Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

আয়ুর্বেদ দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অরিষ্ট
(p. 61) ariṣṭa বিণ. 1 মঙ্গলজনক; কুশল; 2 অক্ষত; 3 হিংসা করা হয়নি এমন; 4 ক্ষয়হীন; অমর। বি. 1 উপদ্রব; 2 মদজাতীয় আয়ুর্বেদীয় ওষুধবিশেষ (দ্রাক্ষারিষ্ট); 3 মৃত্যুর লক্ষণ। [সং. ন + রিষ্ট]। 12)
আই-বড়, আই-বুড়ো
(p. 77) āi-baḍ়, āi-buḍ়ō বিণ. অবিবাহিত বা অবিবাহিতা। [সং. অব্যূঢ় ? সং. আয়ুর্বৃদ্ধি?] ̃ ভাত বি. গায়েহলুদের পরে এবং বিবাহ অনুষ্ঠানের আগে পাত্র-পাত্রীর অবিবাহিত অবস্হার শেষ ভাত খাওয়ার অনুষ্ঠান। 12)
আয়ুর্বেদ
(p. 103) āẏurbēda বি. ধন্বন্তরির উদ্ভাবিত চিকিত্সাবিদ্যা; কবিরাজি চিকিত্সাবিদ্যা। [সং. আয়ুঃ + বেদ]। আয়ুর্বেদীয় বিণ. আয়ুর্বেদসম্বন্ধীয়; আয়ুর্বেদসম্মত। 18)
আয়ুষ্কর
(p. 103) āẏuṣkara বিণ. পরমায়ু বাড়ায় এমন, আয়ুর্বৃদ্ধিকর। [সং. আয়ুঃ + √কৃ + অ]। 19)
উপ-বেদ
(p. 133) upa-bēda বি. বেদ নয় কিন্তু প্রায় বেদের মতো মূল্যবান গ্রন্হ বা শাস্ত্র - যথা আয়ুর্বেদ ধনুর্বেদ গন্ধর্ববেদ স্হাপত্যবেদ। [সং. উপ + বেদ]। 18)
কবি-রাজ
(p. 164) kabi-rāja বি. 1 কবিশ্রেষ্ঠ; 2 আয়ুর্বেদীয় চিকিত্সক, বৈদ্য। ় [সং. কবি + রাজন্; বাং. নিত্য সমাস]। কবি-রাজি বি. কবিরাজের কাজ, আয়ুর্বেদীয় চিকিত্সা। বিণ. কবিরাজসংক্রান্ত; কবিরাজকৃত (কবিরাজি চিকিত্সা)। 26)
কায়
(p. 181) kāẏa বি. শরীর, দেহ। [সং. √ চি + অ]। ̃ কল্প বি. পুনর্যৌবন লাভ বা আয়ুর্বৃদ্ধির জন্য আয়ুর্বেদীয় চিকিত্সাবিশেষ। ̃ ক্লেশ বি. শারীরিক পরিশ্রম। ̃ ক্লেশে ক্রি-বিণ. কষ্টেসৃষ্টে (কায়ক্লেশে দিন যাপন করছে)। ̃ চিকিত্সা বি. (আয়ু.) জ্বরাদি শারীরিক রোগের চিকিত্সা। ̃ ব্যূহ বি. (বৈ. সা.) একসঙ্গে বহু দেহ রচনা বা ধারণ, যা কেবল যোগীর পক্ষে সম্ভব; একই শরীরের অবিকল সেইরকম বহু শরীর হওয়া ('ব্রজদেবীগণ শ্রী রাধার কায়ব্যূহরূপ': চৈ.চ.)। ̃ মনো-বাক্যে ক্রি-বিণ. দেহে মনে ও কথায় অর্থাত্ সর্বপ্রকারে। ̃ সাধনা বি. দেহকে অমর করবার যৌগিক সাধনা। ̃ সিদ্ধি বি. যৌগিক সাধনার দ্বারা দেহের অমরত্ব লাভ। 116)
কৌমার
