Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

উদাসীন) দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আন-মন, আন-মনা
(p. 94) āna-mana, āna-manā বিণ. 1 অন্যমনস্ক (বড়ই আনমনা ছেলে); 2 অমনোযোগী; 3 উদাসীন। [সং. অন্যমনস্]। 8)
আপন
(p. 95) āpana বিণ. নি়জ, স্বীয়, নিজের; আত্মীয় (আপনজন)। [সং. আত্মন্]। ̃ .কার সর্ব. বিণ. আপনার; নিজের। ̃ .জন বি. নিজের লোক; আত্মীয়। ̃ .পর বি. আত্মীয়- অনাত্মীয়; সত্রু-মিত্র। ̃ .ভোলা বিণ. উদাসীন, নিজের সুখশান্তি সম্বন্ধে খেয়াল নেই এমন; আত্মহারা; তন্ময়। ̃ .মনে ক্রি- বিণ. নিজে নিজে; নিজের মনে; বাইরের সবকিছু সম্বন্ধে নির্লিপ্ত থেকে। ̃ .সর্বস্ব বিণ. স্বার্থপর; কেবল নিজের কথাই ভাবে এমন। ̃ .হারা বিণ. আত্মভোলা; আপনভোলা। আপনার পায়ে কুড়ুল মারা ক্রি. বি. নিজেই নিজের সর্বনাশ ডেকে আনা। 46)
আলগা
(p. 104) ālagā বিণ. 1 আটকানো বা সংলগ্ন নয় এমন; 2 এলায়িত, শিথিল (ফাঁস আলগা করা, আলগা খোঁপা); 3 ফসকা (আলগা গেরো); 4 অনাবৃত, পোশাক পরা নয় এমন (আলগা গা); 5 আঢাকা (আলগা ভাত, তরকারিটা আলগা আছে); 6 খোলা (দরজা আলগা); 7 বেফাঁস, অসংযত (মুখ আলগা); 8 আন্তরিকতাহীন (আলগা সোহাগ); 9 অসাবধান, উদাসীন (আলগা পুরুষ); 1 সহজেই কাবু হয় এমন (আলগা শরীর)। [সং. অলগ্ন - তু. হি. অলগ্, অল্গা]। 56)
আলা-ভোলা
(p. 106) ālā-bhōlā বিণ. 1 সাদাসিধে, সরল; 2 কোনো দিকে খেয়াল নেই এমন; উদাসীন; 3 অল্পেই তুষ্ট। সাদাসিধে বা বেখেয়ালি লোক। [হি. বালা ভোলা]। 25)
উদাস
(p. 127) udāsa বিণ. 1 উদাসীন, আসক্তিহীন; 2 আকুল. এলোমেলো (উদাস বাতাস); 3 বিষণ্ণ, উন্মনা (উদাস মূর্তি)। বি. বৈরাগ্য; উদাসীনতা। [সং. উত্ + √ আস্ + অ]। 7)
উদাসী
(p. 127) udāsī (-সিন্) বিণ. 1 আসক্তিহীন; নির্লিপ্ত; 2 এলোমেলো ('এই উদাসী হাওয়ার পথে পথে': রবীন্দ্র); 3 বিষণ্ণ, উন্মনা। বি. সন্ন্যাসী; সন্ন্যাসী সম্প্রদায়বিশেষ। [সং. উদাস + ইন্]। স্ত্রী. উদাসিনী ('উদাসিনীবেশে বিদেশিনী কে সে': রবীন্দ্র)। 8)
উদাসীন
(p. 127) udāsīna বিণ. 1 অনাসক্ত, নিরাসক্ত (লাভ-লোকসান সম্পর্কে উদাসীন); 2 বিষয়বাসনা থেকে বিরত হয়ে ধর্মচিন্তায় রত; 3 নিরপেক্ষ, নিঃসম্পর্ক। [সং. উত্ + আসীন] বি. উদাসীনতা। স্ত্রী. উদাসীনা। 9)
উপেক্ষা, উপেক্ষণ
(p. 133) upēkṣā, upēkṣaṇa বি. 1 অগ্রাহ্য করা, তুচ্ছতাচ্ছিল্য করা (দোষত্রুটি উপেক্ষা করা); 2 অবহেলা (আদেশ উপেক্ষা করা); 3 ঔদাসীন্য, অমনোযোগ; অনাদর; অস্বীকার। ক্রি. গ্রাহ্য না করা; অবহেলা করা; গুরুত্ব না দেওয়া। [সং. উপ + √ ঈক্ষ্ + অ + আ, অন]। উপেক্ষক বিণ. উপেক্ষাকারী; উদাসীন; অমনোযোগী। উপেক্ষণীয় বিণ. উপেক্ষার যোগ্য, উপেক্ষা করা উচিত বা উপেক্ষা করা যায় এমন। উপেক্ষিত বিণ. উপেক্ষা বা অবহেলা করা হয়েছে এমন। স্ত্রী. উপেক্ষিতা। 117)
