি-বিণ. আপোশে; নিজেদের মধ্যে; আত্মীয়স্বজনের মধ্যে (আমরা জিনিসগুলো ঘরাঘরি ভাগ করে নিয়েছি)। [বাং. ঘর + আ + ঘর + ই]। 32)
ঘরুটে
(p. 266) gharuṭē বিণ. (আঞ্চ.) ঘরোয়া (আমরা ঘরুটে বাড়ির দুধ নিই-অর্থাত্ পেশাদার গোয়ালার দুধ নিই না)। [দেশি]। 35)
ছার
(p. 304) chāra বি. 1 ক্ষার, ছাই, ভস্ম ('রাগ দ্বেষ মোহ লইআ ছার' : চর্যা); 2 ধ্বংসাবশেষ ('এক ভস্ম আর ছার'); 3 তুচ্ছ বা নগণ্য লোক (আমরা কোন ছার); 4 অসার বস্তু (এ কোন ছার)। বিণ. 1 অধম; 2 হেয়, তুচ্ছ, নগণ্য; 3 অসার। [সং. ক্ষার]। ̃ কপালে বিণ. বি. হতভাগা, হতভাগ্য। স্ত্রী. ̃ কপালি। ̃ খার বি. সর্বনাশ; অধঃপাত। বিণ. ভস্মতূল্য সারহীন, ধ্বংসীভূত, উত্সন্ন (ছারখার হওয়া)। 46)
তরে
(p. 371) tarē অব্য. (অনুসর্গ) (কাব্যে) জন্য, নিমিত্ত ('সকলের তরে সকলে আমরা': কামিনী.)। [ সং. অন্তরে?]। 2)
তল
(p. 371) tala বি. 1 নিম্নদেশ, অধোভাগ, নীচের অঞ্চল (চরণতল); 2 মূলদেশ (বৃক্ষতল); 3 জলাশয় ইত্যাদির জলের নিম্নস্হ ভূমি (সাগরতল); 4 উপরিভাগ, পৃষ্ঠ (ভূতল, দর্পণতল); 5 ক্ষেত্র (সমতল); 6 করতল, হাতের চেটো (তলপ্রহার); 7 অট্টালিকা বা দালানের পরিচ্ছেদ বা তলা (দ্বিতল, ত্রিতল)। [সং. √ তল্ + অ]। ̃ দেশ বি. নিম্ন অঞ্চল (পাহাড়ের তলদেশ)। ̃ পেট বি. পেটের নিম্নভাগ; নাভির নীচে পেটের অংশ। ̃ প্রহার বি. চড়, হাতের চেটো দিয়ে আঘাত। ̃ যুদ্ধ বি. 1 মল্লযুদ্ধ; 2 চড় মেরে পরস্পরের মারামারি। তলে তলে ক্রি-বিণ. ভিতরে ভিতরে, গোপনে (তলে তলে এত সব করেছেআমরা তো জানতেই পারিনি)। 11)
দাঁড়া৩
(p. 402) dān̐ḍ়ā3 ক্রি. দাঁড়ানো। [ সং. √ দণ্ডায়]। ̃ নো ক্রি. 1 খাড়া হওয়া, দণ্ডায়মান হওয়া (উঠে দাঁড়াও); 2 আশ্রয় পাওয়া (দাঁড়াবার জায়গা নেই); 3 প্রতিযোগিতায় এঁটে ওঠা (তার সঙ্গে প্রতিযোগিতায় নামসে তুমি দাঁড়াতেই পারবে না); 4 অপেক্ষা বা প্রতীক্ষা করা (আর কতক্ষণ দাঁড়াব); 5 বিলম্ব বা সবুর করা (একটু দাঁড়াও); 6 গতি সংবরণ করা, থামা (গাড়ি দাঁড়িয়েছে); 7 সঞ্চিত হওয়া, জমা (রাস্তায় একহাঁটু জল দাঁড়িয়েছে); 8 সুপ্রতিষ্ঠিত হওয়া (ব্যাবসাটা দাঁড়িয়ে গেছে, স্কুলটা দাঁড়িয়ে গেছে); 9 শেষ হওয়া, পরিণতি লাভ করা (ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াবে জানি না); 1 পক্ষ সমর্থন করা (আমরা তার হয়ে দাঁড়াব, সে আমার উকিল দাঁড়িয়েছে)। বিণ. দণ্ডায়মান, খাড়া, দাঁড়িয়ে রয়েছে এমন (দাঁড়ানো লোকজন, দাঁড়ানো গাড়ি)। বি. দণ্ডায়মান হওয়া; দণ্ডায়মান অবস্হা বা দাঁড়াবার ভঙ্গি (তার দাঁড়ানো দেখলে হাসি পায়)। 31)
ধরন, ধরণ
