Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

হিন্দু এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  হিন্দু এর বাংলা অর্থ হলো -

(p. 869) hindu বি. বিণ. ভারতের বেদাশ্রিত সনাতন জাতি বা ধর্ম; উক্ত জাতীয় বা ধর্মাবলম্বী ব্যক্তি।
[ফা. হিন্দু সং. সিন্ধু]।
ত্ব বি. হিন্দুধর্মানুযায়ী ভাব, হিন্দুভাব, হিন্দুয়ানি।
য়ানা,য়ানি
বি. হিন্দুসুলভ আচারআচরণ।
সমাজ
বি. হিন্দুধর্মাবলম্বী সম্প্রদায়।
স্হান
বি. ভারতবর্ষ।
[ফা. হিন্দুস্তান]; (সংকীর্ণ অর্থে) উত্তর ভারত।
স্হানি
বিণ. হিন্দুস্হানের অধিবাসী; উত্তর ভারতের (মূলত হিন্দিভাষী) অধিবাসী।
বি. উত্তর ভারতের ভাষাবিশেষ, উর্দুমিশ্রিত হিন্দিভাষা।
25)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


হয়-রান
হাওলা
হামি
(p. 867) hāmi বি. (শিশুদের) চুম্বন (একটা হামি দাও, সোনা)। [দেশি]। 17)
হাসিল
(p. 867) hāsila বিণ. সিদ্ধ, পূর্ণ, সম্পাদিত (কাজ হাসিল করা)। বি. সিদ্ধি, আদায়, সম্পাদন। [আ.]। 69)
হরিত্, হরিত
(p. 860) harit, harita বি. 1 সবুজ বর্ণ; 2 সূর্যের অশ্ব। বিণ. সবুজবর্ণবিশিষ্ট। [সং. √ হৃ + ইত্, ইত]। হরিতাশ্ম (-শ্মন্) বি. 1 (সবুজবর্ণ বলে) মরকত মণি; 2 তুঁতে। হরিদশ্ব বি. (সবুজ ঘোড়ায় টানা রথে চড়েন বলে) সূর্য। হরিদ্বর্ণ বিণ. হরিত্ বর্ণযুক্ত। 33)
হাউই
(p. 862) hāui বি. হুশ শব্দে আকাশে ওঠে এমন আতশবাজিবিশেষ। [ফা. হবাঈ]। 24)
হৃদয়
(p. 872) hṛdaẏa বি. 1 বক্ষস্হল; বুকের অভ্যন্তরভাগ; 2 মন, অন্তঃকরণ, চিত্ত। [সং. √ হৃ + অয়, দ্ আগম]। ̃ গত বিণ. মনোগত। ̃ গ্রাহী (-হিন্) বিণ. মনোরম, চিত্তাকর্ষক। ̃ ং-গম বিণ. মনে প্রবিষ্ট; বোধগম্য, উপলব্ধি করা হয়েছে এমন। ̃ জ বিণ. হৃদয় হতে উত্পন্ন বা হৃদয়ে জাত। ̃ বল্লভ বিণ. প্রাণপ্রিয়। বি. পতি; প্রণয়ী। ̃ বল্লভা বি. (স্ত্রী.) প্রাণপ্রিয়া; পত্নী; প্রণয়িনী। ̃ বান (-বত্) উদারচিত্ত, মহাপ্রাণ, মহানুভব; সহানুভূতিশীল। ̃ বিদারক বিণ. অত্যন্ত শোকজনক; মর্মভেদী। ̃ বৃত্তি বি. মনের ব্যাপার, চিত্তবৃত্তি। ̃ বেদনা, ̃ ব্যথা বি. মর্মযন্ত্রণা, মনঃকষ্ট। ̃ ভেদী (-দিন্) বিণ. অতীব দুঃখজনক, মর্মান্তিক, মর্মপীড়াদায়ক। ̃ শূন্য, ̃ হীন বিণ. নির্দয়, নির্মম। হৃদয়াবেগ বি. চিত্তের চঞ্চলতা বা উদ্দীপনা, emotion. হৃদয়ালু বিণ. হৃদয়বান, অত্যন্ত কোমলভাব প্রবণ। হৃদয়েশ বি. প্রাণেশ্বর; পতি; প্রণয়ী। 18)
হিঙ্গুল, হিঙ্গুলি
(p. 869) hiṅgula, hiṅguli বি. পারদ-গন্ধক-মেশানো ঘোর লাল পদার্থবিশেষ। [সং. হঙ্গু + √ লা + অ, ই]। 12)