(p. 210) kaumāra বি. 1 পঞ্চম থেকে দশম (তান্ত্রিকমতে ষোড়শ) বর্ষ পর্যন্ত অবস্হা; 2 অবিবাহিত অবস্হা। বিণ. কুমারসম্বন্ধীয়; কুমারের (কৌমারব্রত)। [সং. কুমার + অ]। কৌমারী বি. কার্তিকেয় শক্তি, মাতৃকাবিশেষ। ̃ ভৃত্য, ̃ ভৃত্য-তন্ত্র বি. আয়ুর্বেদীয় প্রণালীতে শিশুব্যাধি ও প্রসূতিরোগের চিকিত্সাশাস্ত্র। 83)
ছাগল
(p. 303) chāgala বি. শিং ও ছোট লেজবিশিষ্ট তৃণভোজী এবং রোমন্হক পশুবিশেষ, অজ, ছাগ। [সং. ছগল + অ]। ছাগলাদ্য ঘৃত নপুংসক ছাগ অর্থাত্ খাসির চর্বিতে প্রস্তুত আয়ুর্বেদীয় ওষুধবিশেষ। স্ত্রী. ছাগলী।
দ্রব্য
(p. 426) drabya বি. 1 বস্তু, পদার্থ, জিনিস; 2 উপাদান। [সং. √ দ্রু + য]। ̃ গুণ বি. 1 পদার্থের ধর্ম বা ক্রিয়া; 2 প্রাণিদেহের উপর দ্রব্যের প্রভাব বা ক্রিয়া; 3 বিভিন্ন দ্রব্যের গুণাবলি সম্পর্কে আয়ুর্বেদীয় গ্রন্হবিশেষ। ̃ জাত বিণ. দ্রব্যাদির দ্বারা উত্পন্ন। বি. দ্রব্যসমূহ। ̃ বিনিময় বি. জিনিসপত্রের আদান-প্রদান। ̃ ময় বিণ. দ্রব্যে বা উপকরণে পূর্ণ (দ্রব্যময় যজ্ঞ)। ̃ সামগ্রী বি. দ্রব্যাদি, জিনিসপত্র। 61)
বৈদ্য
(p. 644) baidya বি. 1 চিকিত্সক, কবিরাজ; 2 বাঙালি হিন্দুজাতিবিশেষ। বিণ. পণ্ডিত, বিদ্বান। [সং. বিদ্যা + অ]। ̃ ক, ̃ শাস্ত্র বি. আয়ুর্বেদ। ̃ নাথ বি. শিব; দেওঘরের শিব। ̃ শালা বি. চিকিত্সালয়। ̃ সংকট বি. (যুগপত্) বহু চিকিত্সককে দিয়ে চিকিত্সার ফলে রোগীর বিপদ। 35)
মকর
(p. 675) makara বি. 1 কুমিরে আকৃতিবিশিষ্ঠ জলজন্তুবিশেষ; 2 গঙ্গাদেবীর বাহন; 3 কন্দর্পের ধ্বজচিহ্ন; 4 (জ্যোতিষ.) রাশিচক্রের দশম রাশি। [সং ম + √ কৃ + অ]। ̃ .কুণ়্ডল বি মকরাকৃতি কর্ণভূষণ। ̃ .কেতন, ̃ .কেতু বি যার পতাকায় মকর আছে, কন্দর্পদেব। ̃ .ক্রান্তি, ̃ .ক্রান্তি-বৃত্ত বি নিরক্ষরেখার দক্ষিণস্হ সমাক্ষরেখা, দক্ষিণায়নবৃত্ত, Tropic of Capricorn ̃ ধ্বজ বি 1 তেজস্কর আয়ুর্বেদীয় ওষুধবিশেষ; 2 কন্দর্প। ̃ বাহিনী বি গঙ্গাদেবী। ̃ .বূহ্য বি মকরাকারে স্হাপিত বা সজ্জিত সৈন্যসমাবেশ। ̃ .সংক্রান্তি বি মাঘমাসের সংক্রান্তি-তিথি, যেদিন সূর্য মকর রাশিতে সংক্রমণপূর্বক উত্তরায়ণ আরম্ভ করে। 18)
মধু-মেহ
(p. 676) madhu-mēha বি. (আয়ুর্বেদে) বহুমুত্ররোগ, diabetes [সং মধু (=শর্করা) + মেহ (=মূত্রত্যাগ)। 90)
মূর্ছনা
