Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সপ্ত এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  সপ্ত এর বাংলা অর্থ হলো -

(p. 806) sapta (-প্তন্) বি. বিণ. 7 সংখ্যা বা সংখ্যক, সাত।
[সং. √ সপ্ + অন (ত্ আগম)]।
ক বিণ. 1 সাতসংখ্যক; 2 একসঙ্গে সাতটি।
বি. 1 সাতটির সমষ্টি; 2 (সংগীতে) সুরের স্বরগ্রাম অর্থাত্ সা রে গা মা পা ধা নি এই সাতটি সুরের সমষ্টি।
কী বি. স্ত্রীলোকের কটিভূষণ বা মেখলা।
গ্রাম
বি. বাংলার অধুনালুপ্ত কিন্তু ইতিহাসপ্রসিদ্ধ বাণিজ্য-বন্দর, সাতগাঁ।
চত্বারিংশ,চত্বারিংশত্তম
বিণ. সাতচল্লিশ সংখ্যার পূরক বা স্হানীয়।
চত্বারিং-শত্
বি. বিণ. 47 সংখ্যা বা সংখ্যক, সাতচল্লিশ।
চ্ছদ,পর্ণ
বি. ছাতিমগাছ।
জিহ্ব
বি. অগ্নি, আগুন।
তল বিণ. (অট্টালিকা সম্বন্ধে) সাততলা; সাতটি তলাবিশিষ্ট।
তাল বিণ. সাতটি তালগাছের দৈর্ঘ্যের সমান গভীর।
তি বি. বিণ. 7 সংখ্যা বা সংখ্যক, সত্তর।
তি-তম
বিণ. সত্তর সংখ্যার পূরক বা স্হানীয়।
ত্রিংশ,ত্রিংশত্তম
বিণ. 37 সংখ্যার পূরক বা স্হানীয়।
স্ত্রী.ত্রিংশত্তমী।
ত্রিং-শত্
বি. বিণ. 37 সংখ্যা বা সংখ্যক।
দশ বি. বিণ. 17 সংখ্যা বা সংখ্যক।
দশী বি. বিণ. (স্ত্রী.) 1 সতেরো স্হানীয়া; 2 সতেরো বত্সর বয়স্কা।
দ্বীপ
বি. পুরাণোক্ত সাতটি দ্বীপ বা পৃথিবীর সাতটি বিভাগ যথা, জম্বু কুশ প্লক্ষ শাল্মলী ক্রৌঞ্চ শাক ও পুষ্কর।
দ্বীপা
বিণ. (স্ত্রী.) সপ্তদ্বীপযুক্তা (সপ্তদীপা বসুন্ধরা)।
বি. পৃথিবী।
ধা ক্রি-বিণ. সাত প্রকারে, সাত ভাগে; সাত দিকে; সাতবার (সপ্তধা বিভক্ত)।
ধাতু
বি. (আয়ুর্বেদ) দেহের সাতটি উপাদান, যথা-বায়ু পিত্ত কফ রক্ত শুক্র মাংস ও অস্হি।
নবতি
বিণ. বি. সাতানব্বই।
নবতি-তম
বিণ. সাতানব্বই সংখ্যক।
স্ত্রী.নবতি-তমী।
পঞ্চা-শত্
বি. বিণ. সাতান্ন।
পঞ্চাশত্তম
বিণ. সাতান্ন সংখ্যক।
স্ত্রী.পঞ্চাশত্তমী।
পদী বি. হিন্দু বিবাহে বরবধূর একত্রে সপ্তপদ বা সাত পা বা সাতপাক ঘোরার অনুষ্ঠান।
বিণ. (স্ত্রী.) সাতটি চরণযুক্তা।
পর্ণ,পর্ণী
বি. ছাতিমগাছ।
পাতাল
বি. তল অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল-পুরাণোক্ত এই সাত পাতাল।
বিংশতি
বি. বিণ. সাতাশ।
বিংশতি-তম
বিণ. সাতাশ সংখ্যক।
বিণ. (স্ত্রী.)বিংশতি-তমী।
ম বিণ. সাতের পূরক।
মী বিণ. সপ্তম -এর স্ত্রীলিঙ্গে।
বি. (জ্যোতিষ.) তিথিবিশেষ।
