Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ঊর্ধ্বগত দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আরোহ
(p. 104) ārōha বি. 1 উচ্চতা; 2 দৈর্ঘ্য; 3 কটিদেশ; 4 নিতম্ব (বরারোহা); 5 শ্রেণী; 6 (দর্শ.) ফল বা কার্য থেকে কারণ অনুমাণ, induction. [সং. আ + √রুহ্ + অ]। ̃ ণ বি. উপরে ওঠা। ̃ ণী বি. সিঁড়ি, সোপান। আরোহী (-হিন্) বিণ. 1 আরোহণকারী; 2 (সংগীতে) ক্রমান্বয়ে ঊর্ধ্বদিকে গতিযুক্ত, ক্রমশ চড়ার দিকে যাচ্ছে এমন (আরোহী সুর); 3 (দর্শ.) কার্য দেখে কারণ বিচারের প্রণালীসম্মত, inductive. স্ত্রী. আরোহিণী। 30)
আসমাপ্ত
(p. 108) āsamāpta বিণ. সমাপ্ত ('আসমাপ্ত মুহুর্তের ঊর্ধ্বশ্বাস গতি': সু. দ.)। [সং. আ + সমাপ্ত]। 55)
উচ্চ
(p. 119) ucca বিণ. 1 উন্নত ('রহিবে উচ্চ শির'); 2 উঁচু (উচ্চবৃক্ষ); 3 সম্ভ্রান্ত, অভিজাত (উচ্চবংশীয়); 4 জোরালো (উচ্চকণ্ঠ); 5 চড়া (উচ্চমূল্য, উচ্চহার); 6 ঊর্ধ্বতন (উচ্চ আদালত)। [সং. উত্ + √ চি + অ]। বি. ̃ তা। ̃ গ্রাম বি. উঁচু পর্দায় বাঁধা স্বর বা কণ্ঠ। ̃ নীচ বিণ. 1 উঁচুনিচু, উন্নত-অনুন্নত; 2 উত্তম ও অধম। ̃ বাচ্য বি. সাড়াশব্দ; বাদ-প্রতিবাদ; ভালোমন্দ মন্তব্য। ̃ বিত্ত বিণ. অর্থশালী; আর্থিক সচ্ছলতাযুক্ত। ̃ বিদ্যালয় বি. যে বিদ্যালয়ে প্রবেশিকা বা মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত পড়ানো হয়। ̃ ভাষী বিণ. কড়া কথা বলে এমন; চড়া গলায় কথা বলে এমন। 28)
উচ্ছ্রয়, উচ্ছ্রায়
(p. 119) ucchraẏa, ucchrāẏa বি. 1 উচ্চতা; 2 উন্নতি। [সং. উত্ + √ শ্রি + অ]। উচ্ছ্রায়ী (-য়িন্) বিণ. ঊর্ধ্বগামী, উন্নতিশীল। উচ্ছ্রিত বিণ. উন্নত; স্ফীত; বৃদ্ধিপ্রাপ্ত। উচ্ছ্রিয়া অস-ক্রি. স্ফীত বা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ('উচ্ছ্রিয়া উঠিবে বিশ্ব পুঞ্জ পুঞ্জ বস্তুর পর্বতে: রবীন্দ্র)। 62)
উত্-পতন
(p. 123) ut-patana বি. 1 উদয়; 2 উত্থান; 3 ঊর্ধ্বগমন; 4 উড্ডয়ন, ওড়া। [সং. উত্ + পতন]। উত্-পতিত বিণ. উদিত, উত্থিত, ঊর্ধ্বগত; উড্ডীন। 19)
উত্-পাদ1
(p. 123) ut-pāda1 বিণ. যার পা উপরের দিকে রয়েছে বা থাকে, ঊর্ধ্বপদ। [সং. উত্ + পাদ]। 27)
উত্তান
(p. 125) uttāna বিণ. ঊর্ধ্বমুখে অবস্হিত, চিত। [সং. উত্ + √ তন্ + অ]। ̃ পাণি বি. চিত-করা হাত। ̃ শয়ন বি. চিত হয়ে শোয়া। 21)
উদগ্র
(p. 126) udagra বিণ. 1 তীব্র (উদগ্র কামনা); 2 সুউচ্চ, ঊর্ধ্বাভিমুখ। [সং. উত্ + অগ্র]। 10)
উদীক্ষণ
