Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

উদাহরণ]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অজস্র
(p. 8) ajasra বিণ. অসংখ্য, প্রচুর, দেদার (অজস্র উদাহরণ, অজস্র ফুল)। ক্রি-বিণ. সর্বদা, অবিরত, নিত্য। [সং. ন+√ জস্+র]। 105)
অভ্যুদাহরণ
(p. 55) abhyudāharaṇa বি. বিরুদ্ধ উদাহরণ, প্রতিকূল দৃষ্টান্ত; বিরুদ্ধপক্ষের যুক্তি বা উদাহরণ। [সং. অভি + উদাহরণ]। 24)
উদাহরণ
(p. 127) udāharaṇa বি. বক্তব্য বা যুক্তিকে বিশদ বা সপ্রমাণ করবার জন্য বা তার সমর্থনের জন্য অনুরূপ বিষয় বা ঘটনার উল্লেখ; দৃষ্টান্ত, নিদর্শন। [সং. উত্ + আহরণ]। উদাহৃত বিণ. দৃষ্টান্তরূপে কথিত বা বর্ণিত; উল্লিখিত। 10)
উদাহৃত
(p. 127) udāhṛta দ্র উদাহরণ। 11)
উপোদ্-ঘাত
(p. 133) upōd-ghāta বি. 1 উপক্রম; আরম্ভ; সূচনা; 2 প্রস্তাবনা; 3 উদাহরণ। [সং. উপ + উদ্ + √ হন্ + অ]। 120)
তথা
(p. 365) tathā অব্য. 1 সেই স্হান, সেখান (তথা হইতে, তথাকার); 2 সেখানে, সেই স্হানে (যথা ইচ্ছা তথা যা); 3 সেই রকম, তেমন (যথা আয় তথা ব্যয়); 4 উদাহরণস্বরূপ (তথা, রামায়ণ ও মহাভারতে); 5 অপিচ, আরও, এমন-কী (সমগ্র বঙ্গদেশ তথা ভারতবর্ষ)। [সং. তদ্ + থা]। ̃ কথিত বিণ. উক্ত নামে পরিচিত, কিন্তু ওই নামের যোগ্যতা বা যথার্থতা বিষয়ে সন্দেহ আছে (সেখানে এসেছিলেন ওই তথাকথিত সাধুরাও)। ̃ কার বিণ. সেখানকার। ̃ গত বি. যিনি তথা অর্থাত্ সেইরূপ নির্বাণগত অর্থাত্ নির্বাণপ্রাপ্ত হয়েছেন, যাতে পুনর্জন্ম না হয় এরূপ নির্বাণপ্রাপ্ত ব্যক্তি, বুদ্ধদেব। বিণ. সেই প্রকারে আগত বা গত। ̃ গতি বি. নির্বাণ ('আসে তথাগতি তোমার প্রগাঢ় আলিঙ্গনে': সু. দ.)। ̃ চ, ̃ পি অব্য. তবুও; তা সত্ত্বেও। ̃ বিধ বিণ. সেইরকম, তাদৃশ। ̃ ভূত বিণ. 1 সেই অবস্হাপ্রাপ্ত, তদবস্হ; 2 সেইভাবে উত্পন্ন বা জাত। ̃ য় অব্য. বি. সেখানে, সেই স্হানে ('সত্বর তথায় গমন কর')। ̃ স্তু অব্য. তাই হোক। 10)
দৃষ্টান্ত
(p. 418) dṛṣṭānta বি. 1 উদাহরণ, প্রমাণের নিদর্শন; 2 নজির (দৃষ্টান্ত স্হাপন করা); 3 উপমান; 4 (আল.) কোনো বিষয়ের যাথার্থ্য প্রমাণের জন্য সদৃশ বিষয়ের উল্লেখ বা বর্ণনা। [সং. দৃষ্ট + অন্ত]। ̃ স্হল বি. উদাহরণ বা নজিরস্বরূপ ব্যবহৃত হওয়ার যোগ্য বিষয়। 9)
নমুনা
(p. 447) namunā বি. 1 কোনো জিনিসের নিদর্শন বা সামান্য অংশ যা দিয়ে সেইজাতীয় সমস্ত জিনিসের স্বরূপ বোঝা বা বোঝানো যায় (চালের নমুনা, রান্নার নমুনা), sample; 2 উদাহরণ (এর একটা নমুনা দেখাও); 3 ধরন, রকম (তোমার কাজের নমুনা দেখলে হাসি পায়)। [ফা. নমুনহ্]। 45)
নিদর্শন
(p. 461) nidarśana বি. 1 উদাহরণ, দৃষ্টান্ত (এ তাঁর মহত্ত্বেরই নিদর্শন); 2 প্রমাণ, উল্লেখ (পাণ্ডিত্যের নিদর্শন); 3 চিহ্ন (প্রাচীন সভ্যতার নিদর্শন)। [সং. নি + √ দৃশ্ + অন]। 18)
প্রত্যুদা-হরণ
(p. 546) pratyudā-haraṇa বি. প্রদত্ত দৃষ্টান্তের দৃষ্টান্ত। [সং. প্রতি + উদাহরণ]। 4)
যথা