রথী (-থিন্) বিণ. দ্রোণাচার্য কর্ণ কৃপাচার্য অশ্বত্থামা শকুনি দুর্যোধন দুঃশাসন: বালক অভিমন্যুকে একযোগে আক্রমণপূর্বক বধকারী এই সপ্ত বীর।
র্ষি
বি. 1 মরীচি অত্রি অঙ্গিরা পুলস্ত্য পুলহ ক্রতু বশিষ্ঠ: ব্রহ্মার মানসপুত্ররূপে খ্যাত এই সাত ঋষিশ্রেষ্ঠ; 2 নক্ষত্রপুঞ্জবিশেষ, Great Bear, Ursa Major.র্ষি-মণ্ডল বি. সপ্তর্ষি নামে খ্যাত নক্ষত্রসমূহের সমবায়।
লোক,স্বর্গ
বি. ভূঃ ভুবঃ স্বঃ জনঃ মহঃ তপঃ সত্য: পুরাণোক্ত এই সপ্ত ঊর্ধ্বলোক।
শতী বি. 1 সাতশত শ্লোকবিশিষ্ট দেবীমাহাত্ম্যসূচক গ্রন্হ, চণ্ডী; 2 সাত শতের সমবায়।
ষষ্ঠি
বি. বিণ. সাতষট্টি।
ষষ্টি-তম
বিণ. সাতষট্টি সংখ্যক।
বিণ. (স্ত্রী.)ষষ্ঠি-তমী।
সমুদ্র,সাগর,সিন্ধু
বি. লবণ ইক্ষুরস সুরা ঘৃত দধি ক্ষীর স্বাদূদক: পুরাণোক্ত এই সাত সমুদ্র।
সূর,স্বর
বি. (সংগীতে) ষ়ড়্জ ঋষভ গান্ধার মধ্যম পঞ্চম ধৈবত নিষাদ: স্বরগ্রামভুক্ত এই সাতটি সুর।
স্বরা
বিণ. জলতরঙ্গবাদ্য।
32)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


সড়
(p. 801) saḍ় বি. গুপ্ত পরামর্শ, চক্রান্ত, ষড়যন্ত্র। [আ. সর; সলাহ্]। সড় করা ক্রি. বি. চক্রান্ত করা (সড় করে তাকে ঠকানো হয়েছে)। সড় থাকা ক্রি. বি. ষড়যন্ত্রের ব্যাপারে যোগাযোগ থাকা (এ ব্যাপারে তার সড় ছিল)। 12)
সচিব
সৌজন্য
(p. 846) saujanya বি. ভদ্রতা, শিষ্টাচার। [সং. সুজন + য (ভাবঅর্থে)]। 20)
সাধারণ
(p. 823) sādhāraṇa বিণ. 1 বিশিষ্টতাবর্জিত, গতানুগতিক (সাধারণ ব্যাপার); 2 সর্বজনীন (সাধারণ পাঠাগার); 3 নির্বিশেষ, সকলের (সাধারণ সভা); 4 সর্বত্র বা সর্বজনের মধ্যে বর্তমান (সাধারণ ধর্ম); 5 সকল, সমস্ত, সমূহ, নির্বিশেষ (জনসাধারণ); 6 সামান্য, তুচ্ছ, নগণ্য (সাধারণ ত্রুটি)। বি. সমস্ত নরনারী (সাধারণের জন্য)। [সং. সহ + আধারণ (=অবলম্বন)]। বিণ. স্ত্রী. সাধারণী। বি. ̃ ত্ব। ̃ ত, (বর্জি.) ̃ তঃ (-তস্) অব্য. ক্রি-বিণ. সচরাচর, প্রায়ই। ̃ তন্ত্র বি. রাষ্ট্রের জনগণের নির্বাচিত প্রতিনিধিদ্বারা রাষ্ট্রশাসন-ব্যবস্হা বা ওই ব্যবস্হাযুক্ত রাষ্ট্র, republic. ̃ ধর্ম বি. 1 সকল বর্ণ ও ধর্মের নরনারীর পালনীয় কর্তব্য; 2 যে গুণ বর্গের অন্তর্গত সকলের মধ্যে বিদ্যমান (ক্ষয় পদার্থের সাধারণ ধর্ম)। সাধারণ্য বি. 1 সাধারণের ধর্ম; 2 সাধারণের সমবায়; 3 জনসাধারণ (সাধারণ্যে আদৃত বা প্রচারিত)। 75)
সনা-তন
সাকল্য