(p. 712) mūrchanā বি. 1 সংগীতের স্বরগ্রামের আরোহ বা অবরোহের ক্রম; 2 সুরের সুমধুর কম্পনবিশেষ; 3 আয়ুর্বেদীয় ওষুধের সংস্কারবিশেষ। [সং. √ মুর্ছ + অন + আ]। 70)
রস
(p. 736) rasa বি. 1 স্বাদ; 2 রসনার দ্বারা খাদ্যদ্রব্য স্পর্শ করার ফলে লব্ধ ছয়প্রকার অনুভূতি যথা কটু তিক্ত কষায় লবণ অম্ল ও মধুর; 3 এ-থেকে 'ছয়' এই সংখ্যার সংকেত ('নিশাপতি রস ঋতু আর দ্বিজরাজ') 4 দ্রব, কঠিন পদার্থের গলিত বা জলমিশ্রিত অবস্হা (চিনির রস); 5 নির্যাস (ফলের রস); 6 নিঃস্রাব (খেজুরের রস, ঘায়ের রস); 7 তরল সারভাগ (অন্নরস); 8 শ্লেষ্মা (রসাধিক্য); 9 শুক্র বীর্য; 1 প্রবল অনুরাগ বা আসক্তি ('রসভারে দুঁহু থরথর কাঁপই': চণ্ডী); 11 হৃদয়বোধ; 12 দেহগত ধাতুবিশেষ (রস নামা); 13 (অল.) শৃঙ্গার বা আদি বীর করুণ রৌদ্র অদ্ভুত ভয়ানক হাস্য বীভত্স ও শান্ত-সাহিত্যের এই নয় প্রকার বর্ণনাবৈশিষ্ট্য; 14 বৈষ্ণব সাধন ও সাহিত্যের পাঁচপ্রকার বৈশিষ্ট্য যথা, শান্ত দাস্য সখ্য বাত্সল্য মধুর বা উজ্জ্বল 15 তাত্পর্য, গূঢ় মর্ম (কাব্যরস); 16 তেজ, অহংকার (খুব রস হয়েছে দেখছি); 16 রঙ্গ, কৌতুক, রসিকতা (রসের কারবারি, রসের কথা আর ভালো লাগে না); 18 হর্ষ, উল্লাস (রসে মাতা); 17 ভোগসুখ, আনন্দ (ও-রসে বঞ্চিত, লেখাপড়ায় রস পায় না); 2 সম্বল, পুঁজি, অর্থবল (তার রস এবারে ফুরিয়ে এসেছে); 21 আকর্ষণ (গল্পের রস, বর্ণনার রস) 22 মজা, লাভ (চাকরিতে আর রস নেই); 23 (আয়ু.) পারদ (রসকর্পূর, রসসিন্দুর)। [সং. √রস্ + অ]। করা বি. চিনির রসে পাক-করা নারকেলের নাড়ুবিশেষ। ̃ .কর্পূর বি. পারদঘটিত আয়ুর্বেদীয় ওষুধবিশেষ। ̃ .কলি বি. বৈষ্ণবদের ললাটে অঙ্কিত পুষ্পকলির মতো তিলক। ̃ .কষ বি. মাধুর্য ও কোমলতা; সামান্যমাত্র রস (তার কথাবার্তায় রসকষ একেবারেই নেই)। ̃ .গর্ভ বিণ. সরস রসপূর্ণ (রসগর্ভ রচনা, রসগর্ভ বাক্য)। ̃ .গোল্লা বি. চিনির রসে পাককরা ছানার গোল্লাবিশেষ। ̃ .গ্রাহী (-হিন্) বিণ. রসিক, সমঝদার (রসগ্রাহী পাঠক)। ̃ .ঘন বিণ. প্রগাঢ় রসযুক্ত। ̃ .ঘ্ন বিণ. দেহস্হ রসের আধিক্যনাশক। বি. সোহাগা। ̃ .জ্ঞ বিণ. মর্মগ্রাহী, সমঝদার, রসিক (রসজ্ঞ সমালোচক)। স্ত্রী. ̃ .জ্ঞা। বি. ̃ .জ্ঞ তা। ̃ .জ্ঞান বি. রসবোধ, রস উপলব্ধি, রস বা মর্ম উপলব্ধি করার বা উপভোগ করার শক্তি। ̃ .বড়া বি. গুড় বা চিনির রসে পাক-করা ডালবড়া। ̃ .