Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

উর্দু দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অগ্র
(p. 8) agra বি. 1 উর্ধবদেশ, শিখর ('গৃহাগ্রে উড়িছে ধ্বজা': মধু]; 2 আগা, ডগা, apex (বি.প.); 3 প্রাপ্ত, শেষভাগ (নাসিকাগ্র, সূচ্যগ্র); 4 সম্মুখ, পুরোভাগ (মুখাগ্র, রথাগ্র); 5 উপরিভাগ (দধির অগ্র); 6 অবলম্বন, লক্ষ্য (একাগ্র)। বিণ. 1 প্রথম (অগ্রভাগ); 2 প্রধান (অগ্রমহিষী); 3 সম্মুখস্হ, anterior (বি.প.)। [সং. √ অগ্+র]। অগ্রে ক্রি-বিণ. 1 আদিতে, প্রথমে (অগ্রে দেবপূজা, পরে অন্য কাজ); 2 পূর্বে, নিকটে ('তব অগ্রে করি নিবেদন')। ̃ গণ্য বিণ. সবার আগে গণনীয় বা উল্লেখযোগ্য; শ্রেষ্ঠ; প্রধান। ̃ গতি, ̃ গমন বি. 1 সম্মুখগমন; 2 বৃদ্ধি, উন্নতি, ক্রমোন্নতি; 3 (জ্যোতি.) নিয়মিত ক্রমগতি বা বৃদ্ধি progressive motion progression. (বি.প.)। ̃ .গামী (-মিন্) বিণ. সম্মুখে গমনকারী, পুরোগামী; আগে আগে যে চলছে। স্ত্রী. ̃ .গামিনী। ̃ জ বিণ. আগে জন্মেছে এমন। বি. জ্যেষ্ঠ ভ্রাতা। ̃ .জন্মা (-জন্মন্) বি. 1 ব্রাহ্মণ; 2 জ্যেষ্ঠ ভ্রাতা। ̃ জিহ্বা বি. 1 আলজিভ; 2 জিহ্বার অগ্রভাগ। ̃ .জ্ঞান বি. ভবিষ্যত্ ঘটনা সম্বন্ধে পূর্বেই ধারণা বা অনুমান, anticipation. ̃ ণী বিণ. শ্রেষ্ঠ, প্রধান (পাণ্ডব দলের অগ্রণী যোদ্ধা)। বি. 1 নেতা; 2 প্রবর্তক, pioneer. ̃ .দত্ত বি. সম্ভাবিত বি প্রস্তাবিত খরচের জন্য আগাম দেওয়া টাকা, imprest money (স. প.)। ̃ দানী (-নিন্) বি. প্রেতোদ্দিষ্ট দান গ্রহণকারী পতিত ব্রাহ্মণ; পতিত ব্রাহ্মণ। ̃ দূত বি. 1 সৈন্যদলের পথপরিস্কারক, বেলদার; 2 প্রথম সংবাদবাহক; 3 পথপ্রদর্শক। ̃ দ্বীপ বি. গঙ্গাবক্ষে প্রথম চর পড়ে উত্পন্ন দ্বীপবিশেষ। ̃ .নায়ক, ̃ .নেতা বি. বিণ. 1 নায়ক, অধিনায়ক, দলনেতা; 2 অগ্রদূত; 3 অগ্রণী। ̃ .পশ্চাত্ ক্রি-বিণ. বিণ. অগুপিছু, ভূত-ভবিষ্যত (অগ্রপশ্চাত্ চিন্তা করে কাজ করা)। ̃ বর্তী (-র্তিন্) বিণ. 1 সম্মুখস্হ, সামনের; 2 আগের। স্ত্রী. ̃ .বর্তিনী। ̃ .ভাগ বি. 1 প্রথম ভাগ বা অংশ (' অগ্রভাগ লয়ে ভবানীর নামে দিলা': ভা. চ.); 2 ভগা, চূড়া; 3 প্রান্ত (নাকের অগ্রভাগ)। ̃ .মহিষী বি. পাটরানি, স্ত্রীদের মধ্যে প্রধান। [পা. অগ্গ মহেসী]। ̃ .মাংস বি. কলিজার অগ্রভাগের মাংস। ̃ .মাস বি. (আয়ু.) যকৃতের বৃদ্ধিমূলক রোগবিশেষ ('পিলে অগ্রমাসে মলো': ব. চ.)। ̃ .সর, ̃ সার বিণ. আগে বা সম্মুখে গমনকারী বা প্রবৃত্ত; আগুয়ান। ̃ .সূচনা বি. পূর্বাভাস। ̃ স্হ, ̃ স্হিত বিণ. 1 পুরোবর্তী; 2 শীর্ষদেশে অবস্হিত, apical (বি.প.)। 5)
অনুর্বর