(p. 127) udīkṣaṇa বি. 1 উপরের দিকে নিবদ্ধ দৃষ্টি, ঊর্ধ্বদৃষ্টি; 2 প্রতীক্ষা; 3 উত্সুকভাবে দেখা। [সং. উত্ + √ ঈক্ষ্ + অন]। উদীক্ষিত বিণ. উপরের দিকে দৃষ্টি রয়েছে এমন; প্রতীক্ষিত; উত্সুকভাবে দৃষ্ট। 14)
উদ্বাহু
(p. 128) udbāhu বিণ. ঊর্ধ্ববাহু, বাহু উঁচু করে রয়েছে এমন। [সং. উত্ + বাহু]। 19)
উপর
(p. 133) upara বি. 1 ঊর্ধ্বভাগ, উপরিভাগ (জলের উপরটা দেখো); 2 চল, ছাদ। বিণ. 1 ঊর্ধ্বে স্হিত; উচ্চ (উপরমহল); 2 অতিরিক্ত, বাড়তি (উপর-পাওনা)। অব্য. প্রতি (প্রজাদের উপর জমিদারের অত্যাচার)। [সং. উপরি]। ̃ অলা, ̃ ওয়ালা বিণ. ঊর্ধ্বতন। বি. ঊর্ধ্বতন কর্মচারী। [বাং. উপর + ফা. বালা]। উপর-উপর অব্য. ক্রি-বিণ. বিণ. ভাসাভাসা, অগভীরভাবে (বইখানা উপর-উপর দেখেছি)। উপর-চড়া, উপর-চড়াও বিণ. ক্রি-বিণ. অকারণ; গায়ে-পড়া; গায়ে পড়ে (উপর চড়া হয়ে ঝগড়া করা, লোকটি ভারি উপর-চড়া)। ̃ চাল বি. 1 লোক-দেখানো ভাবভঙ্গি; 2 (দাবা খেলায়) দর্শকের বলে-দেওয়া চাল। ̃ চালাক বিণ. (যথার্থ বুদ্ধিমান না হয়েও) মাত্রাধিক চালাকি করে এমন; ফাজিল। ̃ টপকা বিণ. ক্রি-বিণ. 1 উপর-উপর; 2 উপর-পড়া। ̃ তলা বি. 1 পাকা বাড়ির একতলার উপরের অংশ; 2 (আল.) সম্পন্ন বা ধনী লোকের অবস্হান (উপরতলার লোক)। ̃ নীচ করা ক্রি. বি. বারবার ওঠা ও নামা। ̃ পড়া বিণ. স্বয়ংপ্রবৃত্ত, উপযাচক। 35)
উপরি1
(p. 133) upari1 অব্য. 1 ঊর্ধ্বে, উপরে; 2 অতঃপর, তারপর। [সং. উপ + রি (নি.)]। উপরি-উপরি অব্য. বিণ. পরপর (উপরি-উপরি তিন দিন)। ক্রি.-বিণ. 1 ভাসাভাসা, অগভীরভাবে (উপরি-উপরি বোঝা)। 2 একটির উপর আর একটি করে (উপরি-উপরি রাখা)। ̃ চর বিণ. উপরে বিচরণ করে এমন। ̃ তন বিণ. উপরওয়ালা; ঊর্ধ্বতন। ̃ ভাগ বি. উপরের অংশ। ̃ স্হ, ̃ স্হিত বিণ. উপরে অবস্হিত। 42)
উভ2
(p. 133) ubha2 বিণ. উঁচু: ঊর্ধ্বমুখী (উভলেজ)। [প্রাকৃ. উদ্ভ ঊর্ধ্ব]। ̃ রড়ে ক্রি-বিণ. (প্রা. বাং.) দ্রুতবেগে। &tilde ; রায় ক্রি-বিণ. (বর্ত. অপ্র.) উচ্চকণ্ঠে, উচ্চরবে। ̃ রোল বি. উচ্চ শব্দ, গণ্ডগোল। উভে ক্রি-বিণ. উচ্চতায়; খাড়াভাবে। 127)
উল্লম্ব
(p. 133) ullamba বিণ. খাড়া, খাড়াভাবে রয়েছে এমন, ঊর্ধ্বাধভাবে অবস্হিত, vertical. [সং. উদ্ + √ লম্ব্ + অ]। 172)
উল্লোল
(p. 139) ullōla বি. বৃহত্ তরঙ্গ, বিরাট ঢেউ ('ঊর্ধ্বশ্বাস মিলন-উল্লোল': সু. দ.)। বিণ. দোদুল্যমান। [সং. উদ্ + √ লো়ড্ + অ]। 4)
ঊর্ধ্ব