বড়ি বি. বিষবড়ি, পারদঘটিত কবিরাজি ওষুধবিশেষ। ̃ .বতী বিণ. (স্ত্রী.) সুরসিকা। বি. 1 সুন্দরী ও রসিকা যুবতী; 2 রান্নাঘর। ̃ .বন্ত বিণ. 1 রসিক; 2 রসাল, রসযুক্ত। ̃ .বাত বি. দেহে রসাধিক্যঘটিত বাতরোগ। ̃ .বৃদ্ধি, রসাধিক্য বি. দেহস্হ রসের আধিক্য বা প্রাবল্য; শ্লেষ্মাবৃদ্ধি। ̃ .বেত্তা (-ত্তৃ) বিণ. রসজ্ঞ, মর্মভেহী, রসিক ̃ .বোধ বি. রসজ্ঞান -এর অনুরূপ। ̃ .ভঙ্গ বি. সরস প্রসঙ্গে অথবা রস-উপভোগে অপ্রত্যাশিত বাধা। ̃ .ময় বিণ. 1 রসপূর্ণ; 2 রসিক। স্ত্রী. ̃ .ময়ী। ̃ .মুণ্ডি বি. ছোটো ছোটো রসগোল্লার মতো মিঠাইবিশেষ। ̃ .রঙ্গ বি. সরস আমোদ-প্রমোদ বা হাসিঠাট্টা। ̃ .রচনা বি. রসিকতাপূর্ণ বা হাস্যরসাত্মক রচনা। ̃ .রাজ বি. 1 রসিকশ্রেষ্ঠ; 2 শ্রীকৃষ্ণ; 3 রসাঞ্জন; 4 পারদ। ̃ .শালা বি. রাসায়নিক গবেষণাগার বা কার্ষালয়। ̃ .সাহিত্য বি. যে-সাহিত্য বিশুদ্ধ আনন্দরূপকে ব্যক্ত করে যে-রচনা নির্মল আমোদ উদ্রেক করে। ̃ .সিন্দূর বি. গন্ধক ও পারদ একত্রে ভস্মীভূত করলে সিঁদুরের মতো যে পদার্থ পাওয়া যায়, হিঙ্গুল। ̃ স্হ বিণ. (দেহে) রসের আধিক্য হয়েছে এমন, শ্লেষ্মাপীড়িত। ̃ .হীন বিণ. 1 নীরস, শুষ্ক 2 আকর্ষণহীন। রসাঞ্জন বি. সুর্মা; গন্ধক ও ন্টিমনি মিশ্রিত খনিজ পদার্থ। রসাত্মক বিণ. রসগর্ভ, রসপূর্ণ (রসাত্মক বাক্য)। রসাধিক্য বি. দেহে শ্লেষ্মার বৃদ্ধি। রসাবেশ বি. প্রবল অনুরাগ বা আবেগের সঞ্চার। রসাভাস বি. 1 (অল.) পরিবেশের বা বিষয়বস্তুর বিরুদ্ধ রস বা বর্ণনা; 2 অনুচিত বর্ণনা বা রস। রসালাপ বি. সরস বা কৌতুকজনক কথাবার্তা। রসাস্বাদন, রসাস্বাদ বি. রসের স্বাদ গ্রহণ করা মর্ম উপলব্ধি করা। রসেন্দ্র বি. পারদ। রসোত্তীর্ণ বিণ. রস পরিবেশনে সফল বা সার্থক চিত্তাকর্ষক, মনোগ্রাহী। রসোদগার বি. (বৈ. সা.) মিলনে পূর্ণতৃপ্তি বোধ না হওয়ায় পুনরায় মিলনের বাসনায় পূর্বে আস্বাদিত সকল রসের স্মৃতিচারণা। 30)
সপ্ত
(p. 806) sapta (-প্তন্) বি. বিণ. 7 সংখ্যা বা সংখ্যক, সাত। [সং. √ সপ্ + অন (ত্ আগম)]। ̃ ক বিণ. 1 সাতসংখ্যক; 2 একসঙ্গে সাতটি। বি. 