(p. 31) anurbara বিণ. 1 যাতে (যে জমিতে) শস্যের ফলন ভালো হয় না, শস্য উত্পাদনের শক্তি নেই এমন; 2 মরুময়। [সং. ন + উর্বর]। 8)
অরক্ষণীয়
(p. 60) arakṣaṇīẏa বিণ. রাখা বা রক্ষা করা যায় না বা অনুচিত এমন। [সং. ন + রক্ষণীয়] অরক্ষণীয়া বি. বিণ. (স্ত্রী.) বিবাহের সময় উর্ত্তীণ হয়ে গেছে এমন (কন্যা); আর অবিবাহিতা রাখা অনুচিত এমন (কন্যা)। 25)
অর্শা, অর্শানো, (বর্জি.) অর্সা, (বর্জি.) অর্সানো
(p. 62) arśā, arśānō, (barji.) arsā, (barji.) arsānō ক্রি. 1 বর্তানো, উত্তরাধিকার সূত্রে বা অন্যভাবে পাওয়া, অধিকারে আসা (পিতার সম্পত্তি পুত্রে অর্শে বা অর্শায়); 2 স্পর্শ করা (দোষ অর্শায়); 3 ভাগ্যে ঘটা। [ফা. উর্স্ বাং. √ অর্শ্ + আ, আনো]। 31)
(p. 113) i বাংলা ভাষার তৃতীয় স্বরবর্ণ এবং উর্ধ্ব সম্মুখ সংবৃত তালব্য 'ই' ধ্বনির দ্যোতক বর্ণ। 2)
(p. 119) u বাংলা ভাষার পঞ্চম স্বরবর্ণ এবং উর্ধ্ব পশ্চাত্ সংবৃত কণ্ঠ্য 'উ' ধ্বনির দ্যোতক বর্ণ। 2)
উর্দি
(p. 133) urdi বি. (প্রধানত সরকারি ও সেনাবাহিনীর) কর্মচারীদের কাজের সময় পরবার জন্য পেয়াদা বেয়ারা প্রভৃতি নিম্নপদস্হ কর্মচারীদের জন্য নির্দিষ্ট পোশাক, uniform [তুর্ ওর্দি]। 147)
উর্দু
(p. 133) urdu বি. হিন্দুস্হানি ভাষা; মূলত আরবি হরফে লিখিত এবং আরবি-ফারসি ও হিন্দির সংমিশ্রণে গঠিত ভাষাবিশেষ। [তুর. ওর্দু]। ̃ নবিশ বিণ. উর্দু ভাষা জানে এমন। [তুর. ওর্দু + ফা. নবীস]। 148)
উর্বর
(p. 133) urbara বিণ. প্রচুর; (ফসল ইত্যাদি) উত্পাদনের শক্তি আছে এমন (উর্বর জমি)। [সং. উরু (=প্রচুর) + √ ঋ + অ]। স্ত্রী. উর্বরা। ̃ তা বি. প্রচুর উত্পাদনের শক্তি। ̃ মস্তিষ্ক বিণ. যার মাথায় নিত্যনতুন এবং নানান ভাবনাচিন্তা খেলে; মাথায় নানান ভাবনাচিন্তা খেলে এমন। 149)
উর্বশী
(p. 133) urbaśī বি. সুন্দরীশ্রেষ্ঠা ও অনন্তযৌবনা অপ্সরাবিশেষ। [সং. উরু + √ বশ্ + অ + ঈ]। 150)
উর্বী
(p. 133) urbī বি. পৃথিবী। [সং. উরু + ঈ (ঙীপ্)]। 151)
উর্ষ, উর্স
(p. 133) urṣa, ursa ক্রি. (বর্ত. অপ্র.) ছিদ্র দিয়ে জল পড়া; চালের ছিদ্র দিয়ে জল পড়া ('ভাঙ্গা তুম্ব দিয়া জল উর্সিয়া পলায়')। [সং. বর্ষণ]। 152)
ঊর্ণ-নাভ, উর্ণনাভ
(p. 140) ūrṇa-nābha, urṇanābha বি. মাকড়সা। [সং. ঊর্ণা, উর্ণা + নাভি]। 9)
ঊর্ণা, উর্ণা
(p. 140) ūrṇā, urṇā বি. ভেড়া বা ওইজাতীয় পশুর লোম, পশম। [সং. ঊর্ণু+ অ + আ]। ̃ ময় বিণ. ভেড়ার লোম বা পশম দিয়ে তৈরি। 10)
ওরফে
(p. 153) ōraphē অব্য. বি. 1 বনাম, নামান্তরে (এই লোকটিই রতন ওরফে বাবু); 2 উপনাম, ডাকনাম। [আ. উর্ফ্]। 45)
ঔর্ব1
(p. 155) aurba1 বি. বাড়বাগ্নি, সামুদ্রিক বহ্নি। [সং. উর্ব + অ]। 33)