ঔদাসীন্য
(p. 155) audāsīnya বি. 1 উদাসীনতা, নির্লিপ্ততা; 2 অনাসক্তি, বৈরাগ্য। [সং. উদাসীন + য]। 14)
ঔদাস্য
(p. 155) audāsya বি. 1 উদাসভাব; 2 উদাসীনতা, নির্লিপ্ততা; 3 বৈরাগ্য, অনাসক্তি (চিত্তের ঔদাস্য)। [সং. উদাস + য]। 15)
তটস্হ2
(p. 364) taṭasha2 বিণ. 1 তীরে অবস্হিত, তীরস্হ (নদীতটস্হ গাছপালা) 2 সমীপস্হ; 3 নিরপেক্ষ; 4 উদাসীন, নির্লিপ্ত ('তটস্হ হইয়া বিচারিলে আছে তরতম': চৈ. চ.)। [সং. তট + √ স্হা + অ]। তটস্হ লক্ষণ (দর্শ.) ব্রহ্মের জগত্সৃষ্টিরূপ বাহ্যলক্ষণ। তটস্হ শক্তি (দর্শ.) ভগবান যে শক্তিবলে জীব সৃষ্টি করেন, জীবশক্তি। 19)
দিওয়ানা
(p. 407) diōẏānā বিণ. বি. বিবাগি, উদাসী, পাগল। [ফা. দিওয়ানা হি. দীওয়ানা]। 15)
দিগ্-ভোলা
(p. 407) dig-bhōlā বিণ. বাহ্য বিষয়ে নিরাসক্ত বা উদাসীন; আত্মভোলা। [সং. দিক্ + বাং. ভোলা]। 27)
নিরপেক্ষ
(p. 461) nirapēkṣa বিণ. 1 পক্ষপাতহীন (নিরপেক্ষ বিচার); 2 স্বাধীন, অন্যের মুখাপেক্ষী নয় এমন (দলনিরপেক্ষ); 3 উদাসীন (ভোগবাসনায় নিরপেক্ষ); 4 প্রয়োজনরহিত, প্রয়োজন নেই এমন; 5 (দর্শ.) শর্তাদারি অধীন নয় এমন, অনন্যসম্বন্ধ, সম্বন্ধাতীত, categorical (বি. প.)। [সং. নির্ + অপেক্ষা]। বি. ̃ তা। 139)
নিরাসক্ত
(p. 468) nirāsakta বিণ. অনাসক্ত, উদাসীন (নিরাসক্ত মন)। [সং. মতে ব্যাকরণসিদ্ধ নয়-নির্ + আসক্তি]। নিরাসক্তি বি. আসক্তিহীনতা। 2)
নির্বিকার
(p. 468) nirbikāra বিণ. 1 বিকারহীন, পরিবর্তনহীন; 2 মানসিক চাঞ্চল্যহীন, নির্লিপ্ত, উদাসীন (সুখে দুঃখে নির্বিকার)। [সং. নির্ + বিকার]। 100)
নির্লিপ্ত
(p. 473) nirlipta বিণ. 1 কোনো বিষয়ের সঙ্গে সম্পর্করহিত, কোনো বিষয়ের সঙ্গে সম্পর্ক বা সংস্রব রাখে না এমন; 2 অনাসক্ত, উদাসীন (সব ব্যাপারেই নির্লিপ্ত থাকে)। [সং. নির্ + √ লিপ্ + ত]। ̃ তা বি. 1 সম্পর্কহীনতা; 2 উদাসীনতা, অনাসক্তি। 10)
বম, বম-বম, ববম-বম, বোম, বোম-বোম
(p. 575) bama, bama-bama, babama-bama, bōma, bōma-bōma বি. গালবাদ্যের আওয়াজবিশেষ। [ধ্বন্যা.]। বম-ভোলা, বোম-ভোলা বি. মহাদেব। বিণ. মহদেবের মতো উদাসীন বা নির্লিপ্ত (এত সমস্যার মধ্যেও এমন বোমভোলা হয়ে আছ কেমন করে?)। 115)
বিতৃষ্ণ
(p. 611) bitṛṣṇa বিণ. 1 তৃষ্ণাহীন; 2 নিস্পৃহ, উদাসীন; 3 রুচিহীন; 4 বিমুখ (সংসারধর্মে বিতৃষ্ণ)। [সং. বি + তৃষ্ণা + সমাসান্ত]। বিতৃষ্ণা বি. 1 তৃষ্ণার অভাব; 2 অনিচ্ছা, অরুচি (ধূমপানে বিতৃষ্ণা); 3 উদাসীনতা, নিস্পৃহতা। 86)
বিবাগি, (বর্জি.) বিবাগী
(p. 621) bibāgi, (barji.) bibāgī বিণ. 1 উদাসীন ('বল কার লাগি হয়েছ বিবাগী': নজরুল); 2 সংসারত্যাগী; 3 ভোগসুখে বিমুখ; 4 দেশত্যাগী। [সং. বি + বাং. বাগ2 + ই-তু. ফা. বেগানহ্]। 4)
বিরক্ত