(p. 140) ūrdhba বি. 1 উপরের দিক, উপরিভাগ (ঊর্ধ্বে দৃষ্টি স্হাপন করা); 2 উচ্চতা (ঊর্ধ্বে পাঁচ হাত); 3 বেশি (শতবত্সরের ঊর্ধ্বে)। বিণ. 1 উঁচু, উন্নত (ঊর্ধ্ব কণ্ঠ); 2 উপরে অবস্হিত (ঊর্ধ্বগগন)। [সং. উদ্ + √ হা + অ]। ̃ গ, ̃ গামী (-মিন্) বিণ. উপরদিকে যাচ্ছে এমন; ক্রমশ উপরে উঠছে বা উঁচু হচ্ছে এমন। ̃ গগন বি. উঁচু আকাশ, উপরের আকাশ ('ঊর্ধ্বগগনে বাজে মাদল': কাজি)। ̃ গতি বি. উপরের দিকে যাওয়া, উপরে ওঠবার প্রবণতা। বিণ. উপরে উঠছে এমন (ঊর্ধ্বগতি দ্রব্যমূল্য)। ̃ চারী (-রিন্) বিণ. 1 শূন্যে বিচরণকারী; 2 উচ্চাকাঙ্ক্ষী। ̃ তন বিণ. 1 উপরে অবস্হিত, উপরিস্হ; 2 উচ্চতর অবস্হানে রয়েছে এমন (ঊর্ধ্বতন অফিসার)। ̃ দৃষ্টি, ̃ নেত্র বিণ. চোখ উলটিয়ে রয়েছে এমন, শিবচক্ষুবিশিষ্ট। বি. 1 উপরের দিকে নিবদ্ধ দৃষ্টি, উদাস দৃষ্টি; 2 যোগদৃষ্টি, ভ্রূদ্বয়ের মধ্যে নিবদ্ধ দৃষ্টি। ̃ দেহ বি. 1 মৃত্যুর পরে প্রাপ্ত শরীর; 2 সূক্ষ্ম দেহ। ̃ পাতন বি. চোলাই। ̃ বাহু বিণ. হাত উপরে তুলে রয়েছে এমন। ̃ রেতা (-তস্) বি. 1 শুক্র বা বীর্য ক্ষয় করেনি এবং যার শুক্র ঊর্ধ্বগামী এমন পুরুষ; 2 শিব। ̃ লোক বি. স্বর্গ। ̃ শায়ী (-য়িন্) বিণ. চিত হয়ে শুয়ে আছে এমন। ̃ শ্বাস বি. দ্রুত হাঁটাচলা বা শারীরিক পরিশ্রম করার ফলে ঘন ঘন শ্বাস। ̃ স্হ বিণ. উপরে আছে এমন। ঊর্ধ্বাংশ বি. উপরের অংশ। ঊর্ধ্বাকাশ বি. মাথার উপরের আকাশ। ঊর্ধ্বাঙ্গ বি. শরীরের উপরদিক। 11)
ঔর্ধ্ব-দেহিক, ঔর্ধ্ব-দৈহিক
(p. 155) aurdhba-dēhika, aurdhba-daihika বিণ. অন্ত্যেষ্টিসম্বন্ধীয়। বি. মৃত্যুর পরে করণীয় অগ্নিসংস্কার শ্রাদ্ধ, তর্পণ ইত্যাদি; অন্ত্যেষ্টি। [সং. ঊর্ধ্বদেহ + ইক]। 32)
কবি
(p. 164) kabi বি. 1 কবিতারচয়িতা; 2 পণ্ডিত; বিদ্বান; তত্ত্বজ্ঞ; 3 যার কল্পনাশক্তি প্রবল; 4 একজাতীয় বাংলা গান ও তার রচয়িতা বা তার গায়ক। [সং. √ কব্ + ই]। ̃ ওয়ালা বি. যে কবিগান লেখে বা গায়; কবিগানের দলের অধিকারী। ̃ কঙ্কণ বি. কবি মুকুন্দরামের উপাধি; উপাধিবিশেষ। ̃ কল্পনা বি. কবিতা রচয়িতার উদ্ভাবনা; মনগড়া ব্যাপার। ̃ গান বি. সভায় উপস্হিতমতো মুখে মুখে রচিত ও তত্ক্ষণাত্ সুরারোপিত গানবিশেষ। ̃ প্রসিদ্ধি বি. সুপ্রাচীন কাল থেকে প্রচলিত এবং পরবর্তী কালের কবিদের দ্বারা গৃহীত ও ব্যবহৃত বর্ণনা, কল্পনা ইত্যাদি (যথা, সূর্যোদয়ে পদ্মের প্রকাশ, চন্দ্রোদয়ে কুমুদের প্রকাশ, চাতকের ঊর্ধ্বমুখে বৃষ্টিজল পান ইত্যাদি)। ̃ বর বি. বিশিষ্ট কবি, সুকবি। কবির লড়াই দুই কবিগানের দলের মধ্যে কবিগানের মাধ্যমে পরস্পরকে হীন প্রতিপন্ন করার প্রতিযোগিতা। 22)
কিরীট