(p. 723) yathā অব্য. বিণ. 1 যেমন, যেরূপ ('যথা ভীম ভীমসেন কৌরবসমরে': মধু.) 2 যেরূপ-সেরূপ (যথাশক্তি করা); 3 উচিত, উপযুক্ত, নির্দিষ্ট (যথাকালে, যথাসময়ে, যথাস্হানে); 4 দৃষ্টান্তস্বরূপ বা উদাহরণস্বরূপ (দ্বীপ যথা-সিংহল)। [সং. যদ্ + থা (প্রকারার্থে)]। ̃ .কথঞ্চিত্ ক্রি-বিণ. 1 যে-কোনো রকমে; 2 কষ্টেসৃষ্টে। ̃ .কর্তব্য বিণ. ক্রি-বিণ. কর্তব্য অনুযায়ী, কর্তব্য অনুসারে। ̃ .কালে, ̃.সময়ে ক্রি-বিণ. উপযুক্ত সময়ে, নির্দিষ্ট সময়ে। ̃ .ক্রমে ক্রি-বিণ. ক্রমানুসারে, পরপর, পরম্পরা অনুসারে। ̃ .জ্ঞান ক্রি-বিণ. জ্ঞান অনুসারে। ̃ .তথা ক্রি-বিণ. যেখানে-সেখানে, যত্রতত্র। ̃ দিষ্ট বিণ. আদেশানুরূপ। ক্রি-বিণ. যেমন আদেশ করা হয়েছে, আদেশানুসারে। ̃ .নিয়ম, ̃.বিধি বিণ. ক্রি-বিণ. বিধি বা নিয়ম অনুযায়ী। ̃ .নির্দিষ্ট বিণ. যেমন স্হিরীকৃত বা আদিষ্ট। ̃ নু-পূর্ব বিণ. ক্রি-বিণ. যথাক্রমে, পরপর, ক্রম অনুসারে। ̃ .ন্যায় ক্রি-বিণ. বিণ. ন্যায্য, সংগত। ̃ .পূর্ব বিণ. ক্রি-বিণ. পূর্ববত্, আগের মতো। ̃ যথা পূর্বং তথা পরম্ অবস্হা পূর্বের মতোই, অর্থাত্ কোনো পরিবর্তনই হয়নি। ̃ .বত্ বিণ. ক্রি-বিণ. বিধি অনুযায়ী আগের মতো, অপরিবর্তিত। ̃ .বিধি, ̃.বিহিত বিণ. ক্রি-বিণ. নিয়মানুযায়ী বিধান অনুসারে (যথাবিহিত সম্মানপ্রদর্শন)। ̃ ভি-মত বিণ. ক্রি-বিণ. ইচ্ছানুরুপ। ̃ .যথ বিণ. 1 পরম্পরা অনুযায়ী 2 ঠিকঠিক, নির্ভুল (যথাযথ বর্ণনা)। ̃ .যথ-ভাবে ক্রিবিণ. ঠিকভাবে, নির্ভুলভাবে। ̃ .যোগ্য বিণ. ঠিক, যথোচিত (যথাযোগ্য ব্যবস্হা)। ̃ .য় ক্রি-বিণ. যেখানে। ̃ .রীতি বিণ. ক্রি-বিণ. প্রচলিত রীতি বা আচার অনুযায়ী, প্রথামতো। ̃ .রুচি বিণ. ক্রি-বিণ. পছন্দ অনুযায়ী। ̃ .লাভ বি. যত্কিঞ্চিত্ বা অপ্রত্যাশিত প্রাপ্তিযোগ। ̃ .শক্তি, ̃.সাধ্য বিণ. ক্রি-বিণ. ক্ষমতানুযায়ী। ̃ .শাস্ত্র বিণ. ক্রি-বিণ. শাস্ত্রীয় বিধান অনুযায়ী। ̃ .সম্ভব বিণ. ক্রি. বিণ. যতদূর সম্ভব হতে পারে বা ঘটতে পারে (যথাসম্ভব ভালো, যথাসম্ভব দ্রুত)। ̃ .সর্বস্ব বি. সবকিছু, ধনসম্পদ (যথাসর্বস্ব দিয়েও চেষ্টা করব)। ̃ .স্হান বি. উপযুক্ত বা নির্দিষ্ট স্হান। ̃ .স্হিতি বিণ. প্রকৃত, সত্য। ক্রি-বিণ. যথার্থভাবে। 9)
যেমন
(p. 728) yēmana বিণ. 1 যেরূপ, যেমন (যেমন কুকুর তেমনি মুগুর); 2 যথা, উদাহরণস্বরূপ (জলবেষ্টিত ভূভাগকে দ্বীপ বলে, যেমন শ্রীলঙ্কা)। ক্রি-বিণ. যেইমাত্র (যেমন বলা অমনি বৃষ্টি শুরু হয়ে গেল)। অব্য. বিস্ময়সূচক (তুমিও যেমন)। [বাং. যে + মন (সাদৃশ্যার্থে)]। ̃ ই বিণ. যে-রকমই (লেখা যেমনই হোক, আমাকে দেখিয়ো)। যেমন-তেমন বিণ. 1 যে-কোনো রকম (যেমন-তেমন করে লেখাটা শেষ কোরো); 2 সামান্যরকম, সাধারণ (যেমন-তেমন লোক নয়)। যেমনি ক্রি-বিণ. যেইমাত্র (যেমনি বলেছি অমনি রেগে কাঁই)। 29)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534971
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140506
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730732
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942937
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883594
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838496
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696684
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603090

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us