ঔর্ব2
(p. 155) aurba2 বিণ. পার্থিব, উর্বীসম্বন্ধীয়। [সং. উর্বী + অ]। 34)
কূর্চ, কূর্চা
(p. 202) kūrca, kūrcā বি. 1 তুলিকা, তুলি, painter's brush; 2 ভ্রূদ্বয়ের মধ্যস্হল; 3 ভ্রূমধ্যস্হ লোমসমূহ; 4 শক্ত দাড়ি; 5 তৃণগুচ্ছ। [সং. √ কূচ্ + উর্চ]। 36)
জানা
(p. 322) jānā বি. ক্রি. 1 অবগত হওয়া (সে একথা জেনেছে); 2 টের পাওয়া (এমনভাবে করবে যাতে কেউ জানতে না পারে); 3 কোনো বিষয়ে জ্ঞান থাকা (তিনি সংস্কৃত জানেন, উর্দু আমার জানা নেই); 4 বুঝতে পারা (জানছি কষ্ট হবে); 5 কারও সঙ্গে পরিচয় থাকা (লোকটাকে আমি জানি)। বিণ. উক্ত সব অর্থে (জানা কথা, জানা লোক)। [সং. √ জ্ঞা + বাং. আ]। ̃ জানি বি. বিণ. প্রকাশিত, রাষ্ট্র, অনেক লোকের মধ্যে প্রচার বা প্রচারিত ('সত্য পরিচয় জানাজানি হইয়া যায়': শরত্]। ̃ ন (উচ্চা. জানান্) বি. জ্ঞাপন; সংবাদদান; ঘোষণা (এখুনি এটা সবাইকে জানান দেওয়ার দরকার নেই)। জানান দেওয়া ক্রি. বি. ঘোষণা করা; জানিয়ে দেওয়া; নিজের অস্তিত্ব জানিয়ে দেওয়া। ̃ নো ক্রি. বি. অবগত করানো; সংবাদ দেওয়া; সতর্ক করা; নিবেদন করা। ̃ শুনা, ̃ শোনা বি. অভিজ্ঞতা, জ্ঞান; পরিচয়। বিণ. পরিচিত (জানাশোনা লোক)। 11)
বয়েত, (বর্জি.) বয়েত্
(p. 580) baẏēta, (barji.) baẏēt বি. 1 আরবি ফারসি বা উর্দুতে রচিত শ্লোক বা কবিতার চরণ; 2 আরবি ফারসি বা উর্দু কবিতা। [আ. বয়েত্]। 22)
মুনশি
(p. 710) munaśi বি. কেরানি; 2 লেখক, লিপিকর; 3 উর্দুশিক্ষক; 4 বিদ্বান। [আ. মুন্শী]। ̃ .গিরি বি. মুনশির কাজ বা পেশা। ̃ .য়ানা বি 1 দক্ষতা বা পটুতা; 2 পাণ্ডিত্য; 3 লেখার কাজে পটুতা। খাস-মুনশি বি. নিজস্ব বা ব্যক্তিগত কেরানি; প্রাইভেট সেক্রেটারি। 58)
সার৩
(p. 830) sāra3 বি. 1 শ্রেষ্ঠ বা উত্কৃষ্ট অংশ (সর্বধর্মের সার); 2 বৃক্ষাদির শক্ত মজ্জা; 3 দুগ্ধাদির সর বা ননি; 4 তেজ; বীর্য; 5 গূঢ় তাত্পর্য, মর্মার্থ, সংক্ষিপ্ত নিষ্কর্য (শাস্ত্রের সার); 6 জমির উর্বরতাবৃদ্ধিকারী পদার্থ, fertilizer manure (খেতে সার দেওয়া); 7 একমাত্র সম্বল (কেবল কথাই সার)। বিণ. 1 শ্রেষ্ঠ (সার তত্ত্ব, সারাংশ)। [সং. √ সৃ + অ]। ̃ কুঁড় বি. সার তৈরি করার উদ্দেশ্যে গোময়াদি রাখার কুণ়্ড। ̃ গর্ভ বিণ. উত্কৃষ্ট গুণ বা ধর্মযুক্ত, অন্তঃসারবিশিষ্ট (সারগর্ভ উপদেশ)। ̃ গাদা বি. সার তৈরি করার জন্য স্তূপাকার করে রাখা গোবর; যেখানে উক্ত স্তূপ রাখা হয়। ̃ গ্রাহী (-হিন্) বিণ. গূঢ় তাত্পর্য উপলব্ধি করতে সমর্থ; উত্কৃষ্ট বা শ্রেষ্ঠ অংশ গ্রহণ করে এমন। ̃ তরু বি. 