(p. 190) kirīṭa বি. মুকুট, শিরোভূষণ। [সং. √ কৃ + ঈট]। কিরীটী (-টিন্) বিণ. মুকুটধারী। বি. অর্জুন। কিরীটিনী বিণ. (স্ত্রী.) 1 মুকুটধারিণী; 2 যার ঊর্ধ্বদেশ মণ্ডিত বা শোভিত ('শুভ্রতুষারকিরীটিনী': রবীন্দ্র)। 34)
কোর্ফা
(p. 210) kōrphā বি. 1 জমির নিম্নতম স্বত্ব বা অধিকার; 2 যে প্রজা তার ঊর্ধ্বতন প্রজার কাছ থেকে জমি নিয়ে চাষ করে। [ফা. কোর্ফা]। কোর্ফা প্রজা বি. এক প্রজার অধীন অন্য প্রজা। 47)
চড়াই1
(p. 276) caḍ়āi1 বি. 1 (সাধারণত পাহাড়ের) ঊর্ধ্বগত বা ক্রমোন্নত পথ, (পাহাড়ের) নীচের দিক থেকে উপরের দিকে ওঠার পথ (তু. বিপ. উতরাই); 2 আরোহণ; 3 ঊর্ধ্বগতি; 4 উচ্চতা। [হি. চড়াই]। 15)
চতুর্দশ
(p. 277) caturdaśa (-শন্) বি. বিণ. 14 সংখ্যা; 14 সংখ্যার পূরক। [সং. চতুর্ + দশন্]। চতুর্দশ পুরুষ পিতা পিতামহ ইত্যাদি ক্রমে ঊর্ধ্বতন চোদ্দো পুরুষ। চতুর্দশ বিদ্যা চার বেদ, ছয় বেদাঙ্গ এবং মীমাংসা ন্যায় ইতিহাস ও পুরাণ এই চোদ্দো বিদ্যা। চতুর্দশ ভূবন সপ্ত স্বর্গ ও সপ্ত পাতাল। চতুর্দশী বি. (স্ত্রী.) তিথিবিশেষ। চতুর্দশ-পদী বি. চোদ্দোটি চরণ বা পঙ্ক্তিযুক্ত কবিতাবিশেষ; সনেট। 13)
চিত্2, চিত
(p. 288) cit2, cita বিণ. 1 ঊর্ধ্বমুখে শয়ান (চিত্ হওয়া); 2 ওইভাবে শায়িত (চিত করে রাখো); 3 (আল.) পরাজিত ('তোমার শত্রুরা রণক্ষেত্রে চিত্': ব. চ.)। [দেশি-তু. হি. চিত]। ̃ পটাং, ̃ পাত বিণ. সম্পূর্ণ চিত হয়ে পড়ে গেছে এমন। [তি. চিত্রপটাঙ্গ]। 30)
চোলাই
(p. 298) cōlāi বি. 1 চুয়ানো (মদ চোলাই); 2 ঊর্ধ্বপাতন বা তির্যক্পাতন, রাসায়নিক প্রক্রিয়াবিশেষ, distillation. [তু. হি. চোলানা]। 28)
চৌদ্দ
(p. 299) caudda বি. বিণ. (সাধু) 14 সংখ্যা বা সংখ্যক, চোদ্দো। [সং. চতুর্দশ]। ̃ ই বি. বিণ. মাসের চোদ্দো তারিখ বা তারিখের। ̃ পুরুষ বি. পিতা-পিতামহাদিক্রমে ঊর্ধ্বতন চোদ্দোপুরুষ বা পুত্রপৌত্রাদিক্রমে অধস্তন চোদ্দোপুরুষ; ঊর্ধ্বতন সাত পুরুষ ও অধস্তন সাত পুরুষ। 13)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534745
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140262
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730423
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942605
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883511
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838444
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696606
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603052

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us