(p. 823) sākalya বি. সমগ্রতা, সমষ্টি, মোট পরিমাণ বা সংখ্যা (সর্বসাকল্যে)। [সং. সকল + য]। 11)
স্বচক্ষে
(p. 852) sbacakṣē ক্রি-বিণ. নিজের চোখ দিয়ে, নিজের চোখে (স্বচক্ষে দেখা)। [সং. স্ব + বাং. চক্ষে ( সং. চক্ষুঃ)]। 5)
সির্কা
(p. 834) sirkā বি. আখের রস, গুড় প্রভৃতি গাঁজিয়ে প্রস্তুত অম্লবিশেষ, vinegar. [ফা.]। 24)
সঞ্চরণ
(p. 796) sañcaraṇa বি. 1 বিচরণ, চলন (কল্পনার জগতে সঞ্চরণ); 2 কম্পন, কম্পিত চলন, কম্পিত আনাগোনা (মনের ভিতর ভাবের সঞ্চরণ)। [সং. সম্ + √ চর্ + অন]। ̃ শীল বিণ. সঞ্চরণ করছে এমন, সঞ্চরণরত, সঞ্চরমাণ। সঞ্চর-মাণ বিণ. আনোগোনা করছে এমন, সঞ্চরণরত, গতিশীল। সঞ্চরিত বিণ. সঞ্চরণ করেছে এমন। 127)
স্মর
(p. 855) smara বিণ. 1 কন্দর্প; 2 স্মরণ। বিণ. স্মরণকারী (জাতিস্মর)। [সং. √ স্মৃ + অ]। ̃ জিত্, ̃ হর, স্মরারি বি. মদনভস্মকারী শিব। 21)
সিদ্ধেশ্বরী
(p. 834) siddhēśbarī বি. দেবীবিশেষ। [সং. সিদ্ধা + ঈশ্বরী]। 2)
সংবিদিত
সপ-সপ
(p. 806) sapa-sapa অব্য. বি. 1 সম্যক সিক্ততার ভাব (ভিজে সপসপ করা); 2 তরল বস্তু খাওয়ার শব্দ (সপসপ করে পায়েস খাওয়া)। [ধ্বন্যা.]। সপ-সপে বিণ. 1 সপ, সপ আওয়াজযুক্ত; 2 (মূলত জামাকাপড়) সম্পূর্ণ সিক্ত। 23)
সার1
(p. 830) sāra1 বি. পঙ্ক্তি, শ্রেণি (সারে সারে সাজানো)। [সারি2 দ্র]। 2)
সৌদামিনী, (বিরল) সৌদামনী
(p. 846) saudāminī, (birala) saudāmanī বি. বিদ্যুত্, তড়িত্। [সং. সুদামন্ + অ + ঈ]। 23)
সলাজ
(p. 820) salāja বিণ. লজ্জাযুক্ত; কুণ্ঠিত (সলাজ নয়নে, সলাজ চিত্ত)। [সং. সহ + বাং. লাজ]। 7)
স্বাচ্ছন্দ্য
সদ্ভাব
সুঁদি
(p. 834) sun̐di বি. শালুক ফুল, কুমুদ। [সং. সৌগন্ধিক]। 41)
সাময়িক
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534694
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140207
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730362
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942538
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883488
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838434
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696599
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603049

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us