1 জমির উর্বরতাবর্ধক গাছ; 2 কলাগাছ। ̃ বান (-বত্) বিণ. সারযুক্ত, সারগর্ভ, উত্কৃষ্ট। বি. ̃ বত্তা। ̃ ভূত বিণ. 1 সারবস্তুতে পরিণত; 2 সারস্বরূপ, শ্রেষ্ঠ। ̃ মর্ম বি. শ্রেষ্ঠ অংশ; মূল অংশ; সারাংশ। ̃ মাটি বি. জমির উর্বরতাবর্ধক মাটি; সারযুক্ত মাটি। ̃ লৌহ বি. ইস্পাত। ̃ সংক্ষেপ বি. সংক্ষেপে মূল অংশ বা বিষয়ের বর্ণনা; সারাংশ। ̃ সংগ্রহ বি. সার অংশ বা প্রকৃত তাত্পর্য গ্রহণ। ̃ হীন, ̃ শূন্য বিণ. সারপদার্থহীন; মজ্জাশূন্য; অসার। 4)
স্বর্ণ
(p. 853) sbarṇa বি. উজ্জ্বল হলুদরঙের বহুমূল্য ধাতুবিশেষ, সোনা, সুবর্ণ, হিরণ্য, কনক, কাঞ্চন, হেম। [সং. সু + √ ঋণ্ (=গতি) + অ]। ̃ কমল বি. রক্তপদ্ম। ̃ কার বি. সোনার অলংকারাদির নির্মাতা, স্যাকরা। ̃ গর্ভ বিণ. অভ্যন্তরে সোনা আছে এমন, স্বর্ণপূর্ণ। ̃ গর্ভা বিণ. (স্ত্রী.) স্বর্ণপূর্ণা; (আল.) গর্ভে সোনার চাঁদের মতো সন্তান ধারণ করেছে এমন, সুসন্তানপ্রসবিনী। ̃ প্রতিমা বি. স্বর্ণনির্মিত প্রতিমা; (আল.) অতি সুন্দর মূর্তি। ̃ প্রসূ বিণ. (আল.) অতিশয় উর্বরা। ̃ বণিক (-ণিজ্) বি. সোনার বেনে, হিন্দুজাতিবিশেষ। ̃ ভূষণ, স্বর্ণালংকার বি. সোনার গহনা। ̃ মৃগ বি. সীতাকে প্রলুব্ধ করার জন্য মায়ারূপধারী রাক্ষস মারীচ; (আল.) মিথ্যা ও সর্বনাশা প্রলোভন। ̃ সিন্দূর বি. পারদঘটিত আয়ুর্বেদীয় ওষুধবিশেষ, মকরধ্বজ। ̃ সুযোগ বি. সুবর্ণ সুযোগ। ̃ সূত্র বি. সোনার হার। স্বর্ণাক্ষরে লেখা সোনার মতো অতি উজ্জ্বল অক্ষরে লেখা। 22)
হিন্দু
(p. 869) hindu বি. বিণ. ভারতের বেদাশ্রিত সনাতন জাতি বা ধর্ম; উক্ত জাতীয় বা ধর্মাবলম্বী ব্যক্তি। [ফা. হিন্দু সং. সিন্ধু]। ̃ ত্ব বি. হিন্দুধর্মানুযায়ী ভাব, হিন্দুভাব, হিন্দুয়ানি। ̃ য়ানা, ̃ য়ানি বি. হিন্দুসুলভ আচারআচরণ। ̃ সমাজ বি. হিন্দুধর্মাবলম্বী সম্প্রদায়। ̃ স্হান বি. ভারতবর্ষ। [ফা. হিন্দুস্তান]; (সংকীর্ণ অর্থে) উত্তর ভারত। ̃ স্হানি বিণ. হিন্দুস্হানের অধিবাসী; উত্তর ভারতের (মূলত হিন্দিভাষী) অধিবাসী। বি. উত্তর ভারতের ভাষাবিশেষ, উর্দুমিশ্রিত হিন্দিভাষা। 25)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535013
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140543
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730806
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943000
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883612
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838501
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696705
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603095

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us