হিরণ্য
(p. 869) hiraṇya বি. স্বর্ণ। [সং. হিরণ + য]। ̃ কাশিপু বি. দৈত্যরাজবিশেষ (ইনি প্রহ্লাদের পিতা)। ̃ গর্ভ বিণ. স্বর্ণপূর্ণ। বি. সৃষ্টির প্রথম পুরুষ, ব্রহ্মা। ̃ নাভ বি. মৈনাকপর্বত। ̃ বাহ বি. শোণ নদী। ̃ রেতা (-তস্) বি. 1 অগ্নি; 2 সূর্য; 3 শিব। 37)
হাজি, (বর্জি.) হাজী
হবন
(p. 858) habana বি. হোম, আহুতি। [সং. √ হু + অন]। হবনী বি. হোমকুণ্ড। হবনীয় বি. বিণ. হোমের বস্তু; হোমের যোগ্য। 55)
হারি-কেন
(p. 867) hāri-kēna বি. ঝড়জলেও নেভে না এমন কাচের আবরণযুক্ত লণ্ঠনবিশেষ। [ইং. hurricane lantern]। 34)
হব্য
(p. 860) habya বি. 1 হোমে প্রদেয় বস্তু; 2 হোম; 3 দেবতার উদ্দেশে নিবেদিত অন্ন ইত্যাদি (তু. কব্য)। বিণ. হোমে প্রদেয়, হোমের যোগ্য। [সং. √ হু + য]। 6)
হেদা
(p. 873) hēdā ক্রি. হেদানো। [ সং. খেদ]। ̃ নো ক্রি. (কথ্য) দৈহিক বা মানসিক কষ্টহেতু ব্যাকুলতা বা আলস্যের ভাব প্রকাশ করা (হেদিয়ে পড়া)। বি. উক্ত অর্থে। 6)
হালুয়া
(p. 867) hāluẏā বি. সুজি চিনি দুধ প্রভৃতি দিয়ে প্রস্তুত মিষ্টান্নবিশেষ, মোহনভোগ। [আ. হলবা]। 61)
হামা
(p. 867) hāmā বি. হাঁটুহাতের চেটোর সাহায্যে এগোনো, হামাগুড়ি। [দেশি]। হামা টানা, হামা দেওয়া ক্রি. বি. হামাগুড়ি দেওয়া। ̃ গুড়ি বি. হামা দেওয়া বা হামা দিয়ে চলা। 13)
হুইল
(p. 871) huila বি. মাছ-ধরা ছিপের মতো গুটানোর চক্র; উক্ত চক্রযুক্ত ছিপ (হুইলে মাছ ধরা)। [ইং. wheel]। 2)
হরজ, হরজা
(p. 860) haraja, harajā বি. ক্ষতি, হানি। [ফা. হর্জ্]। 19)
হৈয়ঙ্গ-বীন
(p. 873) haiẏaṅga-bīna বি. পূর্বদিনের দুধে তৈরি নবনীত বা ঘৃত; সদ্য তৈরি করা ঘি। [সং. হিয়ঙ্গু + অ + ঈন]। 34)
হার্দী
(p. 867) hārdī (-র্দিন্) বিণ. স্নেহযুক্ত। [সং. হার্দ + ইন্]। 45)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577637
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185327
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785372
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026155
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901035
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848095
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708532
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 619999

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us