(p. 432) dharana, dharaṇa বি. 1 পদ্ধতি, ভঙ্গি, ঢং ('আমরা বিলিতি ধরণে হাসি, আমরা ফরাসি ধরণে কাশি': দ্বি. রা.); 2 আকৃতি, চেহারা, চালচলন (চলার ধরন দেখে সন্দেহ হচ্ছে)। [সং. ধরণ]। ̃ ধারণ বি. চালচলন, হাবভাব। 7)
পছন্দ
(p. 484) pachanda বিণ. 1 মনঃপূত, মনের মতন (এ কাজ আমার পছন্ত হয়নি); 2 মনোনীত (তাকে আমরাই পছন্দ করেছি)। বি. 1 মনোনয়ন, নির্বাচন; 2 রুচি (পছন্দমতো জিনিস)। [ফা. পসন্দ্]। ̃ মতো, ̃ মাফিক, ̃ সই বিণ. মনের মতো। 19)
পরতন্ত্র
(p. 488) paratantra বিণ. পরাধীন, পরবশ (রাষ্ট্র ব্যাপারে আমরা ছিলাম পরতন্ত্র)। [সং. পর3 + তন্ত্র]। বি. ̃ তা। 125)
প্রসঙ্গ
(p. 551) prasaṅga বি. 1 (সং.) আসক্তি; 2 আলোচ্য বিষয় বা প্রস্তাব (প্রসঙ্গ-উত্থাপন); 3 আলোচনা, আখ্যান (রামায়ণপ্রসঙ্গ); 4 সম্পর্ক, সংগতি, context (আলোচনা প্রসঙ্গে)। [সং. প্র + √ সন্জ্ + অ]। ̃ ক্রমে ক্রি-বিণ. আলোচ্য বিষয়ের অঙ্গরূপে বা আলোচনার সূত্রে (প্রসঙ্গক্রমে ওই কথাও তাঁকে বলেছি)। ̃ ত (-তস্) ক্রি-বিণ. প্রসঙ্গক্রমে, আলোচনার সূত্রে। প্রসঙ্গান্তর বি. অন্য প্রসঙ্গ, ভিন্ন প্রসঙ্গ, ভিন্ন বিষয় বা আলোচনা (এবার আমরা প্রসঙ্গান্তরে যাব)। 22)
বাঁধন
(p. 591) bān̐dhana বি. 1 বন্ধন, গ্রন্হি (হাত-পায়ের বাঁধন খুলে দাও); 2 নিয়মের বন্ধন ('বিধির বাঁধন কাটবে তুমি': রবীন্দ্র); 3 বাধা, অবরোধ (বাঁধন-ছেড়া উদ্যম, আমরা কোনো বাঁধন মানব না)। [সং. বন্ধন]।̃ হারা বিণ. বাধাহীন; উদ্দাম। বাঁধুনি বি. সুবিন্যাস, শৃঙ্খলা (কথার বাঁধুনি, কাজের বাঁধুনি)। 24)
মেষ
(p. 717) mēṣa বি. 1 ভেড়া, মেড়া ('মানুষ আমরা, নহি ত মেষ': দ্বি. রা.); 2 (জ্যোতিষ.) রাশিচক্রের প্রথম রাশি; 3 (আল.) ভেড়ার মতো নিরীহ ও নিস্তেজ ব্যক্তি। [সং. √ + অ]। স্ত্রী. মেষী। ̃ .চারণ বি. ভেড়া চরানো। ̃ .পালন বি. অনেকসংখ্যক ভেড়া ব্যবসায়ের জন্য পালন। 15)
যাবজ্জীবন
(p. 726) yābajjībana ক্রি-বিণ. যতদিন জীবন থাকবে ততদিন, চিরজীবন, আমরণ (যাবজ্জীবন কারাদণ্ড)। [সং. যাবত্ + জীবন]। 35)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577491
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185162
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785238
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1025889
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 900992
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848067
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708482
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 619841

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us