1 সাতটির সমষ্টি; 2 (সংগীতে) সুরের স্বরগ্রাম অর্থাত্ সা রে গা মা পা ধা নি এই সাতটি সুরের সমষ্টি। ̃ কী বি. স্ত্রীলোকের কটিভূষণ বা মেখলা। ̃ গ্রাম বি. বাংলার অধুনালুপ্ত কিন্তু ইতিহাসপ্রসিদ্ধ বাণিজ্য-বন্দর, সাতগাঁ। ̃ চত্বারিংশ, ̃ চত্বারিংশত্তম বিণ. সাতচল্লিশ সংখ্যার পূরক বা স্হানীয়। ̃ চত্বারিং-শত্ বি. বিণ. 47 সংখ্যা বা সংখ্যক, সাতচল্লিশ। ̃ চ্ছদ, ̃ পর্ণ বি. ছাতিমগাছ। ̃ জিহ্ব বি. অগ্নি, আগুন। ̃ তল বিণ. (অট্টালিকা সম্বন্ধে) সাততলা; সাতটি তলাবিশিষ্ট। ̃ তাল বিণ. সাতটি তালগাছের দৈর্ঘ্যের সমান গভীর। ̃ তি বি. বিণ. 7 সংখ্যা বা সংখ্যক, সত্তর। ̃ তি-তম বিণ. সত্তর সংখ্যার পূরক বা স্হানীয়। ̃ ত্রিংশ, ̃ ত্রিংশত্তম বিণ. 37 সংখ্যার পূরক বা স্হানীয়। স্ত্রী. ̃ ত্রিংশত্তমী। ̃ ত্রিং-শত্ বি. বিণ. 37 সংখ্যা বা সংখ্যক। ̃ দশ বি. বিণ. 17 সংখ্যা বা সংখ্যক। ̃ দশী বি. বিণ. (স্ত্রী.) 1 সতেরো স্হানীয়া; 2 সতেরো বত্সর বয়স্কা। ̃ দ্বীপ বি. পুরাণোক্ত সাতটি দ্বীপ বা পৃথিবীর সাতটি বিভাগ যথা, জম্বু কুশ প্লক্ষ শাল্মলী ক্রৌঞ্চ শাক ও পুষ্কর। ̃ দ্বীপা বিণ. (স্ত্রী.) সপ্তদ্বীপযুক্তা (সপ্তদীপা বসুন্ধরা)। বি. পৃথিবী। ̃ ধা ক্রি-বিণ. সাত প্রকারে, সাত ভাগে; সাত দিকে; সাতবার (সপ্তধা বিভক্ত)। ̃ ধাতু বি. (আয়ুর্বেদ) দেহের সাতটি উপাদান, যথা-বায়ু পিত্ত কফ রক্ত শুক্র মাংস ও অস্হি। ̃ নবতি বিণ. বি. সাতানব্বই। ̃ নবতি-তম বিণ. সাতানব্বই সংখ্যক। স্ত্রী. ̃ নবতি-তমী। ̃ পঞ্চা-শত্ বি. বিণ. সাতান্ন। ̃ পঞ্চাশত্তম বিণ. সাতান্ন সংখ্যক। স্ত্রী. ̃ পঞ্চাশত্তমী। ̃ পদী বি. হিন্দু বিবাহে বরবধূর একত্রে সপ্তপদ বা সাত পা বা সাতপাক ঘোরার অনুষ্ঠান। বিণ. (স্ত্রী.) সাতটি চরণযুক্তা। ̃ পর্ণ, ̃ পর্ণী বি. ছাতিমগাছ। ̃ পাতাল বি. তল অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল-পুরাণোক্ত এই সাত পাতাল। ̃ বিংশতি বি. বিণ. সাতাশ। ̃ বিংশতি-তম বিণ. সাতাশ সংখ্যক। বিণ. (স্ত্রী.) ̃ বিংশতি-তমী। ̃ ম বিণ. সাতের পূরক। ̃ মী বিণ. সপ্তম -এর স্ত্রীলিঙ্গে। বি. (জ্যোতিষ.) তিথিবিশেষ। ̃ রথী (-থিন্) বিণ. দ্রোণাচার্য কর্ণ কৃপাচার্য অশ্বত্থামা শকুনি দুর্যোধন দুঃশাসন: বালক অভিমন্যুকে একযোগে আক্রমণপূর্বক বধকারী এই সপ্ত বীর। ̃ র্ষি বি. 1 মরীচি অত্রি অঙ্গিরা পুলস্ত্য পুলহ ক্রতু বশিষ্ঠ: ব্রহ্মার মানসপুত্ররূপে খ্যাত এই সাত ঋষিশ্রেষ্ঠ; 2 নক্ষত্রপুঞ্জবিশেষ, Great Bear, Ursa Major. ̃ র্ষি-মণ্ডল বি. সপ্তর্ষি নামে খ্যাত নক্ষত্রসমূহের সমবায়। ̃ লোক, ̃ স্বর্গ বি. ভূঃ ভুবঃ স্বঃ জনঃ মহঃ তপঃ সত্য: পুরাণোক্ত এই সপ্ত ঊর্ধ্বলোক। ̃ শতী বি. 