(p. 621) birakta বিণ. 1 অনুরাগহীন, আসক্তিহীন; 2 বৈরাগ্যযুক্ত; উদাসীন; 3 (বাং.) অসন্তুষ্ট, জ্বালাতন, অপ্রসন্ন। [সং. বি + √ রন্জ্ + ত]। বিরক্তি বি. বিরক্ত হওয়ার ভাব, অসন্তোষ, অপ্রসন্নতা। বিরক্তি-কর বিণ. 1 অপ্রীতিকর, অসন্তোষ ঘটায় এমন; 2 অনুরাগহীন। 93)
বিরাগ
(p. 621) birāga বি. 1 অনুরাগের অভাব (রাগ-বিরাগ); 2 ঔদাসীন্য, নিস্পৃহতা, বৈরাগ্য (সংসারে বিরাগ); 3 বিরক্তি, অপ্রসন্নতা (বিরাগভাজন)। [সং. বি + √ রন্জ্ + অ]। ̃ ভাজন বিণ. অপ্রিয়। বিরাগী (-গিন্) বিণ. বিরাগযুক্ত; উদাসীন, নিস্পৃহ; বিরক্ত। স্ত্রী. বিরাগিণী। 101)
সাত
(p. 823) sāta বি. বিণ. 7 সংখ্যা বা সংখ্যক। [সং. সপ্ত]। ̃ ই, সাতুই বি. মাসের সপ্তম দিন বা সাত তারিখ। সাতকাণ্ড রামায়ণ 1 সপ্ত কাণ্ডে বা অধ্যায়ে বিভক্ত রামায়ণগ্রন্হ; 2 (আল.) মস্ত ব্যাপার। সাতখুন মাপ (আল.) বহু গুরুত্বপূর্ণ অপরাধের জন্য কোনো শাস্তি না দেওয়া, সমস্ত অপরাধ বরদাস্ত করা। সাত ঘাটের জল খাওয়া বা খাওয়ানো 1 নানা স্হানে চাকরি করা বা করানো; 2 কাজ উপলক্ষ্যে নানা স্হানে বদলি হওয়া বা বদলি করা; 3 নানা বিপদে পড়া বা ফেলা; 4 নানাভাবে জীবনযাপন করা বা করানো; 5 বেজায় নাকাল হওয়া বা করা। সাত চড়ে বা বেরোয় না (আল.) সমস্ত নির্যাতন নীরবে সহ্য করে অর্থাত্ অত্যন্ত নিরীহ। সাত সতিনের ঘর (আল.) যেসংসারে নিরন্তর কলহ বিবাদ ও হিংসাদ্বেষ বিদ্যমান। সামসমুদ্র তেরো নদীর পার (রূপকথা থেকে) বহু দূরবর্তী; বহু দূরবর্তী স্হান বা দেশ (সাতসমুদ্র তেরো নদীর পারের রাজপুত্র)। সাতেও নেই পাঁচেও নেই ঝঞ্ঝাটের সঙ্গে সম্পর্কহীন, নিরপেক্ষ, উদাসীন। ̃ তাড়াতাড়ি ক্রি-বিণ. 1 খুব তাড়াতাড়ি; 2 ব্যস্তসমস্ত হয়ে। ̃ নর, ̃ নরি বিণ. সাত প্যাঁচওয়ালা। সাত প্যাঁচওয়ালা কণ্ঠহার। ̃ নলা বি. বিণ. একসঙ্গে সাতটি গুলি ছোড়ার নলবিশিষ্ট (বন্দুক) ̃ প্যাঁচ বিণ. বিবিধ, নানা। বি. 1 নানা কথা (সাতপাঁচ ভেবে); 2 অগ্রপশ্চাত্। ̃ পুরুষ বি. পিতা-পিতামহাদিক্রমে ঊর্ধ্বতন সাতপুরুষ। ̃ ষট্টি বি. বিণ. 67 সংখ্যা বা সংখ্যক। ̃ সকাল বি. খুব সকাল; তাড়াতাড়ি। ̃ সতেরো বি. নানারকম জিনিস বা কথা (সাত-সতেরো শুনানো)। 52)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534878
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140407
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730631
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942823
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883566
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838481
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696645
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603078

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us