1 সাতশত শ্লোকবিশিষ্ট দেবীমাহাত্ম্যসূচক গ্রন্হ, চণ্ডী; 2 সাত শতের সমবায়। ̃ ষষ্ঠি বি. বিণ. সাতষট্টি। ̃ ষষ্টি-তম বিণ. সাতষট্টি সংখ্যক। বিণ. (স্ত্রী.) ̃ ষষ্ঠি-তমী। ̃ সমুদ্র, ̃ সাগর, ̃ সিন্ধু বি. লবণ ইক্ষুরস সুরা ঘৃত দধি ক্ষীর স্বাদূদক: পুরাণোক্ত এই সাত সমুদ্র। ̃ সূর, ̃ স্বর বি. (সংগীতে) ষ়ড়্জ ঋষভ গান্ধার মধ্যম পঞ্চম ধৈবত নিষাদ: স্বরগ্রামভুক্ত এই সাতটি সুর। ̃ স্বরা বিণ. জলতরঙ্গবাদ্য। 32)
স্বর্ণ
(p. 853) sbarṇa বি. উজ্জ্বল হলুদরঙের বহুমূল্য ধাতুবিশেষ, সোনা, সুবর্ণ, হিরণ্য, কনক, কাঞ্চন, হেম। [সং. সু + √ ঋণ্ (=গতি) + অ]। ̃ কমল বি. রক্তপদ্ম। ̃ কার বি. সোনার অলংকারাদির নির্মাতা, স্যাকরা। ̃ গর্ভ বিণ. অভ্যন্তরে সোনা আছে এমন, স্বর্ণপূর্ণ। ̃ গর্ভা বিণ. (স্ত্রী.) স্বর্ণপূর্ণা; (আল.) গর্ভে সোনার চাঁদের মতো সন্তান ধারণ করেছে এমন, সুসন্তানপ্রসবিনী। ̃ প্রতিমা বি. স্বর্ণনির্মিত প্রতিমা; (আল.) অতি সুন্দর মূর্তি। ̃ প্রসূ বিণ. (আল.) অতিশয় উর্বরা। ̃ বণিক (-ণিজ্) বি. সোনার বেনে, হিন্দুজাতিবিশেষ। ̃ ভূষণ, স্বর্ণালংকার বি. সোনার গহনা। ̃ মৃগ বি. সীতাকে প্রলুব্ধ করার জন্য মায়ারূপধারী রাক্ষস মারীচ; (আল.) মিথ্যা ও সর্বনাশা প্রলোভন। ̃ সিন্দূর বি. পারদঘটিত আয়ুর্বেদীয় ওষুধবিশেষ, মকরধ্বজ। ̃ সুযোগ বি. সুবর্ণ সুযোগ। ̃ সূত্র বি. সোনার হার। স্বর্ণাক্ষরে লেখা সোনার মতো অতি উজ্জ্বল অক্ষরে লেখা। 22)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534746
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140273
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730432
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942613
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883513
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838447
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696607
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603053

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us